Class 7 English Tales of two players: Every Thursday afternoon Ashish Biswash plays football. He is a striker. He plays for the local Friends Club. Do you on other days? This is what Ashish says: “Friday and Saturday are my weekends.
Class 7 English Tales of two players 1:
A. Look at the pictures. What are they about? – ছবিগুলোর দিকে তাকাও। এগুলো কিসের ছবি?
Ans.
In the first picture six boys are playing football and a referee is conducting the game. (প্রথম ছবিতে ছয়জন বালক ফুটবল খেলছে এবং একজন রেফারি খেলা পরিচালনা করছেন।)
In the second picture, we see three boys and one girl and they are cycling. (দ্বিতীয় ছবিতে আমরা তিনটি ছেলে এবং একটি মেয়েকে দেখতে পাই এবং তারা সাইকেল চালাচ্ছে।)
In the third picture, the team doctor is talking to the players (তৃতীয় ছবিতে প্রশিক্ষক খেলোয়াড়দের সাথে কথা বলছে।)
In the fourth picture, the coach is giving instruction to the players. (চতুর্থ ছবিতে প্রশিক্ষক খেলোয়াড়দের নির্দেশনা দিচ্ছে।)
In the fifth picture, the coach is jogging with the players, (পঞ্চম ছবিতে প্রশিক্ষক খেলোয়াড়দের সাথে জগিং করছে।)
In the sixth picture, six boys are playing kabadi. (ষষ্ঠ ছবিতে ছয়জন ছেলে কাবাডি খেলছে।)
In the seventh picture, a boy is getting up from bed. (সপ্তম ছবিতে একটি বালক ঘুম থেকে উঠছে।)
In the eighth picture, the players are watching football match on TV. (অষ্টম ছবিতে, খেলোয়াড়রা টেলিভিশনে ফুটবল খেলা দেখছে।)
গাইড ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করো 👉 Install Now |
B. Read the text. Write the day below each picture. (রীড দ্যা টেক্সট। রাইট দ্যা ডেই বিলৌ ঈচ পিকচার।) অনুচ্ছেদটি পড়। প্রতিটি ছবির নিচে বারের নাম লেখ।
Every Thursday afternoon Ashish Biswash plays football. He is a striker. He plays for the local Friends Club. Do you on other days? This is what Ashish says: “Friday and Saturday are my weekends. On want to know what else he does Fridays, I go to my village home. Going home is really a wonderful experience. My mother waits for me there.
আশিস বিশ্বাস প্রতি বৃহস্পতিবার বিকেলে ফুটবল খেলে। সে আক্রমণ ভাগের খেলোয়াড়। সে স্থানীয় ফ্রেন্ডস ক্লাবের হয়ে খেলে। তুমি কি জানতে চাও অন্যান্য দিনগুলোতে সে আর কী করে? আশিস যা বলে তা এ রকম ছুটির দিন। বাড়িতে যাই। “শুক্রবার আর শনিবার আমার শুক্রবারে আমি আমার গ্রামের বাড়িতে যাওয়া সত্যিই একটি চমৎকার অভিজ্ঞতা। সেখানে আমার মা আমার জন্য অপেক্ষা করেন।
In the afternoon, I go cycling with my friends. Sometimes I go for a long walk. Next day I get up a little late. In the afternoon I play kabadi. In fact, I was a kabadi player during my school days.
বিকেলে আমি আমার বন্ধুদের সাথে সাইকেল চালাতে যাই। মাঝে মাঝে আমি দীর্ঘ সময়ের জন্য হাঁটি। পরের দিন আমি কিছুটা দেরিতে ঘুম থেকে উঠি। বিকেলবেলা আমি কাবাডি খেলি। প্রকৃতপক্ষে বিদ্যালয়ে পড়ার সময় আমি একজন কাবাডি খেলোয়াড় ছিলাম।
From Sunday to Thursday I go to the club at 7 o’clock in the morning. It’s the time for our regular practice. So I have to get up by 6 o’clock. Usually on Monday afternoon, the team doctor sees all the players. On Tuesday our coach shows us videos of important matches. We learn a lot from them. On Thursdays when we practise, our team manager watches our performance and keeps a record of that. Then he selects the team for the day. In the afternoon I go to the club at 1 o’clock. I spend some time with my teammates. At 4 o’clock our match begins. We regularly play with other local teams.”
রবিবার থেকে বৃহস্পতিবার আমি সকাল সাতটায় ক্লাবে যাই। এটা আমাদের নিয়মিত অনুশীলনের সময়। তাই আমাকে সকাল ছটায় ঘুম থেকে উঠতে হয়। সাধারণত সোমবার বিকেলে দলের ডাক্তার সকল খেলোয়াড়দেরকে পরীক্ষা করেন। মঙ্গলবারে আমাদের প্রশিক্ষক আমাদেরকে গুরুত্বপূর্ণ খেলাগুলোর ভিডিও চিত্র দেখান। সেগুলো থেকে আমরা অনেক কিছু শিখি। বৃহস্পতিবার আমাদের অনুশীলনের সময় দলের ব্যবস্থাপক আমাদের দক্ষতা দেখেন এবং তা লিপিবদ্ধ করে রাখেন। তারপর তিনি ঐদিনের জন্য দল বাছাই করেন। দুপুর একটায় আমি ক্লাবে যাই। আমি আমার খেলার সঙ্গীদের সাথে কিছুটা সময় কাটাই। চারটায় আমাদের খেলা শুরু হয়। আমরা অন্যান্য স্থানীয় দলের সাথে নিয়মিত খেলে থাকি।”
C. Use the pictures in A to describe Ashish Biswas’s week. A এর ছবিগুলো ব্যবহার করো। আশিস বিশ্বাসের সপ্তাহের বর্ণনা দাও।
Example: (ইগ্ন্জাম্পল:)- উদাহরণ: He plays Kabadi on Saturday afternoon.
Ans.
He plays Kabadi on Saturday afternoon. On Friday he goes to his village home. On Friday afternoon he goes cycling with his friends. Next day in the afternoon he plays Kabadi. From Sunday to Thursday he goes to club for regular parctice. Normally he practises in the morning. On Tuesday he watches videos on important matches. Thus he spends his week.
শনিবার বিকেল বেলা কাবাডি খেলে। শুক্রবার সে তার গ্রামের বাড়িতে বেড়াতে যায়। শুক্রবার বিকেলবেলা সে তার বন্ধুদের সাথে সাইকেল চালায়। পরের দিন বিকেলে সে কাবাডি খেলে। সে রবিবার থেকে বৃহস্পতিবার চর্চার জন্য ক্লাবে যায়। সাধারণত সে সকালবেলা চর্চা করে। মঙ্গলবার সে কিছু গুরুত্বপূর্ণ ম্যাচের ভিডিওগুলো দেখে। এভাবে সে তার সপ্তাহ কাটায়।
D. Answer the following questions – নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
1. What’s your favourite sport? (হোয়ট’স ইয়োর ফেভারিট স্পোর্ট?)-তোমার প্রিয় খেলা কী?
Ans. My favourite sport is cricket. (আমার প্রিয় খেলা ক্রিকেট।)
2. What’s your favourite team? (হোয়ট’স ইয়োর ফেভারিট টিম?)- তোমার প্রিয় দল কোনটি?
Ans. My favourite team is Bangladesh National Cricket Team. (আমার প্রিয় দলের নাম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।)
3. Who is the captain? (হু ইজ দ্যা ক্যাপ্টেন?)-অধিনায়ক কে?
Ans. Masrafi is the captain. (মাশরাফি দলের অধিনায়ক।)
4. Who is your favourite player? (হু ইজ ইয়োর ফেভারিট প্লেয়ার?)-তোমার প্রিয় খেলোয়াড় কে?
Ans. Sakib Al Hasan is my favourite player. (আমার প্রিয় খেলোয়াড় সাকিব আল হাসান।)
5. How often do you go to the stadium and watch sports programmes? (হাউ অফন ডু ইউ গো টু দ্যা স্টেডিয়াম অ্যান্ড ওয়াচ স্পোর্টস প্রোগ্রামস?)- তুমি কত দিন পরপর স্টেডিয়ামে যাও এবং খেলাধুলার অনুষ্ঠানগুলো দেখ?
Ans. I go to stadium during my holidays and watch cricket. (আমি আমার ছুটির দিনগুলোতে স্টেডিয়ামে যাই এবং ক্রিকেট খেলা দেখি।)