Privacy Policy

প্রতিমাসে অসংখ্য ব্যবহারকারী কোডহর্স ভিজিট করেন। তাই ব্যবহারকারীদের গোপনীয়তার প্রতি আমাদের পূর্ণ মনোযোগ রয়েছে। এই নীতিমালায় আমরা ব্যাখ্যা করেছি, কোডহর্স কীভাবে আপনার তথ্য সংগ্রহ করে এবং তা কীভাবে ব্যবহার করে। যদি আপনার গোপনীয়তা সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে বা অতিরিক্ত তথ্যের প্রয়োজন হয়, তাহলে নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

প্রযোজ্য ক্ষেত্র: এই গোপনীয়তার নীতিমালা কেবলমাত্র আমাদের অনলাইন কার্যক্রমের জন্য প্রযোজ্য। এই নীতিটি অফলাইনে বা এই ওয়েবসাইটটি ব্যতীত অন্য মাধ্যমে সংগৃহীত তথ্যের জন্য প্রযোজ্য নয়। কোডহর্স ব্যবহার করে আপনি আমাদের এই নীতিমালায় সম্মতি প্রদান করছেন।

আমরা যে তথ্য সংগ্রহ করি: আপনি যদি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করেন, তাহলে আমরা আপনার নাম, ইমেল ঠিকানা, ফোন নম্বর, বার্তা এবং আপনার প্রেরিত ফাইল বা সংযুক্তি গ্রহণ করতে পারি।

তথ্যের ব্যবহার: আপনার থেকে প্রাপ্ত তথ্যগুলো আমরা নিচের উদ্দেশ্যে ব্যবহার করি:
i) আমাদের ওয়েবসাইট সঠিকভাবে পরিচালনার জন্য
ii) ওয়েবসাইটের মান উন্নয়নের জন্য
iii) ওয়েবসাইটের ব্যবহার বিশ্লেষণের জন্য
iv) নতুন ফিচার, সেবা বা আপডেট সম্পর্কে জানাতে
v) প্রয়োজনে ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে
আমরা নিশ্চিত করি যে, ব্যবহারকারীর তথ্য কোনোভাবেই অপব্যবহার করা হবে না।

কপিরাইট সংক্রান্ত বিষয়: কোডহর্স সবসময় মুক্ত শিক্ষার পক্ষে। আমরা শিক্ষার্থীদের জন্য বিভিন্ন শিক্ষামূলক উপকরণ যেমন পিডিএফ, কোড শীট, নোটস ইত্যাদি শেয়ার করি। এসব উপকরণের একটি অংশ আমাদের তৈরি এবং কিছু ইন্টারনেট থেকে সংগ্রহ করা।

আমরা সর্বদা চেষ্টা করি কেবলমাত্র ফ্রি এবং ওপেনলি শেয়ারযোগ্য ফাইল ব্যবহারে। যদি কোনো লেখক, প্রকাশক বা স্বত্বাধিকারী মনে করেন তার কপিরাইট সংরক্ষিত কোনো উপকরণ এখানে প্রকাশিত হয়েছে, তাহলে অনুগ্রহ করে আমাদের জানাবেন। আমরা বিষয়টি যাচাই করে ২৪ ঘণ্টার মধ্যে উপযুক্ত পদক্ষেপ নেব।

নীতিমালার পরিবর্তন: আমরা সময়ের সাথে সাথে এই গোপনীয়তা নীতিমালা হালনাগাদ করতে পারি। কোনো পরিবর্তন হলে তা এই পৃষ্ঠায় প্রকাশ করা হবে।

সর্বশেষ আপডেট: ১৮ এপ্রিল, ২০২৫

Codehorse App