Class 8 English A Healthy and Happy Family: 1. What do you see in the picture? 2. How do you feel living in such a house? 3. Where can you find this type of house? Why do you think so?
Class 8 English A Healthy and Happy Family:
A. Look at the picture. Then ask and answer the questions about it. (ছবিটি দেখো। তারপর এর সম্পর্কে প্রশ্ন করো এবং উত্তর দাও।)
1. What do you see in the picture? (তুমি ছবিতে কী দেখছ?)
Ans: In the picture, I see a big house. The house is made of tin. A woman is cooking in the kitchen. A man is milking in the cow-shed. There is a tube-well at the corner of the kitchen. There are some cocks in the yard. (ছবিতে আমি একটি বড় বাড়ি দেখি। বাড়িটি টিনের তৈরি। একজন মহিলা রান্নাঘরে রান্না করছেন। একজন লোক গোয়াল ঘরে দুধ দোহন করছেন। রান্না ঘরের পাশে একটি নলকূপ আছে। উঠানে কিছু মোরগ রয়েছে।)
2. How do you feel living in such a house? (এমন একটি বাড়িতে বসবাস করলে কেমন অনুভব করবে?)
Ans: Living here would be peaceful and close to nature, but modern facilities might be limited. (এখানে বসবাস শান্তিময় হবে, তবে আধুনিক সুযোগ-সুবিধা কম থাকতে পারে।)
3. Where can you find this type of house? Why do you think so? (এই ধরনের বাড়ি কোথায় পাওয়া যায়? তুমি কেন তা মনে করো?)
Ans: This type of house is found in villages of Bangladesh, India, and Nepal, made from bamboo, straw, and mud. (এ ধরনের বাড়ি বাংলাদেশ, ভারত ও নেপালের গ্রামে পাওয়া যায়, যা বাঁশ, খড় ও মাটি দিয়ে তৈরি।)
B. Listen to the teacher/CD and answer the following questions. (শিক্ষকের কথা/সিডি শোনো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।)
U3, L7 B Listening text: 2
1. How far is Shakib’s house from his school? (শাকিবের বিদ্যালয় হতে তার বাসা কত দূর?)
Ans: Shakib’s house is about 4 kilometers away from his school. (শাকিবের বাসা তার বিদ্যালয় থেকে ৪ কিলোমিটার দূরে।)
2. Why is Shakib’s house free from mosquitoes? (শাকিবের বাসা কেন মশা মুক্ত?)
Ans: Shakib’s house is free from mosquitoes because Shakib’s mother always keeps their house and yard clean, neat and tidy. (শাকিবের বাসা মশা থেকে মুক্ত কারণ শাকিবের মা সর্বদা বাসা এবং বাসার আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখেন।
C. Listen again and write ‘True’ or ‘False’ against each of the following statements. (পুনরায় শোনো এবং নিচের বিবৃতিগুলোর প্রেক্ষিতে সত্য অথবা মিথ্যা লেখো।)
1. Shakib’s family lives in a remote town. (শাকিবের পরিবার একটি দূরবর্তী শহরে বাস করে।)
2. He has no brothers or sisters. (তার কোনো ভাই বা বোন নেই।)
3. His parents do not know how to read or write. (তার বাবা-মা পড়তে অথবা লিখতে জানেন না।)
4. His mother is an excellent cook. (তার মা একজন চমৎকার রাঁধুনি।)
5. Shakib does not participate in cleaning activities at home. (শাকিব বাসায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করে না।)
Ans:
1. False. Correct Ans: Shakib’s family lives in a remote village. (মিথ্যা। সঠিক উত্তর: শাকিবের পরিবার একটি দূরবর্তী গ্রামে বাস করে।)
2. True.
3. False. Correct Ans: His parents know how to read or write. (মিথ্যা। সঠিক উত্তর: তার বাবা-মা কীভাবে পড়তে অথবা লিখতে হয় তা জানেন।)
4. True. (সত্য।)
5. False. Correct Ans.: Shakib participates in cleaning activities at home. (মিথ্যা। সঠিক উত্তর: শাকিব বাসার পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে।)
D. Look at the table, then listen again to the teacher/CD. The table has some words from the text that you have just listened. First, guess the meanings of the words. Then match them with their meanings. One is done for you. (টেবিলটির দিকে তাকাও, তারপর শিক্ষকের কথা/ সিডিটি পুনরায় শোনো। টেবিলটিতে তোমার এইমাত্র শোনা কিছু শব্দ মূলপাঠ দেওয়া হয়েছে। প্রথমে, শব্দগুলোর অর্থ অনুমান করো। তারপর অর্থের সাথে সেগুলোর মিল করো। তোমাদের জন্য একটি করে দেওয়া হল।)
Ans:
Words | Meanings |
---|---|
remote (প্রত্যন্ত অঞ্চল) | isolated (বিচ্ছিন্ন) |
literate (শিক্ষিত) | able to read or write (পড়তে অথবা লিখতে সক্ষম) |
delicious (সুস্বাদু) | having a very pleasant taste (চমৎকার স্বাদযুক্ত) |
aware (সচেতন) | knowing about something (কোন কিছু সম্পর্কে জানা) |
harmful (ক্ষতিকর) | that causes harm to your health (যেটা তোমার স্বাস্থ্যের ক্ষতি করে) |
contagious (ছোঁয়াচে) | about a disease that spreads from one person to another (একটি রোগ যা একজন হতে আরেকজনের কাছে ছড়ায়) |