৭ম শ্রেণির গণিত অনুশীলনী ২.১ সমাধান: এই পর্বে সমানুপাত ও লাভ-ক্ষতি অধ্যায়ের অনুশীলনী ২.১ এর সকল অংক সমাধান করা হবে।
অনুপাত: দুইটি এক জাতীয় রাশির একটি অপরটির তুলনায় কতগুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায়। এই ভগ্নাংশটিকে রাশি দুইটির অনুপাত বলে।
বহুরাশিক অনুপাত: তিন বা ততোধিক রাশির অনুপাতকে বহুরাশিক অনুপাত বলে।
মনে করি, একটি বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ৮ সে.মি., ৫ সে.মি. ও ৬ সে.মি.
দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত = ৮ : ৫ : ৬ সংক্ষেপে, দৈর্ঘ্য : প্রস্থ : উচ্চতা = ৮ : ৫ : ৬
ধারাবাহিক অনুপাত: দুইটি অনুপাত ক : খ এবং খ : গ আকারের হলে, তাদের সাধারণত ক : খ : গ আকারে লেখা হয়। একে ধারাবাহিক অনুপাত বলে। সুতরাং প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি পরস্পর সমান হলে তাদের ধারাবাহিক অনুপাতে প্রকাশ করা যায়।
সমানুপাতী: চারটি রাশির ১ম ও ২য় রাশির অনুপাত এবং ৩য় ও ৪র্থ রাশির অনুপাত পরস্পর সমান হলে, রাশি চারটি একটি সমানুপাত তৈরি করে। সমানুপাতের প্রত্যেক রাশিকে সমানুপাতী বলে।
৭ম শ্রেণির গণিত অনুশীলনী ২.১ সমাধান:
∴ নির্ণেয় সমানুপাত ৩ : ৬ :: ৫ : ১০।
∴ নির্ণেয় সমানুপাত ৯ : ১৮ :: ১০ : ২০।
∴ নির্ণেয় সমানুপাত ৭ : ২৮ :: ১৫ : ৬০।
সমাধান: মনে করি, মধ্য রাশি = ক
৩. শূন্যস্থান পূরণ কর:
(ক) ১১ : ২৫ :: ___ : ৫০
সমাধান:
এখানে,১ম রাশি=১১; ২য় রাশি=২৫; ৩য় রাশি=?;৪র্থ রাশি=৫০
আমরা জানি,১ম রাশি✕৪র্থ রাশি=২য় রাশি✕৩য় রাশি
বা, ১১✕৫০=২৫✕৩য় রাশি
বা, ৫৫০=২৫✕৩য় রাশি
বা, ৩য় রাশি=৫৫০/২৫
বা, ৩য় রাশি=২২
∴ ১১ : ২৫ :: ২২ : ৫০
(খ) ১১ : ___ :: ৮ : ৬৪
সমাধান:
এখানে,১ম রাশি=৭; ২য় রাশি=___; ৩য় রাশি=৮; ৪র্থ রাশি=৬৪
আমরা জানি, ১ম রাশি✕৪র্থ রাশি=২য় রাশি✕৩য় রাশি
বা, ৭✕৬৪=২য় রাশি✕৮
বা, ৪৪৮=২য় রাশি✕৮
বা, ২য় রাশি=৪৪৮/৮
বা, ২য় রাশি=৫৬
∴ ৭ : ৫৬ :: ৮ : ৬৪
সমাধান:
এখানে,১ম রাশি=২.৫; ২য় রাশি=৫.০; ৩য় রাশি=৭; ৪র্থ রাশি=?
আমরা জানি,১ম রাশি✕৪র্থ রাশি=২য় রাশি✕৩য় রাশি
বা, ২.৫✕৪র্থ রাশি=৫.০✕৭
বা, ২.৫✕৪র্থ রাশি=৩৫
বা, ৪র্থ রাশি=৩৫/২.৫
বা, ৪র্থ রাশি=১৪
∴ ২.৫ : ৫.০ :: ৭ : ১৪
(ঘ) ১/৩ : ১/৫ :: ___: ৭/১০
সমাধান:
এখানে,১ম রাশি=১/৩; ২য় রাশি=১/৫; ৩য় রাশি=?; ৪র্থ রাশি=৭/১০
আমরা জানি,১ম রাশি✕৪র্থ রাশি=২য় রাশি✕৩য় রাশি
বা, ১/৩✕৭/১০=১/৫✕৩য় রাশি
বা, ৭/৩০=১/৫✕৩য় রাশি
বা, ৩য় রাশি=(৭/৩০)✕৫
বা, ৩য় রাশি=৭/৬
∴ ১/৩ : ১/৫ :: ৭/৬ : ৭/১০
(ঙ) ___ : ১২.৫ :: ৫ : ২৫
সমাধান:
এখানে,১ম রাশি=?; ২য় রাশি=১২.৫; ৩য় রাশি=৫; ৪র্থ রাশি=২৫
আমরা জানি,১ম রাশি✕৪র্থ রাশি=২য় রাশি✕৩য় রাশি
বা, ১ম রাশি✕২৫=১২.৫✕৫
বা, ১ম রাশি=৬২.৫/২৫
বা, ১ম রাশি=২.৫
∴ ২.৫ : ১২.৫ :: ৫ : ২৫
৪। নিচের রাশিগুলোর ৪র্থ সমানুপাতী নির্ণয় কর:
(ক) ৫, ৭, ১০
সমাধান: এখানে, ১ম রাশি ৫, ২য় রাশি ৭, ৩য় রাশি ১০
আমরা জানি, ১ম রাশি × ৪র্থ রাশি = ২য় রাশি × ৩য় রাশি
বা, ৫ × ৪র্থ রাশি = ৭ × ১০
বা, ৪র্থ রাশি = ৭০/৫
∴ ৪র্থ রাশি = ১৪
∴ নির্ণেয় ৪র্থ সমানুপাতী ১৪।
(খ) ১৫, ২৫, ৩৩
সমাধান: এখানে ১ম রাশি ১৫, ২য় রাশি ২৫, ৩য় রাশি ৩৩
আমরা জানি, ১ম রাশি × ৪র্থ রাশি = ২য় রাশি × ৩য় রাশি
বা, ১৫ × ৪র্থ রাশি = ২৫ × ৩৩
বা, ৪র্থ রাশি = ৮২৫/১৫
∴ ৪র্থ রাশি = ৫৫
∴ নির্ণেয় ৪র্থ সমানুপাতী ৫৫।
(গ) ১৬, ২৪, ৩২
সমাধান: এখানে ১ম রাশি ১৬, ২য় রাশি ২৪, ৩য় রাশি ৩২
আমরা জানি, ১ম রাশি × ৪র্থ রাশি = ২য় রাশি × ৩য় রাশি
বা, ১৬ × ৪র্থ রাশি = ২৪ × ৩২
বা, ৪র্থ রাশি = ৭৬৮/১৬
∴ ৪র্থ রাশি = ৪৮
∴ নির্ণেয় ৪র্থ সমানুপাতী ৪৮।
(ঘ) ৮, ১৭/২, ৪
সমাধান:এখানে ১ম রাশি ৮, ২য় রাশি ১৭/২, ৩য় রাশি ৪
আমরা জানি, ১ম রাশি × ৪র্থ রাশি = ২য় রাশি × ৩য় রাশি
বা, ৮ × ৪র্থ রাশি = ১৭/২ × ৪
বা, ৪র্থ রাশি = ৩৪ / ৮
∴ ৪র্থ রাশি = ১৭/৪
∴ নির্ণেয় ৪র্থ সমানুপাতী ১৭/৪।
(ঙ) ৫, ৪. ৫, ৭
সমাধান: এখানে, ১ম রাশি ৫, ২য় রশি ৪.৫, ৩য় রাশি ৭
আমরা জানি, ১ম রাশি × ৪র্থ রাশি = ২য় রাশি × ৩য় রাশি
বা, ৫ × ৪র্থ রাশি = ৪.৫ × ৭
বা, ৪র্থ রাশি = ৩১.৫ /৫
∴ ৪র্থ রাশি = ৬.৩০
∴ নির্ণেয় ৪র্থ সমানুপাতী ৬.৩০।
৭ম শ্রেণির গণিত অনুশীলনী ২.১ সমাধান:
৫। ১৫ কেজি চালের দাম ৬০০ টাকা হলে, এরূপ ২৫ কেজি চালের দাম কত?
সমাধান: মনে করি, ২৫ কেজি চালের দাম = ক টাকা
চালের পরিমাণ যে অনুপাতে বাড়ে চালের দামও ঐ অনুপাতে বাড়বে।
∴ চালের পরিমাণের অনুপাত = চালের দামের অনুপাত
বা, ১৫ : ২৫ = ৬০০ : ক
বা, ১৫/২৫ = ৬০০/ক
বা, ১৫ × ক = ৬০০ × ২৫
বা, ক = (৬০০ × ২৫)/১৫
∴ ক = ১০০০
উত্তর: চালের দাম ১০০০ টাকা।
সমাধান: আমরা জানি, ১ সপ্তাহ = ৭ দিন;
মনে করি, ৭ দিনে শার্ট তৈরির পরিমাণ = ক
এখানে দিন বাড়লে শার্ট তৈরির পরিমাণও বাড়বে।
অর্থাৎ দিনের অনুপাত = শার্ট তৈরির অনুপাত
∴ ১ : ৭ = ৫৫০ : ক
বা, ১/৭ = ৫৫০/ক
বা, ১ × ক = ৫৫০ × ৭
∴ ক = ৩৮৫০
উত্তর: ঐ ফ্যাক্টরিতে ১ সপ্তাহে ৩৮৫০টি শার্ট তৈরি হয়।
সমাধান: তিন পুত্রের বয়স যথাক্রমে ৫ বছর, ৭ বছর, ৯ বছর
∴ তিন পুত্রের বয়সের অনুপাত = ৫ : ৭ : ৯
তাদের প্রাপ্ত টাকার অনুপাত = ৫ : ৭ : ৯
∴ অনুপাতের যোগফল = ৫ + ৭ + ৯ = ২১
১ম পুত্র পাবে = ৪২০০ এর ৫/২১ = ১০০০ টাকা
২য় পুত্র পাবে = ৪২০০ এর ৭/২১ = ১৪০০ টাকা
এবং ৩য় পুত্র পাবে = ৪২০০ এর ৯/২১ = ১৮০০ টাকা
উত্তর: ১ম পুত্র পাবে ১০০০ টাকা, ২য় পুত্র পাবে ১৪০০ টাকা ও ৩য় পুত্র পাবে ১৮০০ টাকা।
সমাধান: দেওয়া আছে, রুমির টাকা : জেসমিনের টাকা : কাকলির টাকা = ১ : ২ : ৩
∴ অনুপাতের যোগফল = ১ + ২ + ৩ = ৬
রুমি পাবে = ২১৬০ এর ১/৬ = ৩৬০ টাকা
জেসমিন পাবে = ২১৬০ এর ২/৬ = ৭২০ টাকা
কাকলি পাবে = ২১৬০ এর ৩/৬ = ১০৮০ টাকা
উত্তর: রুমি পাবে ৩৬০ টাকা, জেসমিন পাবে ৭২০ টাকা এবং কাকলি পাবে ১০৮০ টাকা।
৭ম শ্রেণির গণিত অনুশীলনী ২.১ সমাধান
সমাধান: দেওয়া আছে,লাবিবের টাকা : সামির টাকা : সিয়ামের টাকা = ৫ : ৪ : ২
∴ লাবিবের টাকা : সিয়ামের টাকা = ৫ : ২
সামির টাকা : সিয়ামের টাকা = ৪ : ২
মনেকরি, লাবিব পাবে ক টাকা এবং সামি পাবে খ টাকা
প্রশ্নমতে, লাবিবের টাকা : সিয়ামের টাকা = ৫ : ২
বা, ক : ১৮০ = ৫ : ২
বা, ক/১৮০ = ৫/২
বা, ২ × ক = ১৮০ × ৫
বা, ক = (১৮০ × ৫)/২
বা, ক = ৪৫০
∴ লাবিব পাবে ৪৫০ টাকা।
আবার, সামির টাকা : সিয়ামের টাকা = ৪ : ২
বা, খ : ১৮০ = ৪ : ২
বা, খ/১৮০ = ৪/২
বা, ২ × খ = ১৮০ × ৪
বা, খ = (১৮০ × ৪)/২
বা, খ = ৩৬০
∴ সামি পাবে ৩৬০ টাকা
উত্তর: লাবিব পাবে ৪৫০ টাকা, সামি পাবে ৩৬০ টাকা।
সমাধান: মনে করি, লিংকন পায় ক টাকা
ডালিম পায় = ২ক টাকা
∴সবুজ পায় = ২ক এর ৩/৫ = ৬ক/৫ টাকা।
তিনজনের টাকার অনুপাত=ক : ২ক : ৬ক/৫=১ : ২ : ৬/৫ =৫ : ১০ : ৬
অনুপাতগুলোর যোগফল=৫+১০+৬=২১
লিঙ্কন পায়=৬৩০০✕৫/২১ টাকা=১৫০০ টাকা
ডালিম পায়=৬৩০০✕১০/২১ টাকা=৩০০০ টাকা
সবুজ পায়=৬৩০০✕৬/২১=১৮০০ টাকা।
সমাধান: দেওয়া আছে,
তামার ওজন : দস্তার ওজন = ১ : ২ = ৩ : ৬ [৩ দ্বারা গুণ করে] দস্তার ওজন : রুপার ওজন = ৩ : ৫ = ৬ :১০ [২ দ্বারা গুণ করে]
অনুপাতের যোগফল = ৩ + ৬ + ১০ = ১৯
∴ ১৯ গ্রাম গহনায় রুপা আছে = ১৯ গ্রামের ১০/১৯ ভাগ = ১৯ × ১০/১৯ গ্রাম = ১০ গ্রাম
উত্তর: রুপার পরিমাণ ১০ গ্রাম।
সমাধান: ১ম গ্লাসে পানি ও সিরাপের অনুপাত=৩ : ২
অনুপাতের যোগফল=৩+২=৫
∴১ম গ্লাসে পানি ৩/৫ অংশ ও সিরাপ ২/৫ অংশ
আবার,
২য় গ্লাসে পানি ও সিরাপের অনুপাত =৫ : ৪
অনুপাতের রাশিগুলোর যোগফল= ৫+৪=৯
∴২ গ্লাসে পানি ৫/৯ অংশ ও সিরাপ ৪/৯ অংশ
সুতরাং, নতুন মিশ্রনে পানি
=৩/৫+৫/৯ অংশ
=২৭/৪৫+২৫/৪৫ অংশ
=৫২/৪৫ অংশ
নতুন মিশ্রনে সিরাপ
=২/৫+৪/৯ অংশ
=১৮/৪৫+২০/৪৫ অংশ
=৩৮/৪৫ অংশ
∴ নতুন মিশ্রনে পানি ও সিরাপের অনুপাত
=৫২/৪৫ : ৩৮/৪৫
=৫২ : ৩৮
= ২৬ : ১৯
∴ পানি ও সিরাপের অনুপাত=২৬ : ১৯
সমাধান: দেওয়া আছে,
ক : খ = ৪ : ৭
= ৪ × ১০ : ৭ × ১০ [১০ দ্বারা গুণ করে] = ৪০ : ৭০
খ : গ = ১০ : ৭
= ১০ × ৭ : ৭ × ৭ [৭ দ্বারা গুণ করে] = ৭০ : ৪৯
∴ ক : খ : গ = ৪০ : ৭০ : ৪৯
উত্তর: ৪০ : ৭০ : ৪৯
সমাধান: দেওয়া আছে,সারার টাকা : মাইমুনার টাকা : রাইসার টাকা = ৪ : ৩ : ১
অনুপাতের যোগফল = ৪ + ৩ + ১ = ৮
সারা পাবে = ৯৬০০ × ৪/৮ = ৪৮০০ টাকা
মাইমুনা পাবে ৯৬০০ × ৩/৮ = ৩৬০০ টাকা
রাইসা পাবে = ৯৬০০ × ১/৮ = ১২০০ টাকা
উত্তর: সারা পাবে ৪৮০০ টাকা, মাইমুনা পাবে ৩৬০০ টাকা এবং রাইসা পাবে ১২০০ টাকা।
৭ম শ্রেণির গণিত অনুশীলনী ২.১ সমাধান
১৫ । তিনজন ছাত্রের মধ্যে ৪২০০ টাকা তাদের শ্রেণি অনুপাতে ভাগ করে দেওয়া হলো। তারা যদি যথাক্রমে ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণির শিক্ষার্থী হয়, তবে কে কত টাকা পাবে?
সমাধান: দেওয়া আছে,তিনজন ছাত্রের শ্রেণির অনুপাত = ৬ : ৭ : ৮
∴ তাদের প্রাপ্ত টাকার অনুপাত = ৬ : ৭ : ৮
অনুপাতের যোগফল = ৬ + ৭ + ৮ = ২১
৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী পাবে = ৪২০০ × ৬/২১ = ১২০০ টাকা
৭ম শ্রেণির শিক্ষার্থী পাবে = ৪২০০ × ৭/২১ = ১৪০০ টাকা
৮ম শ্রেণির শিক্ষার্থী পাবে = ৪২০০ × ৮/২১ = ১৬০০ টাকা
উত্তর: ৬ষ্ঠ শ্রেণির ছাত্র পাবে ১২০০ টাকা, ৭ম শ্রেণির ছাত্র পাবে ১৪০০ টাকা এবং ৮ম শ্রেণির ছাত্র পাবে ১৬০০ টাকা।
১৬। সোলায়মান ও সালমানের আয়ের অনুপাত ৫ : ৭। সালমান ও ইউসুফের আয়ের অনুপাত ৪ : ৫। সোলায়মানের আয় ১২০ টাকা হলে ইউসুফের আয় কত?
সমাধান: দেওয়া আছে,
সোলায়মানের আয় : সালমানের আয় = ৫ : ৭
= ৫ × ৪ : ৭ × ৪ [৪ দ্বারা গুণ করে]
= ২০ : ২৮
সালমানের আয় : ইউসুফের আয় = ৪ : ৫
= ৪ × ৭ : ৫ × ৭ [৭ দ্বারা গুণ করে]
= ২৮ : ৩৫
∴ সোলায়মানের আয় : সালমানের আয় : ইউসুফের আয়
= ২০ : ২৮ : ৩৫
সোলায়মানের আয় : ইউসুফের আয় = ২০ : ৩৫
মনে করি, ইউসুফের আয় = ক টাকা
এখানে, সোলায়মানের আয় : ইউসুফের আয় = ২০ : ৩৫
বা, ১২০ : ক = ২০ : ৩৫
বা, ১২০/ক = ২০/৩৫
বা, ২০ × ক = ৩৫ × ১২০
বা, ক = ৪২০০/২০
∴ ক = ২১০
উত্তর: ইউসুফের আয় ২১০ টাকা।
ধন্যবাদ স্যার। সুন্দর সমাধান করেছেন। 🥰
Tnq very much sir🥹🎀💖