Class 6 English Lesson 12 An unseen beauty of Bangladesh: Bangladesh is a small country but it is gifted with unlimited natural attractions. Only some of these eye-catching destinations are known to us. But there are many other areas lying in the green, remote countryside thuat are less-known to us.
Class 6 English Lesson 12 An unseen beauty of Bangladesh:
Lesson 12 : An unseen beauty of Bangladesh – বাংলাদেশের একটি অদেখা সৌন্দর্য
A. Discuss the following questions in pairs. – জোড়াবদ্ধ হয়ে নিচের প্রশ্নগুলো আলোচনা করো।
1. Have you ever visited any interesting tourist spot in Bangladesh? If you have, what was that place? What special attractions did you see there? If you haven’t, what places do you wish to visit? What special attractions will you see there? – তুমি কি কখনও বাংলাদেশের আকর্ষণীয় কোনো পর্যটন স্থান ভ্রমণ করেছো? যদি তুমি গিয়ে থাকো, তবে তা কোথায়? তুমি সেখানে বিশেষ কী কী আকর্ষণ দেখেছো? যদি তুমি না ভ্রমন করে থাকো তবে তুমি কোন স্থানগুলো ভ্রমণ করতে চাও? সেখানে তুমি কী কী বিশেষ আকর্ষণ দেখবে?
Ans.
Myself: Hello! Have you ever visited any interesting tourist spot in Bangladesh? (ওহো তুমি কি কখনও বাংলাদেশের আকর্ষণীয় কোনো পর্যটন স্থান ভ্রমণ করেছো?)
My friend: Yes, I have, (হ্যাঁ, আমি ভ্রমণ করেছি।)
Myself : What was that place? (জায়গাটি কোথায় ছিল?)
My friend: The place was Patenga. It is an amazing seabeach. (জায়গাটি ছিল পতেঙ্গা। এটি একটি চমৎকার সমুদ্র সৈকত।)
Myself : What special attractions did you see there? (তুমি সেখানে বিশেষ দৃষ্টিনন্দন কী কী দেখেছো?)
My friend : Well, I saw the sunset scene and enjoyed the scene. I also enjoyed the soothing environment of the beach. (বেশ, আমি সূর্যাস্তের দৃশ্য দেখেছি এবং দৃশ্যটি উপভোগ করেছি। আমি সৈকতের শান্ত পরিবেশও উপভোগ করেছি।)
Myself : Thank you. (তোমাকে ধন্যবাদ।)
My friend : Welcome. (স্বাগতম।)
Or,
Myself: Hi! Have you ever visited any interesting tourist spot in Bangladesh? (ওহে! তুমি কি কখনও বাংলাদেশের চিত্তাকর্ষক কোনো পর্যটন স্থান ভ্রমণ করেছো?)
My friend: No, I have never visited any interesting tourist spot in Bangladesh. (না, আমি কখনই বাংলাদেশের চিত্তাকর্ষক কোনো পর্যটন স্থান ভ্রমণ করিনি।)
Myself: What places do you wish to visit? (তুমি কোন কোন স্থানগুলো ভ্রমণ করতে চাও?)
My friend: I wish to visit Cox’s Bazar during the upcoming winter vacation. (আমি আসছে শীতের ছুটিতে কক্সবাজার যেতে চাই।)
Myself : What special attraction will you see there? (সেখানে তুমি কী কী বিশেষ আকর্ষণ দেখতে চাও?)
My friend : I want to see the longest natural sea-beach of the world. I will watch the sunrise and the sunset from the beach and bathe in the sea. (আমি পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত দেখতে চাই। আমি সৈকত থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখবো এবং সমুদ্রে গোসল করবো।)
Myself: Thank you very much. (তোমাকে অনেক ধন্যবাদ।)
My friend: Welcome. (স্বাগতম।)
2. Which of the following activities would you like to do while visiting a tourist spot? – যখন তুমি কোনো পর্যটন স্থান ভ্রমণে যাবে তখন তুমি নিচের কী কী কাজ করবে?
sight-seeing – দৃশ্যলোক অবলোকন, taking photos – ছবি তোলা, having picnic – বনভোজন করা, shopping – কেনাকাটা, collecting souvenirs – স্মৃতিচিহ্ন সংগ্রহ, others……… অন্যান্য…………
Ans.
Myself: What would you like to do while visiting a tourist spot? (যখন তুমি কোনো পর্যটন স্থান ভ্রমণে যাবে তখন তুমি কী কী করতে চাও?)
My friend: If I ever go to visit a tourist spot, first of all, I would go around the whole place to enjoy the natural beauty. I will take photos and do shopping for my friends, relatives and definitely for myself. I would like to collect the unique things of that place to preserve them as souvenir. (যদি আমি কখনও কোনো পর্যটন স্থানে বেড়াতে যাই, তবে প্রথমেই আমি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে স্থানটির চারপাশ ঘুরে দেখবো। আমি ছবি তুলবো এবং আমার বন্ধু, আত্মীয়স্বজন এবং অবশ্যই আমার জন্য কেনাকাটা করবো। আমি ঐ স্থানের অনন্য জিনিসগুলো স্মৃতিচিহ্ন হিসেবে সংরক্ষণের জন্য সংগ্রহ করবো।)
Myself : Thank you so much. (তোমাকে অনেক ধন্যবাদ।)
My friend: Welcome. (স্বাগতম।)
Class 6 English Lesson 12 An unseen beauty of Bangladesh:
B. Now read the text on Birishiri, a quiet and less known tourist spot located in the north-eastern border of Bangladesh. – এবার একটি নিরিবিলি ও কম পরিচিত পর্যটন স্থান, বিরিশিরি সম্পর্কে অনুচ্ছেদটি পড়ো যা বাংলাদেশের উত্তর-পূর্ব সীমানায় অবস্থিত।
Bangladesh is a small country but it is gifted with unlimited natural attractions. Only some of these eye-catching destinations are known to us. But there are many other areas lying in the green, remote countryside thuat are less-known to us. Shusong Durgapur of Birishiri is one of such places.
অনুবাদ: বাংলাদেশ একটি ছোট দেশ কিন্তু এটা অসীম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এইসব চোখ ধাঁধানো সৌন্দর্যের শুধু কিছুমাত্র আমাদের কাছে পরিচিত। কিন্তু দূরের সবুজ গ্রামাঞ্চলে আরও অনেক স্থান রয়েছে যা আমাদের কাছে কম পরিচিত। বিরিশিরির সুসং দুর্গাপুর তেমন জায়গাগুলোর মধ্যে একটি।
Shusong Durgapur has an amazing landscape. It is located on the bank of crystal clear Someshwari river and is close to the Garo hills. You can see the hills of Indian state of Meghalaya from here. The nature has unfolded its glory in this small, rural landscape, Here you can see the ceramic mountain leahing against the sky, the blue water of the pictorial mountain-valley, the modest movement of the river Someshwari, and the abandoned coal mines. There is another river here called Kangsa which is also known as old Someshwari.
অনুবাদ: সুসং দুর্গাপুর এক অসাধারণ সবুজ প্রান্তর। এটি স্ফটিক স্বচ্ছ সোমেশ্বরী নদীর তীরে এবং গারো পাহাড়ের কাছাকাছি অবস্থিত। তুমি এখান থেকে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় দেখতে পারবে। এই ছোট, গ্রাম্য সবুজ প্রান্তরে প্রকৃতি তার সৌন্দর্য উন্মোচিত করেছে। এখানে তুমি আকাশে হেলান দেওয়া চিনামাটির পাহাড়, ছবির মতো পার্বত্য উপত্যকার নীল পানি, সোমেশ্বরী নদীর শান্ত-নিবিড় বয়ে চলা এবং পরিত্যক্ত কয়লা খনি দেখতে পাবে। এখানে কংস নামে আরেকটি নদী আছে যা পুরাতন সোমেশ্বরী নামেও পরিচিত।
Shusong Durgapur is located under Netrokona district about 170 km north from Dhaka. Along with its scenic beauty this place is home to diverse indigenous groups: Hajong, Garo, Achik and Mandi. The cultural academy in Durgapur is responsible for preserving and promoting the culture and traditions of these indigenous groups.
অনুবাদ: সুসং দুর্গাপুর নেত্রকোনা জেলার অন্তর্গত ঢাকা থেকে প্রায় একশত কিলোমিটার উত্তরে অবস্থিত। এর নৈসর্গিক সৌন্দর্যের সাথে সাথে জায়গাটি বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী যেমন-হাজং, গারো, আচিক ও মান্ডিদের আবাসভূমি। দুর্গাপুরের সাংস্কৃতিক একাডেমি এইসকল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ করে ও তুলে ধরে।
The main attraction of Birishiri is the ceramic hill of Durgapur and the charming landscape along the Someshwari River. The river changes its colour as the seasons change. Among other attractions are the palace of the Susang king, the Dasha Busha Temple, Orange Gardens, Shal forests and the Ramkrisna and Loknath Baba Temples.
অনুবাদ: বিরিশিরির মূল আকর্ষণ হলো দুর্গাপুরের চিনামাটির পাহাড় ও সোমেশ্বরী নদী পাড়ের মনোমুগ্ধকর শ্যামলভূমি। ঋতু পরিবর্তনের সাথে সাথে নদী তার রং পরিবর্তন করে। অন্যান্য আকর্ষণের মধ্যে আছে সুসাং রাজার প্রাসাদ, দাশবুশা মন্দির, কমলার বাগান, শাল বন এবং রামকৃষ্ণ ও লোকনাথ বাবা।
The best way to get to Birishiri is by road from Dhaka. You can find direct bus to Birishiri from Mohakhali bus stand, Dhaka. It usually takes 5 to 6 hours to get there. When you are there you can go around the town by rickshaws. The rickshaw pullers know all the places very well.
অনুবাদ: ঢাকা থেকে বিরিশিরি যাওয়ার সর্বোত্তম পথ। হলো স্থলপথ। ঢাকার মহাখালী বাসস্ট্যান্ড থেকে তুমি বিরিশিরি যাওয়ার সরাসরি বাস পেতে পারো। সেখানে পৌঁছাতে সাধারণত ৫ থেকে ৬ ঘণ্টা লাগে। যখন তুমি সেখানে যাবে তখন তুমি রিক্সায় শহরটি ঘুরে দেখতে পার। রিক্সাচালকেরা শহরের সকল স্থান খুব ভালোভাবেই চেনে।
B1. Complete the dialogue below and act it out in pairs. – নিচের কথোপকথনটি সম্পূর্ণ করো এবং জোড়ায় জোড়ায় তা অভিনয় করো।
A: Are there any rivers in Birishiri?- বিরিশিরিতে কি কোনো নদী আছে?
B: Yes, there are. There are two rivers, the Someshwari and the Kangsa. – হ্যাঁ, আছে। দুইটি নদী আছে, সোমেশ্বরী ও কংস।
A: Is there any hills in Birishiri? – বিরিশিরিতে কি কোনো পাহাড় আছে?
B: Yes, there is. It’s called the ceramic hill. – হ্যাঁ, আছে। এটিকে চিনামাটির পাহাড় বলে।
A: Can I see any other hills from there? – ওখান থেকে কি আমি অন্য কোনো পাহাড় দেখতে পারবো?
B: Yes, you can. You can see the hills of Meghalayas state from there. – হ্যাঁ, তুমি পারবে। তুমি ওখান থেকে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় দেখতে পাবে।
A: Are there any temples there? – ওখানে কি কোনো মন্দির আছে?
B: Yes, there are. You can see the Dasha Busha Temple and the Ramkrisna and Loknath Baba Temples there. – হ্যাঁ, আছে। তুমি ওখানে দাশবুশা মন্দির এবং রামকৃষ্ণ ও লোকনাথ বাবা মন্দির দেখতে পাবে।
Class 6 English Lesson 12 An unseen beauty of Bangladesh:
B2. Discuss the following questions in pairs. – জোড়াবদ্ধ হয়ে নিচের প্রশ্নগুলো আলোচনা করো।
1. In which district is Shusong Durgapur located?
2. How far is Shusong Durgapur from Dhaka?
3. What is the function of the cultural academy of Durgapur?
4. How can you get to Shusong Durgapur from Dhaka?
5. Why is Shusong Durgapur called ‘an unseen beauty of Bangladesh’?
Ans:
A. In which district is Shusong Durgapur located? – সুসং দুর্গাপুর কোন জেলায় অবস্থিত?
B. Shusong Durgapur is located in Netrokona district. – সুসং দুর্গাপুর নেত্রকোনা জেলায় অবস্থিত।
A. How far is Shusong Durgapur from Dhaka? – সুসং দুর্গাপুর ঢাকা থেকে কত দূরে?
B. Shusong Durgapur is about 170 km north from Dhaka. – ঢাকা থেকে সুসং দুর্গাপুর প্রায় একশত সত্তর কিলোমিটার উত্তরে অবস্থিত।
A. What is the function of the cultural academy of Durgapur? – দুর্গাপুরের সাংস্কৃতিক একাডেমির কাজ কী?
B. The function of the cultural academy of Durgapur is to preserve and promote the culture and traditions of diverse indigenous groups. – দুর্গাপুরের সাংস্কৃতিক একাডেমির কাজ হলো বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ করা এবং তুলে ধরা।
A. How can you get to Shusong Durgapur from Dhaka? – তুমি ঢাকা থেকে কীভাবে সুসং দুর্গাপুরে যাবে?
B. The best way to get to Shusong Durgapur is by road. We can find direct bus from Mohakhali, Dhaka. – সুসং দুর্গাপুর যাওয়ার সর্বোত্তম পথ হলো স্থলপথ। আমরা ঢাকার মহাখালী থেকে সরাসরি বাস পেতে পারি।
A. Why is Shusong Durgapur called an unseen beauty of Bangladesh’? – সুসং দুর্গাপুরকে কেন বাংলাদেশের একটি অদেখা সৌন্দর্য বলা হয়?
B. Shusong Durgapur is called ‘an unseen beauty of Bangladesh’, because it is a less-known and less-travelled eye-catching landscape of Bangladesh. – সুসং দুর্গাপুরকে বাংলাদেশের একটি অদেখা সৌন্দর্য বলা হয় কারণ এটি -বাংলাদেশের একটি কম পরিচিত ও কম ভ্রমণকৃত চোখ ধাঁধানো সবুজ প্রান্তর।
C. Match the phrases with the meanings. – অর্থের সাথে শব্দগুচ্ছগুলোর মিল করো।
Phrases | Meanings |
1. eye-catching destinations – চোখ ধাঁধানো গন্তব্য স্থলসমূহ 2. green, remote countryside – সবুজ, প্রত্যন্ত গ্রামাঞ্চল 3. crystal clear- স্ফটিক স্বচ্ছ 4. pictorial mountain-valley – ছবির মতো পার্বত্য উপত্যকা 5. modest movement – মসৃণ গতি 6. alluring natural loveliness – মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য 7. modes of transportation – যাতায়াত ব্যবস্থার ধরন |
a. see-through – মধ্য দিয়ে দেখা যায় এমন b. means of travelling from one place to another – একস্থান হতে অন্যস্থানে যাওয়ার ব্যবস্থা c. places that draw one’s attentions – মনোযোগ আকর্ষণ করে কোনো স্থান যা কারও d. gentle flow – মৃদু প্রবাহ e. a rural and distant place full of plants and trees – গাছ-গাছালি পূর্ণ একটি গ্রাম্য ও দূরবর্তী স্থান f. a plain land between two hills that looks like a picture – দুটি পাহাড়ের মাঝের একটি সমতলভূমি যা দেখতে ছবির মতো g. the loveliness of nature that appeals to a viewer – প্রকৃতির মনোরমনীয়তা যা দর্শকের হৃদয় ছুঁয়ে যায়। |
Ans.
1+c eye-catching destinations – places that draws one’s attentions
2+e green, remote countryside – a rural and distant place full of plants and trees
3+a crystal clear – see-through
4+f pictorial mountain valley – a plain land between two hills that looks like a picture
5+d modest movement – gentle flow
6+g alluring natural loveliness – the loveliness of nature that appeals to a viewer
7+b modes of transportation – means of travelling from one place to another
D. Write a passage on a place of tourist attraction that you know. – তুমি জানো এমন একটি পর্যটন স্থান সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো।
Ans.
A Place of Tourist Attraction
Bangladesh is a land of natural beauty. There are many places of tourist attraction here. The Sundarbans is one of them. It is situated in Khulna division. It is the largest mangrove forest in the world. It is the home of Royal Bengal Tiger. It is a fantastic animal. There are also spotted deer, chittah, crocodile, hippopotamus, monkey and many other animals. There are various kinds of birds here. Sundori, dori, Goran, Geoa etc. trees are found in the Sundarbans. The rivers going to the Bay of Bengal flow like snakes, They divide the forest in many islands. It is an amazing tourist spot, Every year thousands of tourists come here to see the beauty of the Sundarbans.
পর্যটক আকর্ষণ করার মতো একটি স্থান
বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের ভূমি। এখানে পর্যটকদের জন্য আকর্ষণীয় অনেক জায়গা আছে। সুন্দরবন এদের মধ্যে একটি। এটি খুলনা বিভাগে অবস্থিত। এটি পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন। এটি রয়েল বেঙ্গল টাইগারের বাসস্থান। এটি একটি চমৎকার প্রাণী। এছাড়াও এখানে চিত্রা হরিণ, চিতা, কুমির, জলহস্তি, বানর ও আরও অনেক প্রাণী আছে। এখানে বিভিন্ন প্রজাতির পাখি আছে। সুন্দরবনে সুন্দরি, গরান, গেওয়া ইত্যাদি গাছ পাওয়া যায়। বঙ্গোপসাগরে পতিত নদীগুলো সর্পিলাকারে প্রবাহিত হয়েছে। নদীগুলো বনটিকে অনেকগুলো দ্বীপে বিভক্ত করেছে। এটি একটি দারুণ পর্যটন স্থান। প্রতি বছর হাজার হাজার পর্যটক সুন্দরবনের সৌন্দর্য দেখার জন্য এখানে আসে।