মানবধর্ম কবিতার MCQ
মানবধর্ম কবিতা: MCQ

মানবধর্ম কবিতার MCQ

মানবধর্ম কবিতার MCQ: লালন শাহ্ মানবতাবাদী মরমি কবি। সাধক সিরাজ সাঁই বা সিরাজ শাহ্র শিষ্যত্ব গ্রহণ করার পর তিনি লালন সাঁই বা লালন শাহ্ নামে পরিচিতি অর্জন করেন। গানে তিনি নিজেকে ফকির লালন হিসেবেও উল্লেখ করেছেন। প্রাতিষ্ঠানিক বিদ্যালাভ না করলেও নিজের চিন্তা ও সাধনায় তিনি হিন্দু ও মুসলমানের ধর্মীয় শাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করেন। এই জ্ঞানের সঙ্গে নিজের অভিজ্ঞতা ও উপলব্ধির মিলনে তিনি নতুন এক দর্শন প্রচার করেন। গানের মধ্য দিয়ে তাঁর এই দর্শন প্রকাশ পেয়েছে। অধ্যাত্মভাব ও মরমি রসব্যঞ্জনা তাঁর গানের বিশেষ বৈশিষ্ট্য। তিনি সহস্রাধিক গান রচনা করেন।
লালন শাহ্ ১৭৭২ খ্রিষ্টাব্দে ঝিনাইদহ, মতান্তরে কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন। ১৮৯০ খ্রিষ্টাব্দে কুষ্টিয়ার ছেউরিয়ায় তাঁর মৃত্যু হয়।

মানবধর্ম কবিতার MCQ:

বহুনির্বাচনি প্রশ্নোত্তর:
১. মানুষের কোন পরিচয়টি বড় হওয়া উচিত?
ক) সামাজিক
খ) ধর্মীয়
গ) মানবিক
ঘ) পেশাগত
২. লালনের মতে মানুষের জন্য ক্ষতিকর-
i. জাতের বড়াই
ii. কূপের জল
iii. বংশ কৌলীন্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও:
৩. লালন শাহ্ রচিত গানটি ‘মানবধর্ম’ শিরোনামে গৃহীত হয়েছে। শিরোনামটির মর্মার্থ নিচের কোন পঙ্ক্তিতে প্রকাশ পেয়েছে?
ক) এসো আজ মুঠি মুঠি মাখি সে আলো!
খ) শুন হে মানুষ ভাই
   সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।
গ) কালো আর ধলো বাহিরে কেবল
    ভিতরে সবার সমান রাঙা।
ঘ) পথশিশু, নরশিশু, দিদি মাঝে পড়ে
    দোঁহারে বাঁধিয়া দিল পরিচয় ডোরে।
৪. উক্ত মর্মার্থে মূলত প্রকাশ পেয়েছে লালন শাহ’র-
i. অধ্যাত্মভাব
ii. অসাম্প্রদায়িক চেতনা
iii. মানবতাবোধ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৫. লালন শাহ কতটি গান রচনা করেছিলেন?
ক) দেড় সহস্রাধিক
খ) সহস্রাধিক
গ) দুই সহস্রাধিক
ঘ) অর্ধ-সহস্র
৬. ‘মানবধর্ম’ কবিতায় প্রকাশ পেয়েছে কবির-
ক) স্বাজাত্যবোধ
খ) মনুষ্যত্ববোধ
গ) দেশপ্রেম
ঘ) প্রকৃতিপ্রেম
৭. ব্রাহ্মণ চণ্ডাল, চামার মুচি এক জলে হয় সবার শুচি- উদ্ধৃতাংশে ‘মানবধর্ম’ কবিতায় কোন মনোভাবের প্রতিফলন ঘটেছে?
ক) সাম্যবাদ
খ) সাম্প্রদায়িক
গ) অভিজ্ঞতা
ঘ) ধর্মানুভূতি
৮. লালন শাহের জীবনীর কোন বিষয় নিয়ে মতভেদ আছে?
ক) দর্শন
খ) ধর্ম
গ) জন্ম
ঘ) মৃত্যু
৯. লালন শাহের গানের বৈশিষ্ট্য কী?
ক) প্রাকৃতিক সৌন্দর্যবোধ
খ) আধ্যাত্মভাব ও মরমি রসব্যঞ্জনা
গ) প্রকৃতি ও মানুষের সম্পর্ক
ঘ) বাস্তবচিন্তা ও সমাজচেতন
১০. ‘মূলে এক জল’ চরণে লালন শাহ্ ‘জল’ বলতে বুঝিয়েছেন-
ক) ধর্ম
খ) বংশ
গ) জাত
ঘ) পবিত্রতা
নিচের উদ্দীপকটি পড় এবং ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও :
“সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই”
১১. উদ্দীপকটিতে ‘মানবধর্ম’ কবিতার কী প্রকাশ পেয়েছে?
ক) মানুষের মহিমা ঘোষণা
খ মানুষের গৌরব
গ মানুষের আশাবাদ
ঘ মানুষের অমরত্ব
১২. যে দিক থেকে উদ্দীপকটিকে ‘মানবধর্ম’ কবিতাটির মূল সুর বলা যায়-
i. ধর্মের ভেদাভেদ
ii. অসাম্প্রদায়িক
iii. মনুষ্য ধর্ম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও:
আমির মিঞা ও অরিত্র মজুমদার একে অন্যের প্রতিবেশী। কিন্তু দুজনই ভিন্ন ভিন্ন পথে চলাফেরা করেন। দুজনের দেখা হলেও কাছাকাছি এসে কথা বলেন না। তাদের বিশ্বাস এতে অমঙ্গল হবে।
১৩. উদ্দীপকের আমির মিঞা ও অরিত্র মজুমদারের আচরণ এবং চিন্তাধারার বিপরীত অবস্থান কোন কবিতায় মেলে?
ক) পাছে লোকে কিছু বলে
খ) মানবধর্ম
গ) দুই বিঘা জমি
ঘ) নারী
১৪. উক্ত কবিতায় রয়েছে-
i. সম্প্রীতির আহ্বান
ii. জাতি-ভেদ না করার শিক্ষা
iii. মানবতা জাগরণের প্রত্যাশা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৫. ‘মূলে এক জল, সে যে ভিন্ন নয়’ চরণের পূর্বের চরণ কোনটি?
ক) তাইতে কী কাহ ভিন্ন বলায়
খ) গর্তে গেলে কূপজল কয়
গ) গঙ্গায় গেলে গঙ্গাজল হয়
ঘ) ভিন্ন জানায় পাত্র অনুসারে
১৬. লালন ‘জেতের ফাতা’ সাত বাজারে বিকিয়েছেন কেন?
ক) প্রয়োজন নেই বলে
খ) ক্ষতিকারক বলে
গ) তুচ্ছতম বলে
ঘ) গুরুত্বহীন বলে
১৭. ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’-এই মনোভাবের ধারক কবিতা কোনটি?
ক) দুই বিঘা জমি
খ) মানবধর্ম
গ) নারী
ঘ) প্রার্থী
১৮. লালনের গানের বিশেষ বৈশিষ্ট্য কী?
ক) শাস্ত্রজ্ঞান
খ) সাম্প্রদায়িকতা
গ) আধ্যাত্মিকতা
ঘ) শ্রেণিবৈষম্য
১৯. নবাব সাহেব সর্বত্র নিজের ‘নবাব’ বংশের গরিমা দেখান। উদ্দীপকের বংশের সাথে ‘মানবধর্ম’ কবিতার কোনটির সাদৃশ্য আছে? 
ক) পণপ্রথা
খ) জাতভেদ
গ) কুলীনপ্রথা
ঘ) বংশগৌরব
২০. ‘মানবধর্ম’ কবিতার মূলকথা কী?
ক) জাতিধর্ম
খ) মনুষ্যধর্ম
গ) সমাজধর্ম
ঘ) লোকধর্ম
২১. ‘মানবধর্ম’ কবিতার স্তবক সংখ্যা কয়টি?
ক) দুটি
খ) তিনটি
গ) চারটি
ঘ) পাঁচটি
২২. ‘গঙ্গাজল’ হিন্দুদের কাছে কীসের প্রতীক?
ক) দেবতার
খ) পবিত্রতার
গ) বিশুদ্ধতার
ঘ) স্নেহময়তার
২৩. লালনের মতে মানুষের জন্য ক্ষতিকর হলো-
i. কূপের জল
ii. জাতের বড়াই
iii. বংশকৈৗলীন্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৪. ‘জন্মিলে মরিতে হবে, অমর কে কোথায় কবে’-উল্লিখিত চরণদ্বয়ে প্রকাশ পেয়েছে-
i. মানুষ জন্ম-মৃত্যুর অধীন
ii. জীবন ক্ষণস্থায়ী
iii. কর্মগুণে অমর হওয়া যায়
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৫.লালন শাহ্ কোন ধরনের কবি?
ক) সাম্যবাদী
খ) মানবতাবাদী
গ) নৈরাজ্যবাদী
ঘ) ধর্মবাদী
২৬.লালন শাহ্ গানে নিজেকে কী হিসেবে উলে­খ করেছেন?
ক) সাধক
খ) ফকির
গ) জ্ঞানী
ঘ) প্রভু
২৭. কীসের মধ্য দিয়ে লালন শাহ্র দর্শন প্রকাশ পেয়েছে?
ক) গান
খ) নাটক
গ) কবিতা
ঘ) উপন্যাস
২৮.লালন শাহ্ কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
ক) ১৭১০
খ) ১৭২০
গ) ১৭৫০
ঘ) ১৭৭২
২৯.সিরাজ সাঁই কী ছিলেন?
ক) কবি
খ) গায়ক
গ) সুরকার
ঘ) সাধক
৩০.লালন শাহ্কে মানবতার কবি বলা হয় কেন?
ক) মানুষ নিয়ে গান লেখেন বলে
খ) মানবধর্ম লালন করেন বলে
গ) মানুষের গান করেন বলে
ঘ) মানুষের ভজনা করেন বলে
নিচের দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করে অতিথির স্মৃতি গল্পের বাকি MCQ প্রশ্নগুলোর PDF Download করো ।

Read More: মানবধর্ম কবিতার সৃজনশীল প্রশ্ন

Read More: মানবধর্ম কবিতার জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন

Codehorse App

Check Also

Class 8 English Unit 4 Lesson 5 Synonyms and antonyms

Class 8 English Unit 4 Lesson 5 Synonyms and antonyms

Class 8 English Unit 4 Lesson 5 Synonyms and antonyms: What is a synonym? What …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *