৪৮তম বিসিএস পরীক্ষার সিলেবাস ২০২৫: সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ ৪৮ তম বিশেষ বিসিএস এর সিলেবাস প্রকাশিত প্রকাশিত হয়েছে। চলুন দেখে নেওয়া বিশেষ বিসিএস এর সিলেবাস।
৪৮তম বিসিএস পরীক্ষার সিলেবাস ২০২৫:
বিষয়ের নাম: বাংলা (পূর্ণমান: ২০)
ভাষা: প্রয়োগ-অপপ্রয়োগ, বানান ও বাক্য শুদ্ধি, পরিভাষা, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, ধ্বনি, বর্ণ, শব্দ, পদ, বাক্য, প্রত্যয়, সন্ধি ও সমাস [মান বণ্টন-১৫]
সাহিত্য: ক. প্রাচীন ও মধ্যযুগ খ. আধুনিক যুগ (১৮০০-বর্তমান পর্যন্ত) [মান বণ্টন-০৫]
Name of the Subject: English (Total Marks: 20)
PART-I: Language (Marks 15)
A. Parts of Speech:
The Noun: The Determiner, The Gender, The Number.
The Pronoun
The Verb: The Finite: transitive, intransitive The Non-finite: participles, infinitives, gerund The Linking Verb The Phrasal Verb Modals
The Adjective
The Adverb
The Preposition
The Conjunction
B. Idioms & Phrases:
Meanings of Phrases
Kinds of Phrases
Identifying Phrases
C. Clauses:
The Principal Clause
The Subordinate Clause:
The Noun Clause
The Adjective Clause
The Adverbial Clause & its types
D. Corrections:
The Tense
The Verb
The Preposition
The Determiner
The Gender
The Number
Subject-Verb Agreement
E. Sentences & Transformations:
The Simple Sentence
The Compound Sentence
The Complex Sentence
The Active Voice
The Passive Voice
The Positive Degree
The Comparative Degree
The Superlative Degree
F. Words:
Meanings
Synonyms
Antonyms
Spellings
Usage of words as various parts of speech
Formation of new words by adding prefixes and suffixes
G. Composition: Names of parts of paragraphs/letters/applications
PART-II: Literature (05 Marks)
H. English Literature:
Names of writers of literary pieces from Elizabethan period to the 21st Century.
Important drama, Poetry and prose of different ages.
বিষয়ের নাম: বাংলাদেশ বিষয়াবলি পূর্ণমান: ২০
১. বাংলাদেশের জাতীয় বিষয়াবলি: বাংলাদেশের আর্থসামাজিক ও রাজনৈতিক ইতিহাস: আধুনিক যুগ (১৭৫৭ থেকে অদ্যবধি) ০৪
২. বাংলাদেশের কৃষিজ সম্পদ: শস্য উৎপাদন এবং এর বহুমুখীকরণ, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা। ০২
৩. বাংলাদেশের জনসংখ্যা, জনশুমারি, জাতি, গোষ্ঠী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সংক্রান্ত বিষয়াদি। ০২
৪. বাংলাদেশের অর্থনীতি: উন্নয়ন পরিকল্পনা প্রেক্ষিত, জাতীয় আয়-ব্যয়, রাজনীতি ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি, দারিদ্র্য বিমোচন ইত্যাদি। ০২
৫. বাংলাদেশের শিল্প ও বাণিজ্য: শিল্প উৎপাদন, পণ্য আমদানি ও রপ্তানিকরণ, গার্মেন্টস শিল্প ও এর সার্বিক ব্যবস্থাপনা, অন্যান্য শিল্পসমূহ, বৈদেশিক লেন-দেন, অর্থ প্রেরণ, ব্যাংক ও বীমা ব্যবস্থাপনা ইত্যাদি। ০২
৬. বাংলাদেশের সংবিধান: প্রস্তাবনা ও বৈশিষ্ট্য, মৌলিক অধিকারসহ রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ, সংবিধানের সংশোধনীসমূহ। ০২
৭. বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা: রাজনৈতিক দলসমূহের গঠন, ভূমিকা ও কার্যক্রম, ক্ষমতাসীন ও বিরোধী দলের পারস্পরিক সম্পর্কাদি, সুশীল সমাজ ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীসমূহ এবং এদের ভূমিকা। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ২০২৪ পরবর্তী এবং সংস্কার প্রস্তাবনা। ০২
৮. বাংলাদেশের সরকার ব্যবস্থা: আইন, শাসন ও বিচার বিভাগসমূহ, আইন প্রণয়ন, নীতি নির্ধারণ, জাতীয় ও স্থানীয় পর্যায়ের প্রশাসনিক ব্যবস্থাপনা কাঠামো, প্রশাসনিক পুনর্বিন্যাস ও সংস্কার, ০২
৯. বাংলাদেশের জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহ, জাতীয় পুরস্কার, বাংলাদেশের খেলাধুলাসহ চলচ্চিত্র, গণমাধ্যম-সংশ্লিষ্ট বিষয়াদি। ০২
বিষয়ের নাম: আন্তর্জাতিক বিষয়াবলি (পূর্ণমান: ২০)
১. বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি।
২. আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক।
৩. বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ।
8. আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি।
৫. আন্তর্জাতিক সংগঠনসমূহ এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি।
৬. সিভিল সার্ভিসের গোড়াপত্তন এবং যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, জাপান, ভারত, নেপাল, শ্রীলংকা ও পাকিস্তান সিভিল সার্ভিস
বিষয়ের নাম: গাণিতিক যুক্তি (পূর্ণমান: ১০)
১. বাস্তব সংখ্যা, ল.সা.গু, গ.সা.গু, শতকরা, সরল ও যৌগিক মুনাফা, অনুপাত ও সমানুপাত, লাভ ও ক্ষতি। ০২
২. বীজগাণিতিক সূত্রাবলি, বহুপদী উৎপাদক, সরল ও দ্বিপদী সমীকরণ, সরল ও দ্বিপদী অসমতা, সরল সহসমীকরণ। ০২
৩. সূচক ও লগারিদম, সমান্তর ও গুণোত্তর অনুক্রম ও ধারা। ০২
8. রেখা, কোণ, ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য, বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, পরিমিতি-সরলক্ষেত্র ও ঘনবস্তু। ০২
৫. সেট, বিন্যাস ও সমাবেশ, পরিসংখ্যান ও সম্ভাব্যতা। ০২
বিষয়ের নাম: মানসিক দক্ষতা (MENTAL ABILITY) [পূর্ণমান: ১০]
১. ভাষাগত যৌক্তিক বিচার (Verbal Reasoning)
২. সমস্যা সমাধান (Problem Solving)
৩. বানান ও ভাষা (Spelling and Language)
8. যান্ত্রিক দক্ষতা (Mechanical Reasoning)
৫. স্থানাঙ্ক সম্পর্ক (Space Relation)
৬. সংখ্যাগত ক্ষমতা (Numerical Ability)