Breaking News
তৃতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর
৩য় শ্রেণি বাংলা প্রশ্ন উত্তর

তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ ৭ ঘাসফড়িং আর পিঁপড়ার গল্প

তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ ৭ ঘাসফড়িং আর পিঁপড়ার গল্প: পিঁপড়া বুদ্ধিমান প্রাণী। সামনের শীতের কথা চিন্তা করে সে শুরুতেই খাবার সঞ্চয় শুরু করে। কারণ, শীতকালে সূর্যতাপ কম থাকবে এবং চারপাশ কুয়াশায় ভরে যাবে। তখন খবার সংগ্রহ দূরের কথা বাসা থেকেই বের হতে পারবে না। বিপরীতে, ঘাসফড়িং অলস। শরতে সে খেলাধুলা ও গান করে কাটিয়েছে। শীতের জন্য খাবার জমা করেনি। শীতকাল এলে ঘাসফড়িং খাবার সংকটে পড়ে। গল্পটির শিক্ষা এই যে, ভবিষ্যতের কথা ভেবে প্রস্তুতি নিয়ে রাখা বুদ্ধিমানের কাজ।

তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ ৭ ঘাসফড়িং আর পিঁপড়ার গল্প:

শব্দ শিখি:

শরৎকাল – ভাদ্র ও আশ্বিন মাস মিলে যে ঋতু।
শীতকাল – পৌষ ও মাঘ মাস মিলে যে ঋতু।
সঞ্চয় – জমা।

অনুশীলনী

১। যুক্তবর্ণ ভেঙে লিখি ও একটি করে নতুন শব্দ বানাই।

জিজ্ঞাসা জ্ঞ = জ+ঞ
ক্ষুধা ক্ষ = ক+ষ
সঞ্চয় ঞ্চ = ঞ+চ
কষ্ট ষ্ট = য+ট

উত্তর:

জিজ্ঞাসা জ্ঞ = জ+ঞ বিজ্ঞান
ক্ষুধা ক্ষ = ক+য শিক্ষা
সঞ্চয় ঞ্চ = ঞ+চ চঞ্চল
কষ্ট ষ্ট = ষ+ট নষ্ট

২। বাক্যগুলো এলোমেলো আছে। সাজিয়ে লিখি।

সূর্যের তাপ কমে গেল। খেলতেও পারে না। ঘাসফড়িং আর খাবার খুঁজে পায় না। চারপাশ কুয়াশায় ভরে গেল। দেখতে দেখতে শীতকাল এসে গেল।

উত্তর: দেখতে দেখতে শীতকাল এসে গেল। সূর্যের তাপ কমে গেল। চারপাশ কুয়াশায় ভরে গেল। ঘাসফড়িং আর খাবার খুঁজে পায় না। খেলতেও পারে না।

৩। উত্তর বলি ও লিখি।

ক) পিঁপড়া রোদের মধ্যে কী করছিল?
উত্তর: পিঁপড়া রোদের মধ্যে বড়ো একটা বোঝা টেনে নিয়ে যাচ্ছিল।

খ) ঘাসফড়িং কী করছিল?
উত্তর: ঘাসফড়িং ঘাসের উপর তিড়িংখবিড়িং করে খেলা করছিল।

গ) ঘাসফড়িং কেন পিঁপড়ার বাসায় গেল?
উত্তর: ঘাসফড়িং এর ক্ষুধা লাগায় সে খাবারের আশায় পিঁপড়ার বাসায় গেল।

ঘ) কে বোকা পিঁপড়া, নাকি ঘাসফড়িং?
উত্তর: ঘাসফড়িং বোকা।

অতিরিক্ত প্রশ্ন ও উত্তর

সঠিক উত্তরের পাশে টিক (✔) চিহ্ন দিই।

১. ঘাসের উপর খেলা করছিল কে?
ক. ব্যাঙ
খ. ঘাসফড়িং√
গ. পিঁপড়া
ঘ. সাপ

২. রোদের মধ্যে বড়ো একটা বোঝা টেনে নিয়ে যাচ্ছে কে?
ক. পিঁপড়া√
খ. মুরগি
গ. ব্যাঙ
ঘ. সাপ

৩. তিড়িংবিড়িং করে খেলা করে কে?
ক. ঘাসফড়িং√
খ. পিঁপড়া
গ. ব্যাঙ
ঘ. হরিণ

৪. ঘাসফড়িং এর মতে বোকা কে?
ক. মুরগি
খ. ঘোড়া
গ. পিঁপড়া√
ঘ. ব্যাঙ

৫. কখন সূর্যের তাপ কম থাকে?
ক. গ্রীষ্মকালে
খ. বর্ষাকালে
গ. শরৎকালে
ঘ. শীতকালে√

৬. খাবার সঞ্চয় করে রাখে কে?
ক. পিঁপড়া√
খ. হরিণ
গ. সারস পাখি
ঘ. ব্যাঙ

৭. ঘাসফড়িং খাবারের জন্য কার বাসায় গিয়েছিল?
ক. কাকের বাসায়
খ. ব্যাঙের বাসায়
গ. পাখির বাসায়
ঘ. পিঁপড়ার বাসায়√

৮. ভাদ্র ও আশ্বিন- এ দু’মাস মিলে-
ক. শীতকাল
খ. শরৎকাল√
গ. বর্ষাকাল
ঘ. হেমন্তকাল

৯. ঘাসফড়িং কাকে খেলা করতে বলল?
ক. সারস পাখিকে
খ. বুলবুলি পাখিকে
গ. পিঁপড়াকে√
ঘ. ব্যাঙকে

১০. কোন কোন মাস নিয়ে শীতকাল?
ক. ভাদ্র ও আশ্বিন
খ. চৈত্র ও বৈশাখ
গ. পৌষ ও মাঘ√
ঘ. মাঘ ও ফাল্গুন

খালি জায়গায় শব্দ বসাই

ঘাসফড়িং
তিড়িংবিড়িং
সঞ্চয়
ঝলমল
শীতকালে

ক) চারপাশে রোদ………..করছে।
খ) ………..খুব বোকা।
গ) সূর্যের তাপ কমে ………..।
ঘ) ঘাসফড়িং………..করে খেলা করে।
ঙ) পিঁপড়া গরমকালে খাবার…………করে।

উত্তর:

ক) চারপাশে রোদ ঝলমল করছে।
খ) ঘাসফড়িং খুব বোকা।
গ) সূর্যের তাপ কমে শীতকালে।
ঘ) ঘাসফড়িং তিড়িংবিড়িং করে খেলা করে।
ঙ) পিঁপড়া গরমকালে খাবার সঞ্চয় করে।

বাক্য গঠন করি:

ঘাসফড়িং, সূর্য, সঞ্চয়, ক্ষুধা, কষ্ট।

উত্তর:

ঘাসফড়িং – ঘাসফড়িং তিড়িৎবিড়িং খেলা করে।
সূর্য – সূর্য পূর্বদিকে উদিত হয়।
সঞ্চয় – প্রত্যেকের সঞ্চয় করা উচিত।
ক্ষুধা – ক্ষুধা লাগলে খাওয়া উচিত।
কষ্ট – সময় মতো কাজ না করলে কষ্ট পেতে হবে।

Class 3 All Guide

আরো প্রশ্নসহ গাইড ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করো 👉 Install Now

সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর:

১. ‘ঘাসফড়িং আর পিঁপড়ার গল্পে’- ঘাসফড়িং কোথায় খেলা করছিল?
উত্তর : ঘাসফড়িং ঘাসের উপর খেলা করছিল।

২. ‘ঘাসফড়িং আর পিঁপড়ার গল্পে’- কয়টি ও কী কী ঋতুর কথা বলা হয়েছে?
উত্তর : ‘ঘাসফড়িং আর পিঁপড়ার গল্পে’ দুইটি ঋতুর কথা বলা হয়েছে। যথা- শরৎকাল ও শীতকাল।

৩. কে বোঝা টেনে নিয়ে যাচ্ছিল?
উত্তর : পিঁপড়া-বোঝা টেনে নিয়ে যাচ্ছিল।

৪. পিঁপড়াকে খেলা করতে বলে কে?
উত্তর : ঘাসফড়িং পিঁপড়াকে খেলা করতে বলে।

৫. খাবার সঞ্চয় করে রাখে কে?
উত্তর : পিঁপড়া খাবার সঞ্চয় করে রাখে।

৬. ঘাসফড়িং কখন খাবার খুঁজে পায় না?
উত্তর: শীতকালে যখন চারপাশ কুয়াশায় ভরে যায়, তখন ঘাসফড়িং খাবার খুঁজে পায় না।

৭. শীতকালে ঘর থেকে বের হতে পারবে না কে?
উত্তর: পিঁপড়া।

৮. ‘পিঁপড়াটা খুব বোকা’- এ কথাটি কে বলেছে?
উত্তর: ঘাসফড়িং।

৯. ‘এখন তবে নেচে বেড়াও’-এ কথাটি কে, কাকে বলেছে?
উত্তর: পিঁপড়া ঘাসফড়িংকে বলেছে।

১০. ‘খাবার সঞ্চয় করছি’- এখানে সঞ্চয় অর্থ কী?
উত্তর: জমা।

বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর

১. পিঁপড়া খাবার সঞ্চয় করে রাখে কেন?
উত্তর: পিঁপড়া ভবিষ্যতের জন্য খাবার সঞ্চয় করে রাখে। কারণ, খাবার পাওয়া সবসময় নিশ্চিত নয়। যেকোনো সময় খাবারের অভাব বা দুর্দিন আসতে পারে। তাছাড়া শীতের মৌসুমে পিঁপড়া খাবার সংগ্রহ করতে পারে না। তাই পিঁপড়া খাবার সঞ্চয় করে রাখে।

২. ঘাসফড়িং পিঁপড়াদের মতো খাবার সঞ্চয় করে না কেন?
উত্তর: ঘাসফড়িংয়ের জীবনযাত্রা এবং আচরণ পিঁপড়াদের থেকে আলাদা। তারা পিঁপড়াদের মতো শীতকালীন প্রস্তুতিও নেয় না। সাধারণত তাদের জীবনের একটি বড়ো অংশ গ্রীষ্মকালে কাটায়। সেসময় তারা প্রচুর খাবার পায়। তাই খাবার সংগ্রহের পরিবর্তে তারা ডানা মেলে উড়ে বেড়াতে ও তিড়িংবিড়িং করে খেলতে বেশি পছন্দ করে। তাছাড়া তাদের প্রজন্মকাল ও খাদ্য সংগ্রহের প্রক্রিয়াও পিঁপড়াদের চেয়ে আলাদা। তাই ঘাসফড়িং পিঁপড়াদের মতো খাবার সঞ্চয় করে না।

Read More: তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ ৬ প্রশ্ন উত্তর

Read More: তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ ৮ আমি হব কবিতার প্রশ্ন উত্তর

Codehorse App

Check Also

তৃতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর

তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ ১৬ হাসি প্রশ্ন উত্তর

তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ ১৬ হাসি প্রশ্ন উত্তর: পৃথিবীতে সবাই হাসতে জানে। খোকন ফোকলা দাঁতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *