Class 7 English Hridoy gets a letter from his cousin: Dear Hridoy, Thank you for your letter of 1″ May. It gives us such an exciting piece of news! I cannot still believe that there could be a shop without a shopkeeper. I talked about it to my relatives, friends, classmates and, of course, my teacher, Miss Nishat.
Class 7 English Hridoy gets a letter from his cousin:
Lesson 09 : Hridoy gets a letter from his cousin – হৃদয় তার চাচাতো বোনের কাছ থেকে একটি চিঠি পায়
A. Read the letter Hridoy got from his cousin Riah. – চিঠিটি পড় যেটা হৃদয় তার চাচাতো বোন রিয়ার কাছ থেকে পেয়েছে।
Jonakipur High School – জোনাকিপুর উচ্চবিদ্যালয়
P. O. Jonakipur – ডাকঘর: জোনাকিপুর
Dist. Nilphamari – জেলা: নীলফামারী
12 May 2013 – ১২ মে ২০১৩
Dear Hridoy – প্রিয় হৃদয়
Thank you for your letter of 1″ May. It gives us such an exciting piece of news! I cannot still believe that there could be a shop without a shopkeeper. I talked about it to my relatives, friends, classmates and, of course, my teacher, Miss Nishat. Everybody was surprised. Miss Nishat liked the idea so much that she immediately talked about it to our Headteacher. We had a meeting in our school with teachers and students. At the beginning of the meeting, the Headteacher asked me to talk about the Morality Shop in your school. At first I read out part of your letter and then I explained how such a shop in your school is greatly helping you the students, teachers and the community at large. The Headteacher was quite positive about the usefulness of such a shop. He formed a committee with Miss Nishat and two other teachers and some senior students to draw up a plan for opening a morality shop in our school. Isn’t it great? You will be glad to know that I am on the committee too.
I’m coming to see your Morality Shop with a friend of mine next weekend. See you then. Give my regards to Aunt and Uncle.
All the best.
Riah
অনুবাদ: পহেলা মে-র চিঠির জন্য তোমাকে ধন্যবাদ। এটা এমন চমৎকার একটা সংবাদ আমাদের দিয়েছে। আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে, দোকানদার ব্যতীত কোনো দোকান হতে পারে। আমি এ সম্বন্ধে আমার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সহপাঠী এবং, অবশ্যই, আমার শিক্ষিকা মিস নিশাতকে বলেছিলাম। সবাই খুব অবাক হয়েছিল। বিষয়টি মিস নিশাতের এতটাই পছন্দ হয় যে, তৎক্ষণাৎ তিনি এ সম্বন্ধে আমাদের প্রধান শিক্ষকের সাথে কথা বলেছিলেন। আমাদের বিদ্যালয়ে ছাত্র এবং শিক্ষকের মধ্যে একটি আলোচনা হয়েছে। আলোচনার শুরুতেই প্রধান শিক্ষক তোমাদের বিদ্যালয়ের “নৈতিকতার দোকান” সম্বন্ধে আমাকে জিজ্ঞেস করোলেন। আমি প্রথমে তোমার চিঠির একটি অংশ পড়লাম এবং তোমাদের বিদ্যালয়ের এমন একটি দোকান কীভাবে তোমাদের ছাত্রছাত্রীদেরকে, শিক্ষকদেরকে এবং সমাজের মানুষকে সহযোগিতা করছে তা ব্যাখ্যা করলাম। এমন একটি দোকানের প্রয়োজনীয়তার বিষয়ে প্রধান শিক্ষক পুরোপুরি ইতিবাচক ছিলেন। আমাদের বিদ্যালয়ে একটি “নৈতিকতার দোকান” চালুর পরিকল্পনা করার জন্য তিনি মিস নিশাত, অন্য দুজন শিক্ষক এবং কিছু জ্যেষ্ঠ ছাত্রকে নিয়ে একটি কমিটি গঠন করেন। এটা কি বিশাল ব্যাপার নয়? তুমি জেনে খুশি হবে যে, আমিও ওই কমিটির একজন।
আমার আগামী সাপ্তাহিক ছুটিতে আমার বন্ধুকে নিয়ে তোমাদের “নৈতিকতার দোকান” দেখতে আসছি। তখন দেখা হবে। চাচা-চাচিকে আমার সালাম দিও।
ভালো থেকো।
রিয়া
B. Imagine you are Hridoy. Write a reply to Riah’s letter. – মনে করো, তুমি হৃদয়। রিয়ার পত্রের জবাব লেখ।
Ans.
121 Sher Shah Suri Road, Mohammadpur, Dhaka-1207.
20 May 2022
Dear Riah,
Many many thanks for your nice letter. I am really happy to know that you are coming to see our Morality Shop with your friend on the basis of my letter. I am also glad to know that you are a member of the governing committee. I will talk about your plan with my friends and teachers. Open it as soon as possible. We will try to visit it.
No more today. Give my salam to your parents and teachers.
Best of luck.
Hridoy
১২১ শের শাহ সুরি রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।
২০ মে ২০২২
প্রিয় রিয়া,
তোমার সুন্দর চিঠির জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি জেনে সত্যিই খুব খুশি হয়েছি যে, আমার পত্রের ওপর ভিত্তি করে তুমি তোমার বন্ধুকে সাথে আমাদের নৈতিকতার দোকান দেখার জন্য আসছে। আমি এটা জেনেও খুশি হয়েছি যে তুমি পরিচালনা পরিষদের একজন সদস্য। তোমাদের এই পরিকল্পনা সম্বন্ধে আমি অবশ্যই আমার বন্ধু-বান্ধব এবং শিক্ষকদের সাথে কথা বলব। যত তাড়াতাড়ি সম্ব এটি চালু কর। আমরা চেষ্টা করব সেখানে যেতে।
আজ আর নয়। তোমার বাবা-মাকে এবং শিক্ষকদের আমার সালাম দিও।
শুভ কামনা রইল।
হৃদয়।
সকল বিষয়ে সমাধান ও সাজেশন পেতে আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো এবং সকল গাইড ও সাজেশন মোবাইলে পড়তে আমাদের অ্যাপটি ইনস্টল করে নাও। এতে তোমাদের পড়াশোনা হবে আরও সহজ ও মজার!!