পঞ্চম শ্রেণীর ইসলাম শিক্ষা পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর: মহানবি হযরত মুহাম্মদ (স) ৫৭০ খ্রিষ্টাব্দের ২০ এপ্রিল এবং রবিউল আউয়াল মাসের ১২ তারিখ সোমবার মক্কার বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আব্দুল্লাহ, মাতার নাম আমিনা। তাঁর দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। জন্মের পর তাঁর নাম রাখা হয় মুহাম্মদ এবং আহমাদ। তাঁর জন্মের পূর্বেই পিতা আব্দুল্লাহ মারা যান।
পঞ্চম শ্রেণীর ইসলাম শিক্ষা পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর:
ক. বহুনির্বাচনি প্রশ্ন সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন (√) দাও।
১. মহানবি (স) কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
ক. ৫২২ খ্রি:
খ. ৫৭০ খ্রি: ✓
গ. ৬১০ খ্রি:
ঘ. ৬২২ খ্রি:
২. হযরত মুহাম্মদ (স)-এর প্রথম দুধমাতা কে ছিলেন?
ক. সোয়েবা
খ. হালিমা ✓
গ. আম্বিয়া
ঘ. সালেহা
৩. কত বছর বয়সে মুহাম্মদ (স)-এর দাদা মারা যান?
ক. ৩ বছর
খ. ৫ বছর
ঘ. ৮ বছর ✓
গ. ৭ বছর
৪. নবুয়তের কত সনে মহানবি (স)-এর মিরাজ হয়েছিল?
ক. দশম
খ. একাদশ ✓
গ. দ্বাদশ
ঘ. চতুর্দশ
৫. মহানবি (স) কত খ্রিষ্টাব্দে মদিনায় হিজরত করেন?
ক. ৫৭০ খ্রিষ্টাব্দে
খ. ৬১০ খ্রিষ্টাব্দে
গ. ৬২২ খ্রিষ্টাব্দে ✓
ঘ. ৬৩২ খ্রিষ্টাব্দে
৬. হযরত আদম (আ) কিসের তৈরি?
ক. আগুন
খ. পাথর
গ. মাটি ✓
ঘ. পানি
৭. হযরত নুহ (আ) কত বছর আল্লাহর দীনের দাওয়াত দিয়েছিলেন?
ক. সাড়ে ছয় শ বছর
খ. সাড়ে নয় শ বছর ✓
গ. সাড়ে আট শ বছর
ঘ. সাড়ে সাত শ বছর
৮. হযরত ইবরাহীম (আ)-এর পিতার নাম কী?
ক. আযম
খ. হাতেম
গ. আজর ✓
ঘ. আমর
৯. হযরত দাউদ (আ) কোন বংশে জন্মগ্রহণ করেন?
ক. বনি ইসরাইল ✓
খ. বনি তামীম
গ. বনি কুরাইশ
ঘ. বনি গালিব
১০. আল্লাহ তায়ালা হযরত ঈসা (আ)-এর ওপর কোন কিতাব নাজিল করেন?
ক. কুরআন
খ. তাওরাত
গ. ইনজিল ✓
ঘ. যাবুর
১১. হযরত সুলায়মান (আ)-এর পিতার নাম কী?
ক. হযরত ঈসা (আ)
খ. হযরত দাউদ (আ) ✓
গ. হযরত মূসা (আ)
ঘ. হযরত ইবরাহীম (আ)
খ. শূন্যস্থান পূরণ কর
১. হযরত মুহাম্মদ (স) ___ বংশে জন্মগ্রহণ করেন।
২. ফিজার ___ গ্রোত্র কুরাইশদের ওপর চাপিয়ে দিয়েছিল।
৩. ___ পর্বতের গুহায় হযরত মুহাম্মদ (স) ধ্যান মগ্ন থাকতেন।
৪. হিজরতের সময় মহানবি (স) ___ পাহাড়ের গুহায় আশ্রয় নেন।
৫. মদিনা সনদে ___ টি ধারা ছিল।
৬. আল্লাহর কোন ___ নেই।
৭. হযরত নূহ (আ) আল্লাহর নির্দেশে এক বিরাট ___ তৈরি করলেন।
৮. হযরত ইবরাহীম (আ)-এর আমলে সেখানকার বাদশাহ ছিলেন ___ ।
৯. হযরত দাউদ (আ) শৈশবে ___ চরাতেন।
১০. হযরত ঈসা (আ) আল্লাহর হুকুমে মৃত ব্যক্তিকে ___ করতেন।
উত্তর: ১. কুরাইশ; ২. কায়াস; ৩. হেরা; ৪. সাওর, ৫. ৪৭; ৬. শরিক; ৭. নৌকা; ৮. নমরুদ; ৯. মেষ; ১০. জীবিত।
গ. বাম পাশের শব্দগুলোর সাথে ডান পাশের শব্দগুলো মিলাও
বাম পাশ | ডান পাশ |
---|---|
মহানবি (স.)-এর পিতা | আব্দুল মুত্তালিব |
মহানবি (স.)-এর মাতা | হালিমা |
মহানবি (স.)-এর দাদা | আবু তালিব |
মহানবি (স.)-এর চাচা | আব্দুল্লাহ |
মহানবি (স.)-এর দুধমা | আমিনা |
হযরত আদম (আ.)-এর সন্তানের নাম | থামল |
নৌকা জুদি পাহাড়ে এসে | হযরত মরিয়ম (আ.) |
হযরত দাউদ (আ.) বাদশাহ তালুতের | হযরত হাওয়া (আ.) |
হযরত ঈসা (আ.)-এর আম্মার নাম | সেনাপতি ছিলেন |
উত্তর:
মহানবি (স.)-এর পিতা আব্দুল্লাহ।
মহানবি (স.)-এর মাতা আমিনা।
মহানবি (স.)-এর দাদা আব্দুল মুত্তালিব।
মহানবি (স.)-এর চাচা আবু তালিব।
মহানবি (স.)-এর দুধমা হালিমা।
হযরত আদম (আ.)-এর সঙ্গীর নাম হযরত হাওয়া (আ.)।
নৌকা জুদি পাহাড়ে এসে থামল।
হযরত দাউদ (আ.) বাদশাহ তালুতের সেনাপতি ছিলেন।
হযরত ঈসা (আ.)-এর আম্মার নাম হযরত মরিয়ম (আ.)।
ঘ. সংক্ষিপ্ত উত্তর-প্রশ্নোত্তর
প্রশ্ন ১। পাদ্রি বহিরা হযরত মুহাম্মদ (স.) সম্বন্দ্বে কী মন্তব্য করেছিলেন?
উত্তর: পাদ্রি বহিরা হযরত মুহাম্মদ (স.)-কে অসাধারণ বালক রলে মন্তব্য করেন।
প্রশ্ন ২। হযরত মুহাম্মদ (স.)-এর গঠিত সংঘের নাম কী?
উত্তর: হযরত মুহাম্মদ (স.)-এর গঠিত সংঘের নাম ‘হিলফুল ফুযুল।
প্রশ্ন ৩। হাজরে আসওয়াদ কোথায় স্থাপন করা হয়েছিল?
উত্তর: হাজরে আসওয়াদ কাবার দেয়ালে স্থাপন করা হয়েছিল।
প্রশ্ন ৪। মহানবি (স.) প্রথমে কাদের মধ্যে ইসলাম প্রচার করেন?
উত্তর: মহানবি (স.) প্রথমে নিকট আত্মীয়স্বজনের কাছে ইসলাম প্রচার করেন।
প্রশ্ন ৫। আনসার কারা?
উত্তর: আনসার মানে সাহায্যকারী। হিজরতের সময় মক্কা থেকে যারা মদিনায় গমন করেছিলেন মদিনায় তাদেরকে যারা আশ্রয় ও সাহায্য-সহযোগিতা দিলেন, তাদেরকে আনসার বলা হয়।
প্রশ্ন ৬। মুহাজির কাদের বলে?
উত্তর: মুহাজির মানে হিজরতকারী। মক্কা হতে হিজরত করে যারা মদিনায় যান তাদেরকে বলা হয় মুহাজির।
প্রশ্ন ৭। বদর যুদ্ধের কারণ কী?
উত্তর: মক্কার কাফির মুশরিকরা চেয়েছিল ইসলাম মুসলিমদের নিশ্চিহ্ন করে দিতে। মদিনায় ইসলামের উত্তরোত্তর উন্নতি দেখে তারা হিংসায় জ্বলে ওঠে। মদিনায় ইহুদিরা তাদের প্ররোচিত করছিল। আবার আবু সুফিয়ানের বাণিজ্য কাফেলা মুসলমানদের দ্বারা আক্রান্ত হওয়ার গুজব উঠেছিল। মূলত কাফেরদের সঙ্গে এসব কারণে বদর যুদ্ধ হয়েছিল।
প্রশ্ন ৮। মদিনা সনদ কী?
উত্তর: মদিনা সনদ হলো পৃথিবীর প্রথম লিখিত সংবিধান বা চুক্তি। যা মহানবি (স.) এবং মদিনায় বসবাসরত বিভিন্ন গোত্রের সাথে সম্পাদিত হয়।
প্রশ্ন ৯। হুদাইবিয়ার সন্ধি কী?
উত্তর: হিজরি ৬ সনে (৬২৮ খ্রিষ্টাব্দে) রাসুল (স.) উমরা পালনের উদ্দেশ্যে ১৪০০ জন সাহাবিসহ মক্কার ৯ মাইল দূরে হুদাইবিয়া নামক স্থানে উপনীত হলে কুরাইশরা উমরা পালনে বাধা দেয়। এরপর এক পর্যায়ে মক্কার কুরাইশদের সাথে মুসলমানদের দশ বছর মেয়াদি একটি সন্ধি হয়। এটিই হুদাইবিয়ার সন্ধি নামে খ্যাত।
প্রশ্ন ১০। বিদায় হজ কাকে বলে?
উত্তর: মহানবি (স.) ১০ম হিজরিতে হজ পালনের ইচ্ছা প্রকাশ করলেন। এটাই ছিল তাঁর জীবনের শেষ হজ। তিনি এরপর আর হজ করার সুযোগ পাননি। তাই একে বিদায় হজ বলে।
প্রশ্ন ১১। পৃথিবীর আদি মানব কে ছিলেন?
উত্তর : হযরত আদম (আ.) পৃথিবীর আদি মানব ছিলেন।
প্রশ্ন ১২। হযরত নূহ (আ.)-এর সময় কী আজাব এসেছিল?
উত্তর: হযরত নূহ (আ.)-এর সময় ঝড়, বৃষ্টি ও বন্যার মাধ্যমে আজাব এসেছিল।
প্রশ্ন ১৩। ইবরাহীম (আ.) কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: বিখ্যাত নবি হযরত ইবরাহিম (আ.) ইরাক দেশের বাবেল শহরে এক পুরোহিত পরিবারে জন্মগ্রহণ করেন।
প্রশ্ন ১৪। হযরত দাউদ (আ.)-এর ওপর কোন কিতাব নাজিল হয়?
উত্তর: হযরত দাউদ (আ.)-এর ওপর প্রসিদ্ধ আসমানি কিতাব ‘যাবুর’ নাযিল হয়।
প্রশ্ন ১৫। হযরত দাউদ (আ.)-এর বীরত্বের উদাহরণ দাও।
উত্তর: হযরত দাউদ (আ.) ছিলেন অসীম সাহসী এবং অসাধারণ বীরত্বের অধিকারী। তিনি সেনাপতি থাকাকালে আল্লাহদ্রোহী ও অত্যাচারী শাসক জালুতকে যুদ্ধে পরাজিত ও হত্যা করেছিলেন।
প্রশ্ন ১৬। হযরত ঈসা (আ.)-এর মোজেযা উল্লেখ কর।
উত্তর: আল্লাহ তায়ালা হযরত ঈসা (আ.)-কে কিছু মোজেজা বা অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন। যেমন-
১. তিনি আল্লাহর হুকুমে মৃত ব্যক্তিকে জীবিত করতেন।
২. জন্মান্ধকে চোখের দৃষ্টিশক্তি দান করতেন।
৩. ধবল, শ্বেত ও কুষ্ঠ রোগীদের তিনি আল্লাহর রহমতে রোগমুক্ত করে দিতেন।
প্রশ্ন ১৭। হযরত ঈসা (আ.) বর্তমানে কোথায় জীবিত আছেন?
উত্তর: হযরত ঈসা (আ.)-কে ইহুদিরা হত্যার ষড়যন্ত্র করলে দয়াময় আল্লাহ তাঁকে জীবিত অবস্থায় আসমানে তুলে নেন। তিনি বর্তমানে আল্লাহ তায়ালার অসীম কুদরতে চতুর্থ আসমানে জীবিত আছেন।
প্রশ্ন ১৮। আল্লাহর হুকুমে হযরত সুলায়মান (আ.)-এর অধীনে কী কী ছিল?
উত্তর : আল্লাহর হুকুমে হযরত সুলায়মান (আ.) জিন-পরী, পশুপাখি, গাছপালার ভাষা বুঝতে পারতেন। আল্লাহর আদেশে এসব তাঁর অধীনে ছিল। এমনকি বাতাসও তাঁর অধীনে ছিল।