মূল্যবোধ ও আচরণ চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয়: আমরা সমাজে বাস করি। সমাজের ভিত্তি হলো সদস্যদের মধ্যে ঐক্য, সহযোগিতা ও একসাথে মিলেমিশে চলা। সমাজে আমরা কীভাবে চলব, অন্যের সাথে কেমন আচরণ করব এ সম্পর্কিত কিছু নিয়মকানুন ও রীতিনীতি আছে। যেমন- বড়দের শ্রদ্ধা করা, ছোটদের আদর করা ইত্যাদি আচরণকে সামাজিক গুণাবলি বলে। সামাজিক গুণাবলি সমাজে ঐক্য, শান্তি, সম্প্রীতি ও সহযোগিতাবোধ সৃষ্টি করে। তাছাড়া সামাজিক গুণাবলি ছাড়াও মানুষের কিছু নৈতিক গুণ আছে। নৈতিক গুণ মানুষকে ভালো ও আদর্শ মানুষ হতে সাহায্য করে।
মূল্যবোধ ও আচরণ চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয়:
অনুশীলনী সমাধান:
অল্প কথায় উত্তর দাও:
প্রশ্ন ১। একটি নৈতিক গুণের নাম লেখ।
উত্তর: একটি নৈতিক গুণের নাম হলো সততা।
প্রশ্ন ২। নম্র স্বভাবের মানুষ কেমন আচরণ করেন, তার একটি উদাহরণ দাও।
উত্তর: নম্র স্বভাবের মানুষ অত্যন্ত বিনয়ী এবং মার্জিত আচরণ করেন। যেমন- কোনো বিষয় অপছন্দ হলে তিনি রাগ না করে বুঝিয়ে বলেন।
প্রশ্ন ৩। তোমার একটি দোষের কথা লেখ যা তুমি পরিত্যাগ করতে চাও।
উত্তর: আমার একটি দোষের কথা হলো সময়ানুবর্তিতা মেনে না চলা। যার কারণে বিদ্যালয়ে আসতে আমার প্রায়ই দেরি হয়ে যায়। তাই এ স্বভাবটি আমি পরিত্যাগ করতে চাই।
প্রশ্ন ৪। রাস্তায় কিছু টাকা কুড়িয়ে পেলে তুমি কী করবে?
উত্তর: রাস্তায় কিছু টাকা কুড়িয়ে পেলে আমি আশপাশের লোকজনকে জিজ্ঞেস করব এবং উপযুক্ত প্রমাণ পেলে টাকার মালিককে তা ফিরিয়ে – দেব। আর মালিককে না পেলে নিকটস্থ থানায় জমা দেব।
প্রশ্নগুলোর উত্তর দাও:
প্রশ্ন ১। মূল্যবোধ ও আচরণের মধ্যে পার্থক্য কী?
উত্তর: মূল্যবোধ হলো বিশ্বাস এবং আচরণ হলো তার প্রকাশ বা কাজ। আমরা যে ধরনের আচরণ করে থাকি তা আমাদের নৈতিক গুণাবলি বা মূল্যবোধ দ্বারা পরিচালিত হয়। নিচের ছকের মাধ্যমে আমরা মূল্যবোধ ও আচরণের পার্থক্যটি বুঝতে পারি-
বিষয় | মূল্যবোধ | আচরণ |
---|---|---|
সংজ্ঞা | এটি মানুষের নৈতিক ও আদর্শগত বিশ্বাস। | এটি ব্যক্তির বাহ্যিক কর্মকাণ্ড। |
উৎপত্তি | পরিবার, সমাজ ও সংস্কৃতি থেকে আসে। | মূল্যবোধ, পরিস্থিতি ও আবেগের ওপর নির্ভর করে। |
স্থিতিশীলতা | সাধারণত দীর্ঘস্থায়ী এবং পরিবর্তনশীল নয়। | পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন হতে পারে। |
উদাহরণ | সততা, দয়া, ন্যায়পরায়ণতা। | সত্য বলা, সাহায্য করা, নম্র আচরণ করা। |
উত্তর: আমাদের সকলেরই পরস্পরের প্রতি ভালো আচরণ করা এবং ভালো সম্পর্ক গড়ে তোলা উচিত। এ ভালো আচরণ করাই হলো নৈতিক গুণ। আমি নৈতিক গুণগুলোর মধ্যে সততার মাধ্যমে সুপরিচিত হতে চাই। কেননা একমাত্র সততার মাধ্যমেই অন্যরা আমাকে বিশ্বাস করবে। আর পরস্পরের প্রতি বিশ্বাসের মাধ্যমেই আমরা একটি সুষ্ঠু ও সুন্দর সমাজ গড়ে তুলতে পারি।
অতিরিক্ত প্রশ্ন ও উত্তর:
সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
প্রশ্ন ১। মিতুকে তার সহপাঠীরা বিশ্বাস করে। মিতুর মধ্যে কোন মূল্যবোধটি রয়েছে?
উত্তর: মিতুর মধ্যে সততা নামক মূল্যবোধটি রয়েছে।
প্রশ্ন ২। সোহান বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে চলে এবং সঠিক আচরণ করে। সোহানের চরিত্রে কোন নৈতিক গুণাবলি ফুটে উঠেছে?
উত্তর: সোহানের মধ্যে শৃঙ্খলা নামক নৈতিক গুণাবলিটি ফুটে উঠেছে।
প্রশ্ন ৩। রিতা তার মাকে খাবার তৈরি করতে সাহায্য করে, সহপাঠীদের সাহায্য করে। রিতার এ কাজগুলোকে তুমি কী বলে মূল্যায়ন করবে?
উত্তর: রিতার কাজগুলোকে আমি ভালো কাজ বলে মূল্যায়ন করব।
প্রশ্ন ৪। কী মানুষকে ভালো ও আদর্শ মানুষ হতে সাহায্য করে বলে তুমি মনে কর?
উত্তর: নৈতিক গুণ মানুষকে ভালো ও আদর্শ মানুষ হতে সাহায্য করে বলে আমি মনে করি।
প্রশ্ন ৫। মূল্যবোধ আমাদের কী করে?
উত্তর: মূল্যবোধ আমাদের মন্দ কাজ থেকে বিরত রাখে ও ভালো কাজ করতে উৎসাহিত করে।
প্রশ্ন ৬। কিসের কারণে আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করি?
উত্তর: শিষ্টাচারের কারণে আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করি।
প্রশ্ন ৭। তোমাকে সৎ পথে চলতে সাহায্য করবে কোনটি?
উত্তর: সততা আমাকে সৎ পথে চলতে সাহায্য করবে।
প্রশ্ন ৮। তোমার থেকে বয়সে ছোটদের কী করা উচিত?
উত্তর: আমার থেকে বয়সে ছোটদের দেখাশুনা করা উচিত।
প্রশ্ন ৯। বড়দের ও প্রতিবেশীদের প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত বলে তুমি মনে কর?
উত্তর: বড়দের ও প্রতিবেশীদের প্রতি আমাদের আচরণ শ্রদ্ধাশীল হওয়া উচিত বলে আমি মনে করি।
প্রশ্ন ১০। রুবাবাকে সবাই বিশ্বাস করে। রুবাবার মধ্যে কোন মূল্যবোধটি রয়েছে? এ রকম আরও একটি মূল্যবোধের নাম লেখ।
উত্তর : রুবাবার মধ্যে সতত মূল্যবোধটি রয়েছে। এ রকম আর একটি মূল্যবোধ হলো শৃঙ্খলা।
প্রশ্ন ১১। দুটি মূল্যবোধের ফলাফল লেখ।
উত্তর: দুটি মূল্যবোধের ফলাফল নিচে উল্লেখ করা হলো-
(i) সততা : অন্যদের বিশ্বাস লাভ করা যায়।
(ii) নম্রতা: অন্যের শ্রদ্ধা অর্জন করা যায়।
সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো:
১। আমরা ___বাস করি।
২। সামাজিক গুণাবলি সমাজে ঐক্য, শান্তি, সম্প্রীতি ও __ সৃষ্টি করে।
৩। ___ মানুষকে ভালো ও আদর্শ মানুষ হতে সাহায্য করে।
8। ___ আমাদের সৎ পথে চলতে সাহায্য করে।
৫। ___ কারণে আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করি।
৬। ___ গুণ সুন্দর সমাজ গঠনের জন্য খুবই প্রয়োজন।
৭। শিক্ষকদের___ও___ করব।
৮। ___আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে সাহায্য করে।
৯। কেউ মনে কষ্ট পাবে এমন কোনো ___বলব না।
১০। আমরা ___কাজ করার চেষ্টা করব।
১১। আমাদের সকলেরই পরস্পরের প্রতি ভালো আচরণ করা এবং ভালো ___ গড়ে তোলা উচিত।
১২। ভালো আচরণ করাই হলো ___ গুণ।
১৩। আমাদের সবারই___ গুণের অধিকারী হতে হবে।
১৪। মূল্যবোধ হলো আমাদের___নৈতিক গুণাবলি।
১৫। আমরা যে ধরনের আচরণ করে থাকি তা আমাদের নৈতিক গুণাবলি বা___ দ্বারা পরিচালিত হয়।
উত্তরমালা: ১. সমাজে; ২. সহযোগিতাবোধ; ৩. নৈতিক গুণ; ৪. সততা; ৫. শিষ্টাচারের; ৬. নৈতিক ও সামাজিক; ৭. সম্মান, শ্রদ্ধা; ৮. নিয়মনিষ্ঠা; ৯. কথা; ১০. ভালো। ১১. সম্পর্ক; ১২. নৈতিক; ১৩. নৈতিক; ১৪.ভিতরের; ১৫. মূল্যবোধ ।
নিচের কাঠামোবদ্ধ প্রশ্নগুলোর উত্তর দাও:
প্রশ্ন ১। নৈতিক গুণ কী? নৈতিক গুণ গুরুত্বপূর্ণ কেন? চারটি নৈতিক গুণের নাম লেখ।
উত্তর: ভালো আচরণ করাই হলো নৈতিক গুণ। পরস্পরের কল্যাণের জন্য নৈতিক গুণ প্রয়োজন।
চারটি নৈতিক গুণের নাম হলো-
১. সততা, ২. ন্যায়নিষ্ঠা, ৩, শৃঙ্খলা, ৪. নম্রতা।
প্রশ্ন ২। মূল্যবোধ কী? মূল্যবোধ কিসের দ্বারা পরিচালিত হয়? তিনটি মূল্যবোধের ফলাফল লেখ।
উত্তর: মূল্যবোধ হলো আমাদের ভিতরের নৈতিক গুণাবলি। আমরা যে ধরণের আচরণ করে থাকি তা আমাদের নৈতিক গুণাবলি বা মূল্যবোধ দ্বারা পরিচালিত হয়। তিনটি মূল্যবোধের ফলাফল-
১. সততা: সততা আমাদের সৎপথে পরিচালিত করে।
২. ন্যায়নিষ্ঠা: ন্যায়নিষ্ঠা আমাদের মন্দ কাজ থেকে বিরত রাখে।
৩. শিষ্ঠাচার: শিষ্টাচারের কারণে আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করি।
প্রশ্ন ৩। ভালো আচরণ করাকে কী বলে? আমরা ভালো আচরণ করব কেন? চারটি ভালো আচরণের উদাহরণ দাও।
উত্তর: ভালো আচরণ করাকে নৈতিক গুণ বলে। একটি সুষ্ঠু ও সুন্দর সমাজ গড়ে তোলার জন্য আমরা ভালো আচরণ করব। চারটি ভালো আচরণের উদাহরণ হলো-
১. প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা।
২. অন্যের বিপদে সাহায্য করা।
৩. বড়দের শ্রদ্ধা করা।
৪. ছোটদের স্নেহ করা।
প্রশ্ন ৪। মন্দ আচরণ কাকে বলে? আমরা মন্দ আচরণ করব না কেন? তোমার জানা চারটি মন্দ কাজের একটি তালিকা তৈরি কর।
উত্তর: যেসব আচরণ নিন্দনীয় তাকে মন্দ আচরণ বলে। পরিবার, বিদ্যালয় ও সমাজকে সুন্দর রাখার জন্য আমরা মন্দ আচরণ করব না। আমার জানা চারটি মন্দ কাজের তালিকা-
১. অহেতুক জোরে শব্দ করা।
২. না বলে কারও জিনিস নেওয়া।
৩. সময়ের কাজ সময়ে না করা।
৪. কাজের লোকদের সাথে খারাপ ব্যবহার করা।
প্রশ্ন ৫। আমরা কিসের মাধ্যমে একটি সুষ্ঠু ও সুন্দর সমাজ গড়ে তুলতে পারি? কেউ বিপদে পড়লে আমরা তাকে কী করব? চারটি, ভালো আচরণ সম্পর্কে লেখ।
উত্তর: আমরা ভালো আচরণের মাধ্যমে একটি সুষ্ঠু ও সুন্দর সমাজ গড়ে তুলতে পারি। কেউ বিপদে পড়লে আমরা তাকে সাহায্য করব। চারটি ভালো আচরণ হলো-
১. ছোটদের দেখাশুনা করা।
২. বড়দের প্রতি শ্রদ্ধাশীল হওয়া।
৩. প্রতিবেশীদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা।
৪. অপরের সাহায্যে এগিয়ে যাওয়া।
প্রশ্ন ৬। আমাদের পরস্পরের সাথে কেমন সম্পর্ক গড়ে তোলা উচিত? ভালো আচরণ করা কী ধরনের গুণ? চারটি ভালো কাজ সম্পর্কে ধারণা দাও।
উত্তর: আমাদের পরস্পরের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলা। উচিত। ভালো আচরণ করা হলো নৈতিক গুণ। চারটি ভালো কাজ হলো-
১. সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠা।
২. বিদ্যালয়ে তাড়াতাড়ি এসে উপস্থিত হওয়া।
৩. ছোট ভাইবোনদের লেখাপড়ায় সাহায্য করা।
৪. বাড়ির কাজে মাকে সাহায্য করা।
প্রশ্ন ৭। মূল্যবোধ কী? মূল্যবোধের পাঁচটি ফলাফল লেখ।
উত্তর: মূল্যবোধ হলো আমাদের ভিতরের নৈতিক গুণাবলি। মূল্যবোধের পাঁচটি ফলাফল নিচে উল্লেখ করা হলো-
(i) আমাদের নৈতিক গুণাবলি মূল্যবোধ দ্বারা পরিচালিত হয়।
(ii) অন্যরা আমাদের বিশ্বাস করেন।
(iii) আমরা সকল বন্ধুর প্রতি ন্যায়সঙ্গাত আচরণ করি।
(ix) আমরা সঠিক আচরণ করি ও নিয়ম মেনে চলি।
(v) মূল্যবোধের কারণে অন্যরা আমাদের শ্রদ্ধা করেন।
প্রশ্ন ৮। শ্রেণিশিক্ষক সবসময় তোমাদের মানুষের সাথে ভালো আচরণ করার জন্য উৎসাহ দেন। এ ধরনের আচরণের মাধ্যমে তোমরা কী করতে পার? চারটি ভালো আচরণের উদাহরণ দাও।
উত্তর: ভালো-আচরণের মাধ্যমে আমরা একটি সুষ্ঠু ও সুন্দর সমাজ গড়ে তুলতে পারি। চারটি ভালো আচরণের উদাহরণ নিচে উল্লেখ করা হলো-
(i) ছোটদের দেখাশুনা করা।
(ii) বড়দের প্রতি শ্রদ্ধাশীল হওয়া।
(iii) প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করা।
(iv) কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা।