Lesson 5 The best friend class 7 english: A. Read what Flora said to Farabi and then read the story. “Don’t be sad, Farabi, and don’t think seriously about what your friend Harun did. I know a story about friends. Listen.”……..
Lesson 5 The best friend class 7 english:
Lesson 5: The best friend – সবচেয়ে ভালো বন্ধু
A. Read what Flora said to Farabi and then read the story. ফ্লোরা ফারাবিকে কী বলল তা পড় এবং তারপর গল্পটি পড়।
“Don’t be sad, Farabi, and don’t think seriously about what your friend Harun did. I know a story about friends. Listen.”
“ফারাবি দুঃখ পেয়ো না, আর তোমার বন্ধু হারুণ যা করেছে তা নিয়ে অতটা ভেব না। … আমি বন্ধুদের সম্পর্কে একটা গল্প জানি। শোনো।”
Two friends were walking through a desert. After a while they had a quarrel, and one friend slapped the other. The friend who got slapped was hurt. But without saying anything he wrote in the sand:
Today my best friend slapped me in the face.
দু বন্ধু একটা মরুভূমির মধ্য দিয়ে হাঁটছিল। কিছুক্ষণ পর তাদের মধ্যে ঝগড়া বাঁধল এবং এক বন্ধু আর এক বন্ধুকে কষে চড় দিল। চড় খাওয়া বন্ধুটি খুবই আঘাত পেলো। তবে কিছু না বলে সে বালিতে লিখল:
“আজ আমার সবচেয়ে ভালো বন্ধুটি আমার মুখে চড় মেরেছে।”
They kept walking until they found an oasis. There they decided to take a bath. The one who was slapped before got stuck in the quicksand and started going down. But his friend saved him. After he was saved he wrote on a stone: Today my best friend saved my life.
তারা হেঁটে চলল যতক্ষণ না তারা একটা মরুদ্যান পেল। সেখানে তারা গোসল করার সিদ্ধান্ত নিল। আগে যে বন্ধুটি চড় খেয়েছিল সে চোরাবালিতে আটকে গেল এবং নিচে চলে যেতে শুরু করোল, কিন্তু তার বন্ধু তাকে রক্ষা করল। রক্ষা পাওয়ার পর সে পাথরে লিখল: আজ আমার সবচেয়ে ভালো বন্ধু আমার জীবন বাঁচাল।
The friend who slapped and saved his best friend asked, “After I hurt you, you wrote in the sand and now you write on a stone. Why?” যে বন্ধুটি চড় মেরেছিল এবং তার সবচেয়ে ভালো বন্ধুর জীবন বাঁচিয়েছিল সে জিজ্ঞেস করোল, “তোমাকে আঘাত করার পর তুমি বালিতে লিখেছিলে আর এখন তুমি পাথরে লিখলে। কেন?”
The other friend replied, “When someone hurts us, we should write it down in the sand. The wind can erase it away. But when someone does something good for us, we should engrave it on stone, so no wind can erase it.” অন্য বন্ধুটি জবাব দিল, “যখন কেউ আমাদের আঘাত করে তখন আমাদের তা বালিতে লেখা উচিত। বাতাস তা মুছে ফেলতে পারবে। কিন্তু যখন কেউ আমাদের জন্য ভালো কিছু করে আমাদের তা পাথরে খোদাই করে লেখা উচিত যাতে কোনো বাতাসই তা মুছে ফেলতে না পারে।”
“Do you know the moral of the story?” Flora asked.
Farabi nodded and smiled, “Yes, we should forget our hurts, but remember our good deeds forever.”
“তুমি কি গল্পটির নীতিশিক্ষা কী তা জান?” ফ্লোরা জিজ্ঞেস করল।
ফারাবি মাথা নাড়ল এবং হাসল, “হ্যা, আমাদের ব্যথাবেদনা ভুলে যাওয়াই উচিত, কিন্তু ভালো কাজগুলো চিরকাল মনে রাখতে হবে।”
B. Match the words/phrases with their meanings. (ম্যাচ দ্যা ওয়ার্ডস/ফ্রেজেস উইদ দেয়ার মীনিংস।)-শব্দ/ শব্দগুচ্ছগুলোকে তাদের অর্থের সাথে মেলাও।
Words/Phrases |
Meanings |
1. hurt
2. oasis 3. quicksand 4. erase 5. engrave |
a. an area in a desert where there are water, plants, etc.
b. remove somethinsg completely c. cut words or designs on stone or wood d. got physical pain when someone hits you or you fall e. deep wet sand that works like a trap. If you walk on it, you will sink into it. |
Ans.
1. Hurt (আঘাত) ⇒ got physical pain when someone hits you or you fall (যখন কেউ তোমাকে আঘাত করে বা তুমি পড়ে গিয়ে যে শারীরিক ব্যথা পাও)
2. Oasis (মরুদ্যান) ⇒ an area in a desert where there are water, plants, etc. (মরুভূমির এমন স্থান যেখানে পানি, গাছপালা ইত্যাদি রয়েছে।)
3. Quicksand ( চোরাবালি) ⇒ deep wet sand that works like a trap. If you walk on it, you will sink into it. (গভীর সিক্ত বালু যা ফাঁদের মতো কাজ করে। যদি তুমি এর ওপর দিয়ে হাঁট, তুমি এর ভেতরে তলিয়ে যাবে।)
4. Erase (মুছে ফেলা) ⇒ remove something completely (কোনো কিছু সম্পূর্ণভাবে সরিয়ে ফেলা)
5. Engrave (খোদাই করা) ⇒ cut words or designs on stone or wood (পাথর বা কাঠে কথা বা নকশা খোদাই করে লেখা)
C. Discuss in groups and write an answer to this question: -দলবদ্ধভাবে আলোচনা করো এবং নিচের প্রশ্নটির উত্তর লেখ।
Why should we forgive those who hurt us? -যারা আমাদেরকে ব্যথা দেয় তাদেরকে আমাদের ক্ষমা করা উচিত কেন?
Ans.
S1: Friend. Why should we fogive those who hurt us? (বন্ধু, যারা আমাদের আঘাত করে তাদের ক্ষমা করে দেওয়া উচিত কেন?)
S2: Very intellectual question. If we do not fogive those who hurt us, enmity will increase. If enmity increases, human life will be endangered. (খুব বৃদ্ধিবৃত্তিক প্রশ্ন। আঘাতকারীকে ক্ষমা না করলে শত্রুতা বাড়বে, শত্রুতা বাড়লে মানব জীবন বিপন্ন হবে।)
S1: Right you are. Besides, human mind is naturally envious and vindictive. If one is hurt, one may take revenge upon others. Then destruction and death may be caused. (ঠিক বলেছে। তাছাড়া মানব মন স্বভাবত ঈর্ষা ও প্রতিহিংসাপরায়ণ হয়। কেউ আঘাত পেলে অন্যের উপর প্রতিশোধ নিতে পারে। তখন ধ্বংস ও মৃত্যু সংঘটিত হতে পারে।)
S3: Yes, I agree with you. Moreover, forgivness is a great virtue. By practicing this quality, we can ensure peaceful environment in the world. (হ্যাঁ, আমি তোমার সাথে একমত, এছাড়া, ক্ষমা একটি মহান গুণ। এই গুণের অনুশীলনের মাধ্যমে আমরা বিশ্বে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পারব।)
S2: Right you are. Here I can citę a glaring example of forgiveness of a great person. He is our last prophet Hazrat Mohammad (Sm). Though he was severely hurt by a jew in the battle of Wohod, he did not take revenge upon him. Rather he forgave him. (ঠিক বলেছ। এখানে এক মহান ব্যক্তির ক্ষমাশীলতার চমৎকার এক দৃষ্টান্ত উল্লেখ করতে পারি। তিনি আমাদের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সা.)। তিনি উহুদের যুদ্ধে এক ইহুদীর কর্তৃক মারাত্মক আহত হলেও প্রতিশোধ নেননি। বরং তিনি তাকে ক্ষমা করে দিয়েছিলেন।
S1: So we should be forgiving. Thank you all present here. (অতএব আমাদের ক্ষমাশীল হওয়া উচিত। এখানে উপস্থিত সবাইকে ধন্যবাদ।)
Read More: Lesson 4: A sad day for Farabi
Read More: Class 7 English Unit 4 Lesson 1 A teacher (1)
প্রিয় শিক্ষার্থী, তোমাদের ক্লাসের সকল বইয়ের সমাধান পেতে আমাদের অ্যাপটি👉 Install করো।