Class 8 English Unit 3 Lesson 5 A Letter: Key words: nicotine-তামাকের বিষ,tragedy-দুঃখজনক বা মর্মান্তিক ঘটনা,broke-সর্বশান্ত,puff- ত্যাগকৃত ধোঁয়া বা বাতাস।
Class 8 English Unit 3 Lesson 5 A Letter:
A. Read the letter silently to know what happened to Zahir Ali. (জহির আলীর কী ঘটেছিল তা জানার জন্য নিচের চিঠিটি নীরবে পড়ো।)
10/E Purana Paltan
Dhaka 1000
9 June 2013
Dear Sohel,
I am sorry I could not reply to your letter earlier.This is because last week there was a tragedy in our family. My father died of lung cancer. He used to smoke heavily. He got the bad habit from his college days.Recently my mother and I were very worried about Father’s worsening health condition. He was having continuous chest pain. The doctor showed him his chest X-ray plates.There were dark marks on his lungs. The doctor explained to him that the marks were the signs of lung cancer. He also explained that a poisonous substance called nicotine is in tobacco leaves; and cigarettes are made from tobacco leaves.When a person smokes cigarettes, this nicotine enters into his lungs with every puff. If anybody smokes cigarettes for years, this deadly nicotine causes lung cancer. Both mother and I tried to stop father from smoking. He never listened to our requests and warnings. He died an untimely death.
Let me tell you the truth. My father’s death is a great shock for us. You know, we are a big family of seven. My father was the only earning member in the family.We are now broke and we don’t know how we are going to survive. Anyway, God is merciful and we are trying to recover from the shock.Write me when you have the time. Give my regards to your parents.
Love,
Rabi
বাংলা অর্থ: দুঃখিত, তোমার চিঠির উত্তর আগে দিতে পারিনি। কারণ গত সপ্তাহে আমাদের পরিবারে একটি ট্র্যাজেডি ঘটেছে। আমার বাবা ফুসফুস ক্যানসারে মারা গেছেন। তিনি প্রচুর ধূমপান করতেন। কলেজ জীবন থেকেই এই খারাপ অভ্যাসটি গড়ে উঠেছিল। সম্প্রতি, আমার মা এবং আমি বাবার খারাপ স্বাস্থ্যের কারণে খুব চিন্তিত ছিলাম। তিনি ক্রমাগত বুকে ব্যথা অনুভব করছিলেন। ডাক্তার তাকে তার বুকের এক্স-রে দেখালেন। তার ফুসফুসে কালো দাগ দেখা গিয়েছিল। ডাক্তার তাকে ব্যাখ্যা করলেন যে এগুলো ফুসফুসের ক্যানসারের লক্ষণ। তিনি আরও বললেন, নিকোটিন নামে একটি বিষাক্ত পদার্থ তামাকের পাতায় থাকে, আর সিগারেট তৈরি হয় এই তামাকের পাতাগুলো থেকে। যখন কেউ সিগারেট টানে, তখন প্রতিটি নিশ্বাসের সঙ্গে এই নিকোটিন তার ফুসফুসে প্রবেশ করে। যদি কেউ দীর্ঘ বছর ধরে ধূমপান করে, তবে এই মারাত্মক নিকোটিন ফুসফুসের ক্যানসার সৃষ্টি করে। আমি এবং মা দুজনেই বাবাকে ধূমপান ছাড়ানোর চেষ্টা করেছিলাম। কিন্তু তিনি কখনো আমাদের অনুরোধ বা সতর্কবার্তা শোনেননি। তিনি অকালেই মারা গেলেন।
আমি তোমাকে সত্যিটা বলি। বাবার মৃত্যু আমাদের জন্য এক বিশাল ধাক্কা। তুমি তো জানো, আমরা সাতজনের বড় পরিবার। বাবা ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। এখন আমরা সম্পূর্ণ নিঃস্ব, এবং আমরা জানি না কীভাবে টিকে থাকব। যাই হোক, আল্লাহ দয়ালু, আর আমরা ধীরে ধীরে এই শোক কাটিয়ে ওঠার চেষ্টা করছি। সময় পেলে আমাকে চিঠি লিখো। তোমার বাবা-মাকে আমার শুভেচ্ছা জানিও।
1. “My father’s death is a great tragedy.” (“আমার বাবার মৃত্যু খুব দুঃখদায়ক ঘটনা।”)
The underlined word means. (নিম্নরেখাযুক্ত শব্দটি বোঝায়।)
a. a very sad event. (একটি খুব দুঃখজনক ঘটনা।)
b. a very strong warning. (একটি খুব জোড়ালো সতর্কতা।)
c. smoking heavily. (অতিমাত্রায় ধূমপান করা।)
d. lung cancer. (ফুসফুস ক্যান্সার।)
Ans. a. a very sad event. (একটি খুব দুঃখজনক ঘটনা।)
2. Rabi’s family is now completely broke, because (রবির পরিবার এখন পুরোপুরি সর্বস্বান্ত, কারণ)
a. his father had lung cancer. (তার বাবার ফুসফুসে ক্যান্সার ছিল।)
b. they have now no source of income. (এখন তাদের আয়ের কোনো উৎস নেই।)
c. his father’s death was heart breaking. (তার বাবার মৃত্যু ছিল মর্মঘাতী।)
d. there was a tragedy in the family. (পরিবারে একটি দুর্যোগ হয়েছিল।)
Ans. b. they have now no source of income. (এখন তাদের আয়ের কোনো উৎস নেই।)
B. Answer the questions. First say, then write. (প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথমে বলো, তারপর লেখো।)
1. What could be the relationship between the sender and the receiver of the letter? (চিঠির প্রেরক এবং প্রাপকের মধ্যে কী সম্পর্ক হতে পারে?)
Ans. It could be a friendly relationship between the sender and the receiver of the letter. (চিঠির প্রেরক এবং প্রাপকের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক থাকতে পারে।)
2. What causes lung cancer? (কী ফুসফুসে ক্যান্সার ঘটায়?)
Ans. Nicotine causes lung cancer. (নিকোটিন ফুসফুসে ক্যান্সার ঘটায়।)
3. Who do you think are the members of Rabi’s family? Why do you think so? (তোমার মতে রবির পরিবারের সদস্য কারা? তোমার এই ধরনের মত কেন?)
Ans. I think Rabi, his mother and his four siblings are the members of Rabi’s family. I think so because it is written in the letter that Rabi has seven, members in the family. (আমি মনে করি রবি, তার মা এবং তার চার ভাই-বোন হলো রবির পরিবারের সদস্য। আমি তা মনে করি কারণ চিঠিতে লেখা আছে যে রবির পরিবারের সদস্য সংখ্যা সাত।)
C. Imagine, you are Sohel. Now, write a reply to Rabi’s letter. (মনে করো, তুমি সোহেল। এখন, রবির চিঠির একটি উত্তর লেখো।)
10/B Motijheel
Dhaka 1000
18 June 2013
Dear Rabi,
I am very sorry to hear about your father’s passing. It must be a very difficult time for you and your family. Stay strong—God is always with you.
I know losing the only earning member is tough, but I believe you will overcome this hardship. Take care of your mother and siblings.
Let me know if I can help in any way. Write to me whenever you can.
Your friend,
Sohel
প্রিয় রবি,
তোমার বাবার মৃত্যু সংবাদ শুনে আমি খুবই দুঃখিত। এটা অবশ্যই তোমাদের পরিবারের জন্য খুব কঠিন সময়। শক্ত থাকো—আল্লাহ সবসময় তোমাদের সাথে আছেন।
আমি জানি, পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারানো কঠিন। কিন্তু আমি বিশ্বাস করি, তোমরা এই কষ্ট কাটিয়ে উঠতে পারবে। তোমার মা ও ভাইবোনদের যত্ন নিও।
আমি যদি কোনোভাবে সাহায্য করতে পারি, জানিও। সময় পেলে আমাকে চিঠি লিখো।
তোমার বন্ধু,
সোহেল
very good sir.
thanks