Class 6 English All Lesson Solution
Class 6 English Solution

Class 6 English Lesson 31 Too much or too little water

Class 6 English Lesson 31 Too much or too little water: Sometimes it rains so heavily that. floods occur. Because of heavy rainfall, river water overflows its banks and floods vast areas of land, towns and villages.

Class 6 English Lesson 31 Too much or too little water:

Lesson 31: Too much or too little water ~ খুব বেশি বা খুব অল্প পানি


A. Look at the pictures. (লুক অ্যাট দ্যা পিকচার্স।) ছবিগুলোর দিকে তাকাও।

A1. Discuss in groups what you see in the pictures. ~ ছবিগুলোতে তোমরা যা দেখছো তা দলবদ্ধভাবে আলোচনা করো।

Ans. Discussion about the pictures. (ছবিগুলো সম্পর্কে আলোচনা।)

Student-1: The first picture expresses the suffering of people when flood water enters the kitchen, doesn’t it?
প্রথম ছবিটি যখন বন্যার পানি রান্নাঘরে প্রবেশ করে তখন মানুষের দুর্ভোগের কথা প্রকাশ করছে, তাই না?

Student-2: You’re right. When flood water, enters the kitchen, people cook foods with moveable earthen stove placed on their bedstead. It’s a great suffering, isn’t it?
তুমি ঠিক বলেছ। যখন বন্যার পানি রান্নাঘরে প্রবেশ করে, লোকেরা তাদের বিছানার ওপরে স্থাপিত মাটির ভ্রাম্যমাণ চুল্লীতে রান্না করে। এটি একটি মহাদুর্ভোগ, তাই না?

Student-3: Yes, you’re right. What does the second picture express?
হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। দ্বিতীয় ছবিটি কী প্রকাশ করছে?

Student-2: You see, it also expresses the suffering of people when flood water enters the house.
তোমরা দেখো, এটিও মানুষের দুর্ভোগ প্রকাশ করছে যখন বন্যার পানি গৃহের মধ্যে প্রবেশ করে।

Student-4: You’re right. When it happens, people cannot move from one room to another.
তুমি ঠিক বলেছ। এটি যখন ঘটে, লোকজন একঘর থেকে অন্য ঘরে যেতে পারে না।

Student-3: The third picture shows the surroundings of the flood affected areas, doesn’t it?
তৃতীয় ছবিটি বন্যা কবলিত অঞ্চলের আশেপাশের সবকিছু দেখাচ্ছে, তাই না?

Student-2: Yes, you’re right. Everything seems floating on water. Water, water everywhere.
হ্যাঁ, ঠিক বলেছ। মনে হয় সবকিছু পানির ওপর ভাসছে। পানি, চারদিকে পানি।

Student-1: You’re right.
ঠিক বলেছ।


A2. Read the following passage. (রীড দ্যা ফলৌয়িং প্যাসিজ।)~ নিচের অনুচ্ছেদটি পড়ো।

Sometimes it rains so heavily that. floods occur. Because of heavy rainfall, river water overflows its banks and floods vast areas of land, towns and villages.

অনুবাদ: মাঝে মাঝে এত প্রবল বৃষ্টি হয় যে বন্যা হয়। প্রবল বৃষ্টিপাতের কারণে নদীর পানি তীর উপচে বিশাল এলাকা, শহর এবং গ্রামকে প্লাবিত করে।


A3. Write down a few sentences about how people suffer if there is too much water. ~ যখন খুব বেশি পরিমাণ পানি হয়, তখন লোকজন কীভাবে দুর্ভোগ পোহায় সে ব্যাপারে কিছু বাক্য লেখো।

Suffering of people if there is too much water

Because of heavy rainfall, floods occur. This flood or too much water brings heavy sufferings to us. It washes away our houses, cattle and harvests. It makes us shelterless. It causes famine and different water-borne diseases. It makes our life stand-still and endangers our life. It causes poverty. We do not want too much water or flood. It is a natural calamity and curse of nature.

খুব বেশি পানিতে মানুষের দুর্ভোগ

প্রবল বৃষ্টিপাতের কারণে বন্যা হয়। এই বন্যা বা অতিরিক্ত পানি আমাদের জন্যে প্রবল দুর্ভোগ বয়ে আনে। এটি আমাদের বাড়িঘর, গবাদিপশু এবং ফসল ভাসিয়ে নিয়ে যায়। এটি আমাদেরকে আশ্রয়হীন করে। এটি দুর্ভিক্ষ এবং বিভিন্ন পানিবাহিত রোগ ঘটায়। এটি আমাদের জীবনকে স্থবির, এবং বিপদগ্রস্ত করে। এটি দরিদ্রতা আনে। আমরা খুব বেশি পানি বা বন্যা চাই না। এটি একটি প্রাকৃতিক দুর্যোগ ও প্রকৃতির অভিশাপ।


B. Read the following passage. (রীড দ্যা ফলৌয়িং প্যাসিজ।)~ নিচের অনুচ্ছেদটি পড়ো।

Sometimes we really are short of water. This can happen if there is no rainfall for a long period of time. Sometimes rivers dry up, or the water level underground may sink very low. If there is too little water, that causes a lot of sufferings to the people.

অনুবাদ: মাঝে মাঝে আমরা প্রকৃতপক্ষেই পানির অভাবে আপড়ি। যদি দীর্ঘদিন বৃষ্টিপাত না হয়, তবে এটি ঘটতে পারে। কখনও কখনও নদী শুকিয়ে যায়, অথবা ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে যায়। যদি পানি খুব অল্প হয়, জনগণের জন্যে তা অনেক দুর্ভোগ ঘটায়।


Class 6 English Lesson 31 Too much or too little water:


B1. Look at the pictures below and discuss what you see. ~ নিচের ছবিগুলো লক্ষ করো এবং কী দেখছো তা আলোচনা করো।

What I see in the picture

In the first picture, I see the burning sun, cracked land and scarcity of water. I also see a farmer sitting in front of home with sorrow. He has no work. It is a picture drought. In the second picture, I see a little boy in the washroom. There is no water. He is in trouble. In the third picture, I see a number of people gathering around a pump. They are trying to collect water. It is a great problem.

ছবিগুলোতে আমি যা দেখি

প্রথম ছবিতে, আমি উত্তপ্ত সূর্য, ফাটা মাঠ এবং পানির অভাব দেখছি। আমি একজন কৃষককে দুঃখের সাথে ঘরের সামনে বসে থাকতে দেখছি। তার কোনো কাজ নেই। এটি খরার চিত্র। দ্বিতীয় ছবিতে, আমি গোসলখানায় একটি ছোট্ট বালককে দেখছি। সেখানে পানি নেই। সে সমস্যায় পড়েছে। তৃতীয় ছবিতে, আমি কিছু লোককে একটি পাম্পের চারদিকে জমায়েত হতে দেখছি। তারা পানি সংগ্রহের চেষ্টা করছে। এটি একটি বড় সমস্যা।


B2. Look at the pictures above and talk about how people suffer if there is too little water. ~ ওপরের ছবিগুলো দেখো এবং যদি খুব অল্প পরিমাণ পানি হয় লোকজন কীভাবে কষ্ট পায় সে সম্পর্কে বলো।

Ans.

Talking about how people suffer if there is too little water. (খুব অল্প পানি হলে লোকজন কীভাবে কষ্ট পায় সে সম্পর্কে আলোচনা।)

People suffer a lot if there is too little water. Long scarcity of water causes drought. Farmlands crack, and farmers sit idle at home with sorrow. If there is no or too little water in the washroom, people face a very difficult problem. They cannot do their daily works. They cannot even take bath, wash clothes and cook foods. If there is no or less water supply, people fall in a great problem. They have to gather at a pump or source of water to collect water.

খুব অল্প পরিমাণ পানি হলে লোকজনকে অনেক কষ্ট পেতে হয়। দীর্ঘ পানির অভাব খরার সৃষ্টি করে। কৃষিজমি ফেটে যায়, আর কৃষকেরা দুঃখের সাথে বাড়িতে অলস বসে থাকে। যদি গোসলখানায় পানি না থাকে বা খুব কম থাকে, লোকজন খুব কঠিন সমস্যার সম্মুখীন হয়। তারা দৈনন্দিন কাজকর্ম করতে পারে না। তারা এমনকি গোসল করতে, কাপড় কাচতে এবং খাবার রান্না করতে পারে না। যদি পানি সরবরাহ না থাকে বা খুব কম থাকে, লোকজন মহা সমস্যায় পড়ে। তাদেরকে পানি সংগ্রহের জন্যে কোনো পাম্প বা পানির উৎসের কাছে জমায়েত হতে হয়।


English এর সমাধান ও সকল বিষয়ের গাইড পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করো ।


সকল বিষয়ের সমাধান ও সাজেশন পেতে আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো !


Read More: Class 6 English Lesson 30 What should we do?

Read More: Class 6 English Lesson 32 An invitation for Robin

Codehorse App

Check Also

Class 6 English All Lesson Solution

Class 6 English Lesson 33 The Garden

Class 6 English Lesson 33 The Garden: Frog was in his garden. Toad came walking …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *