চতুর্থ শ্রেণি বাংলা টুনুর কথা অনুশীলন সমাধান
চতুর্থ শ্রেণি: টুনুর কথা

চতুর্থ শ্রেণি-টুনুর কথা প্রশ্ন উত্তর

টুনুর কথা প্রশ্ন উত্তর: বাবা-মা তাকে আদর করে টুনু নামে ডাকতেন। তার বাড়ি ছিল কিশোরগঞ্জ জেলার কেন্দুয়া গ্রামে। নয় ভাইবোনের মধ্যে সে ছিল সবার বড়ো। ছেলেটির বাড়ির পাশ দিয়ে ব্রহ্মপুত্র নদী বয়ে গেছে……। নিচে চতুর্থ শ্রেণির টুনুর কথা গল্পের প্রশ্ন উত্তর দেওয়া হলো ।

চতুর্থ শ্রেণি-টুনুর কথা প্রশ্ন উত্তর

১. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি।
ঘূর্ণিঝড়, গুনটানা, দুর্ভিক্ষ, নবান্ন, বিদ্রোহী
উত্তর:
ঘূর্ণিঝড় – প্রবল বায়ুপ্রবাহ ও বৃষ্টিসহ ঘূর্ণিবায়ুর সৃষ্টি হওয়া একধরনের প্রাকৃতিক দুর্যোগ।
গুনটানা – দড়ি দ্বারা নৌকা বেঁধে টানা ।
দুর্ভিক্ষ – খাদ্যসংকটজনিত ভয়াবহ পরিস্থিতি।
নবান্ন – নতুন ফসল কাটার পর সেই ফসল দিয়ে আয়োজিত উৎসব।
বিদ্রোহী – যে ব্যক্তি বা দল প্রচলিত নিয়ম বা শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে, প্রতিবাদী বা বিপ্লবী মনোভাবাপন্ন ব্যক্তি।

২. শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি।
ক. জয়নুলের বাড়ির পাশ দিয়ে……… নদী বয়ে গেছে।
খ. ১৯৭০ সালে তিনি দুটি বিখ্যাত ছবি ……ও…… আঁকেন।
গ. ‘মনপুরা-৭০’ ছিল …….ছবি।
ঘ. ১৯৪৮ সালে ঢাকায় তিনি ………প্রতিষ্ঠা করেন।
ঙ. শিল্পাচার্য মৃত্যুবরণ করেন ……..সালে।
উত্তর:
ক. জয়নুলের বাড়ির পাশ দিয়ে ব্রহ্মপুত্র নদী বয়ে গেছে।
খ. ১৯৭০ সালে তিনি দুটি বিখ্যাত ছবি নবান্ন মনপুরা-৭০ আঁকেন।
গ. ‘মনপুরা-৭০’ ছিল ঘূর্ণিঝড়ের ছবি।
ঘ. ১৯৪৮ সালে ঢাকায় তিনি আর্ট স্কুল প্রতিষ্ঠা করেন।
ঙ. শিল্পাচার্য মৃত্যুবরণ করেন ১৯৭৬ সালে।

চতুর্থ শ্রেণি-টুনুর কথা প্রশ্ন উত্তর

৩. জয়নুল আবেদিনের সংক্ষিপ্ত জীবনী রচনা করি।
নাম –
জন্মসাল ও জন্মস্থান –
শৈশব –
কলেজের নাম –
তাঁর আঁকা বিখ্যাত ছবি-
তাঁর গড়ে তোলা প্রতিষ্ঠান –
মৃত্যুর তারিখ –
উত্তর:
নাম: জয়নুল আবেদিন
জন্মসাল ও জন্মস্থান: ১৯১৪ সাল, কিশোরগঞ্জ জেলার কেন্দুয়া গ্রাম
শৈশব: ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসতেন। নদী, নৌকা, গ্রামবাংলার দৃশ্য আঁকতেন।
কলেজের নাম: কলকাতা সরকারি আর্ট স্কুল
তাঁর আঁকা বিখ্যাত ছবি: বিদ্রোহী, নবান্ন, মনপুরা-৭০
তাঁর গড়ে তোলা প্রতিষ্ঠান: ১৯৪৮ সালে ঢাকা চারুকলা প্রতিষ্ঠান (বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট)
মৃত্যুর তারিখ: ২৮ ডিসেম্বর ১৯৭৬ সাল

৪. বাম অংশের সঙ্গে ডান পাশের তথ্যগুলো মিলিয়ে পড়ি।
বাবা-মা জয়নুলকে আদর করে →১৯৪৮ সালে
জয়নুল কাউকে না বলে কলকাতা যান → ১৩৫০ সালে
দেশে বড় রকমের দুর্ভিক্ষ হয় → বিদ্রোহী, নবান্ন, মনপুরা-৭০
তাঁর বিখ্যাত ছবি → টুনু বলে ডাকতেন
ঢাকায় আর্ট স্কুল প্রতিষ্ঠা করেন → ১৬ বছর বয়সে
উত্তর:
বাবা-মা জয়নুলকে আদর করে → টুনু বলে ডাকতেন
জয়নুল কাউকে না বলে কলকাতা যান → ১৬ বছর বয়সে
দেশে বড় রকমের দুর্ভিক্ষ হয় → ১৩৫০ সালে
তাঁর বিখ্যাত ছবি → বিদ্রোহী, নবান্ন, মনপুরা-৭০
ঢাকায় আর্ট স্কুল প্রতিষ্ঠা করেন → ১৯৪৮ সালে

চতুর্থ শ্রেণি-টুনুর কথা প্রশ্ন উত্তর

৫. প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি।
ক. জয়নুল আবেদিনের জন্ম কোথায়?
উত্তর: জয়নুল আবেদিনের জন্ম কিশোরগঞ্জ জেলার কেন্দুয়া গ্রামে।

খ. ১৩৫০ সালে জয়নুল কিসের ছবি আঁকেন?
উত্তর: ১৩৫০ সালে জয়নুল দুর্ভিক্ষের ছবি আঁকেন।

গ. ‘নবান্ন’ ছবিতে কী ফুটে উঠেছে?
উত্তর: নবান্ন  ছবিতে গ্রামবাংলার কৃষকদের ফসল তোলার আনন্দ ফুটে উঠেছে।

ঘ. কত সালে তিনি আর্ট স্কুলকে কলেজে রূপ দেন?
উত্তর: তিনি ১৯৫৮ সালে আর্ট স্কুলকে কলেজে রূপ দেন।

ঙ. জয়নুলের বিখ্যাত ছবিগুলো কী কী?
উত্তর: জয়নুলের বিখ্যাত ছবিগুলো হলো ‘নবান্ন’, ‘মনপুরা-৭০’।

৬. বড়ো হয়ে কী হতে চাই, সে সম্পর্কে পাঁচটি বাক্য লিখি।
উত্তর: আমি বড়ো হয়ে একজন ডাক্তার হতে চাই। অসহায় মানুষদের সেবা করতে চাই। সবাইকে ফ্রি চিকিৎসা দেব। দেশের জন্য ভালো কাজ করব। মা-বাবার স্বপ্ন পূরণ করব।

আরও পড়ুন: বড় রাজা ও ছোট রাজা প্রশ্ন উত্তর

আরও পড়ুন: স্বাধীনতার সুখ প্রশ্ন উত্তর

Codehorse App

Check Also

পাহাড়পুর রচনা চতুর্থ শ্রেণি (PDF)

পাহাড়পুর রচনা চতুর্থ শ্রেণি (PDF)

পাহাড়পুর রচনা চতুর্থ শ্রেণি (PDF): প্রিয় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা, আজ আমরা সুন্দর একটি রচনা লিখব …

2 comments

  1. জুলফিকার আলম ঝনি

    ধন্যবাদ

  2. thank you.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *