নাগরিক অধিকার চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয়: নাগরিক হচ্ছে রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা। বিশ্বের সব রাষ্ট্রের নাগরিক নিজ নিজ রাষ্ট্রের কাছ থেকে কিছু সুযোগ-সুবিধা ভোগ করে। এগুলোই নাগরিক অধিকার। বাংলাদেশের নাগরিক হিসেবে আমরাও রাষ্ট্রের কাছ থেকে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক এ তিনটি অধিকার ভোগ করি ও দায়িত্ব পালন করি। বেঁচে থাকা, শিক্ষা, সম্পত্তি, মত প্রকাশের অধিকার হচ্ছে নাগরিকের সামাজিক অধিকার।
নাগরিক অধিকার চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয়:
অনুশীলনী সমাধান:
অল্প কথায় উত্তর দাও:
প্রশ্ন ১। ‘নাগরিক’ বলতে কী বোঝায়?
উত্তর: রাষ্ট্রের প্রতি যে ব্যক্তি অনুগত থাকেন, রাষ্ট্রের বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করেন, রাষ্ট্রে স্থায়িভাবে বসবাস করেন এবং রাষ্ট্রের প্রতি অবশ্য পালনীয় কাজগুলো করেন তাকে নাগরিক বলে।
প্রশ্ন ২। ‘ভাষার অধিকার’ বলতে কী বোঝায়?
উত্তর: নিজ মাতৃভাষায় কথা বলার অধিকারই হলো ভাষার অধিকার।
প্রশ্ন ৩। একটি রাজনৈতিক অধিকারের নাম লেখ।
উত্তর: আইনের চোখে সবাই সমান একটি রাজনৈতিক অধিকার।
প্রশ্ন ৪। ‘অর্থনৈতিক অধিকার’ কী?
উত্তর: জীবনধারণের জন্য কোনো কাজ করে আয়-রোজগার করার অধিকারকে অর্থনৈতিক অধিকার বলে।
প্রশ্নগুলোর উত্তর দাও:
প্রশ্ন ১। মত প্রকাশের স্বাধীনতার অধিকারের একটি উদাহরণ দাও।
উত্তর: মত প্রকাশের অধিকার রক্ষার মাধ্যমে আমরা একটি সুন্দর দেশ ও জাতি গড়তে পারি। প্রত্যেক নাগরিকের বাড়িতে, বিদ্যালয়ে এবং সমাজে স্বাধীনভাবে নিজস্ব মত প্রকাশের অধিকার আছে। যেমন- পত্রপত্রিকায় ‘পাঠক মতামত’ অংশে দেশের যেকোনো নাগরিক নিজের মত প্রকাশ করতে পারেন।
প্রশ্ন ২। ন্যায্য পারিশ্রমিক না পেলে মানুষ কী করতে পারেন?
উত্তর: সুষ্ঠুভাবে জীবিকা নির্বাহের জন্য প্রত্যেক নাগরিকের – যেকোনো কাজ করে ন্যায্য মজুরি লাভের অধিকার আছে। আর ন্যায্য পারিশ্রমিক না পেলে বঞ্চিত মানুষটি তখন আইনের আশ্রয় নিতে পারেন। কারণ আইনের চোখে সবাই সমান।
অতিরিক্ত প্রশ্ন ও উত্তর:
সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
প্রশ্ন ১। ফাহিম আসাদ মসজিদে গিয়ে নামাজ পড়েন। রমেশ মন্দিরে গিয়ে পূজা করেন। ফাহিম আসাদ ও রমেশ কোন ধরনের অধিকার ভোগ করেন?
উত্তর: ফাহিম আসাদ ও রমেশ সামাজিক অধিকার ভোগ করেন।
প্রশ্ন ২। ইকবাল হোসেন মুরাদনগর ইউনিয়নের সদস্য নির্বাচিত হয়েছেন। ইকবাল হোসেন কোন অধিকার ভোগ করেছেন?
উত্তর: ইকবাল হোসেন রাজনৈতিক অধিকার ভোগ করেছেন।
প্রশ্ন ৩। সুমন ও শেফালি একটি ইটের ভাটায় সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত একই কাজ করেন। কিন্তু শেফালি সুমনের চেয়ে কম মজুরি পান। এখানে শেফালি কোন অধিকার থেকে বঞ্চিত হয়েছে?
উত্তর: শেফালি অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়েছেন।
প্রশ্ন ৪। নাগরিক হিসেবে আমরা রাষ্ট্রের কাছ থেকে প্রধানত কয় ধরনের অধিকার ভোগ করি?
উত্তর: নাগরিক হিসেবে আমরা রাষ্ট্রের কাছ থেকে তিন ধরনের অধিকার ভোগ করি।
প্রশ্ন ৫। তাজুল প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে ভোট – দিয়েছেন। তাজুল কোন ধরনের অধিকার ভোগ করেছেন?
উত্তর: তাজুল রাজনৈতিক অধিকার ভোগ করেছেন।
প্রশ্ন ৬। আজিম রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করেন, ভোট দেন। আজিমকে রাষ্ট্রের কী বলা হয়?
উত্তর: আজিমকে রাষ্ট্রের নাগরিক বলা হয়।
প্রশ্ন ৭। রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নাগরিক। এ নাগরিক কাকে বলে?
উত্তর: কোনো রাষ্ট্রে স্থায়িভাবে বসবাসকারী সদস্যকে সেই রাষ্ট্রের নাগরিক বলা হয়।
প্রশ্ন ৮। কারা রাষ্ট্রে স্থায়িভাবে বসবাস করেন?
উত্তর: নাগরিক রাষ্ট্রে স্থায়িভাবে বসবাস করেন।
প্রশ্ন ৯। নাগরিক হিসেবে তোমার কিছু অধিকার রয়েছে। এই. অধিকার কাকে বলে?
উত্তর: বিশ্বের সব রাষ্ট্রের নাগরিক নিজ নিজ রাষ্ট্রের কাছ থেকে কিছু সুযোগ-সুবিধা ভোগ করেন। রাষ্ট্রের কাছ থেকে এসব সুযোগ-সুবিধা পাওয়াকে বলা হয় নাগরিক অধিকার।
প্রশ্ন ১০। তুমি অনেক অধিকারের কথা শুনেছ। এর মধ্যে সামাজিক অধিকার কাকে বলে?
উত্তর: সমাজে সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য যেসব অধিকার- অপরিহার্য সেসব অধিকারকে সামাজিক অধিকার বলে।
সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো:
১। আমরা সাধারণত রাষ্ট্রের কাছ থেকে __ অধিকার ভোগ করি।
২। রাষ্ট্রের প্রত্যেক নাগরিকের___করার অধিকার আছে।
৩। দেশের সকল নাগরিকের ___প্রকাশের অধিকার আছে।
৪। প্রত্যেক নাগরিকের দেশের ভিতরে___ অধিকার আছে।
৫। আইন অনুযায়ী দেশের সকল নাগরিক ___।
৬। যেকোনো কাজ করার সবার ___অধিকার আছে।
৭। সমাজে সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য যেসব অধিকার অপরিহার্য সেসব অধিকারকে অধিকার ___বলে।
৮। ___ অধিকার সকল অধিকারের মধ্যে অন্যতম।
৯। আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ইত্যাদিসহ জীবনের___।
১০। ___ অধিকার প্রতিটি নাগরিকের অন্যতম অধিকার।
১১। রাষ্ট্রের উন্নয়নের জন্য প্রত্যেক নাগরিকের___ গ্রহণ করা প্রয়োজন।
১২। প্রত্যেকেরই নিজ ধর্ম ও ধর্মীয় উৎসব পালনের ___আছে।
১৩। প্রত্যেক নাগরিকের দেশের ভিতরে___ চলাফেরার অধিকার আছে।
১৪। নিজ মাতৃভাষায় কথা বলা নাগরিকের ___ অধিকার।
১৫। শাসনকার্যে নাগরিকদের অংশগ্রহণ করার অধিকারকে’___ অধিকার বলে।
উত্তরমালা: ১। তিন; ২। সম্পত্তি অর্জন ও ভোগ; ৩। স্বাধীনভাবে নিজস্ব মতামত; ৪। স্বাধীনভাবে চলাফেরার; ৫। সমান; ৬। ন্যায্য মজুরি লাডের; ৭। সামাজিক; ৮। জীবন রক্ষার; ৯। নিরাপত্তা; ১০। শিক্ষালাভের; ১১। শিক্ষা; ১২। অধিকার; ১৩। স্বাধীনভাবে; ১৪। মৌলিক; ১৫। রাজনৈতিক;
নিচের কাঠামোবদ্ধ প্রশ্নগুলোর উত্তর দাও:
প্রশ্ন ১। নাগরিক অধিকার কী? নাগরিক অধিকার প্রয়োজন কেন? তিন ধরনের নাগরিক অধিকারের নাম লেখ।
উত্তর: রাষ্ট্রের কাছ থেকে আমরা নাগরিক হিসেবে যেসব অধিকার পেয়ে থাকি তাই নাগরিক অধিকার। রাষ্ট্রে সুস্থ ও সুন্দরভাবে জীবনযাপনের জন্য নাগরিক অধিকার অপরিহার্য।
তিন ধরনের নাগরিক অধিকার হলো-
১. সামাজিক অধিকার,
২. রাজনৈতিক অধিকার ও
৩. অর্থনৈতিক অধিকার।
প্রশ্ন ২। আমরা কোন দেশের নাগরিক? নাগরিক হিসেবে আমাদের সামাজিক অধিকার কেন প্রয়োজন? চারটি সামাজিক অধিকারের নাম লেখ।
উত্তর: আমরা বাংলাদেশের নাগরিক।
সমাজে সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য সামাজিক অধিকার প্রয়োজন।
চারটি সামাজিক অধিকারের নাম হলো-
১. বেঁচে থাকার বা জীবন রক্ষার অধিকার।
২. ধর্ম পালনের অধিকার।
৩. শিক্ষালাভের অধিকার।
৪. ভাষা ও সংস্কৃতির অধিকার।
প্রশ্ন ৩। জীবন রক্ষার অধিকার কোন অধিকারের অন্তর্ভুক্ত? সকল অধিকারের মধ্যে এটি অন্যতম কেন? জীবন রক্ষার জন্য চারটি প্রয়োজনীয় উপাদানের নাম লেখ।
উত্তর: জীবন রক্ষার অধিকার সামাজিক অধিকারের অন্তর্ভুক্ত। আমাদের বেঁচে থাকার জন্য এ অধিকার সামাজিক অধিকারসমূহের মধ্যে অন্যতম। জীবন রক্ষার জন্য চারটি প্রয়োজনীয় উপাদানের নাম হলো –
১. প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য।
২. প্রয়োজনীয় বস্ত্র।
৩. নির্দিষ্ট বাসস্থান।
৪. অসুস্থতায় চিকিৎসা।
প্রশ্ন ৪। আমরা রাষ্ট্রের কাছ থেকে কত ধরনের অধিকার পাই? নাগরিক অধিকার কেন প্রয়োজন? চারটি সামাজিক অধিকার সম্পর্কে লেখ।
উত্তর: রাষ্ট্রের কাছ থেকে প্রধানত তিন ধরনের অধিকার পাই। রাষ্ট্রে সুস্থ ও সুন্দরভাবে জীবনযাপনের জন্য নাগরিক অধিকার অপরিহার্য।
চারটি সামাজিক অধিকার হলো-
১. জীবন রক্ষার অধিকার।
২. শিক্ষালাভের অধিকার।
৩. নিজ ধর্ম ও ধর্মীয় উৎসব পালনের অধিকার।
৪. দেশের ভিতরে স্বাধীনভাবে চলাফেরার অধিকার।
প্রশ্ন ৫। শিক্ষার অধিকার কোন অধিকারের অন্তর্ভুক্ত? প্রত্যেক নাগরিকের শিক্ষা গ্রহণ করা প্রয়োজন কেন? ভাষা ও সংস্কৃতির অধিকার সম্পর্কে চারটি বাক্য লেখ।
উত্তর: শিক্ষার অধিকার সামাজিক অধিকারের অন্তর্ভুক্ত। নিজের ও রাষ্ট্রের উন্নয়নের জন্য প্রত্যেক নাগরিকের শিক্ষা গ্রহণ করা প্রয়োজন। ভাষা ও সংস্কৃতির অধিকার সম্পর্কে চারটি বাক্য হলো-
১. মাতৃভাষায় কথা বলা নাগরিকের মৌলিক অধিকার।
২. নিজ নিজ সংস্কৃতির উৎসব পালন করাও আমাদের অন্যতম সামাজিক অধিকার।
প্রশ্ন ৬। রাজনৈতিক অধিকার কাকে বলে? এ অধিকার কেন প্রয়োজন? তিনটি রাজনৈতিক অধিকারের নাম লেখ।
উত্তর: ভোটদান ও বিভিন্ন কাজের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা এবং শাসনকার্যে নাগরিকের অংশগ্রহণ করার অধিকারকে রাজনৈতিক অধিকার বলে। একটি সুন্দর দেশ ও জাতি গড়ে তোলার জন্য রাজনৈতিক অধিকার প্রয়োজন।
তিনটি রাজনৈতিক অধিকার হলো-
১. নির্বাচনের অধিকার।
২. মত প্রকাশের অধিকার।
৩. আইনের চোখে সবার সমান অধিকার।
প্রশ্ন ৭। কত বছর বয়সে সকল নাগরিকের নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার আছে? এটি কোন ধরনের অধিকার? এ ধরনের আরও চারটি অধিকারের নাম লেখ।
উত্তর: ২৫ বছর বয়সে সকল নাগরিকের নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার আছে। এটি এক ধরনের রাজনৈতিক অধিকার।
চারটি রাজনৈতিক অধিকার হলো-
১. মত প্রকাশের অধিকার।
২. নিরাপত্তা লাভের অধিকার।
৩. ব্যক্তি স্বাধীনতা রক্ষার অধিকার।
৪. আইনের চোখে সবার সমান অধিকার।
প্রশ্ন ৮। অর্থনৈতিক অধিকার কাকে বলে? এ অধিকারগুলো প্রয়োজন কেন? চারটি অর্থনৈতিক অধিকারের নাম লেখ।
উত্তর: জীবনধারণের জন্য কোনো কাজ করে আয়-রোজগার করার অধিকারকে অর্থনৈতিক অধিকার বলে। সুষ্ঠুভাবে জীবিকা নির্বাহের জন্য এ অধিকারগুলো প্রয়োজন।
চারটি অর্থনৈতিক অধিকার হলো-
১: আয়-রোজগার করার অধিকার।
২. ন্যায্য মজুরি লাভের অধিকার।
৩. সম্পত্তি অর্জন ও ভোগ করার অধিকার।
৪. অবকাশ ছুটি লাভের অধিকার।
প্রশ্ন ৯। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিয়ে একটি সভার আয়োজন করা হলো। যেখানে তুমি তোমার মতামত প্রকাশ করলে। তোমার এ মত প্রকাশ নাগরিকের কোন অধিকারের মধ্যে পড়ে? এ ধরনের আবিষ্কারের আরও পাঁচটি উদাহরণ দাও।
উত্তর: আমার এ মত প্রকাশ নাগরিকদের রাজনৈতিক অধিকারের মধ্যে পড়ে।
রাজনৈতিক অধিকারের আরও পাঁচটি উদাহরণ নিচে উল্লেখ করা হলো-
(i) নির্বাচনের অধিকার।
(ii) আইনের চোখে সবার সমান অধিকার।
(iii) নিরাপত্তা লাভের অধিকার।
(iv) ব্যাক্তি স্বাধীনতা রক্ষার অধিকার।
(v) ভোট দেওয়ার অধিকার।