Class 6 English All Lesson Solution
Class 6 English Solution

Class 6 English Lesson 10 Remedies: modern and traditional

Class 6 English Lesson 10 Remedies: modern and traditional: People around the world are slowly changing their attitude towards medicine. More and more they are turning to natural cures. Natural cures are made of natural things, most often herbs and plants.

Class 6 English Lesson 10 Remedies: modern and traditional:

Lesson 10 : Remedies: modern and traditional – নিরাময়মূলক ব্যবস্থা: আধুনিক এবং সনাতন


A. Look at the following pictures. Discuss with your partner what they are. Match them with their names given in the box. – নিচের ছবিগুলো দেখো। এগুলো কী সে ব্যাপারে তোমার সঙ্গীর সাথে আলোচনা করো। এদেরকে বাক্সে দেওয়া নামের সাথে মেলাও।

paracetamol – প্যারাসিটামল ঔষধ, holy basil/tulsi – পবিত্র তুলসী, antacid- অম্লনাশক, honey – মধু, neem – নিম, savlon – স্যাভলন, turmeric – হলুদ, aloe vera – ঘৃতকুমারী

Ans.

Neem
Paracetamol
Turmeric
Holy basil /Tulsi
Savlon
Aloe vera
Honey
Antacid


B. Read the following text. – নিচের অনুচ্ছেদটি পড়ো।

People around the world are slowly changing their attitude towards medicine. More and more they are turning to natural cures. Natural cures are made of natural things, most often herbs and plants. History says that natural or herbal remedies are nothing new. People used them all along in different ages. Herbal medicines were used in ancient Evilizations like India, China, Greece, Egypt treatment systems are still in practice today. They have come down through generations.

For a minor burn injury the doctor may prescribe you a tube of ointment. But for the same, your grandma may put some aloe vera or use cold water. If children have cold in our country, grandmas give them honey and tulsi leaves to eat. And it works too. If you have a minor cut or wound, grown-ups may put some turmeric, marigold or aloe vera on it. Rural people usually use garlic, neem or turmeric to cure skin problems. With experience they have seen that these remedies work. Moreover, they are easy to get, are cheap and most often are without any effects.

অনুবাদ: বিশ্বের সর্বত্র মানুষ ধীরে ধীরে ঔষধের প্রতি তাদের মনোভাব ধারণা পরিবর্তন করছে। ক্রমবর্ধমান হারে তারা প্রাকৃতিক নিরাময়ের দিকে ঝুঁকছে। প্রাকৃতিক নিরাময়গুলো প্রাকৃতিক জিনিস, অধিকাংশ ক্ষেত্রে ঔষধি ও উদ্ভিদ দ্বারা প্রস্তুত। ইতিহাস সাক্ষী দেয় যে প্রাকৃতিক বা লতাপাতার নিরাময় মোটেও নতুন কিছু নয়। লোকেরা বিভিন্ন যুগে এগুলো ব্যবহার করতো। ভারত, চিন, গ্রিস, মিশর এবং রোমের মতো প্রাচীন উদ্ভিজ্জ ঔষধ ব্যবষ্কৃত হতো। কিছু প্রাচীন চিকিৎসা পদ্ধতি এখনও চর্চা করা হয়। সেগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে।

একটি সাধারণ পোড়া ক্ষতের জন্যে ডাক্তার তোমাকে একটি মলম দিতে পারেন। কিন্তু একই কারণে, তোমার দাদি/নানি এর ওপর কিছু ঘৃতকুমারী দিয়ে দিতে পারেন বা ঠান্ডা পানি ব্যবহার করতে পারেন। যদি আমাদের দেশে বাচ্চাদের ঠান্ডা লাগে, দাদি/নানিরা তাদেরকে মধু ও তুলসী পাতা খেতে দেন। এবং এটা কাজও করে। তোমার যদি একটু কেটে যায় যা আঘাত লাগে বয়স্করা তাতে কিছু হলুদ, গাঁদা ফুল অথবা ঘৃতকুমারী লাগিয়ে দিতে পারেন। ত্বকের সমস্যা নিরাময়ের জন্যে গ্রাম অঞ্চলের। লোকজন সাধারণত রসুন, নিম বা হলুদ ব্যবহার করে। অভিজ্ঞতায় তারা দেখেছে যে এই নিরাময়মূলক ঔষধপত্রাদী কাজ করে। অধিকন্তু এগুলো সহজেই পাওয়া যায়, সস্তা এবং প্রায়ই পার্শ্ব প্রতিক্রিয়াহীন।


B1. Find out the items for natural cures and chemicals. Write the names of natural cures in column A. In the column B, write the items that are chemicals. – প্রাকৃতিক এবং রাসায়নিক নিরাময়ের উপাদানগুলো খুঁজে বের করো। কলাম A-তে প্রাকৃতিক নিরাময়ের উপাদানগুলো লেখো। রাসায়নিকগুলো কলাম B-তে লেখো।


Ans.

Column A
(Natural cures – প্রাকৃতিক নিরাময়)
Column B
(Chemicals – রাসায়নিক পদার্থ)
honey savlon
neem paracetamol
turmeric antacid
aloe vera Burnol ointment
holy basil/tulsi

B2. Answer the questions. প্রশ্নগুলোর উত্তর দাও।

1. What are natural cures made of? প্রাকৃতিক নিরাময়গুলো কী দিয়ে তৈরি?
Ans. Natural cures are made of natural things, most often herbs and plants. প্রাকৃতিক নিরাময়গুলো প্রাকৃতিক জিনিস, প্রায়ই ভেষজ এবং উদ্ভিদ দিয়ে তৈরি।

2. Are herbal cures modern inventions? Explain your reasons. ভেষজ নিরাময়গুলো কি আধুনিক আবিষ্কার? তোমার কারণগুলো বর্ণনা করো।
Ans. Herbal cures are not modern inventions. They are ancient. Some of the treatment systems are still in practice today. Since then we know them. ভেষজ নিরাময়গুলো আধুনিক আবিষ্কার নয়। এগুলো প্রাচীন। তাদের কিছু এখনও চর্চা করা হয়। তখন থেকেই আমরা সেগুলো জানি।

3. Which civilisations are known for herbal treatments? কোন কোন সভ্যতা ভেষজ চিকিৎসার জন্য সুপরিচিত?
Ans. Some ancient civilisations like India, China, Greece, Egypt and Rome are known for herbal treatments. কিছু প্রাচীন সভ্যতা যেমন ভারত, চিন, গ্রিস, মিশর এবং রোম ভেষজ চিকিৎসার জন্য সুপরিচিত।

4. What natural remedies are used for cold? Can you add any more natural treatment for cold? ঠান্ডার জন্যে কী ধরনের প্রাকৃতিক নিরাময় ব্যবহার করা হয়? ঠান্ডার জন্যে তুমি কি আরও কিছু প্রাকৃতিক নিরাময় পদ্ধতি যোগ করতে পারবে?
Ans. The natural remedy used for cold is eating tulsi leaves with honey. Yes, I am familiar with another natural remedy used for cold and it is taking lemon juice and honey mixed in lukewarm water. ঠান্ডার জন্যে প্রাকৃতিক নিরাময় হলো মধু দিয়ে তুলসী পাতা খাওয়া। হ্যাঁ, ঠান্ডার জন্যে আরও একটি প্রাকৃতিক নিরাময়ের সাথে আমি পরিচিত এবং তা হলো- লেবুর রস ও মধুমিশ্রিত উষ্ণ পানি সেবন করা।

5. What herbal cures are used for skin problems? চর্ম সমস্যার জন্যে কোন কোন ভেষজ নিরাময় ব্যবহার করা হয়?
Ans. For skin problems, garlic, neem or turmeric are used. চর্ম সমস্যার জন্যে রসুন, নিম বা হলুদ ব্যবহার করা হয়।


C. Work in pairs. Complete the following expressions with words from the box. দুজন দুজন করে কাজ করো। বাক্স থেকে শব্দ নিয়ে নিচের অভিব্যক্তিগুলো পূরণ করো।

bottle n.- বোতল, box n.- বাক্স, can n.- ক্যান, package ‘n.- মোড়ক, প্যাকেট, tube n.- টিউব, নল।

Ans.

1. a tube of ointment – একটি মলমের টিউব।
2. a box of aspirin -এক বাক্স অ্যাসপিরিন।
3. a package of bandage – এক প্যাকেট/মোড়ক ব্যান্ডেজ।।
4. a can/bottle of foot spray – এক ক্যান/বোতল ফুট স্প্রে।
5. a package of tissue – এক প্যাকেট/মোড়ক টিস্যু।


Class 6 English Lesson 10 Remedies: modern and traditional: 

Now write down some sentences using these phrases. (নাউ রাইট ডাউন সাম সেনটেনসেস্ ইউজিং দীজ ফ্রেজেজ।) এখন এই শব্দগুচ্ছগুলো ব্যবহার করে কিছু বাক্য তৈরি করো।
1. A tube of ointment: Zeba bought a tube of ointment for her brother. (জেবা তার ভাইয়ের জন্যে এক টিউব মলম কিনল।)
2. A box of aspirin: A box of aspirin is used for fever or pain. (এক বাক্স অ্যাসপিরিন জ্বর কিংবা ব্যথার জন্যে ব্যবহৃত হয়।)
3. A package.of.bandage: How much is a package of bandage? (এক প্যাকেট ব্যান্ডেজের দাম কত?)
4. A can/bottle of foot spray: I need a can/bottle of foot spray. (আমার এক ক্যান/বোতল ফুট স্প্রে দরকার।)
5. A package of tissue: Bring a package of tissue for the washroom. (ওয়াশরুমের জন্যে এক মোড়ক/প্যাকেট টিস্যু নিয়ে এসো।)


D. Read the dialogue and practise in pairs.  সংলাপটি পড়ো এবং দুজন দুজন করে চর্চা করো।

Pharmacist Good morning. Can I help you?
Mr Arman Do you have anything for dry skin?
Pharmacist Well, you may try this new body lotion. It’s good. Or, you can try this brand of Olive oil. Olive oil is also good for dry skin.
Mr Arman Well, I think I’ll take the lotion. How much is it?

অনুবাদ:
সুপ্রভাত। আমি কি আপনাকে সাহায্য করতে পারি?
শুষ্ক ত্বকের জন্যে আপনার কাছে কিছু আছে?
বেশ, আপনি এই নতুন বডি লোশনটি ব্যবহার করে দেখতে পারেন। এটি ভালো। অথবা আপনি জলপাই তেলের এই ব্রান্ডটি, ব্যবহার করে দেখতে পারেন। শুষ্ক ত্বকের জন্যে জলপাই তেলও ভালো।
বেশ, আমার মনে হয় আমি লোশনটি নিতে পারি। এর দাম কত?”


D1. Work in pairs. Read the following situations and then make short conversations for each situation using can, could, may, should, etc. where necessary. দু’জন দু’জন করে কাজ করো। নিচের নির্দেশনাগুলো পড়ো এবং তারপর প্রয়োজন অনুসারে

can, could, may, should ইত্যাদি ব্যবহার করে প্রত্যেকটি অবস্থার জন্য ছোট ছোট কথোপকথন তৈরি করো।

1. You want your teeth to be strong. Ask for a good toothpaste. Your partner will suggest or offer one. (তুমি চাও তোমার দাঁতগুলো মজবুত হোক। একটি ভালো টুথপেস্ট চাও। তোমার সঙ্গী তোমাকে একটি দিতে চাইবে অথবা এ ব্যাপারে পরামর্শ দেবে।)

Ans.

My partner: Good morning. Can I help you? (শুভ সকাল। আমি কি তোমাকে সাহায্য করতে পারি?)
Myself: Yes, sure. I want my teeth to be strong. How can I do it? (হ্যাঁ, নিশ্চয়ই। আমি চাই আমার দাঁতগুলো মজবুত হোক। আমি এটি কীভাবে করতে পারি?)
My partner: Here is a toothpaste. It will make your teeth strong. (এই যে একটি টুথপেস্ট। এটি তোমার দাঁতকে মজবুত করবে।)
Myself: Can it protect decay? (এটি কি ক্ষয়রোধ করতে পারে?)
My partner: Sure. It contains fluoride and calcium. It protects decay. You may try it. I also have a very nice herbal tooth powder. It contains neem. It will’ also make your teeth strong. (নিশ্চয়ই। এর ভেতর ফ্লোরাইড এবং ক্যালসিয়াম রয়েছে। এটি ক্ষয়রোধ করে। এটি তুমি ব্যবহার করতে পারো। আমার কাছে একটি খুব ভালো ভেষজ টুথ পাউডারও আছে। এর ভেতরে নিম রয়েছে। এটিও তোমার দাঁতকে মজবুত করবে।)
Myself: How much is the toothpaste? (টুথপেস্টটির দাম কত?)

2. Decide first what you want to buy and ask for it. Your partner does not have what you want but he/she has something similar. (প্রথমে সিদ্ধান্ত নাও তুমি কী কিনতে চাও এবং সেটি চাও। যা তুমি চাও তা তোমার সঙ্গীর নেই কিন্তু তার একই রকম অন্য কিছু আছে।)

Ans.

My partner: Good morning. Can I help you? (শুভ সকাল। আমি কি তোমাকে সাহায্য করতে পারি?)
Myself: Do you have ‘Colgate’ toothpaste? (তোমার কি ‘কোলগেট’ টুথপেস্ট আছে?)।
My partner: Sorry, we don’t have it in our stock at the moment. But we have ‘Mediplus’ toothpaste. It is also a very good toothpaste. You may try it. (দুঃখিত, এই মুহূর্তে এটি আমাদের মজুদে নেই। কিন্তু আমাদের ‘মেডিপ্লাস’ টুথপেস্ট আছে। এটিও খুব ভালো টুথপেস্ট। এটি তুমি ব্যবহার করে দেখতে পারো।)
Myself: How much is it? (এর দাম কত?)

3. You have slightly cut your finger, You ask for something to put on it. Your partner suggests ‘Bandaid’. (তোমার আঙুল সামান্য কেটে গেছে। এতে লাগানোর জন্যে কিছু চাও। তোমার সঙ্গী ‘Bandaid’ এর পরামর্শ দিল।)

Ans.

My partner: Good morning. Can I help you? (শুভ সকাল। আমি কি তোমাকে সাহায্য করতে পারি?)
Myself: I have slightly cut my finger. Here it is. Could you give me something to put on it? (আমার আঙুল সামান্য কেটে গেছে। এই দেখো। এতে লাগানোর জন্যে তুমি কি আমাকে কিছু দিতে পারো?)
My partner: Sure, we have ‘Bandaid’ to put on it. It works excellent. You may put it on. (অবশ্যই, এতে লাগানোর জন্যে আমাদের “Bandaid’ আছে। এটি খুব ভালো কাজ করে। তুমি এটির ওপর লাগাতে পারো।)
Myself: How much is it? (এর দাম কত?)

4. Your mother has a headache. You ask for a medicine. Your partner gives you ‘Vicks.‘ (তোমার মায়ের মাথা ব্যথা করছে। তুমি একটি ঔষধ চাও। তোমার সঙ্গী তোমাকে ‘ভিক্স’ দেয়।)

Ans.

My partner: Good morning. Can I help you? (শুভ সকাল। আমি কি তোমাকে সাহায্য করতে পারি?)
Myself: Yes, sure. My mother has a headache. Can you give her a good medicine? (হ্যাঁ, নিশ্চয়ই। আমার মায়ের মাথা ব্যথা করছে। তাকে কি একটি ভালো ঔষধ দিতে পারো?)
My partner: Sure. We have ‘Vicks’. Will you take it? (নিশ্চয়ই। আমাদের কাছে ‘ভিক্স’ আছে। তুমি কি নেবে?)
Myself: Yes, please give me a ‘Vicks.’ How much is it? (হ্যাঁ, অনুগ্রহ করে আমাকে ‘ভিক্স’ দাও। এর দাম কত?)


Class 6 English Lesson 10 Remedies: modern and traditional: 

E. People with a cold, a fever, or the flu often go to the doctor for help. But many people in our country also use home remedies for common illnesses. Read about some simple home remedies and answer the following questions.~ ঠান্ডা, জ্বর অথবা ফু হলে লোকজন সাহায্যের জন্যে প্রায়ই ডাক্তারের কাছে যায়। কিন্তু আমাদের দেশের বহুলোক সাধারণ অসুস্থতার জন্যে ঘরোয়া নিরাময়যোগ্য ঔষধ ব্যবহার করেন। কিছু সাধারণ ঘরোয়া নিরাময়যোগ্য ঔষধ সম্পর্কে পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।

Cough
For children’s cough, grandmas give two tea-spoons of basil leaf/tulsi juice with one spoon of honey. It works excellent.
Some people take grape juice and honey too. It is also good for dry cough.
Hot milk with honey is also useful in cough problems.
You can take ginger tea which is also a useful home remedy for cough.

কাশি
বাচ্চাদের কাশি হলে দাদি/নানিরা দুই চামচ পুদিনা পাতা/তুলসী রসের সাথে এক চামচ মধু দেন। এটি চমৎকার কাজ করে।
কিছু লোক আঙুরের রস এবং মধুও খেয়ে থাকে। এটি শুষ্ক কাশির জন্যও ভালো।
গরম দুধের সাথে মধুও কাশি সমস্যার জন্যে উপকারী।
তুমি আদা চা পান করতে পারো যা কাশির জন্যে একটি কার্যকর ঘরোয়া আরোগ্যময় ঔষধ।

Cold
Lemon juice is good for any cold because it contains vitamin C. Vitamin C increases body resistance. Lemon juice, hot water and honey together work well in healing common cold.

ঠান্ডা
লেবুর রস যে কোনো ধরনের ঠান্ডার জন্যে ভালো সি কারণ এর মধ্যে ভিটমিন সি থাকে। ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। লেবুর রস, গরম পানি এবং মধু একত্রে সাধারণ ঠান্ডা নিরাময়ে ভালো কাজ করে।

Toothache
In normal toothache, keep a clove in your mouth. Place it in between the aching teeth and suck on it. You can even apply clove oil on the affected tooth.
Garlic also cures toothache. Place a clove of garlic on the aching tooth and munch mildly. Its juice will work as a relief.
A pinch of pepper powder mixed with common salt works well on the aching tooth. It’s especially effective against the increased sensitivensess of the teeth.

দাঁত ব্যথা
সাধারণ দাঁতের ব্যথায় মুখের ভেতর একটি লবঙ্গ রাখো। এটাকে ব্যথা করা দাঁতগুলোর মধ্যে রাখো এবং এটা চুষতে থাকো। এমনকী আক্রান্ত দাঁতটিতে লবঙ্গ তেল দিতে পারো।
রসুনও দাঁতের ব্যথা নিরাময় করে। রসুনের অ্যান্ড একটি কোয়া ব্যথা করা দাঁতটির ওপর রেখে অ্যাজ ধীরে ধীরে চিবাও। এর রস নিরাময় হিসেবে কাজ করবে।
সাধারণ লবণের সাথে মিশ্রিত এক চিমটি মরিচের গুঁড়া ব্যথা করা দাঁতের জন্যে ভালো কাজ করে। এটি দাঁতের অতিরিক্ত সংবেদনশীলতার বিরুদ্ধে কার্যকর।

Headache
Eating apples gives good result in headaches. While eating, add a little salt to it.
When headache is caused by cold winds, cinnamon works the best. Make a paste of cinnamon by mixing in water and apply it on your forehead.

মাথা ব্যথা
মাথা ধরায় আপেল খাওয়া ভালো ফল দেয়। খাওয়ার সময় সামান্য একটু লবণ যোগ করে নাও।
যখন ঠান্ডা বাতাসের কারণে মাথা ব্যথা হয় তখন দারুচিনি সবচেয়ে ভালো কাজ করে। পানিতে মিশিয়ে দারুচিনির পেস্ট তৈরি করো এবং এটি তোমার কপালে লাগাও।


E1. Learn these words – এই শব্দগুলো জেনে নাও

ginger, resistance, clove, garlic, pepper, cinnamon, sensitive, munch, pinch (as used in the text)

Ans:

ginger (জিনজার) n
resistance (রেজিস্ট্যান্স) n
clove – n
garlic – n
pepper – n
cinnamon – n
sensitive – adj
munch – v
pinch – n

roots of the ginger plant used in cooking as spice (মশলা হিসেবে রান্নায় ব্যবহৃত আদা গাছের শিকড়)
opposition to an action (প্রতিরোধ, বাধা)
a type of dried flower used as spice (মশলা হিসেবে ব্যবহৃত এক ধরনের শুকনো ফুল, লবজা)
a vegetable of the onion family with a very strong taste and smell (অত্যন্ত জোরালো স্বাদ ও গন্ধযুক্ত পেঁয়াজ জাতীয় সবজি, রসুন)
a powder made from dried chilli or black pepper, used to give a hot flavour to food (শুকনো লাল মরিচ বা গোলমরিচ থেকে তৈরি গুড়া, যা খাদ্যে ঝাল স্বাদ যোগ করতে ব্যবহার করা হয়, মরিচের গুড়া)
the inner bark of a tree, used in cooking as a spice (একটি গাছের অভ্যন্তরীণ ছাল বা বাকল, রান্নায় মশলা হিসেবে ব্যবহৃত, দারুচিনি)
aware of and able to understand other people and their feelings (অন্য লোকজন এবং তাদের অনুভূতি সম্পর্কে সচেতন ও বুঝতে সক্ষম, সংবেদনশীল)
to eat something steadily and often noisily (কোনো কিছু কড়মড় করে চিবিয়ে খাওয়া)
the amount of something that can be held between one’s finger and thumb (বৃদ্ধাঙ্গুলি ও একটি আঙুলের সাহায্যে যতটুকু পরিমাণ জিনিস নেওযা সম্ভব; চিমটি।)


Class 6 English Lesson 10 Remedies: modern and traditional: 

E2. Do you know any other home remedies that people use in our country? Ask your parents/relatives and make a list of such remedies other than the items given in your text. – তুমি কি আর অন্য কোনো ঘরোয়া রোগ প্রতিকারক ঔষধ সম্পর্কে জানো যা আমাদের দেশের লোকজন ব্যবহার করে? তোমার মা-বাবা/আত্মীয়স্বজনদের জিজ্ঞেস করো এবং পাঠ্য বইয়ে দেওয়া প্রতিকারগুলো বাদে অন্য প্রতিকারগুলোর তালিকা তৈরি করো।

Ans. I know, many other home remedies that people use in our country. Here I am going to describe two remedies among them. (আমি অন্য অনেকগুলো ঘরোয়া রোগ প্রতিকারক সম্পর্কে জানি যা আমাদের দেশের লোকজন ব্যবহার করে। এখানে আমি তাদের মধ্যে দুটি রোগ প্রতিকার সম্পর্কে বর্ণনা করছি।)

Chirate – চিরতা
It’s the dry leaves or branches of a herbal plant. It is very bitter. Its extract with water is taken as remedy for worm, skin problem and fever. This popular remedy is taken regularly in the morning before the breakfast.

এটি একটি ঔষধি গাছের শুষ্ক পাতা ও ডাল। এটি অত্যন্ত তেঁতো। পানির সাথে এর নির্যাস কৃমি, চর্ম সমস্যা এবং জ্বরের বিরুদ্ধে প্রতিকার হিসেবে ব্যবহৃত হয়। এই জনপ্রিয় রোগ প্রতিকার (বা ঔষধটি) নিয়মিত ভোরে নাস্তার আগে খাওয়া হয়।

Black cumin – কালো জিরা
It is a very popular home remedy to a number of diseases. It is also a very tasty food taken with pepper and garlic. Its oil is also taken as remedy to several health problems. It mainly works for hair, skin, eyes and digestion.

এটি অনেকগুলো রোগের বিরুদ্ধে অত্যন্ত জনপ্রিয়। একটি প্রতিকার। এটি মরিচ ও রসুনের সাথে ব্যবহৃত এক ধরনের সুস্বাদু খাদ্য হিসেবেও খাওয়া হয়। এর তেল অনেকগুলো স্বাস্থ্য সমস্যার প্রতিকার হিসেবেও ব্যবহৃত হয়। এটি প্রধানত চুল, ত্বক, চোখ এবং হজমের জন্যে কাজ করে।

 

সকল বিষয়ে সমাধান ও সাজেশন পেতে আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো !


Read More: Class 6 English Lesson 9 Health is wealth

Read More: Class 6 English Lesson 11 Are you listening?-1

Codehorse App

Check Also

Class 6 English All Lesson Solution

Class 6 English Lesson 33 The Garden

Class 6 English Lesson 33 The Garden: Frog was in his garden. Toad came walking …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *