Class 7 English Unit 2 Lesson 1 Find your word: The teacher asks the class, “Have you noticed that the words in bold are written one after another? OK. Do you find any rule or system or order in arranging these words?”
Class 7 English Unit 2 Lesson 1 Find your word:
Lesson-1: Find your word
A. Read the dialogue. কথোপকথনটি পড়।
Teacher (শিক্ষক): Students, do you have a dictionary? – ছাত্রছাত্রীরা, তোমাদের কাছে কি কোনো অভিধান আছে?
Rupa (রূপা): Yes, miss, I have one. – হ্যাঁ, মিস, আমার আছে।
Ananda (আনন্দ): I have one too. – আমারও আছে।
Teacher (শিক্ষক): Do you know how to look up a word in a dictionary? -তোমরা কি জানো অভিধানে কীভাবে একটা শব্দ খুঁজে বের করতে হয়?
Rupa (রূপা): Not really. It often takes a long time to find the meaning of a word in a dictionary. – ঠিক জানি না। প্রায়ই অভিধান থেকে একটা শব্দের অর্থ খুঁজে বের করতে অনেক সময় লেগে যায়।
Teacher (শিক্ষক): How about you, Ananda? (হাউ অ্যাবাউট ইউ, আনন্দ?)-তোমার বিষয়টা কী, আনন্দ?
Ananda (আনন্দ): Same with me. I often get confused. So many words, so many signs, ooh! – আমারও একই অবস্থা। আমি প্রায়ই বিভ্রান্ত হয়ে পড়ি। এত শব্দ, এত চিহ্ন, উহ।
Teacher (শিক্ষক): It’s because you haven’t learned how to look up a word quickly in a dictionary. – এর কারণ হলো কীভাবে অভিধানে দ্রুত একটা শব্দের অর্থ খুঁজে বের করতে হয় তা তোমরা জানো না।
Rupa, Ananda (রূপা, আনন্দ): How can we do it, teacher? – আমরা কেমন করে তা করতে পারি, জনাব?
Teacher (শিক্ষক): Ok, let’s start with a page from a dictionary. – ঠিক আছে, অভিধানের একটা পৃষ্ঠা নিয়ে শুরু করো যাক।
C. Make a list of the letters/words in bold. Answer the following questions.-মোটা হরফে লেখা অক্ষরগুলো বা শব্দগুলোর একটা তালিকা তৈরি করো। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
Ans. The list of the letters/words in bold is made below: B, BA, baa, babble, babby, babe, babel, baboon, baby, baby boom, baby boomer, Baby Buggy, Baby carriage, Baby fat, Baby-gro, baby-hood, babyish, babysit, baby-sitter, baby talk, baby tooth, baby walker, baccalaureate, baccy, bachelor.
A. What do you see at the top left corner of the dictionary page? – অভিধানের এ পৃষ্ঠাটির সবার উপরে বাম কোণে তুমি কী দেখতে পাচ্ছ?)
Ans. We see the letter Bb in bold. (মোটা হরফে Bb দেখতে পাচ্ছি।)
B. What is the first letter and word in the left hand corner? (বামপাশে প্রথমে কোন অক্ষর ও শব্দ রয়েছে?)
Ans. The first letter is B and the first word is BA. (প্রথম অক্ষরটি হলো B এবং প্রথম শব্দটি হলো BA।)
D. Read the text about how the dictionary page has been written. – অভিধানের পৃষ্ঠা কীভাবে লেখা হয়েছে সে সম্পর্কে নিচের পাঠটি পড়।
The teacher asks the class, “Have you noticed that the words in bold are written one after another? OK. Do you find any rule or system or order in arranging these words?”
শিক্ষক শ্রেণিকক্ষে জিজ্ঞেস করোলেন, “তোমরা কি লক্ষ করেছ যে, মোটা হরফের শব্দগুলো একটার পর একটা লেখা আছে? ঠিক আছে। এ শব্দগুলো বিন্যাসের ক্ষেত্রে তোমরা কি’কোনো নিয়ম, পদ্ধতি বা ক্রম খুঁজে পেয়েছ?”
“Yes, teacher. The page starts with a single letter B and slowly words come below this letter,” Rupa said.
“হ্যাঁ, শিক্ষিকা। পৃষ্ঠাটি একটা একক অক্ষর B দিয়ে শুরু হয় এবং ধীরে ধীরে শব্দগুলো এ অক্ষরের নিচে আসে,” রূপা বলল।
“Thank you, Rupa. You’ve got it! Let me write B and some of the words from this page on the board. Then I’ll show you how they are written one after another like in the alphabet. Look at the board and ask me if it is clear or not. OK?”
“ধন্যবাদ রূপা। বোর্ডে B এবং এ পৃষ্ঠা থেকে আরও কতকগুলো শব্দ লেখা যাক। তারপর আমি দেখাব ঠিক কীভাবে এগুলো বর্ণমালার মতো একের পর এক এসেছে। বোর্ডের দিকে লক্ষ্য করো এবং এটা স্পষ্ট হলো কি না তা আমাকে জিজ্ঞেস করো। ঠিক আছে?”
E. Arrange the following words in alphabetic order. নিচের শব্দগুলো বর্ণমালার ক্রম অনুসারে সাজাও।
bet, bat, bag, book, bait, batch
Ans: bag (ব্যাগ)-থলে, bait (বেইট)-টোপ দেওয়া, bat (ব্যাট)-বাদুর, batch (ব্যাচ)-দল, bet (বেট)-বাজি ধরা, book (বুক)-বই।
F. Look at the dictionary page again. Discuss in groups and find out the following information about BA, baby and bachelor. -অভিধানের পৃষ্ঠাটির দিকে পুনরায় তাকাও। দলবদ্ধ হয়ে আলোচনা করো এবং BA, baby এবং bachelor সম্পর্কে নিচের তথ্যগুলো খুঁজে বের কর।
- meanings of words (i.e. definitions) – শব্দাবলির অর্থ (অর্থাৎ অর্থ ও সংজ্ঞা)
- spelling – বানান
- examples of use/ example sentences – প্রায়োগিক উদাহরণসমূহ/দৃষ্টান্তমূলক বাক্যসমূহ
- grammatical information (parts of speech, irregular verbs and plurals, countable or uncountable nouns) – ব্যাকরণগত তথ্য (পদ, অনিয়মিত ক্রিয়া ও বহুবচন, গণনীয় কিংবা অগণনীয় বিশেষ্য)
- formal/informal – নিয়মসম্মত/অনৈয়মিক
- abbreviations – সংক্ষেপকরণ
Ans:
Myself: I see Basir, you are very busy with looking up words in the dictionary. (বশির বুঝতে পারছি, তুমি অভিধানে শব্দ খুঁজে বের করতে খুব ব্যস্ত।)
Basir: Yes, can I help you? (হ্যাঁ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি?)
Myself: Actually I want to know the meaning of BA, its use in sentences, grammatical information, whether it is formal or informal. (আসলে আমি বিএ শব্দের অর্থ, বাক্যে এর ব্যবহার ব্যাকরণগত তথ্য, এটি নিয়মসম্মত না অনৈয়মিক তা জানতে চাই।)
Basir: So far as I know it is the abbreviation for ‘Bachelor of Arts’. It is a first university degree in an arts subject. It is a countable noun. It is formal. Its use in sentences is as follows: (আমি যতদূর জানি, এটি Bachelor of Arts এর সংক্ষিপ্ত রূপ। এটি কলা বিষয়ের প্রথম বিশ্ববিদ্যালয় ডিগ্রি। এটি গণনীয় বিশেষ্য। এটি নিয়মসম্মত। বাক্যে এর ব্যবহার নিম্নরূপ):
(i) He passed BA Exam. (সে বি এ পরীক্ষায় কৃতকার্য হলো।)
(ii) She is a holder of BA degree. (সে বিএ ডিগ্রিধারী।)
Basir: From Badal I am interested to know the meaning of baby, grammatical information, its use in sentences, whether it is formal or informal. (বাদল থেকে আমি baby শব্দের অর্থ, ব্যাকরণগত তথ্য, বাক্যে এর ব্যবহার, এটি নিয়মসম্মত না অনৈয়মিক তা জানতে চাই।)
Basir: From Badal I am interested to know the meaning of baby, grammatical information, its use in sentences, whether it is formal or informal. (বাদল থেকে আমি baby শব্দের অর্থ, ব্যাকরণগত তথ্য, বাক্যে এর ব্যবহার, এটি নিয়মসম্মত না অনৈয়মিক তা জানতে চাই।):
Badal: Well, it means a very young child or animal. It can be used as noun, adjective and verb too. Its use in sentences is as follows: (আচ্ছা, এটি খুব ছোট বাচ্চা কিংবা প্রাণীকে বুঝায়। এটি বিশেষ্য, বিশেষণ ও ক্রিয়া হিসেবেও ব্যবহৃত হতে পারে। বাক্যে এর ব্যবহার নিম্নরূপ):
(i) She had a baby last year. (গত বছর তার একটি বাচ্চা হয়েছিল।)
(ii) He likes to eat baby carrots. (সে কচি গাজর খেতে পছন্দ করে।)
(iii) She babied us. (তিনি আমাদেরকে নিজের সন্তানের মতো যত্ন নিলেন।)
But the word ‘baby’ is formal (তবে baby শব্দটি নিয়মসম্মত।)
Myself: From Masud, I want to know the meaning of bachelor, grammatical information, its use in sentences, whether it is formal or informal. (মাসুদ থেকে আমি bachelor শব্দের অর্থ, ব্যাকরণগত তথ্য, বাক্যে এর ব্যবহার, এটি নিয়মসম্মত না অনৈয়মিক তা জানতে চাই।)
Masud: Actually ‘bachelor’ refers to a man who has never been married. Grammatically it is a noun. It is formal. Its use in sentences is as follws: (আসলে bachelor শব্দটি এমন একজন ব্যক্তিকে বুঝায় যিনি কখনও বিয়ে করেননি। ব্যাকরণগত দিক দিয়ে এটি একটি বিশেষ্য। এটি নিয়মসম্মত। বাক্যে এর ব্যবহার নিম্নরূপ):
(i) He is a bachelor. (তিনি একজন কুমার।)
(ii) I see you are still a bachelor. (আমি বুঝতে পারছি তুমি এখনও একজন কুমার।)
Myself: Thank you all present here. (এখানে উপস্থিত তোমাদের সবাইকে ধন্যবাদ।)
সকল বিষয়ে সমাধান পেতে আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সকল গাইড মোবাইলে পড়তে আমাদের অ্যাপটি ইনস্টল করে নাও। এতে তোমাদের পড়াশোনা হবে আরও সহজ ও মজার!