আজ আমরা Class 7 English বইয়ের Unit 1 এর Lesson 1 In the classroom এর সকল প্রশ্নের সমাধান করবো এবং মূল Passage টির বাংলা অর্থ বুঝিয়ে দিবো । আশা করছি তোমরা উপকৃত হবে। Today we will discuss about ”In the classroom” topic that is a part of class seven english 1st paper book. And also discuss about various questions. Class 7 English 1st Paper Unit 1 Lesson 1 In the classroom
Unit-1: Attention,Please!
Lesson 1: In the Classroom.
A. Listen and say.
Teacher: Good morning and welcome everybody.
শিক্ষক: সুপ্রভাত এবং সবাইকে স্বাগতম।
Students: Good morning, teacher.
শিক্ষার্থীরা: সুপ্রভাত, শিক্ষক।
Teacher: Are you ready for the class?
শিক্ষক: তোমরা কি ক্লাসের জন্য প্রস্তুত?
Students: Yes, teacher.
শিক্ষার্থীরা: হ্যাঁ, শিক্ষক।
Teacher: Have you got your new books?
শিক্ষক: তোমরা কি তোমাদের নতুন বইগুলো পেয়েছ?
Students: Yes, teacher, we have.
শিক্ষার্থীরা: হ্যাঁ, শিক্ষক, আমরা পেয়েছি।
Teacher: Good! Please remember to bring your English book every day. And speak English with me and with your classmates.
শিক্ষক: ভালো! দয়া করে প্রতিদিন তোমাদের ইংরেজি বই নিয়ে আসতে মনে রাখবে। এবং আমার সঙ্গে ও তোমাদের সহপাঠীদের সঙ্গে ইংরেজিতে কথা বলবে।
B. Read the conversation and act it out in pairs. Discuss this question with your সংলাপটি পড়ো এবং জোড়ায় জোড়ায় অভিনয় করো। তোমার সঙ্গীর সঙ্গে এই প্রশ্নটি নিয়ে আলোচনা করো।
- What does the teacher ask the students to do? শিক্ষক ছাত্র-ছাত্রীদের কী করতে বলেন?
Answer: The teacher asks the students to: শিক্ষক ছাত্র-ছাত্রীদের বলেন:
1. Bring their English book every day. (প্রতিদিন তাদের ইংরেজি বই নিয়ে আসতে।)
2. Speak in English with the teacher and their classmates. (শিক্ষক এবং সহপাঠীদের সঙ্গে ইংরেজিতে কথা বলতে।)
C. Now Answer these questions:
1. Do you speak English with your teacher? If you do, when and how often? তুমি কি তোমার শিক্ষক-এর সঙ্গে ইংরেজিতে কথা বলো? যদি বলো, কখন এবং কতবার?
Answer: Yes, I speak English with my teacher during English class. (হ্যাঁ, আমি ইংরেজি ক্লাসে আমার শিক্ষকের সঙ্গে ইংরেজিতে কথা বলি।)
2. Do you speak English with your friends and classmates? If so, how often? (তুমি কি তোমার বন্ধু এবং সহপাঠীদের সঙ্গে ইংরেজিতে কথা বলো? যদি বলো, কতবার?)
Answer: Yes, I speak English with my friends sometimes during school. (হ্যাঁ, আমি মাঝে মাঝে স্কুলে আমার বন্ধুদের সঙ্গে ইংরেজিতে কথা বলি।)
3. If you speak English outside the class, where do you speak it? (তুমি যদি ক্লাসের বাইরে ইংরেজি বলো, তাহলে কোথায় বলো?)
Answer: I speak English outside the class at home or in a library. (আমি ক্লাসের বাইরে বাড়িতে বা লাইব্রেরিতে ইংরেজি বলি।)
4. Do you watch any English programmes on TV? What programmes do you watch? (তুমি কি টিভিতে কোনো ইংরেজি প্রোগ্রাম দেখো? তুমি কী প্রোগ্রাম দেখো?)
Answer: Yes, I watch English cartoons and movies on TV. (হ্যাঁ, আমি টিভিতে ইংরেজি কার্টুন এবং মুভি দেখি।)
আজ আমরা Class 7 English Unit 1 Lesson 1 In the classroom আলোচনা করেছি। পরবর্তীতে Unit 1 Lesson 2 আলোচনা করা হবে ইনশাল্লাহ!