Class 7 English What games and sports do you like?: In this tutorial we will talk about class seven english 1st paper unit seven lesson 3 namely what games and sports do you like? here we provide different questions with answer.
Class 7 English What games and sports do you like?:
A. Talk about these questions- এ প্রশ্নগুলো সম্পর্কে বল:
1. Do you know what games and sports these are? (ডু ইউ নৌ হোয়ট গেমস অ্যান্ড স্পোর্টস দীজ আর?)-তুমি কি জান এগুলো কোন কোন খেলা?
Ans. Yes, I know, these games and sports are football, badminton, cricket, volleyball, acrobics, aerobics, jogging and yoga. (হ্যাঁ আমি জানি, এ খেলাগুলো হচ্ছে, ফুটবল, টেনিস, ভলিবল, অ্যারোবিকস্, অ্যাক্রোবিকস, জগিং, -যোগব্যায়াম।
2. Do men and women in our country enjoy any of these games or sports? (ডু ম্যান অ্যান্ড ওমেন ইন আওর কান্ট্রি ইনজয় অ্যানি অভ দিজ গেমস অর স্পোর্টস?)-আমাদের দেশের পুরুষ এবং মহিলারা এ খেলাগুলোর কোনোটি কি পছন্দ করে?
Ans. Yes, men and women in our ecuntry enjoy all these games and sports. (হ্যাঁ, আমাদের দেশের ছেলে-মেয়েরা, এসব খেলা উপভোগ করে।
3. Do you enjoy any of these or other games and sports? Which one/s? (ডু ইউ এনজয় এনি অভ দীজ অর আদার গেমস অ্যান্ড স্পোর্টস? হুইচ ওয়ান/স?)-তুমি কি এগুলোর কোন খেলা পছন্দ করো? অথবা অন্যকোনো খেলাধূলা কোনটি?
Ans. Yes, I enjoy two of these games; these are (i) cricket and (ii) football, (হ্যাঁ, আমি এগুলোর মধ্যে দুটো খেলা উপভোগ করি; এগুলো হলো (১) ক্রিকেট এবং (২) ফুটবল।)
4. Which of the above sports are commonly practised by women in your locality? Which ones are practised by men? (হুইচ অভ দ্যা অ্যাভাব স্পোর্টস আর কমনলি প্র্যাকটিসড বাই উইম্যান ইন ইয়োর লোকালিটি? তুইচ ওয়ানস আর প্র্যাকটিসড বাই মেন?)-উপরের কোন খেলাগুলো সাধারণত আমাদের দেশের মেয়েরা খেলে থাকে? এবং পুরুষরা কোনটি খেলে?
Ans. In our locality, tennis, aerobics & jogging are practised by women. On the other hand men practise cricket, football and tennis. (আমাদের এলাকার মেয়েরা সাধারণত টেনিস, অ্যারোবিকস এবং জগিং অনুশীলন করে থাকে। অপরপক্ষে, ছেলেরা ক্রিকেট, ফুটবল এবং টেনিস খেলে থাকে।)
গাইড ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করো 👉 Install Now |
B. Work in pairs. Which of these activities are popular with the following age groups? Tick (tik) the activities. Then compare with your partner and make sentences. -দুজন দুজন করে কাজ করো। নিচের কোন বয়সের লোকের কাছে কোন কাজগুলো জনপ্রিয়। কাজগুলোর উপর টিক চিহ্ন দাও। তারপর তোমার সঙ্গীর সাথে তুলনা কর এবং বাক্য তৈরি করো।
(There can be more than one activity for each group.) (উপরে একটি শ্রেণির জন্য একের অধিক কার্যকলাপ থাকতে পারে।)
Children | Teens | Young Adults | Middle-aged People | Older People | |
---|---|---|---|---|---|
Aerobics | ✓ | ✓ | |||
Baseball | ✓ | ✓ | |||
Bicycling | ✓ | ✓ | ✓ | ✓ | |
Football | ✓ | ✓ | ✓ | ||
Swimming | ✓ | ✓ | ✓ | ✓ | |
Tennis | ✓ | ✓ | ✓ | ||
Yoga | ✓ | ✓ | ✓ | ||
Jogging | ✓ | ✓ | ✓ | ✓ |
Examples (উদাহরণ):
A: I think aerobics are popular with teens.
B: And with young adults too.
Ans.
A: I think aerobics are popular with teens. – (আমি মনে করি তরুণদের মধ্যে শারীরিক ব্যায়ামটি জনপ্রিয়।)
B: And with young adults also. – (এবং প্রাপ্ত বয়স্কদের জন্যও এটি জনপ্রিয়।)
C: Football is liked by teens and young adult too. – (ফুটবলও তরুণ এবং প্রাপ্ত বয়স্কদের জন্য জনপ্রিয়।)
D: Older people like jogging. – (বৃদ্ধরা অল্প দৌড় পছন্দ করেন।)
E: Swimming is liked by children and middle aged group. – (মধ্য বয়স্ক এবং বাচ্চারা সাঁতারকাটা পছন্দ করে।)
F: Usually older people like yoga. – (সাধারণত বৃদ্ধরা যোগব্যায়াম পছন্দ করেন।)
C. Pairwork. Take turns asking the questions in part A of the above exercise. Give your own information while answering. – দু’জনার কাজ। উপরের অনুশীলন “A” থেকে পর্যায়ক্রমে প্রশ্ন জিজ্ঞেস করো। উত্তর দেয়ার সময় তোমার নিজের তথ্য দাও।
S1 : Who do you think is baseball popular with? (বেইসবল কাদের জন্য জনপ্রিয় বলে তুমি কর?)
S2 : I think baseball is popular with teens and young adults. Who do you think is bicycle popular with? (আমি মনে করি, কিশোর এবং যুবকদের মধ্যে বেইসবল জনপ্রিয়। সাইকেল চালানো কাদের জন্য জনপ্রিয়?)
S1 : I think bicycle is popular with children, teens and young adults. Now my question, who do you think is football popular with. (আমি মনে করি, শিশু, কিশোর এবং যুবকদের মধ্যে সাইকেল চালানো জনপ্রিয়। এখন আমার প্রশ্ন ফুটবল কাদের জন্য বিখ্যাত বলে তুমি মনে করো?)
S2 : I think football is popular with children, teens and young adults. Now my question, who do you think is swimming popular with. (আমি মনে করি, শিশু, কিশোর এবং যুবকদের মধ্যে ফুটবল জনপ্রিয়। এখন আমার প্রশ্ন সাঁতার কাদের জন্য জনপ্রিয় বলে তুমি মনে করো?)
S1 : I think swimming is popular with children, teens and young adults. Now my question, who do you think is tennis popular with. (আমি মনে করি, শিশু, কিশোর এবং যুবকদের মধ্যে সাঁতার জনপ্রিয়। এখন আমার প্রশ্ন, টেনিস কাদের জন্য জনপ্রিয় বলে তুমি মনে করো?)
S2 : I think tennis is popular with children, teens and young adults. Now my question, who do you think is yoga popular with. (আমি মনে করি, শিশু, কিশোর এবং যুবকদের মধ্যে টেনিস জনপ্রিয়। এখন আমার প্রশ্ন, যোগব্যায়াম কাদের জন্য বিখ্যাত বলে তুমি মনে করো?)
S1 : I think yoga is popular with middle aged people. Now my question, who do you think is jogging popular with. (আমি মনে করি, যোগব্যায়াম মধ্যবয়সী লোকদের জন্য জনপ্রিয়। এখন আমি তোমাকে প্রশ্ন করি, জগিং কাদের জন্য জনপ্রিয় বলে তুমি মনে করো?)
S2 : I think jogging is popular with teens, young, adults and older people. (আমি মনে করি জগিং যুবক, মধ্যবয়সী এবং বৃদ্ধ লোকদের জন্য জনপ্রিয়।)
D. Listen to the statements and notice how the bold part of a word is pronounced. – উদ্ধৃতিগুলো শোনো এবং লক্ষ্য করো মোটা হরফের অক্ষরগুলো কীভাবে উচ্চারিত হয়।
I hardly `ever go for a walk in the ‘morning. (আমি কদাচিৎ কখনও সকালে হাঁটি)
I often go ‘swimming on ‘Fridays. (আমি প্রায় শুক্রবার সাঁতার কাটি)
I `seldom do ‘yoga. (আমি দৈবাৎ যোগ ব্যায়াম করি।)
E. Work in pairs. Take turns to say about your exercise habits using a word given in Section D. – দুজন দুজন কাজ করো। সেকশন ডি-তে দেওয়া একটি শব্দ ব্যবহার করে তোমার চর্চার অভ্যাসগুলো পর্যায়ক্রমে বল।
Note: শিক্ষক মহোদয়ের। (শ্রেণি নির্দেশনা মোতাবেক কর।)