Class 6 English Lesson 15 An old people’s home: Mariam is a student of class six in a government school in Rajshahi, Her mother works in an office and her father is a businessman.
Class 6 English Lesson 15 An old people’s home:
Lesson 15: An old people’s home ~ একটি বৃদ্ধাশ্রম
A. Read the text below. ~ নিচের অনুচ্ছেদটি পড়ো।
Mariam is a student of class six in a government school in Rajshahi, Her mother works in an office and her father is a businessman. Mariam is very fond of her aunt, her father’s sister, Suraiya Begum who lives in another part of the same town. On Fridays she often goes to her aunt’s place and spends time with her.
অনুবাদ: মরিয়ম রাজশাহীর একটি সরকারি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির একজন শিক্ষার্থী। তার মা একটি অফিসে কাজ করেন এবং তার বাবা একজন ব্যবসায়ী। মরিয়ম তার ফুফু, তার বাবার বোন, সুরাইয়া বেগমকে যিনি একই শহরের অন্য অংশে বাস করেন খুব পছন্দ করে। শুক্রবারগুলোতে প্রায়ই সে তার ফুফুর বাড়িতে যায় এবং তাঁর সাথে সময় কাটায়।
Suraiya Begum is a retired school teacher. She is a widow and lives alone. Her husband died three years ago. Her two daughters are married and live with their families abroad. They talk to her over telephone and come to visit her whenever they get time.
অনুবাদ: সুরাইয়া বেগম একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা। তিনি বিধবা এবং একা বাস করেন। তিন বছর আগে তাঁর স্বামী মারা যান। তাঁর দুজন মেয়ে বিবাহিত এবং তাদের পরিবারের সাথে বিদেশে থাকেন। তারা তাঁর সাথে ফোনে কথা বলেন এবং যখনই তারা সময় পান তাঁর সাথে দেখা করতে আসেন।
Suraiya Begum has a lot of free time She spends her time in reading books, watching TV, visiting friends and relatives. Sometimes she writes letters to her old colleagues. But now a days she often gets bored of doing all these things. She wants to do something more meaningful, something that would do good to others. She is planning to establish an old people’s home in her locality. She knows some elderly people live all alone. They have no one to take care of them. They often feel helpless and miserable. They need care and support.
অনুবাদ: সুরাইয়া বেগমের প্রচুর অবসর সময় আছে। তিনি বই পড়ে, টিভি দেখে, বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনদের সাথে দেখা করে সময় কাটান। মাঝে মাঝে তিনি তাঁর পুরানো সহকর্মীদের চিঠি লেখেন। কিন্তু এখন তার এইসব করতে একঘেয়েমি লাগে। তিনি আরও বেশি অর্থপূর্ণ কিছু করতে চান, কিছু একটা যা অন্যদের জন্যে মঙ্গলজনক হবে। তিনি তাঁর এলাকায় একটি বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করার পরিকল্পনা করছেন। তিনি কয়েকজন বৃদ্ধ মানুষকে চেনেন যারা একা বাস করেন। তাদের যত্ন নেওয়ার কেউ নেই। প্রায়ই তারা অসহায় ও খুব দুঃখী বোধ করেন। তাদের যত্ন ও সাহায্যের দরকার।
As part of her plan, Suraiya Begum starts to visit families. She talks to number of people. She tries to find the problems of elderly people in their families. She understands that old people are lonely and often they become sick. They have nobody look after them.
অনুবাদ: তাঁর পরিকল্পনার অংশ হিসেবে সুরাইয়া বেগম বিভিন্ন পরিবার পরিদর্শন করা শুরু করলেন। তিনি অনেক মানুষের সাথে কথা বলেন। তিনি পরিবারের মধ্যে বৃদ্ধদের সমস্যাগুলো খুঁজে বের করার চেষ্টা করেন। তিনি বুঝতে পারেন যে বৃদ্ধরা খুব নিঃসঙ্গ এবং প্রায়ই তাঁরা অসুস্থ হয়ে পড়েন। তাঁদেরকে দেখাশোনা করার মতো কেউই নেই।
On Fridays, she often takes Mariam with her on these visits. Mariam has already become very friendly with some of the old men and women. They all love Mariam very much. She tells them about her school and friends, her studies, her family. And they often tell her funny stories, fairy tales and ghost stories.
অনুবাদ: শুক্রবারগুলোতে তিনি মরিয়মকে প্রায়ই তাঁর সাথে এই পরিদর্শনে নিয়ে যান। কয়েকজন বৃদ্ধ পুরুষ ও মহিলার সাথে ইতোমধ্যে মরিয়মের খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে। তারা সবাই মরিয়মকে খুব ভালোবাসেন। সে তাদেরকে তার বিদ্যালয় ও বন্ধু-বান্ধব, তার পড়াশোনা, তার পরিবার সম্পর্কে বলে। এবং প্রায়ই তারা তাকে মজার মজার গল্প, রূপকথা ও ভূতের গল্প শোনান।
A1. Read the text carefully again and match the words on the left with the words on the right that have similar meanings. ~ অনুচ্ছেদটি আবার ভালোভাবে পড়ো এবং বাম পাশের শব্দের সাথে একই অর্থের ডান পাশের শব্দের মিল করো।
Bored | woman whose husband has died and who hasn’t married again |
Miserable | a person with whom one works in a profession |
Colleague | feeling tired because one does not find interest in something |
Widow | help |
support | very unhappy |
Ans:
bored (একঘেয়েমি দ্বারা ক্লান্ত বা বিরক্ত) – feeling tired because one does not find interest in something (কোনোকিছুতে আনন্দ খুঁজে না পাওয়ার কারণে ক্লান্ত বা বিরক্ত)
miserable (দুঃখী) – very unhappy (খুবই অসুখী)
colleague (সহকর্মী) – a person with whom one works in a profession (যে ব্যক্তির সাথে একই পেশায় কেউ কাজ করেন)
widow (বিধবা) – woman whose husband has died and who hasn’t married again (মহিলা যার স্বামী মারা গিয়েছেন এবং যিনি পুনরায় বিয়ে করেননি)
support (সমর্থন দেওয়া) – help (সাহায্য করা)
A2. Read the following sentences and say if they are true or false. If false, then give the right answers. ~ নিচের বাক্যগুলো পড়ো এবং সেগুলো সত্য না মিথ্যা বলো। যদি মিথ্যা হয় তাহলে সঠিক উত্তরটি লেখো।
a. Suraiya Begum spends most of her time taking care of her family. সুরাইয়া বেগম অধিকাংশ সময় তাঁর পরিবারের দেখাশোনা করে কাটান।
Ans. False. Corr. Ans. Suraiya Begum spends most of her time reading books, watching TV, visiting friends and relatives. – মিথ্যা। সঠিক উত্তর: সুরাইয়া বেগম তাঁর অধিকাংশ সময় বই পড়ে, টিভি দেখে, বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের সাথে দেখা করে কাটান।
b. She wants to set up a school for adults who cannot read or write. বয়স্ক ব্যক্তি যারা পড়তে ও লিখতে পারেন না তাদের জন্যে তিনি একটি বিদ্যালয় নির্মাণ করতে চান।
Ans. False. Corr. Ans. She wants to set up a home for the old people who live alone. মিথ্যা। সঠিক উত্তর: বৃদ্ধ মানুষ যারা একা বাস করেন তাদের জন্যে তিনি একটি বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করতে চান।
c. There is already an old people’s home in the town. শহরে ইতোমধ্যে একটি বৃদ্ধাশ্রম আছে।
Ans. False. Corr. Ans. There is no old people’s home in the town. মিথ্যা। সঠিক উত্তর: শহরে কোনো বৃদ্ধাশ্রম নেই।
d. Mariam enjoys spending time with her aunt. মরিয়ম তার ফুফুর সাথে সময় কাটানো উপভোগ করে।
Ans. True. সত্য।
e. The old people Mariam visits do not like children’s presence. মরিয়ম যেসব বৃদ্ধ লোকদের সাথে দেখা করতে যায় তারা বাচ্চাদের উপস্থিতি পছন্দ করেন না।
Ans. False. Corr. Ans. The old people Mariam visits like children’s presence very much. মিথ্যা। সঠিক উত্তর: মরিয়ম যেসব বৃদ্ধ লোকদের সাথে দেখা করতে যায় তারা বাচ্চাদের উপস্থিতি খুবই পছন্দ করেন।
B. Read the following letter. ~ নিচের চিঠিটি পড়ো।
Suraiya Begum needs many people’s help to make her dream come true. She sits down to write a letter to a friend who was her colleague and who now lives in the next town.
অনুবাদ: সুরাইয়া বেগমের স্বপ্নকে সত্যি করার জন্যে অনেক লোকের সাহায্য দরকার। তিনি তাঁর বান্ধবীকে একটা চিঠি লিখতে বসেন যিনি তাঁর সহকর্মী ছিলেন এবং এখন অন্য পার্শ্ববর্তী শহরে বাস করেন।
Dear Sharmila,
How are you? I’m writing to share with you a plan that I have. I know some old, physically weak and lonely people in our town. Some of them are quite well-off and some are not. But they all share one common thing that is they live alone and have no one to take care of them in sickness. Sometimes they don’t have anybody to talk to.
প্রিয় শর্মিলা,
কেমন আছো? আমি তোমার সাথে আমার একটা পরিকল্পনা আলোচনা করার জন্যে লিখছি। আমি আমাদের শহরের কয়েকজন বৃদ্ধ, শারীরিকভাবে দুর্বল ও নিঃসঙ্গা লোকদের চিনি। তাদের কয়েকজনের আর্থিক অবস্থা ভালো এবং কয়েকজনের ভালো নয়। কিন্তু তাদের সবার একটি বিষয়ে মিল যে তারা সবাই নিঃসঙ্গ এবং অসুস্থতার সময় তাদের যত্ন নেওয়ার কেউ নেই। মাঝে মাঝে তাদের সাথে কথা বলার কেউ থাকে না ।
I have a plan. I want to set up a home for the old people where they would live like a family and we can be a part of that family, too. I need your help because I know that together we can do a lot.
আমার একটা পরিকল্পনা আছে। আমি বৃদ্ধ লোকদের জন্যে একটা বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করতে চাই যেখানে তারা একটি পরিবারের মতো বাস করবেন এবং আমরাও সেই পরিবারের একটি অংশ হতে পারবো। আমার তোমার সাহায্যের দরকার কারণ আমি জানি আমরা একসাথে অনেক কিছুই করতে পারবো।
Write to me soon. I’ll wait eagerly for your reply.
Your friend,
Suraiya
শীঘ্রই আমাকে লিখে জানাবে। আমি সাগ্রহে তোমার উত্তরের অপেক্ষায় থাকব।
তোমার বান্ধবী,
সুরাইয়া
B1. Answer the following questions,~ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।
a. Who is the writer of the letter? চিঠিটির রচয়িতা কে?
Ans. Suraiya Begum is the writer of the letter. সুরাইয়া বেগম হলেন চিঠিটির রচয়িতা।
b. Who is she writing to? What is the relationship between the two? – তিনি কাকে লিখছেন? দুজনের মধ্যে সম্পর্ক কী?
Ans. She is writing to Sharmila. They were colleagues before and now they are friends. তিনি শর্মিলাকে লিখছেন। তাঁরা আগে সহকর্মী ছিলেন এবং এখন তাঁরা বান্ধবী।
c. Does the writer have any particular reason for writing this letter? – এই চিঠিটি লেখার পেছনে রচয়িতার কি কোনো নির্দিষ্ট উদ্দেশ্য আছে?
Ans. Yes, the writer has a particular reason for writing this letter. She wants Sharmila’s help to set up an old home. হ্যাঁ, এই চিঠিটি লেখার পেছনে রচয়িতার একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে। তিনি একটি বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করার জন্যে শর্মিলার সাহায্য চান।
d. Do you think what Suraiya Begum wants to do is her profession, or is it a community work? Why do you think so? – তোমার কি মনে হয় সুরাইয়া বেগম যা করতে চাচ্ছেন সেটি তাঁর পেশা, নাকি এটি একটি সমাজ সেবামূলক কাজ? কেন তোমার তা মনে হয়?
Ans. I think what Suraiya Begum wants to do is a community work, because she wants to help the old people who live alone and have none to take care of them. She wants nothing in return. আমি মনে করি সুরাইয়া বেগম যা করতে চাচ্ছেন তা একটি সমাজ সেবামূলক কাজ, কারণ তিনি ঐ সব বৃদ্ধ লোকদের সাহায্য করতে চান যারা একা বাস করেন এবং যাদের দেখাশোনা করার কেউ নেই। বিনিময়ে তিনি কিছুই চান না।
B2. Work in groups. Think of some good work that you can do for someone around you. What are they? Now write two or three sentences about what you can do for them.~ দলবেঁধে কাজ করো। কয়েকটি ভালো কাজ চিন্তা করো যা তোমাদের আশেপাশের কারও জন্যে তোমরা করতে পার। সেগুলো কী? এখন, তুমি তাদের জন্যে কি করতে পারো সে সম্পর্কে দুইটি বা তিনটি বাক্য লেখো।
Cues: teach, help in doing something, clean, etc. সংকেত: শিক্ষাদান করা, কোনো কিছু করতে সাহায্য করা, পরিষ্কার করা ইত্যাদি।
Ans.
Teach: There are some children in our locality who do not go to school for lack of money. So, we can set up a night school for them. We can teach them and inform them some of the health tips. শিক্ষাদান: আমাদের এলাকায় কয়েকজন শিশু আছে যারা টাকার অভাবে বিদ্যালয়ে যেতে পারে না। তাই, আমরা তাদের জন্যে একটি নৈশ বিদ্যালয় চালু করতে পারি। আমরা তাদের শিক্ষাদান করতে পারি এবং স্বাস্থ্য সম্পর্কে কিছু পরামর্শ তাদেরকে দিতে পারি।
Help in doing something: There is an old and almost broken wooden bridge from our school to the main road. We can help in mending the bridge. কিছু করতে সাহায্য করা: আমাদের বিদ্যালয় থেকে মূল রাস্তা পর্যন্ত একটি পুরাতন এবং প্রায় ভাঙা কাঠের সেতু আছে। আমরা সেতুটি মেরামত করতে সাহায্য করতে পারি।
Clean: There are lots of waste piling around our school. We can clean them and dig a hole to cover the wastes. পরিষ্কার করা: আমাদের বিদ্যালয়ের চারপাশে অনেক ময়লা-আবর্জনা জমা আছে। আমরা সেগুলো পরিষ্কার করতে পারি এবং ময়লা আবর্জনা ফেলার জন্যে একটা গর্ত খুড়তে পারি।