Class 6 English All Lesson Solution
Class 6 English Solution

Class 6 English Lesson 32 An invitation for Robin

Class 6 English Lesson 32 An invitation for Robin: Robin received a letter. He read the letter over and over. He was very excited. It came from his aunt Amina. Aunt Amina and her family live in the countryside forty miles away from Dhaka.

Class 6 English Lesson 32 An invitation for Robin:

Lesson 32: An invitation for Robin রবিন রবিনকে নিমন্ত্রণ


A. Read the following passage and the letter. ~ নিচের অনুচ্ছেদ ও চিঠিটি পড়ো।

Robin received a letter. He read the letter over and over. He was very excited. It came from his aunt Amina. Aunt Amina and her family live in the countryside forty miles away from Dhaka. Robin ran to his mother and said, “Mom, listen to this letter.” He then read it to her.

অনুবাদ: রবিন একটা চিঠি পেয়েছিল। সে চিঠিটি বারবার পড়লো। সে ছিল খুবই উতলা। এটি তার খালা আমিনার কাছ থেকে এসেছিল। আমিনা খালা ও তার পরিবার ঢাকা থেকে চল্লিশ মাইল দূরে এক গ্রামাঞ্চলে বাস করেন। রবিন দৌড়ে তার মায়ের কাছে গেল এবং বলল, “মা, চিঠিটি শোনো”। সে তখন এটি তাকে পড়ে শোনালো।

Dear Robin,

We are happy to know that your summer holiday is starting from the next week. We would like you to come and stay with us for a few days.
We know you’ll like the country. We have four ducks, six chickens, and a cow that gives fresh milk every day.
Your cousin Maher is just about your age. He’s very excited and is making a lot of plans to do together. Let us know when you will arrive. We have already talked to your parents. Tell them not to worry. We’ll be at the bus station to receive you.

Your Aunt Amina

and Uncle Karim

অনুবাদ:

প্রিয় রবিন,

আমরা শুনে খুশি যে আগামী সপ্তাহ থেকে তোমার গ্রীষ্মের ছুটি শুরু হচ্ছে। আমরা চাই তুমি কয়েক দিনের জন্যে আমাদের এখানে আসো এবং আমাদের সাথে থাকো।
আমরা জানি তোমার গ্রাম ভালো লাগবে। আমাদের আছে চারটি হাঁস, ছয়টি মুরগি আর একটি গরু যা থেকে প্রতিদিন সদ্য দোয়ানো দুধ পাই।
তোমার খালাতো ভাই মাহের প্রায় তোমার বয়সী। সে খুবই অধীর এবং একসাথে করার জন্যে অনেক কিছু পরিকল্পনা করছে।
কবে আসবে আমাদের জানিও। আমরা ইতোমধ্যে তোমার বাবা-মায়ের সাথে কথা বলেছি। তাদের চিন্তা করতে নিষেধ করো। তোমাকে আনার জন্যে আমরা বাস স্টেশনে থাকবো।

তোমার আমিনা খালা
এবং করিম খালু



A1. Read the letter again and then answer the following questions.
~ চিঠিটি আবার পড়ো এবং তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।

a. Why was Robin excited? রবিন কেন অধীর ছিল?
Ans. Robin was excited because he had got an invitation letter from his aunt. রবিন অধীর ছিল কারণ সে তার খালার কাছ থেকে একটি নিমন্ত্রণপত্র পেয়েছিল।

b. How would he go to the country? – কীভাবে সে গ্রামে যাবে?
Ans. He would go to the country by bus. সে বাসে গ্রামে যাবে।


A2. Write a few sentences of your own with the following expressions: নিচের অভিব্যক্তিগুলো দিয়ে তোমার নিজের কয়েকটি বাক্য লেখো:

a. I would like you to—
i) I would like you to visit my house. আমি চাই তুমি আমাদের বাসায় বেড়াতে আসো।
ii) I would like you to help him. আমি চাই তুমি তাকে সাহায্য করো।
iii) I would like you to thank him. আমি চাই তুমি তাকে ধন্যবাদ জানাও।
iv) I would like you to go to school. আমি চাই তুমি বিদ্যালয়ে যাও।
v) I would like you to take the red pen. – আমি চাই তুমি লাল কলমটি নাও।

b. Would you please
i) Would you please help me? – আপনি কি দয়া করে আমাকে সাহায্য করবেন?
ii) Would you please stop talking? – আপনি কি দয়া করে কথা বলা বন্ধ করবেন?
iii) Would you please let me go? আপনি কি দয়া করে আমাকে যেতে দেবেন?
iv) Would you please answer to my question? আপনি কি দয়া করে আমার প্রশ্নের উত্তর দিবেন?
v) Would you please listen to me? আপনি কি দয়া করে আমার কথা শুনবেন?


A3. Write a similar invitation letter to a friend. Tell him/her about some of the things you plan to do together. ~ এরকম একটি নিমন্ত্রণপত্র একজন বন্ধুকে লেখো। তাকে কিছু বিষয় সম্পর্কে বলো যা তুমি একসাথে করার পরিকল্পনা করেছো।

Ans.

Dear Mita/Fahim,

How are you? I am fine and very happy to know that your summer vacation is starting from the next week. I would like you to visit my village and stay with me for a few days.
We will enjoy the time very much. We can eat fresh fruits from our trees. We will roam around the village. We have a poultry farm. You may like it. We also have a big pond where we can bathe every day.
Besides, we will go to my friends’ house. We all may go for a picnic. You know there is a river beside our village. We can enjoy a boat ride there.
My parents have already talked to your parents. They have agreed. So, pack your bags and set out. I will be at the station to receive you. Let me know when you are coming.

Your dearest friend,
Farhana/Mamun

অনুবাদ:

প্রিয় মিতা/ফাহিম,
কেমন আছ? আমি ভালো আছি এবং এটি জেনে খুব খুশি যে আগামী সপ্তাহ থেকে তোমার গ্রীষ্মের ছুটি শুরু হচ্ছে। আমি চাই তুমি আমার গ্রামে আসো এবং কয়েকদিন আমার সাথে থাক।
আমরা সময়টা দারুণ উপভোগ করবো। আমরা আমাদের গাছের তাজা ফল খেতে পারব। আমরা গ্রামের চারপাশ ঘুরে দেখবো। আমাদের একটি মুরগির খামার আছে। তোমার এটি খুব ভালো লাগবে। আমাদের একটি বড় পুকুরও আছে সেখানে আমরা প্রতিদিন গোসল করতে পারব।
তাছাড়া, আমরা আমার বন্ধু/বান্ধবীদের বাড়ি যাবো। সকলে মিলে আমরা বনভোজনে যেতে পারি। তুমি তো জানো আমাদের গ্রামের পাশে একটি নদী আছে। সেখানে আমরা নৌকা ভ্রমণ উপভোগ করতে পারি।
আমার বাবা-মা তোমার বাবা-মায়ের সাথে ইতোমধ্যে কথা বলেছেন। তারা রাজি হয়েছেন। তাহলে তোমার ব্যাগ গোছাও আর চলে এসো। আমি তোমাকে স্টেশনে আনতে যাবো। তুমি কবে আসছো তা আমাকে জানিও।

তোমার সবচেয়ে প্রিয় বান্ধবী/বন্ধু,
ফারহানা/মামুন


B. few days after Robin came back home from his aunt’s house, he wrote the following letter to his Aunt Amina. Read the letter. ~ রবিন তার খালার বাড়ি থেকে নিজ বাড়িতে আসার কয়েকদিন পর নিচের চিঠিটি তার আমিনা খালাকে লিখল। চিঠিটি পড়ো।

My dear Aunt,

I really enjoyed my stay with you in the country. For a city boy, it was a whole new world to see. I was so proud when I first milked your cow ‘Dulari’. Uncle and you have taught me things that I didn’t know before. And please tell Maher that I already miss him. I hope you’ll invite me to stay with you again next summer.
Thanks again for inviting me.

Robin


B1. What do you think is the main idea of the letter? Choose the best answer: ~ তোমার মতে চিঠিটার মূল বিষয়বস্তু কী? সবচেয়ে সঠিক উত্তরটি বাছাই করো:

a. To ask his aunt to invite him again. আবার তাকে আমন্ত্রণ জানানোর জন্যে তার খালাকে অনুরোধ করতে।
b. To thank his aunt for inviting him. তাকে আমন্ত্রণের জন্যে তার খালাকে ধন্যবাদ দিতে।
c. To tell his aunt that he learned many things in the country. তার খালাকে বলার জন্যে যে সে গ্রামে অনেক কিছু শিখেছে।

Ans. b. To thank his aunt for inviting him. তাকে আমন্ত্রণের জন্যে তার খালাকে ধন্যবাদ দিতে।


B2. Discuss in groups what is meant by the following expressions: ~ নিচের অভিব্যক্তিগুলো দিয়ে কী বোঝায় তা দলবেঁধে আলোচনা করো:

a city boy, a whole new world, miss someone

Myself: What do you understand by ‘a city boy’? (‘একজন শহুরে ছেলে’ বলতে তুমি কী বোঝ?)

My Friend: A city boy is he who is brought up in a city and lives in a city. (‘একজন শহুরে ছেলে’ হলো সে, যে শহরে বড় হয় এবং শহরেই বাস করে।)

Another Friend: What does the phrase a whole new world’ stand for? (‘সম্পূর্ণ নতুন পৃথিবী বলতে কী বোঝানো হয়?)

Myself: A whole new world’ refers to an environment that is totally unknown to someone as he or she has never gone there. (‘সম্পূর্ণ নতুন পৃথিবী’ বলতে এমন এক পরিবেশকে বোঝায় যা কারও কাছে সম্পূর্ণ অজানা, কারণ সে কখনও সেখানে যায়নি।)

My Friend: What do you mean by ‘miss someone’? (‘কারো অভাব অনুভব করা’ বলতে কী বোঝ?)

Another Friend: It means to feel the absence of somebody. (এটি কারো অনুপস্থিতিকে অনুভব করা বোঝায়।)

Myself and My Friend: Thank you. (তোমাকে ধন্যবাদ।)

Another Friend: Thank you too. (তোমাদেরকেও ধন্যবাদ।)


English এর সমাধান ও সকল বিষয়ের গাইড পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করো ।


সকল বিষয়ের সমাধান ও সাজেশন পেতে আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো !


Read More: Lesson 31 Too much or too little water

Read More: Class 6 English Lesson 33 The Garden

Codehorse App

Check Also

Class 6 English All Lesson Solution

Class 6 English Lesson 33 The Garden

Class 6 English Lesson 33 The Garden: Frog was in his garden. Toad came walking …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *