Class 6 English All Lesson Solution
Class 6 English Solution

Class 6 English Lesson 17 Are you listening?-2

Class 6 English Lesson 17 Are you listening?-2: I take it you already know; Of tough and bough and cough and dough?; Others may stumble, but not you,; On hiccough, thorough, slough and through…..

Class 6 English Lesson 17 Are you listening?-2:

Lesson 17 : Are you listening?-2 – তুমি কি শুনছ?-২

A. Read the following poem out loud. Be careful about how you pronounce each word, as the spellings and sounds can be quite tricky! (নিচের কবিতাটি উচ্চৈঃস্বরে পড়ো। প্রতিটি শব্দ উচ্চারণ করার ক্ষেত্রে সাবধান থেকো কেননা বানান এবং ধ্বনি বেশ কৌশলী হতে পারে।)

The Chaos

I take it you already know
Of tough and bough and cough and dough?

Others may stumble, but not you,
On hiccough, thorough, slough and through.

Beware of heard, a dreadful word,
That looks like beard but sounds like bird.

And dead: It’s said like bed, not bead —
For goodness’ sake, don’t call it deed!

Watch out for meat and great and threat…
They rhyme with suite and straight and debt.

A moth is not the moth in mother,
Nor both in bother, nor broth in brother..

And here is not a match for there,
Nor dear and fear for bear and pear,

And then there’s dose and rose and lose —
Just look them up and goose and choose.

A dreadful language? Why, sakes alive!
I’d learned to speak it when I was five.

And yet, to write it, the more I tried,
I hadn’t learned it at fifty-five.

Gerard Nolst Trenité


অনুবাদ:


বিভ্রান্তি

ধরে নিচ্ছি তোমরা ইতোমধ্যেই জানো
টাফ্ আর বাউ আর কফ্ আর ডৌ শব্দগুলো?

অন্যরা হোঁচট খেতে পারে, তবে তোমরা বাদে,
হিকাপ, থারেী, স্নাফ আর ধূ শব্দগুলোতে।

হাড় হতে সাবধান, এক ভয়ানক শব্দ,
বিআড্ এর মতো দেখতে হলেও শুনতে বাঃড় এর মতো।

আর ডেড়: বেঙ্ এর মতো বলা হয়, নয় বীড়–
দিব্যি করে বলছি, বলো না একে ভীড়।

সতর্ক থেকো, মীট আর গ্রেইট্ আর গ্রেট এর ব্যাপারে…
তারা মিলযুক্ত হয় সুয়ীট্ আর স্ট্রেইট আর ডেট এর সাথে।

মাদার শব্দে থাকা মাদু নয় এই মথ,
তেমনি বদার-এ নেই যৌথ, ব্রাদার-এও নেই ব্রথ।

আর হিআর শব্দটি দেআর এর সদৃশ নয়,
ডিআর্ আর ফিআর-ও বেআর আর পেআর এর সদৃশ নয়।

আর তারপর আরো আছে ডৌস্ এবং রৌজ এবং লুজ–
কেবল খুঁজে দেখো তাদের আরো আছে গূস এবং চুল।

ভয়ানক এক ভাষা? আরে, ঈশ্বরের শপথ!
আমি তা বলতে শিখেছি যখন আমার পাঁচ বছর বয়স।

এবং তবুও, যতোই আমি চেষ্টা করি, এটি লিখতে,
পঞ্চান্ন বছর বয়সেও আমি পারিনি তা শিখতে।

জেরার্ড নোলস্ট ট্রেনিটি


A1. Underline the words in the poem which have the same letter combinations in their spelling, but different pronunciation. Practice saying them with a friend. (কবিতায় যে শব্দগুলোর বানানে একই বর্ণ সম্মিলন রয়েছে কিন্তু উচ্চারণ ভিন্ন, সেই শব্দগুলোর নিচে দাগ দাও। বন্ধুর সাথে সেগুলো বলা চর্চা করো।)

Ans.

In the poem, the words which have the same letter combinations in their spellings but different pronunciations are given below (কবিতায় যে শব্দগুলোর বানানে একই বর্ণ সমন্বয় রয়েছে কিন্তু উচ্চারণ ভিন্ন, সেগুলো নিচে দেওয়া হলো):
i) tough, bough; cough, dough; slough, through
ii) hiccough, thorough
iii) dead, bead
iv) meat, great/threat
v) moth, both
vi) mother, bother
vii) broth, brother
viii) dose/rose, lose
ix) fear, pear/bear; dear, pear/bear
x) moth, mother; both, bother; broth, brother
xi) heard, beard
xii) goose, choose


A2. The words “alive”, “five”, and “write” from the poem have the same vowel sound. Now, read and listen to some other words that have the same sound as these. (কবিতাটি থেকে নেয়া “আলাইভ্”, “ফাইভৃ” এবং “রাইট্” শব্দগুলোর একই ধধ্বনি রয়েছে। এখন, এই শব্দগুলোর মতো একই ধ্বনি আছে এমন আরো কিছু শব্দ পড়ো এবং শোনো।)

try-cry
Ice-cream-nice
ride-drive
sky-fly
child-light


Class 6 English Lesson 17 Are you listening?-2


A3. Read the sentences below and choose the right words from the list of words in the box to fill in the blanks. (নিচের বাক্যগুলো পড়ো এবং বক্সের শব্দের তালিকা থেকে সঠিক শব্দটি বাছাই করে খালি ঘর পূরণ করো।)

nine – নয়

time – সময়

fine – ভালো

five – পাঁচ

ride – চড়া

side – পাশে

bicycle- সাইকেল

night – রাত

tide – জোয়ার

rise – ওঠা

Mike is a …… young accountant. He works from ……… to …….. in a government office. In his free …….. he loves to …….. his ……… along the sea ……… . He often comes to the sea beach at …….. . He loves to watch the moon ……. in the sky and the ………. come in.

Ans.

Mike is a fine young accountant. He works from nine to five in a government office. In his free time he loves to ride his bicycle along the sea side. He often comes to the sea beach at night. He loves to watch the moon rise in the sky and the tide come in. (মাইক একজন ভালো তরুণ হিসাবরক্ষক। তিনি একটি সরকারি অফিসে ৯টা থেকে ৫টা পর্যন্ত কাল করেন। অবসর সময়ে তিনি সমুদ্র পাড়ে তার বাইসাইকেল চালাতে ভালোবাসেন। প্রায়ই তিনি রাতের বেলা সমুদ্রসৈকতে যান। তিনি আকাশে চাঁদ ওঠা এবং সমুদ্রে জোয়ার আসা দেখতে খুব পছন্দ করেন।)


A4. Read the sentences in the passage above loudly. Pay careful attention to the vowel sounds. (ওপরের অনুচ্ছেদের বাক্যগুলো জোরে জোরে পড়ো। স্বরধ্বনিগুলো সতর্কতার সাথে লক্ষ করো।)

Ans. Try yourself. (নিজে নিজে চেষ্টা করো।)


সকল বিষয়ের সমাধান ও সাজেশন পেতে আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো !


Read More: Lesson 16 Boats sail on the rivers

Read More: Lesson 18 Make your snacks

Codehorse App

Check Also

Class 6 English All Lesson Solution

Class 6 English Lesson 33 The Garden

Class 6 English Lesson 33 The Garden: Frog was in his garden. Toad came walking …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *