Class 7 English Unit 4 Lesson 5 Fixed price shop
Unit 4 Lesson 5 Fixed price shop

Class 7 English Unit 4 Lesson 5 Fixed price shop

Class 7 English Unit 4 Lesson 5 Fixed price shop: A. Look at the shop and answer these questions. 1. What kinds of things do you find in the shop? 2. What are the students doing? 3. Who is the shopkeeper?

Class 7 English Unit 4 Lesson 5 Fixed price shop:

Lesson 05: Fixed-price shop – এক দরের দোকান


A. Look at the shop and answer these questions. – দোকানটির দিকে তাকাও এবং এসব প্রশ্নের উত্তর দাও।

1. What kinds of things do you find in the shop? – দোকানটিতে তুমি কী ধরনের জিনিস খুঁজে পাও?)
Ans. I find stationery items like pens, pencils, notebooks, coloured paper and different food items like biscuits, buns, bottles of mineral water in the shop. (মনোহারি/রকমারি প্রকার জিনিস যেমন কলম, পেন্সিল, নোটবুক, রঙিন কাগজ এবং বিভিন্ন প্রকার খাবার যেমন বিস্কুট, মিষ্টি রুটি, বিশুদ্ধ পানির বোতল ইত্যাদি আমি খুঁজে পাই।
2. What are the students doing? – ছাত্রছাত্রীরা কী করছে?
Ans. The students are looking and trying to choose a better one for them. (ছাত্রছাত্রীরা দেখছে এবং তাদের জন্য ভালো কিছু বেছে নেওয়ার চেষ্টা করছে।)
3. Who is the shopkeeper? – দোকানদার কে?

Ans. There is no shopkeeper here as it is a morality shop. (নৈতিকতার দোকান হওয়ায় এখানে কোনো দোকানদার নেই।)



B. Read the text and answer the following questions.
– অনুচ্ছেদটি পড় এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।
Ms Shahana Huda is talking to the students about a new kind of shop. – মিজ শাহানা হুদা ছাত্রছাত্রীদের সাথে নতুন এক ধরনের দোকান সম্পর্কে কথা বলছেন।
Shahana: You can buy any stationery items here like pens, pencils, notebooks, coloured paper, in fact everything you need, for writing and drawing. You can also buy some food items, like biscuits, buns, bananas, bottles of mineral water and some other necessary things. You can also buy your school uniform and other clothes. There are a number of benefits of this shop. You don’t have to bargain or haggle with the shopkeeper over the prices of anything.
অনুবাদ: এখানে তুমি যে কোনো মনোহারি জিনিসপত্র যেমন, কলম, পেনসিল, নোটবই, রঙিন কাগজ, বস্তুত লেখা ও আঁকার জন্য তোমার যা কিছু প্রয়োজন সব কিছু তুমি কিনতে পারবে। কিছু খাদ্য দ্রব্য যেমন, বিস্কুট, মিষ্টি বুটি, কলা, বিশুদ্ধ, খাবার পানির বোতল এবং প্রয়োজনীয় অন্যান্য জিনিসও তুমি কিনতে পার। তোমার বিদ্যালয়ের পোশাক ও অন্যান্য কাপড়ও তুমি কিনতে পার। এসব দোকানের বেশ কিছু সুবিধা রয়েছে। কোনো জিনিসের দাম নিয়ে দোকানদারের সাথে তোমাকে দর কষাকষি করতে হবে না।
Hridoy : What is bargain or haggle, teacher? – দরকষাকষি কী, মহোদয়?

Shahana : Suppose you want to buy a shirt or a dress in a shop in the market. You ask, “How much is this?” The shopkeeper says, “300 taka.” But in many cases, this price is more than the real price. So you offer 200 taka or even less. The shopkeeper says, “No, I can’t sell it for 200 taka.” Then you offer 225 taka and he may still say, “No, it’ll be a loss for me.”

অনুবাদ: মনে করো, তুমি মার্কেটের একটি দোকান থেকে একটি শার্ট অথবা অন্য একটি পোশাক কিনতে চাও। তুমি জিজ্ঞেস করোলে, “এটার দাম কত?” দোকানদার বলল, “৩০০ টাকা”। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই, এই দামটা প্রকৃত দামের চেয়ে অনেক বেশি হয়। সুতরাং তুমি তাকে প্রস্তাব দিলে ২০০ টাকা অথবা তারও কম। দোকানদার বলল যে, “না, ২০০ টাকায় বিক্রি করতে পারব না।” তারপর তুমি ২২৫ টাকার প্রস্তাব দিলে এবং সে তখনও বলতে পারে, “না, এতে আমার লোকসান হবে।”
This process of asking for and offering more and less money is called ‘bargaining’ or ‘haggling’. It goes on until you both (buyer and seller) agree on a price, say 250 taka in this case. This price is acceptable to both of you.
অনুবাদ: দাম জিজ্ঞেস করো এবং টাকা কম বা বেশি দেওয়ার প্রস্তাব করার প্রক্রিয়াকেই ‘বারগিনিং’ বা ‘হ্যাগলিং” বলে। এটা ততক্ষণ পর্যন্ত চলে যতক্ষণ পর্যন্ত না ক্রেতা ও বিক্রেতা দামের বিষয়ে একমত হয়, ধর এক্ষেত্রে ২৫০ টাকা। এ দামটি তোমাদের উভয়ের কাছেই গ্রহণযোগ্য।
Sazia : If there is no bargaining, how are we going to buy things? – দর কষাকষি যদি না থাকে, তাহলে কীভাবে আমরা জিনিসপত্র কিনতে যাব?
Shahana : You don’t need to bargain. It will be a fixed-price shop. – তোমার দর কষাকষি করার কোনো প্রয়োজন নেই। এটা একদরের দোকান হবে।

Questions (কোয়েশনস)- প্রশ্নাবলি

1. Do you go shopping? Where is the shop? – তুমি কি কেনাকাটায় যাও? কোথায় যাও?)
Ans. Yes, I go shopping. The shop is at Elephant Road in Dhaka. (হ্যাঁ, আমি কেনাকাটায় যাই। দোকানটি হচ্ছে ঢাকার এলিফ্যান্ট রোডে।
2. What do you usually buy? – সাধারণত তুমি কী ক্রয় কর?
Ans. I usually buy short shirts, T-shirts, shoes and some other necessary things. (আমি সাধারণত শর্ট শার্ট, টি শার্ট, জুতা এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস কিনি।)
3. Do you bargain? Why do you do that? – তুমি কি দর কষাকষি কর? তুমি এটা কেন করো?
Ans. Yes, I bargain. I do that as the prize of any product is asked for more than the real price. (হ্যাঁ আমি দরকষাকষি করি। কারণ যে কোনো পণ্যের দাম প্রকৃত দামের চেয়ে বেশি চাওয়া হয়।)
4. Do you know about a ‘Fixed-Price’ shop? Where is it? What does it sell? – তুমি কি কোনো এক দামের দোকান সম্বন্দ্বে জান? এটি কোথায়? এটায় কী বিক্রয় হয়?

Ans. Yes, I know about fixed-price shop. It is at Elephant Road in Dhaka. It sells various items like shirt. T-shirt, pants, shoes and so on. (হ্যা, আমি একদরের দোকান সম্বন্দ্বে জানি। এটি ঢাকার এলিফ্যান্ট রোডে। এটি বিভিন্ন প্রকার জিনিস যেমন শার্ট, টি-শার্ট, প্যান্টস, জুতা এবং এ ধরনের আরও অন্যান্য জিনিস বিক্রি করে।)


সকল বিষয়ে সমাধান ও সাজেশন পেতে আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো এবং সকল গাইড ও সাজেশন মোবাইলে পড়তে আমাদের অ্যাপটি ইনস্টল করে নাও। এতে তোমাদের পড়াশোনা হবে আরও সহজ ও মজার!!

Read More: Class 7 English Whose Child is This?

Read More: Class 7 English Unit 4 Lesson 6 Morality Shop

Codehorse App

Check Also

Class 7 English Unit 7 Solution

Class 7 English Unit 7 Lesson 5 Activity C, D, E

Class 7 English Unit 7 Lesson 5 Activity C, D, E: Bangladeshi shooters clinched both …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *