Class 6 English Lesson 24 Our wage earners: A large number of Bangladeshis go abroad for work. There is always a high demand for workers in countries like the UAE, Oman, Saudi Arabia, Qatar, Bahrain, etc.
Class 6 English Lesson 24 Our wage earners:
Lesson 24: Our wage earners ~ আমাদের শ্রমিকেরা
A. Look at the pictures and the words in the following box. Discuss and say which words are related with the pictures. আলোচনা করো এবং বলো। নিচের বাক্সের ছবিগুলো ও শব্দগুলো দেখো। ছবিগুলোর সাথে কোন শব্দগুলো সম্পর্কিত তা আলোচনা করো ।
In picture -1, some passengers are coming out of the Shahjalal International Airport of Dhaka. (১নং ছবিতে কিছু যাত্রী ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন।)
In picture -2, we can see foreign currencies like Euro, Yen, etc. (২ নং ছবিতে আমরা ইউরো, ইয়েন, ইত্যাদি বৈদেশিক মুদ্রা দেখতে পাচ্ছি।)
wage earner, skilled worker, economy, job, tourists, pleasure, abroad, foreign (শ্রমিক, দক্ষ শ্রমিক, অর্থনীতি, চাকরি, পর্যটক, আনন্দ, বিদেশে, বিদেশি
Ans:
The words, which are related with the pictures wage earner, skilled worker, job, economy, foreign, abroad, -ছবিগুলোর সাথে সম্পর্কিত শব্দগুলো হলো-শ্রমিক, দক্ষ শ্রমিক, চাকরি, অর্থনীতি, বিদেশি, বিদেশে।
B. Answer the following questions in pairs, then read the text below. – জোড়াবদ্ধ হয়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, তারপর নিচের পাঠটি পড়ো।
• Do you know anyone who has gone abroad to earn a living? তুমি কি এমন কাউকে চেনো যিনি জীবিকা অর্জনের জন্য বিদেশে গিয়েছেন?
• Which countries do Bangladeshi workers go to? বাংলাদেশি শ্রমিকরা কোন দেশগুলোতে যান?
• How much money do you think they earn? তারা কত টাকা আয় করে বলে তুমি মনে করো?
Ans:
S1: Hey, Huzaifa. Do you know anyone who has gone abroad to earn a living. (হে, হুজাইফা। তুমি কি এমন কাউকে চেনো যে জীবিকার্জনের জন্য বিদেশ গেছে?)
S2: Yes, I know many ones who have gone abroad to earn a living. One of them is Rafiqul Islam, my nextdoor neighbour. (হ্যাঁ, আমি অনেককেই চিনি যারা জীবিকার্জনের জন্য বিদেশ গেছে। তাদের মধ্যে একজন হলো আমার নিকটতম প্রতিবেশী রফিকুল ইসলাম।)
S1: Which countries do Bangladesh workers go? (বাংলাদেশি শ্রমিকরা কোন কোন দেশে যায়?)
S2: Generally, Bangladeshi workers go to the Middle Eastern countries like the UAE, Oman, Saudi Arabia, Qatar, Bahrain, Jordan, etc. But a large number of workers also go to Malaysia, Singapore, Australia, America and European countries. (সাধারণত, বাংলাদেশি শ্রমিকরা সংযুক্ত আরব আমিরাত, ওমান, সৌদি আরব, কাতার, বাহরাইন, জর্ডান ইত্যাদি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যায়। তবে শ্রমিকদের একটি বিশাল অংশ মালয়েশিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোতেও যায়।)
S1: How much money do you think they earn? (তারা কত টাকা আয় করে বলে তুমি মনে করো?)
S2: I think a worker working abroad earns monthly Tk. 50,000 to Tk. 60,000 on average. (আমি মনে করি বিদেশে কর্মরত একজন শ্রমিক মাসে গড়ে আয় করেন ৫০,০০০ টাকা থেকে ৬০,০০০ টাকা।)
A large number of Bangladeshis go abroad for work. There is always a high demand for workers in countries like the UAE, Oman, Saudi Arabia, Qatar, Bahrain, etc. These countries prefer Bangladeshi workers because they are hard-working. However, it is unfortunate that many of our workers are forced to do “odd” jobs in those countries, and as a result, they are not paid well. One reason for this is that Bangladeshi workers are often not good at English, Arabic, or other languages which are required abroad. Therefore, it is important for workers to develop their language skills before going to other countries for work. This will help them secure better jobs and receive the pay’ and benefits they deserve. In this way, they will be able to support their families better, as well as contribute more effectively to the development of our economy.
অনুবাদ:
বাংলাদেশের একটি বৃহৎ সংখ্যক লোক কাজের জন্য বিদেশ যায়। ইউএই (সংযুক্ত আরব আমিরাত), ওমান, সৌদি আরব, কাতার, বাহরাইন ইত্যাদি দেশগুলোতে কর্মীদের ব্যাপক চাহিদা রয়েছে। এই দেশগুলো বাংলাদেশি কর্মীদের পছন্দ করে কারণ তারা কঠোর পরিশ্রমী। কিন্তু, এটা দুর্ভাগ্যজনক যে, এই দেশগুলোতে আমাদের বেশিরভাগ কর্মীদের বিভিন্ন ছোটখাট কাজ করার জন্য জোর করা হয় এবং ফলস্বরূপ, তারা সঠিক পারিশ্রমিকও পান না। এর একটা কারণ হচ্ছে, বিদেশে প্রয়োজনীয় ভাষা যেমন ইংরেজি, আরবি কিংবা অন্য কোনো ভাষায় বাংলাদেশি কর্মীরা তেমন দক্ষ নয়। সুতরাং, কাজের উদ্দেশ্যে বিদেশে যাওয়ার পূর্বে তাদের ভাষাগত দক্ষতা উন্নত করাটা জরুরি। এটি তাদের উন্নত চাকরি অর্জন করতে এবং প্রাপ্য বেতন ও সুবিধা পেতে সহায়ক হবে। এভাবে তারা তাদের পরিবারকে আরও ভালোভাবে ভরণপোষণ করতে সক্ষম হবে, পাশাপাশি আমাদের দেশের উন্নয়নে আরও কার্যকরভাবে অবদান রাখতে পারবে।
B1. Complete column B of the table below with information from the text you have read. তোমার পড়া পাঠের তথ্য দিয়ে নিচের টেবিলের B কলাম পূরণ করো।
Column A | Column B |
Countries which prefer Bangladeshi workers | |
Skills required for good jobs abroad | |
Advantages of developing language skills | |
Advantages of getting better jobs |
Ans:
Column A | Column B |
Countries which prefer Bangladeshi workers (যেসব দেশ বাংলাদেশি শ্রমিকদের অধিকতর পছন্দ করে) | The UAE, Oman, Saudi Arabia, Qatar, Bahrain, etc. (সংযুক্ত আরব আমিরাত, ওমান, সৌদি আরব, কাতার, বাহরাইন ইত্যাদি।) |
Skills required for good jobs abroad (বিদেশে ভালো চাকরির জন্য প্রয়োজনীয় দক্ষতা) | Skill in foreign languages like English and Arabic or other languages. (ইংরেজি ও আরবি অথবা অন্যান্য ভাষায় দক্ষতা।) |
Advantages of developing language skills (ভাষার দক্ষতা বিকাশের সুবিধা) | Securing better jobs and ensuring the expected pay and other benefits (ভালো চাকরি নিশ্চিত করা এবং প্রত্যাশিত বেতন এবং অন্যান্য সুবিধা নিশ্চিত করা) |
Advantages of getting better jobs (ভালো চাকরি পাওয়ার সুবিধা) | Supporting family in a better way and contributing more effectively to the development of the economy of the country (পরিবারকে ভালোভাবে সহায়তা করতে পারা এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও কার্যকরভাবে অবদান রাখা) |
C. Sohan had a conversation with a Bangladeshi doctor, Mr. Arman who works in a hospital in Cairo, Egypt. Read and practise the dialogue in pairs. মিশরের কায়রো শহরের একটি হাসপাতালে কর্মরত একজন বাংলাদেশি ডাক্তার জনাব আরমানের সাথে সোহানের কথোপকথন হয়েছিল। জোড়াবদ্ধ হয়ে কথোপকথনটি পড়ো এবং সোহান ও ডাক্তার আরমানের নাম ভূমিকায় অভিনয়ের মাধ্যমে। কথোপকথনটি অনুশীলন করো।
Sohan: Can you tell me a little about Cairo?
আপনি কি কায়রো সম্পর্কে আমাকে কিছু বলতে পারেন?
Dr Arman: Sure. What would you like to know?
নিশ্চয়ই। তুমি কী জানতে চাও?
Sohan Well, what’s a good time to visit there?
আচ্ছা, ওখানে বেড়াতে যাওয়ার ভালো সময় কোনটি?
Dr Arman: I think you can visit any time. The weather is more or less the same.
আমার মনে হয় তুমি যে কোনো সময় বেড়াতে যেতে পারো। আবহাওয়া প্রায় একই রকম থাকে।
Sohan: Good! And what should I see there?
ভালো। এবং ওখানে আমার কী কী দেখা উচিত?
Dr Arman: Well, you can visit the Cairo Museum and you should see the mummies. And you mustn’t leave Cairo without visiting the Pyramids.
বেশ, তুমি কায়রো জাদুঘরে যেতে পারো এবং তোমার মমিগুলো দেখা উচিত। এবং পিরামিড না দেখে তোমার কায়রো ত্যাগ করা উচিত হবে না।
Sohan: Anything else? আরও কিছু?
Dr Arman: Oh yes. If you have time, you may visit Port Suez. You could have an excellent night view of the Red Sea.
ওহ হ্যাঁ। যদি সময় থাকে, তুমি সুয়েজ বন্দর দেখতে পারো। তুমি লোহিত সাগরের রাতের মনোরম দৃশ্য উপভোগ করতে পারো।
Sohan: It all sounds exciting! Thank you very much.
সবকিছুই রোমাঞ্চকর মনে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ।
Class 6 English Lesson 24 Our wage earners
D. Complete the sentences about what a tourist can do and see in Dhaka. Use the verbs from the box. একজন পর্যটক ঢাকায় কী কী করতে পারেন ও দেখতে পারেন সে বিষয়ে বাক্যগুলো সম্পূর্ণ করো। বাক্স থেকে ক্রিয়াগুলো ব্যবহার করো।
can see, may spend, can go, could (even) taste, shouldn’t miss, should visit, should go for, mustn’t drink, may try |
1. You…… to Sonargaon.
2. You……… the capital of ancient Bengal there.
3. You……… the Lalbagh Fort in the old part of Dhaka.
4. You……… a couple of hours at the Baldha Garden.
5. You……. the Ahsan Manzil too.
6. You……. a boat ride on the Buriganga river.
7. You…….. the taste of Mughlai Khana once you’re in Dhaka.
8. You……… a Tom Tom ride from Sadarghat to Gulistan.
9. You…….. Chatpati or Fuchka on the foot path.
10. But you ……….. tap water in a restaurant.
Ans.
1. You can go to Sonargaon. তুমি সোনারগাঁও যেতে পারো।
2. You can see the capital of ancient Bengal there. তুমি সেখানে পুরাতন বাংলার রাজধানী দেখতে পারবে।
3. You should visit the Lalbagh Fort in the old part of Dhaka. তোমার পুরানো ঢাকার লালবাগ কেল্লা দেখতে যাওয়া উচিত।
4. You may spend a couple of hours at the Baldha Garden. তুমি বলধা গার্ডেনে ঘণ্টা দুয়েক সময় কাটাতে পারো।
5. You should visit the Ahsan Manzil too. তোমার আহসান মঞ্জিলও দেখতে যাওয়া উচিত।
6. You should go for a boat ride on the Buriganga river. 6 তোমার বুড়িগঙ্গা নদীতে নৌকা ভ্রমণ করা উচিত।
7. You may try the taste of Mughlai Khana once you’re in Dhaka. ঢাকায় থাকাকালীন মোঘলাই খাবারের স্বাদ নিয়ে দেখতে পারো।
8. You shouldn’t miss a Tom Tom ride from Sadarghat to Gulistan. তোমার সদরঘাট থেকে গুলিস্তান পর্যন্ত টম টম (ঘোড়ার গাড়িতে) ভ্রমণের সুযোগ হারানো উচিত হবে না।
9. You could (even) taste Chatpati or Fuchka on the footpath. এমনকি তুমি ফুটপাতে দাঁড়িয়ে চটপটি বা ফুসকার স্বাদ নিতে পারবে।
10. But you mustn’t drink tap water in a restaurant. কিন্তু তুমি কোনো রেস্তোরাঁর কলের পানি অবশ্যই পান করবে না।