Class 7 English Unit 5 Solution
Class 7 English Unit 5 Solution

Class 7 English Unit 5 Lesson 1 Begum Rokeya (1)

Class 7 English Unit 5 Lesson 1 Begum Rokeya (1): Begum Rokeya (1880-1932) was a famous writer and a social worker. She lived in undivided Bengal in the early 20th century. She believed that women should have the same rights and opportunities as men have in the society.

Class 7 English Unit 5 Lesson 1 Begum Rokeya (1):

Lesson-1: Begum Rokeya (1) – বেগম রোকেয়া

A. Look at the picture and ask and answer these questions. – ছবিটি লক্ষ্য করো এসব প্রশ্ন জিজ্ঞাসা কর ও উত্তর দাও।

1. Who is the woman? – মহিলাটি কে?
Ans. The woman is Begum Rokeya, a famous writer and a social worker. -মহিলাটি হলেন বেগম রোকেয়া, একজন বিখ্যাত লেখিকা এবং সমাজ কর্মী।

2. What do you know about her? -তাঁর সম্বন্ধে তুমি কী জান?
Ans. Begum Rokeya was a famous writer and a social worker. She was born in 1880. She was self educated, learnt Bangla and English from her brother. Her aim was to establish women’s rights in society. (বেগম রোকেয়া একজন বিখ্যাত লেখিকা এবং সমাজ কর্মী ছিলেন। তিনি ১৮৮০ সালে জন্মগ্রহণ করেন। তিনি স্বশিক্ষিত ছিলেন, ভাইয়ের কাছে বাংলা এবং ইংরেজি শিখেছিলেন। সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠা করাই ছিল তাঁর লক্ষ্য।)



B. Read about Begum Rokeya.
– বেগম রোকেয়া সম্বন্ধে পড়।

Begum Rokeya (1880-1932) was a famous writer and a social worker. She lived in undivided Bengal in the early 20th century. She believed that women should have the same rights and opportunities as men have in the society. So she fought for their cause throughout her life.

বেগম রোকেয়া (১৮৮০-১৯৩২) একজন বিখ্যাত লেখিকা ও সমাজকর্মী ছিলেন। বিংশ শতাব্দীর শুরুর দিকে তিনি অবিভক্ত বাংলায় জন্মগ্রহণ করেন। তিনি বিশ্বাস করতেন সমাজে পুরুষদের মতো নারীর সমান অধিকার ও সুযোগ-সুবিধা থাকা উচিত। তাই তিনি সারাজীবন এর জন্যই সংগ্রাম করে গেছেন।

Begum Rokeya was born in a village called Pairabondh, Rangpur in 1880. Her father Jahiruddin Muhammad Abu Ali Haider Saber was an educated landlord. Rokeya was married to Syed Sakhawat Hossain in 1897. Her husband was the Deputy Magistrate of Bhagalpur, now a district in the Indian state of Bihar. He was very cooperative, and always encouraged Rokeya to go on with her activities.

বেগম রোকেয়া ১৮৮০ সালে রংপুরের পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা জহিরউদ্দীন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের একজন শিক্ষিত জমিদার ছিলেন। ১৮৯৭ সালে সৈয়দ সাখাওয়াত হুসাইন এর সাথে তাঁর বিয়ে হয়। তাঁর স্বামী ভাগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, এখন যা ভারতীয় রাজ্য বিহারের একটি জেলা। তিনি খুব সহযোগিতাপরায়ণ ছিলেন এবং সর্বদা রোকেয়াকে তার কাজকর্মে উৎসাহিত করতেন।

Many upper-class Muslims of Bengal at that time learnt Arabic and Persian as a medium of education and communication, But Rokeya had great love for her mother tongue. She learnt Bangla and English from her eldest brother Ibrahim.

সে সময় উচ্চ শ্রেণির অনেক বাঙালি মুসলমান শিক্ষা ও যোগাযোগের মাধ্যম হিসেবে আরবি এবং ফারসি ভাষা শিখত। কিন্তু মাতৃভাষার প্রতি রোকেয়ার প্রগাঢ় ভালোবাসা ছিল। তিনি তাঁর সবচেয়ে বড় ভাই ইব্রাহীমের কাছ থেকে বাংলা এবং ইংরেজি শেখেন।


C. Tick the correct answer. (টিক দ্যা কারেক্ট আনসার।)- সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও।

1. Begum Rokeya fought for (বেগম রোকেয়া ফট ফর)- বেগম রোকেয়া যুদ্ধ করেছেন।
(a) democracy গণতন্ত্রের জন্য
(b) independence স্বাধীনতার জন্য
(c) women’s rights নারীদের অধিকারের জন্য √

2. Rokeya was born in (রোকেয়া ওয়াজ বর্ন ইন)- রোকেয়া জন্মগ্রহণ করেন।
(a) a village একটি গ্রাম √
(b) a town একটি শহরে
(c) a slum একটি বস্তিতে

3. Rokeya loved (রোকেয়া লাভড)- রোকেয়া ভালোবাসতেন।
(a) English – ইংরেজি
(b) Bangla – বাংলা √
(c) Urdu – উর্দু

4. Shakhawat Hossain’s working place was (সাখাওয়াত হোসেন’স ওয়ার্কিং পেয়ইস ওয়াজ)-সাখাওয়াত হোসেনের কর্মস্থল ছিল ছিল-
(a) Pairabandh পায়রাবন্ধ
(b) Bhagalpur ভাগলপুর √
(c) Rangpur রংপুর

5. Bhagalpur is a district in (ভাগলপুর ইজ অ্যা ডিস্ট্রিক্ট ইন)- ভাগলপুর জেলাটি
(a) Bangladesh বাংলাদেশে
(b) West Bengal পশ্চিমবঙ্গে
(c) Bihar বিহারে √



D. Complete the following chart with information from the text. One is done for you.
অনুচ্ছেদ থেকে তথ্য নিয়ে নিচের তালিকাটি সম্পূর্ণ করো। তোমার জন্য একটি করে দেওয়া হলো-

Begum Rokeya

occupation born in married in family language
Writer and social worker

Ans:

Begum Rokeya

occupation born in married in family language
Writer and social worker Pairabondh, Rangpur in 1880 1896 to Sakhawat Hossain Upper Class Muslims Mother Tongue Bangla, English

E. Answer these questions. (অ্যানসার দীজ কোয়েশ্চনস।)-এসব প্রশ্নের উত্তর দাও।

1. What was Begum Rokeya’s belief? – বেগম রোকেয়ার বিশ্বাস কী ছিল?
Ans. Begum Rokeya’s belief was that women should have the same rights and opportunities as men. (বেগম রোকেয়ার বিশ্বাস ছিল যে, সমাজে পুরুষের যে অধিকার ও সুযোগ সুবিধা রয়েছে নারীদেরও তাই থাকা উচিত।)

2. What did she fight for? -তিনি কীসের জন্য সংগ্রাম করেছিলেন?
Ans: She fought for the women’s right. তিনি নারীর অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছিলেন।

3. What kind of family did she come from? -তিনি কী ধরনের পরিবারে জন্মগ্রহণ করেন?)
Ans. She came from a upper-class Muslim family. -তিনি একটি সম্ভ্রান্ত মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেন।

4. Why did many upper class Muslims learn Arabic and Persian at that time?– সে সময় অনেক সম্ভ্রান্ত মুসলমান আরবি এবং ফার্সি ভাষা শিখেছিলেন কেন?
Ans. At that time many upper class Muslims learnt Arabic and Persian as medium of education and communication to show their family status. (সে সময় অনেক সম্ভ্রান্ত মুসলমান শিক্ষা এবং যোগাযোগের মাধ্যম হিসেবে আরবি এবং ফার্সি ভাষা শিখেছিলেন তাদের পারিবারিক আভিজাত্য প্রকাশ করার জন্য।)

5. Why did Rokeya learn Bangla? – রোকেয়া বাংলা শিখেছিলেন কেন?)
Ans: Rokeya learnt Bangla and English because she had a great love for her mother tongue. (বেগম রোকেয়া বাংলা কারণ তিনি তাঁর মাতৃভাষাকে অনেক বেশি ভালোবাসতেন।)

সকল বিষয়ে সমাধান ও সাজেশন পেতে আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো এবং সকল গাইড ও সাজেশন মোবাইলে পড়তে আমাদের অ্যাপটি ইনস্টল করে নাও। এতে তোমাদের পড়াশোনা হবে আরও সহজ ও মজার!!

Read More: Class 7 English A hospital window

Read More: Unit 5 Lesson 2 Begum Rokeya (2)

Codehorse App

Check Also

Class 7 English Unit 6 Solution

The Selfish Giant (4) Class 7 English

The Selfish Giant (4) Class 7 English: The Giant felt sorry as he looked out. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *