Class 7 English Unit 6 Solution
Class 7 English Unit 6 Solution

Class 7 English Unit 6 Lesson 3 What are they doing?

Class 7 English Unit 6 Lesson 3 What are they doing?: Young children play this game on the ground. The ground is marked by a set of joined squares. Each child throws a stone into a square, then hops (jumps on one leg) and jumps along the empty squares to pick up the stone again. They play this game in turn.

Class 7 English Unit 6 Lesson 3 What are they doing?:

Lesson 3: What are they doing? – তারা কী করছে?


A. Work in groups. Look at the pictures and talk about what the boys and girls are doing. – দলবদ্ধ হয়ে কাজ করো। ছবিগুলো লক্ষ্য করো এবং ছেলে-মেয়েরা কী করছে সে সম্বন্ধে আলোচনা করো।

Ans. In picture A, we see a girl and she is working with computer. (A ছবিতে আমরা একটি মেয়েকে কম্পিউটারে কাজ করতে দেখতে পাচ্ছি।)
The picture in B shows a playground where some boys are playing football. (B ছবিতে একটি খেলার মাঠ দেখা যাচ্ছে যেখানে কিছু ছেলে ফুটবল খেলছে।)
In picture C, we see a boy watching TV. (C ছবিতে আমরা দেখছি যে, একটি ছেলে টিভি দেখছে।)
In picture D, we see two girls playing a game by hopping. (D ছবিতে আমরা দেখছি যে, দুটি মেয়ে এক্কাদোক্কা খেলছে।)


 

B. Now read the paragraphs and match them with the pictures. – এখন অনুচ্ছেদগুলো পড় এবং সেগুলোকে ছবির সাথে মিলাও।

1. Young children play this game on the ground. The ground is marked by a set of joined squares. Each child throws a stone into a square, then hops (jumps on one leg) and jumps along the empty squares to pick up the stone again. They play this game in turn. – ছোট ছেলেমেয়েরা মাঠে এ খেলাটি খেলে থাকে। স্থানটি এক সেট বর্গক্ষেত্র দ্বারা চিহ্নিত আছে। প্রতিটি বাচ্চা একটি বর্গক্ষেত্রে ছোট পাথর নিক্ষেপ করে তারপর পাথরটি আবার তুলে নেয়ার জন্য এক পায়ে ভর দিয়ে লাফিয়ে ফাঁকা বর্গক্ষেত্রগুলো পার হয়। তারা এটি পালাক্রমে খেলে।
Ans. Picture D.

2. Some children are often glued to Computers. They download games to play on them. Some also share personal updates on facebook by uploading posts and pictures. – কিছু ছেলেমেয়ে প্রায়ই কম্পিউটারে আঠার মতো লেগে থাকে। তারা গেম ডাউনলোড করে সেগুলোতে খেলার জন্য। কেউ কেউ ফেসবুকে পোস্ট এবং ছবি আপলোড করে ব্যক্তিগত আপডেটগুলিও শেয়ার করে।
Ans. Picture A.

3. Children often watch football matches of both national and international teams on TV. – ছেলেমেয়েরা প্রায়ই টিভিতে জাতীয় ও আন্তর্জাতিক উভয় দলের ফুটবল খেলা দেখে।
Ans. Picture C.

4. Children often play football in the school playground. – ছেলেমেয়েরা প্রায়ই বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলে।
Ans. Picture B.


 

C. Discuss in pairs and answer this question orally: – দুজন দুজন করে আলোচনা করো এবং মৌখিকভাবে প্রশ্নটির উত্তর দাও:
Which activities mainly take place in cities and which activities mainly take place in villages? Also say which activity or activities can take place both in cities and villages. – প্রধানত কোন ধরনের কাজকর্ম শহরে এবং কোন ধরনের কাজকর্ম গ্রামে ঘটে থাকে? কোন কাজকর্ম শহর এবং গ্রাম উভয় জায়গাতেই ঘটতে পারে তাও বলো।

Ans.

Myself: Do you know the activities that mainly take place in our cities? (তুমি কি জান আমাদের শহরগুলোতে প্রধানত কোন কোন কার্যক্রম হয়?
My partner: Yes, I know them. (হ্যাঁ, আমি সেগুলো জানি।)
Myself: What are they? (সেগুলো কী কী?)
My partner: Well. On holidays, our city people often go to shopping or parks. They go to their relatives and friends too. Watching TV and playing games with computers and mobile phones are also very popular activities in city areas. Playing chess and carom are popular here too. (বেশ। ছুটির দিনগুলোতে, আমাদের শহরের লোকজন প্রায়ই কেনাকাটা করতে যায় বা পার্কে যায়। তারা তাদের আত্মীয়স্বজন এবং বন্ধু-বান্ধবদের বাড়িতেও বেড়াতে যায়। টিভি দেখা এবং কম্পিউটার ও মোবাইল ফোনে গেমস খেলাও শহর অঞ্চলের খুব জনপ্রিয় কার্যক্রম। দাবা খেলা ও ক্যারাম খেলাও এখানে জনপ্রিয়।)
Myself: You’re right. (তুমি ঠিক বলেছ।)
My partner: Now, let me ask you about the activities that mainly take place in village. (এখন আমি তোমাকে গ্রাম অঞ্চলে প্রধানত কী কী হয় সে ব্যাপার প্রশ্ন করি।)
Myself: Simple. In the pastimes, our village people usually go fishing. They also like to gossip among themselves. Weaving net, sewing katha are popular activities in our rural areas. Watching TV is also very popular here. Playing ‘hopscotch’ and ‘kana machi’ are very popular among the village children. Playing chess and carom are also popular here. (খুব সহজ। অবসর সময়ে, আমাদের গ্রামের লোকেরা সাধারণত মাছ ধরতে যায়। তারা নিজেদের মধ্যে খোশগল্প করতে পছন্দ করে। জাল বোনা, কাঁথা সেলাই করা প্রভৃতি আমাদের গ্রামাঞ্চলে জনপ্রিয় কার্যক্রম। টিভি দেখাও এখানে অত্যন্ত জনপ্রিয়। ‘এক্কাদোক্কা’ আর ‘কানামাছি’ খেলা গ্রামের বাচ্চাদের কাছে অত্যন্ত প্রিয়। দাবা খেলা এবং ক্যারাম খেলাও এখানে জনপ্রিয়।)।
My partner: You’re right. (তুমি ঠিক বলেছ।)


D. Work in groups. Here is a list of children’s activities. Which of them are free-time or leisure activities and which are not? Why are they so? – দলবদ্ধভাবে কাজ করো। এখানে বাচ্চাদের কাজকর্মের একটি তালিকা আছে। সেগুলোর কোনগুলো অবসর সময়ের আর কোনগুলো নয়? কেন?

• studying for exams পরীক্ষার জন্য লেখাপড়া
• listening to music গান শোনা
• visiting relatives on weekends সাপ্তাহিক ছুটিতে আত্মীয়-স্বজনের সাথে সাক্ষাৎ করা
• attending music lessons গানের ক্লাসে যোগ দেয়া
• reading story books গল্পের বই পড়া
• going to movies মাঝে মাঝে সিনেমা দেখতে যাওয়া
• helping parents with housework বাড়ির কাজে বাবা-মাকে সহযোগিতা করা
• going on a picnic with family or friends পরিবার বা বন্ধু-বান্ধব নিয়ে বনভোজনে যাওয়া
• walking in the park on holidays

Ans:

S1: Which of them according to you are free time or leisure activities and which are not? (তোমাদের মতে এগুলোর কোনটি অবসর সময়ের কাজ এবং কোনগুলো নয়?)
S2: I think all of them except studying for exams are leisure activities. (আমি মনে করি পরীক্ষার জন্য পড়া ছাড়া সব কাজেই অবসর সময়ের।)
S1: Why are they so? (কেন সেগুলো এ রকম?)
S3: Because, we can do them when we don’t have our studies and other regular activities. (কারণ আমাদের যখন লেখাপড়া ও অন্যান্য নিয়মিত কাজকর্ম থাকে না তখন আমরা এগুলো করতে পারি।)
S4: Yes, I agree with you. (হ্যাঁ, আমি তোমার সাথে একমত।)
S1: Thank you all. (তোমাদের সবাইকে ধন্যবাদ।)


 

E. Write answers to these questions. – এসব প্রশ্নের উত্তর দাও।

1. What free-time / leisure activities do you do? – তুমি অবসরে কী ধরনের কাজকর্ম কর?
Ans. I play football in my free-time. Sometimes I help my parents with house work. (আমি আমার অবসর সময়ে ফুটবল খেলি। কখনো কখনো আমি বাড়ির কাজে বাবা-মাকে সাহায্য করি।)

2. Where and with whom do you do your leisure activities? – কোথায় এবং কার সাথে তুমি তোমার অবসরকালীন কাজকর্ম কর?
Ans. I play football with my friends in our school field. (আমি আমাদের বিদ্যালয় মাঠে বন্ধুদের সাথে ফুটবল খেলি।)

3. Why do you like or dislike to do your free-time activities?- কেন তুমি তোমার অবসরকালীন কাজকর্মগুলোকে পছন্দ বা অপছন্দ করো?
Ans. I like my leisure time activity because I get pleasure in it. It also keeps me healthy. (আমি আমার অবসর সময়ের কর্মকাণ্ড পছন্দ করি, কেননা আমি এতে আনন্দ অনুভব করি। এটি আমাকে শারীরিকভাবেও সুস্থ রাখে।)

4. Do you face any problems or difficulties in doing your leisure activities? -তোমার অবসরকালীন কাজকর্ম করতে কোনো সমস্যা হয় কি?
Ans. I do not face any difficulties in doing my leisure activities. (আমার অবসরকালীন কর্মকান্ড করতে কোনো সমস্যার মোকাবেলা করতে হয় না।)


 

Develop Your Knowledge (তোমার জ্ঞান সমৃদ্ধ করো)
যদি কোনো sentence এ often থাকে তাহলে বুঝতে হবে sentenceটির verb এর form হবে present এবং sentenceটির ভাব present tense-এ প্রকাশ করা হবে। সাধারণত: Subject- এর আগে বা পরে often বসে।
Example: Children often watch football matches on TV. They often go to visit the zoo.
Structure: sub + often + base form of verb + extension.


 

সকল বিষয়ের সমাধান ও সাজেশন পেতে আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো এবং সকল গাইড ও সাজেশন মোবাইলে পড়তে আমাদের অ্যাপটি ইনস্টল করে নাও। এতে তোমাদের পড়াশোনা হবে আরও সহজ ও মজার!!

Read More: Class 7 English Unit 6 Lesson 2 Leisure

Read More: Class 7 English Travelling by train (1)

Codehorse App

Check Also

Class 7 English Unit 6 Solution

The Selfish Giant (4) Class 7 English

The Selfish Giant (4) Class 7 English: The Giant felt sorry as he looked out. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *