Class 6 English All Lesson Solution
Class 6 English Solution

Class 6 English Lesson 1 Going to a new school

Class 6 English Lesson 1 Going to a new school: My first day at the new school was interesting. I was going to school with my father in a rickshaw. We reached school after fifteen minutes. My father said good bye and left me at the school gate. I went in and found that everyone had gone to class.

Class 6 English Lesson 1 Going to a new school:

Lesson 1: Going to a new school ~ নতুন বিদ্যালয়ে যাওয়া


A. Tarun has moved to a new city with his parents. He is going to a new school and his new teacher has given him the following form to fill out. His teacher wants to know more about him. ~ তরুণ তার বাবা-মায়ের সাথে একটি নতুন শহরে স্থানান্তরিত হয়েছে। সে একটি নতুন বিদ্যালয়ে যাচ্ছে এবং তার নতুন শিক্ষক তাকে নিচের ফর্মটি পূরণ করতে দিয়েছেন। তার শিক্ষক তার সম্পর্কে আরও জানতে চান।

Read the form and see what Tarun has written about himself. ফর্মটি পড়ো এবং তরুণ নিজের সম্পর্কে যা লিখেছে তা দেখো।

1. My name is Tarun Chowdhury. আমার নাম তরুণ চৌধুরী।
2. I am 11 years old. আমার বয়স ১১ বছর।
3. I have brown eyes, brown hair, and I am 4 feet, 3 inches tall. আমার চোখ বাদামি, চুল বাদামি এবং আমার উচ্চতা ৪ ফুট ৩ ইঞ্চি।
4. I am good at playing football and drawing. আমি ফুটবল খেলায় এবং ছবি আঁকায় পারদর্শী।
5. My hobbies are collecting stamps and reading. আমার শখ হলো ডাকটিকিট সংগ্রহ করা ও পড়া।
6. I like to read comic books and eat peanuts. আমি কৌতুকের বই পড়তে ও চীনাবাদাম খেতে পছন্দ করি।
7. I really don’t like any kind of soft drinks. আমি কোনো প্রকার কোমল পানীয় পছন্দ করি না।
[Note: No. 3 can be written like this: I have brown eyes, brown hair. I am 4 feet 3 inches.]


A1. Now, write down similar information about yourself. এবার, তোমার নিজের সম্পর্কে একই ধরনের তথ্য লেখো।
1. My name is —-.
2. I am —- years old.
3. I have —- eyes, —- hair, and I am —-, —- tall.
4. I am good at —- and —-.
5. My hobbies are —- and —-.
6. I like to —- and —-.
7. I really don’t like —-.

Ans.

1. My name is Mehrima Haque. – আমার নাম মেহরিমা হক।
2. I am 11 years old. – আমার বয়স ১১ বছর।
3. I have black eyes, black hair, and I am 4 feet, 2 inches tall. – আমার চোখ কালো, চুল কালো এবং আমার উচ্চতা ৪ ফুট ২ ইঞ্চি।
4. I am good at playing badminton and reciting poems. – আমি ব্যাডমিন্টন খেলায় এবং কবিতা আবৃত্তিতে পারদর্শী।
5. My hobbies are travelling and writing. – আমার শখ হলো ভ্রমণ ও লেখালেখি করা।
6. I like to write stories and eat fruits. – আমি গল্প লিখতে ও ফলমূল খেতে পছন্দ করি।
7. I really don’t like any kind of oily food. – আমি কোনো প্রকার তৈলাক্ত খাবার পছন্দ করি না।


B. Read the following passage about Tarun’s first day in the new school. ~ নতুন বিদ্যালয়ে তরুণের প্রথম দিন সম্পর্কিত নিচের অনুচ্ছেদটি পড়ো।

My first day at the new school was interesting. I was going to school with my father in a rickshaw. We reached school after fifteen minutes. My father said good bye and left me at the school gate. I went in and found that everyone had gone to class. I walked into my classroom and found a seat. After sometime a teacher came and warmly greeted us. I found the students very friendly in my new class.

অনুবাদ: নতুন বিদ্যালয়ে আমার প্রথম দিনটি মজার ছিল। রিকশায় চড়ে আমি আমার বাবার সাথে বিদ্যালয়ে যাচ্ছিলাম। আমরা পনেরো মিনিট পরে বিদ্যালয়ে পৌছালাম। আমার বাবা আমাকে বিদায় জানালেন এবং বিদ্যালয়ের প্রবেশপথে রেখে গেলেন। আমি ভেতরে ঢুকলাম এবং দেখলাম সবাই শ্রেণিকক্ষে চলে গেছে। আমি আমার শ্রেণিকক্ষে প্রবেশ করলাম এবং একটি আসন খুঁজে নিলাম। কিছুক্ষণ পর একজন শিক্ষক আসলেন এবং আমাদের উষ্ণ অভিবাদন জানালেন। আমার নতুন শ্রেণির শিক্ষার্থীরা অত্যন্ত বন্ধুসুলভ ছিল।


B1. Choose the right answer: সঠিক উত্তরটি বাছাই করো।

The passage is about—- – অনুচ্ছেদটির বিষয়বস্তু হলো-
a. who took Tarun to school the first day. তরুণকে প্রথম দিন বিদ্যালয়ে কে নিয়ে গিয়েছিলেন।
b. how Tarun felt on the first day in school and why he felt so. বিদ্যালয়ে প্রথম দিন তরুণ কেমন অনুভব করেছিল এবং কেন এমন অনুভব করেছিল।
c. what happened in the school on the first day. প্রথম দিন বিদ্যালয়ে কী ঘটেছিল।

Ans. b. how Tarun felt on the first day in school and why he felt so. এবং কেন এমন অনুভব করেছিল। বিদ্যালয়ে প্রথম দিন তরুণ কেমন অনুভব করেছিল



B2. Match a word from Column A with a word (or words) from Column B that has (or have) similar meaning.
কলাম A-এর শব্দগুলোর সাথে কলাম B-এর একই অর্থপূর্ণ শব্দগুলোর মিল করো।

Column A Column B
interesting

frightened

happy

excited

warmly

lovingly

amusing

afraid

glad

thrilled

Ans.

Column A Column B
interesting

frightened

happy

excited

warmly

amusing – মজার, আনন্দের

afraid – ভীত

glad – খুশি

thrilled – রোমাঞ্চিত

lovingly – স্নেহময়ভাবে

 


B3. Talk about your first day at school and how you felt happy, frightened, thrilled or shy. Work in groups. বিদ্যালয়ে তোমার প্রথম দিন এবং তুমি কেমন অনুভব করেছিলে- খুশি, ভীত, রোমাঞ্চিত নাকি লাজুক সে সম্পর্কে বলো। দল বেঁধে কাজ করো।

Ans.

S1: With whom did you go to school on the first day? প্রথম দিন তুমি কার সাথে বিদ্যালয়ে গিয়েছিলে?
S2: I went with my mother. আমি আমার মায়ের সাথে গিয়েছিলাম।
S3: How did you go to school? তোমরা কীভাবে বিদ্যালয়ে গিয়েছিলে?
S2: We went to school by a rickshaw. আমরা একটি রিকশায় চড়ে বিদ্যালয়ে গিয়েছিলাম।
S4: Were you late for school? তোমার কি বিদ্যালয়ে পৌঁছাতে দেরি হয়েছিল?
S2: No, I was not late. না, আমার দেরি হয় নি।
S5: How did you reach your classroom? তুমি কীভাবে তোমার শ্রেণিকক্ষে পৌছালে?
S2: My class teacher took me with him. আমার শ্রেণি শিক্ষক আমাকে তাঁর সাথে নিয়ে গিয়েছিলেন।
S1: How did you feel that day? ঐদিন তুমি কেমন অনুভব করেছিলে?
S2: I was very happy and thrilled. আমি খুব খুশি ও রোমাঞ্চিত ছিলাম।


B4. Now, write a paragraph on how you felt on your first day at school and why you felt so. ~ এবার, বিদ্যালয়ে তুমি প্রথম দিন কেমন অনুভব করেছিলে এবং কেন এমন অনুভব করেছিলে সে বিষয়ে একটি অনুচ্ছদ লেখো।

Ans.

My First Day at School: My first day at school was very exciting. I went to the school with my-mother in a rickshaw. It was 8:00 in the morning and the road was free. We reached the school in time. My mother took me to the Headmaster’s room. I felt both excited and frightened. I was thinking about my class and classmates. The Headmaster called my class-teacher. I bade my mother goodbye and went to the classroom with the teacher. 1 found my classmates very friendly. It is a memorable day in my life.

বিদ্যালয়ে আমার প্রথম দিন: বিদ্যালয়ে আমার প্রথম দিনটি ছিল খুবই রোমাঞ্চকর। আমি আমার মায়ের সাথে রিকশায়। চড়ে বিদ্যালয়ে গিয়েছিলাম। তখন ছিল সকাল ৮:০০টা এবং রাস্তা ছিল ফাঁকা। আমরা যথাসময়ে বিদ্যালয়ে পৌছালাম। আমার মা আমাকে প্রধান শিক্ষকের কক্ষে নিয়ে গেলেন। আমি উত্তেজনা এবং ভয় উভয়ই অনুভব করেছিলাম। আমি আমার শ্রেণি ও সহপাঠীদের কথা ভাবছিলাম। প্রধান শিক্ষক মহোদয় আমার শ্রেণি শিক্ষককে ডাকলেন। আমি আমার মাকে বিদায় জানালাম এবং শিক্ষকের সাথে শ্রেণিকক্ষে গেলাম। আমার সহপাঠীরা খুবই কধুভাবাপন্ন ছিল। এটি আমার জীবনের একটি স্মরণীয় দিন।


C. Read the following poem and complete this lesson with fun and laughter. ~ নিচের কবিতাটি পড়ো এবং এই পাঠটি মজা ও হাসির মধ্যে দিয়ে সম্পূর্ণ করো।

Let’s Play
– Kate Greenaway

School is over,
Oh, what fun!
Lessons finished,
Play begun.
Who’ll run fastest,.
You or I?
Who’ll laugh loudest?
Let us try.

চলো খেলি
– কেইট গ্রীনওয়ে

বিদ্যালয় ছুটি,
ওহ, কি মজা।
পড়া শেষ,
শুরু হলো খেলা।
সবচেয়ে দ্রুত দৌড়াবে কে,
তুমি, না আমি?
সবচেয়ে জোরে হাসবে কে?
চলো চেষ্টা করি।

Class 6 English Lesson 1 Going to a new school:


C1. Notice the use of punctuation marks in the poem. Why are the exclamation marks (!), the question marks (?), and the full stops (.) used in these places? কবিতাটিতে বিরাম চিহ্নের ব্যবহার লক্ষ করো। এসব স্থানগুলোতে কেন বিস্ময়সূচক চিহ্ন (!), প্রশ্নবোধক চিহ্ন (?) এবং ফুল স্টপ (.) ব্যবহার করা হয়?

Ans.

We can notice the following punctuation marks in the poem exclamation mark (!), the question mark (?) and the full stop (.).
(1) Exclamation mark (!) is used here to show extreme joy of the studentse.g. Oh, what fun!
(2) Question mark (?) is used to ask questionse.g. Who’ll laugh loudest?
(3) Full stop (.) is used to show the finishing of a sentence – e.g. Let us try.

আমরা কবিতাটিতে নিচের বিরাম চিহ্নগুলো দেখতে পাই-বিস্ময়সূচক চিহ্ন (!), প্রশ্নবোধক চিহ্ন (?) এবং ফুল স্টপ (.)।
(১) এখানে বিস্ময়সূচক চিহ্ন (!) ছাত্রছাত্রীদের অত্যধিক আনন্দ বোঝাতে ব্যবহৃত হয়েছে – যেমন: ওহ, কি মজা!
(২) প্রশ্ন জিজ্ঞাসা করতে প্রশ্নবোধক চিহ্ন (?) ব্যবহৃত হয় – যেমন: সবচেয়ে জোরে হাসবে কে?
(৩) বাক্যের সমাপ্তি বোঝাতে ফুল স্টপ (.) ব্যবহৃত হয় – যেমন: চল চেষ্টা করি।


সকল বিষয়ে সমাধান ও সাজেশন পেতে আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো এবং সকল গাইড ও সাজেশন মোবাইলে পড়তে আমাদের অ্যাপটি ইনস্টল করে নাও। এতে তোমাদের পড়াশোনা হবে আরও সহজ ও মজার!!

Read More: Lesson 2 Congratulations! Well done!

Codehorse App

Check Also

Class 6 English All Lesson Solution

Class 6 English Lesson 33 The Garden

Class 6 English Lesson 33 The Garden: Frog was in his garden. Toad came walking …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *