Class 8 English Looking up words in a dictionary: The words in a dictionary are presented in alphabetical order. It follows the alphabetical order of letters. It means words starting with the letter D will be before the words starting with the letter E. In the same way, words starting with the letter F will come after the words starting with E.
Class 8 English Looking up words in a dictionary:
Lesson 3 Looking up words in a dictionary:
A. Talk in groups about the text in lesson 4 and about the questions below. Then read the text. (মূলপাঠ-৪ এবং নিচের প্রশ্নগুলো সম্পর্কে দলবদ্ধ আলোচনা করো। তারপর মূলপাঠ পড়ো।)
1. Is there any connection between the alphabet and a dictionary?
2. What do you understand by alphabetical order?
Ans.
S1: Is there any connection between the alphabet and a dictionary? (বর্ণমালা ও অভিধানের মধ্যে কি কোনো যোগসূত্র আছে?)
S2: Yes, there is a connection between the alphabet and a dictionary. The words of a dictionary are arranged in alphabetical order. (হ্যাঁ, বর্ণমালা ও অভিধানের মধ্যে যোগসূত্র আছে। অভিধানের শব্দগুলো বর্ণানুক্রমে সজ্জিত থাকে।)
S3: I don’t understand alphabetical order. What do you understand by alphabetical order? (আমি বর্ণানুক্রম বুঝি না। বর্ণানুক্রম দ্বারা তুমি কী বোঝ?)
S2: Alphabetical order means something arranged according to the order of the alphabet such as a, b, c, d….. (বর্ণানুক্রম বলতে কোনো কিছুকে বর্ণমালার ক্রম অনুসারে সাজানো বোঝায়। যেমন: a, b, c, d………)
The words in a dictionary are presented in alphabetical order. It follows the alphabetical order of letters. It means words starting with the letter D will be before the words starting with the letter E. In the same way, words starting with the letter F will come after the words starting with E.
অভিধানে শব্দগুলো বর্ণানুক্রমে উপস্থাপন করা থাকে। এটি অক্ষরের বর্ণানুক্রম অনুসরণ করে। এর অর্থ ‘ই’ অক্ষরের শব্দ শুরুর পূর্বে ‘ডি’ অক্ষরের শব্দ শুরু হবে তা বোঝায়। একই ভাবে, ‘ই’ অক্ষরের শব্দ শুরুর পরে ‘এফ’ অক্ষরের শব্দ শুরু হবে।
Again, the words starting with the same letter are also arranged one after another in alphabetical order in the dictionary. For example, the words dark, doctor and deep all start with the letter. D. These words appear in the dictionary in the order of dark, deep and doctor.
আবার, একই অক্ষরে শুরু হওয়া শব্দও অভিধানে একর পর এক বর্ণানুক্রমিকে সজ্জিত থাকে। উদাহরণস্বরূপ, ডার্ক, ডক্টর এবং ডীপ, এই শব্দগুলো ‘ডি’ অক্ষর দ্বারা শুরু। ক্রমানুসারে ডার্ক, ডীপ ও ডক্টর শব্দগুলো অভিধানে দৃষ্টিগোচর হয়।’
To find the words with a letter, look at the words at the top of the page. While doing the activities, use a dictionary or la dictionary page as much as you can.
অক্ষরের সাথে শব্দগুলো খুঁজে পেতে পৃষ্ঠার ওপরের শব্দগুলো দেখো। যখন কাজগুলো করো তখন অভিধান বা অভিধানের পৃষ্ঠা যত সম্ভব ততো ব্যবহার করতে পারো।
B. Arrange the following words in alphabetical order. (বর্ণানুক্রমিকভাবে পরবর্তী শব্দগুলো সাজাও।) entertainment, knowledge, culture, art, painting, thought, interest, heritage, yellow, future.
Ans.
(a) art – skill, mechanism, tactics; কলাকৌশল।
(b) culture – training of mental and moral powers, or the result of such training; সংস্কৃতি, কৃষ্টি।
(c) entertainment – amusement; আমোদ।
(d) future – that is to be or to come; আগামী, ভবিষ্যৎকালীন।
(e) heritage – What is or may be inherited; যাহা উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় বা যাইতে পারে।
(f) interest – premium for the use of money; সুদ।
(g) knowledge – something obtained by experience; জ্ঞান।
(h), painting – the act of representing objects by colours; রং দিয়ে চিত্রাঙ্কন ।
(i) thought – reflection; চিন্তা, ভাবনা। মন ভাতে
(j) yellow – of a bright golden colour; হলদে।
C. Work in pairs. Arrange the following words under the letter ‘S’ in alphabetical order as they appear in the dictionary. (জোড়ায় জোড়ায় কাজ করো। অভিধানে যেভাবে শব্দগুলো, দৃষ্টিগোচর হয় সেভাবে নিচের ‘S’ অক্ষর সমৃদ্ধ শব্দগুলো বর্ণানুক্রমিকভাবে সাজাও।)
single, should, system, sufficient, solar, source, steel, sweet;
Ans.
S1: Can you arrange the words in alphabetical order? (তুমি কি শব্দগুলো বর্ণানুক্রমিকভাবে সাজাতে পারো?)
S2: Sure. These are should, single, solar, source, steel, sufficient, sweet and system. (নিশ্চয়ই। এগুলো হলো: should, single, solar, source, steel, sufficient, sweet এবং system ।)
S1: Thank you. (ধন্যবাদ।)
D. Find and write the words coming between the words ‘tea’ and ‘technique’ under the letter ‘t’ in your dictionary. (তোমার অভিধানে অক্ষর ‘t’ অনুসারে ‘tea’ এবং ‘technique’ এর মধ্যে যে শব্দগুলো আছে তা খোঁজো এবং লেখো।)
Ans. ->
E. Show in which order are the following words arranged in Lesson 3. (পাঠ-৩ এ নিচের শব্দগুলো কোন পদ্ধতিতে সাজানো আছে তা দেখাও।)
Fit, fitted, fitful, fitness, fitting, fitter, fitment;
Ans. These words are arranged in alphabetical order. The order is fit, fitful, fitment, fitness, fitted, fitter, fitting (এই শব্দগুলো বর্ণানুক্রমিকভাবে সাজানো আছে। অনুক্রমটা হচ্ছে- fit, fitful, fitment, fitness, fitted, fitter, fitting)