Class 7 English Travelling by train (1): 1. Have you ever travelled by train? 2. If you have, when, where, with whom, and why did you go?
Class 7 English Travelling by train (1):
Lesson 4: Travelling by train (1) – ট্রেন ভ্রমণ – ১
A. Ask and answer these questions. (জিজ্ঞেস করো এবং এগুলোর উত্তর দাও):
1. Have you ever travelled by train? – তুমি কি কখনো ট্রেনে ভ্রমণ করেছ?
Ans. Yes, I have travelled by train several times. (হ্যাঁ, আমি বহুবার ট্রেন ভ্রমণ করেছি।)
2. If you have, when, where, with whom, and why did you go? – যদি তুমি গিয়ে থাক, তবে কখন, কোথায়, কার সাথে এবং কেন গিয়েছিলে?
Ans. In my last summer vacation, I went to Laksham from Dhaka with my parents to see my grand parents. (গত গ্রীষ্মের ছুটিতে আমি ঢাকা থেকে আমার বাবা-মায়ের সাথে দাদা-দাদিমাকে দেখতে লাকসাম গিয়েছিলাম।)
B. Listen to the teacher / CD and answer the following questions. – সিডি অথবা শিক্ষকের কথা শোন এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।
Listening text: 7
Tick the best answer. (সবচেয়ে সঠিক উত্তরটিতে টিক (√) চিহ্ন দাও।)
1. The school is closed for …… (স্কুলটি বন্ধের কারণ)
(a) winter
(b) summer √
(c) autumn
2. Julie is Zishan’s ….. sister. (জুলি জিশানের বোন)
(a) older
(b) younger
(c) counsin
3. Zishan and Julie have finished their …… exams. (জিশান ও জুলি শেষ করেছে তাদের পরীক্ষা।)
(a) annual
(b) first-terminal
(c) Second terminal
4. Zishan and Julie chat online. This means they talk to their friends ….. (জিশান ও জুলি তাদের বন্ধুদের সাথে কথা বলছে 1)
(a) on the internet
(b) on the telephone
(c) in the classroom
5. Zishan and Julie are getting bored. The underlined words mean. (জিশান ও জুলি একঘেয়েমিতে বিরক্ত এখানে নিচে দাগ দেওয়া শব্দটির মানে)
(a) making friends
(b) becoming angry
(c) feeling tired
6. Zishan and Julie are getting bored because …… (জিশান এবং জুলি একঘেয়েমিতে বিরক্ত কারণ-
(a) they are staying in the house
(b) they are staying inside their closed room
(c) they are busy talking to their friends
7. What was the wonderful surprise to Zishan and Julie?
(a) Their second term exams were over
(b) They were going to see their grandparents
(c) They did not like to go to the village
Note: ছাত্রছাত্রীদের শিক্ষকের কাছ থেকে/সিডি শুনে প্রশ্নগুলোর উত্তর করতে হবে।
C. Write a paragraph about what you will do after your first / second terminal exam is over.
প্রথম / দ্বিতীয় সাময়িক পরীক্ষা শেষ হওয়ার পর তুমি কী করবে সে সম্বন্ধে একটি অনুচ্ছেদ লেখ।
Ans.
I have a plan to visit my uncle’s house in Cumilla after I have finished my first terminal exams. I, will stay there for a week. During that time I will visit some interesting places there. I will visit Mainamati, a historical place of interest. I will also visit Cumilla University which stands on hillocks, the War Cemetery etc. I have the plan to visit all these beautiful places after my first terminal exams.
আমার প্রথম সাময়িক পরীক্ষা শেষ হওয়ার পর কুমিল্লায় আমার চাচার বাড়িতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা আছে। আমি সেখানে এক সপ্তাহ থাকব। ওই সময় আমি কিছু আকর্ষণীয় স্থান পরিদর্শন করব। আমি একটি আকর্ষণীয় ঐতিহাসিক স্থান ময়নামতি দেখব। আমি পাহাড়ি এলাকায় অবস্থিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ওয়ার সিমেট্রিও পরিদর্শন করব। আমার প্রথম সাময়িক পরীক্ষা শেষে এ সুন্দর স্থানগুলো দেখার ইচ্ছা রয়েছে।
সকল বিষয়ের সমাধান ও সাজেশন পেতে আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো এবং সকল গাইড ও সাজেশন মোবাইলে পড়তে আমাদের অ্যাপটি ইনস্টল করে নাও। এতে তোমাদের পড়াশোনা হবে আরও সহজ ও মজার!!