তৃতীয় শ্রেণীর বিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর: পৃথিবীতে নানা রকমের জীব আছে। উদ্ভিদ এক ধরনের জীব। আমরা আমাদের আশপাশে নানা ধরনের উদ্ভিদ দেখতে পাই। যেমন: আম, জাম, লেবু, পেয়ারা, গোলাপ, মরিচ, সরিষা গাছ প্রভৃতি। এগুলোর আকার, আকৃতি, রং ইত্যাদিতে ভিন্নতা রয়েছে।
তৃতীয় শ্রেণীর বিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর:
১। সঠিক উত্তরের পাশে টিক (✔) চিহ্ন দাও।
১) নিচের কোন উদ্ভিদের ফুল হয় না?
ক) গম
খ) ধান√
গ) ফার্ন
ঘ) শাপলা
২) উদ্ভিদের কোন অংশ খাদ্য প্রস্তুত করে?
ক) পাতা√
খ) ফুল
গ) মূল
ঘ) কান্ড
৩) নিচের কোন উদ্ভিদের মূল মাটির অনেক গভীরে যায়?
ক) জাম√
খ) গোলাপ
গ) ধান
ঘ) শাপলা
২। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
ক. উদ্ভিদের প্রধান অংশ কয়টি ও কী কী?
উত্তর: উদ্ভিদের প্রধান অংশ পাঁচটি। যথা- ১) মূল, ২) কান্ড, ৩) পাতা, ৪) ফুল ও ৫) ফল।
খ. অপুষ্পক উদ্ভিদ কোন পরিবেশে জন্মে?
উত্তর: অপুষ্পক উদ্ভিদের মধ্যে অধিকাংশ উদ্ভিদ ছায়াযুক্ত বা স্যাঁতস্যাঁতে শীতল স্থানে জন্মে।
গ. উদ্ভিদ পানি শোষণ করে কী দিয়ে?
উত্তর: উদ্ভিদ মূলের সাহায্যে মাটি থেকে পানি শোষণ করে থাকে।
৩। বর্ণনামূলক প্রশ্ন
ক. বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য কী কী?
উত্তর : বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্যসমূহ হলো-
১) বৃক্ষ জাতীয় উদ্ভিদের কান্ড শক্ত, মোটা ও দীর্ঘ হয়।
২) এসকল উদ্ভিদের কান্ড থেকে শাখা-প্রশাখা ও পাতা বের হয়।
৩) এদের মূল মাটির অনেক গভীরে যায়।
খ. গাছের ফুল ছিড়লে কী সমস্যা হবে?
উত্তর: ফুল হলো গাছের বিশেষ ধরনের একটি অংশ যা সাধারণত রঙিন হয়। ফুল থেকে উদ্ভিদের ফল ও বীজ উৎপন্ন হয়। এই বীজ বপন করলে তা থেকে অনুরূপ চারাগাছের সৃষ্টি হয়। গাছের ফুল ছিড়লে গাছের ফল ও বীজ উৎপন্নে ব্যাঘাত ঘটবে। ফলে নতুন চারাগাছের সৃষ্টি হবে না। এক সময় গাছটি আন্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে।
গ. পরিচিত একটি উদ্ভিদ আঁকি এবং সেখানে মূল, কান্ড ও পাতা চিহ্নিত করি।
উত্তর:
ঘ. কান্ডের গঠন অনুযায়ী কত ধরনের উদ্ভিদ পাওয়া যায়? উদাহরণ দিই।
উত্তর: কান্ডের গঠন অনুযায়ী তিন ধনের উদ্ভিদ পাওয়া যায়। যথা- বিরুৎ, গুল্ম ও বৃক্ষ।
১) বিরুৎ: নরম ও’সবুজ কাণ্ডবিশিষ্ট উদ্ভিদকে বিরুৎ শ্রেণির উদ্ভিদ বলে। যেমন- ধান, সরিষা, টমেটো ইত্যাদি।
২) গুল্ম: যেসকল উদ্ভিদের কান্ড শক্ত এবং বিরুৎ এর তুলনায় আকারে বড় এবং কান্ডের গোড়ার কাছ থেকেই শাখা-প্রশাখা বের হয়, সে সকল উদ্ভিদকে গুল্ম উদ্ভিদ বলে। যেমন- গোলাপ, রঙ্গন, জবা ইত্যাদি।
৩) বৃক্ষ: যেসব উদ্ভিদের কান্ড দীর্ঘ ও শক্ত প্রকৃতির, সেসব উদ্ভিদকে বৃক্ষ বলে। যেমন- আমগাছ, জামগাছ, বটগাছ ইত্যাদি।
অতিরিক্ত বহুনির্বাচনি
১. কোনটি গাছকে মাটিতে আটকে রাখে?
ক. মূল√
খ. কান্ড
গ. শাখা
ঘ. পত্রবৃত্ত
২. মূল বা উদ্ভিদের অন্যান্য অংশের সাথে সংযোগ স্থাপন করে নিচের কোনটি?
ক. শাখা
খ. প্রশাখা
গ. কান্ড√
ঘ. পত্রফলক
৩. কোনটি শিরা-উপশিরা দ্বারা গঠিত?
ক. কান্ড
খ. ফুল
গ. ফল
ঘ. পাতা√
শূন্যস্থান পূরণ (অতিরিক্ত)
১. সকল উদ্ভিদেরই মূল,___এবং পাতা থাকে।
২. উদ্ভিদের___ মাটির নিচে থাকে।
৩. ___গাছকে মাটিতে আটকে রাখতে সাহায্য করে।
8. ___ মূল, কান্ড, শাখা-প্রশাখা থাকে।
৫. উদ্ভিদের ___চ্যাপ্টা ও সবুজ হয়ে থাকে।
৬. পাতা মূলত একটি_, পত্রফলক এবং শিরা-উপশিরা দ্বারা গঠিত।
৭. ___উদ্ভিদের বিশেষ ধরনের অংশ।
৮. সকল উদ্ভিদের ___হয় না।
৯. কান্ডের উপর ভিত্তি করে উদ্ভিদকে ___ভাগ করা যায়।
১০. মাটি থেকে মূল এর সাহায্যে ___ ও___ উপাদান সংগ্রহ করে।
উত্তর ১. কান্ড; ২. মূল; ৩. মূল; ৪. উদ্ভিদের; ৫. পাতা, ৬. বৃত্ত বা বোটা; ৭. রঙিন; ৮. ফুল ও ফল; ১. তিন ভাগে; ১০. পানি, পুষ্টি;
মিলকরণ (অতিরিক্ত)
১. বাম পাশ থেকে শব্দ বা বাক্যাংশ নিয়ে ডান পাশের সাথে মিল কর।
বাম পাশ | ডান পাশ |
১. উদ্ভিদের মূল সাধারণত ২. মাটির উপর উদ্ভিদের প্রধান অংশ ৩. উদ্ভিদের পাতা ৪. একটি বৃন্ত বা বোটা, পত্রফলক এবং শিরা-উপশিরা দ্বারা গঠিত ৫. সকল উদ্ভিদের |
১. ফুল থাকে না। ২. চ্যাপ্টা ও সবুজ হয়ে থাকে। ৩. মাটির নিচে থাকে। ৪. কান্ড। ৫. শিরা-উপশিরা ৬. মূলত পাতা। ৭. উপরে থাকে। |
উত্তর:
১. উদ্ভিদের মূল সাধারণত মাটির নিচে থাকে।
২. মাটির উপর উদ্ভিদের প্রধান অংশ কান্ড।
৩. উদ্ভিদের পাতা চ্যাপ্টা ও সবুজ হয়ে থাকে।
৪. একটি বৃন্ত বা বোটা, পত্রফলক এবং শিরা-উপশিরা দ্বারা গঠিত মূলত পাতা।
৫. সকল উদ্ভিদের ফুল থাকে না।
অতিরিক্ত সংক্ষিপ্ত
১. উদ্ভিদ কাকে বলে?
উত্তর: যে সকল জীব চলাফেরা করা কিংবা শুনতে পায় না, কিন্তু নিজে নিজে খাদ্য তৈরি করতে পারে এবং বংশবিস্তার করতে পারে, তাদেরকে উদ্ভিদ বলে।
২. উদ্ভিদের কান্ডে কী কী অংশ দেখা যায়?
উত্তর: উদ্ভিদের কান্ডে শাখা-প্রশাখা, পাতা, ফুল, ফল ও বীজ দেখা যায়।
৩. মূলের প্রধান কাজ কী?
উত্তর: মূলের প্রধান কাজ হলো মাটি থেকে পানি ও পুষ্টি উপাদান গ্রহণ করা এবং মাটির সঙ্গে উদ্ভিদকে আঁকড়ে ধরে রাখা।
৪. পাতার প্রধান কাজ কী?
উত্তর: পাতার প্রধান কাজ হলো সূর্য থেকে আলোক শক্তি গ্রহণ করে খাদ্য তৈরি করা এবং বায়ু গ্রহণ ও ত্যাগ করতে সাহায্য করা।
৫. কান্ডের প্রধান কাজ কী?
উত্তর: কান্ড দেহের বিভিন্ন অংশে পানি ও পুষ্টি উপাদান পৌঁছে দেয় এবং এটি সম্পূর্ণ গাছ ও পাতাগুলোকে ধরে রাখে।
৬. উদ্ভিদের মূলের কাজ কী?
উত্তর: উদ্ভিদের মূল বা শিকড় সাধারণত মাটির নিচে থাকে। মূল গাছকে মাটিতে আটকে রাখে ও মাটির উপরের দিকে সোজা করে ধরে রাখতে সাহায্য করে।
৭. উদ্ভিদের বেঁচে থাকার জন্য কোন অংশের গুরুত্ব বেশি?
উত্তর: উদ্ভিদের বেঁচে থাকার জন্য মূলের গুরুত্ব সবচেয়ে বেশি। কারণ উদ্ভিদ মাটি থেকে মূলের সাহায্যে পানি ও পুষ্টি উপাদান সংগ্রহ করে। এই পানি ও পুষ্টি উপাদান ব্যবহার করে উদ্ভিদ বেঁচে থাকে।
৮. গুল্ম জাতীয় উদ্ভিদ কাকে বলে?
উত্তর: যে সকল উদ্ভিদের কান্ড শত্রু কিন্তু বৃক্ষের মতো দীর্ঘ ও মোটা নয় এবং মূল মাটির গভীরে যায় না তাকে গুল্ম জাতীয় উদ্ভিদ বলে।
৯. চারটি গুল্ম জাতীয় উদ্ভিদের নাম লেখ।
উত্তর: চারটি গুল্ম জাতীয় উদ্ভিদ হলো- গোলাপ, রঙ্গন, জবা এবং লেবু।
১০. বিরুৎ উদ্ভিদ কাকে বলে?
উত্তর: যে সকল উদ্ভিদের কান্ড বেশ নরম, আকারে ছোটো এবং মূল মাটির গভীরে যায় না তাদেরকে বিরুৎ উদ্ভিদ বলে।
অতিরিক্ত বর্ণনামূলক
১. উদ্ভিদে পাতার কাজ কী কী?
উত্তর: উদ্ভিদে পাতার বিভিন্ন কাজ রয়েছে। যথা-
খাদ্য তৈরি করা।
পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য রক্ষা করা এবং পত্ররন্ধের মাধ্যমে শ্বাসকার্য চালানো।
বাষ্প মোচনে সাহায্য করা।
খাদ্য এবং জলের আধার হিসেবেও কাজ করতে পারে।
২. উদ্ভিদের ফুলের কাজ কী?
উত্তর: সমস্ত সপুষ্পক উদ্ভিদের ফুল ফোটে ও এরা উদ্ভিদের বংশবিস্তারে সাহায্য করে। ফুলের জৈবিক কাজ হলো প্রজনন সহজতর করা। সাধারণত ডিম্বাণু দিয়ে শুক্রাণু মিলনের জন্য একটি প্রক্রিয়া সরবরাহ করা।
৩. উদ্ভিদের কান্ডের কাজ কী কী?
উত্তর: উদ্ভিদের কাণ্ড বিভিন্ন কাজ করে থাকে।
যেমন-
কান্ড শাখা-প্রশাখা, পাতা, ফুল ও ফল সৃষ্টি করে এবং তাদের ধারণ করে।
কাণ্ড মূল দ্বারা শোষিত জল ও খনিজ লবণকে পাতায় সংবহন করে।
প্রয়োজন অনুযায়ী নতুন কেশ, কলা, ও অঙ্গ সৃষ্টি করে যা স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে।
কাণ্ড ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে রাখে। যেমন- আলু, আদা।
ক্যাকটাস জাতীয় উদ্ভিদের কাণ্ড জল সঞ্চয় করে রাখে।
৪. অপুষ্পক ও সপুষ্পক উদ্ভিদের মধ্যে তিনটি পার্থক্য লেখো।
উত্তর: অপুষ্পক ও সপুষ্পক উদ্ভিদের মধ্যে পার্থক্য-
অপুষ্পক উদ্ভিদ
১। ফুল, ফল ও বীজ হয় না।
২। দেহ, মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত থাকে না।
৩। এদের আবাসস্থল হলো ছায়াযুক্ত বা স্যাঁতসেতে শীতল স্থান।
সপুষ্পক উদ্ভিদ
১। এদের ফুল, ফল ও বীজ হয়।
২। দেহ, মূল, কাণ্ড ও পাতা বিভক্ত।
৩। এদের আবাসস্থল হলো আলো ও বাতাসমুক্ত উষ্ণ ও নাতিশীতোষ্ণ স্থান।