তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ ৫ আবার পড়ি ফলাচিহ্ন প্রশ্ন উত্তর: বাংলা ভাষায় নতুন শব্দ গঠন ও সঠিক উচ্চারণ সম্পর্কে জানার জন্য ফলাচিহ্ন সম্পর্কে ধারণা থাকা একান্ত অপরিহার্য। শব্দ গঠনের ক্ষেত্রে চার ধরনের ফলাচিহ্ন রয়েছে; যথা- ব-ফলা, ম-ফলা, য-ফলা ও র-ফলা। শব্দ গঠন ও উচ্চারণের ক্ষেত্রে এসব ফলাচিহ্নের ব্যবহার ও অবস্থান সম্পর্কে জানা প্রয়োজন।
তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ ৫ আবার পড়ি ফলাচিহ্ন প্রশ্ন উত্তর:
পড়ি ও লিখি
দ্বিতীয়, স্বাধীন, বিশ্ব;
সমাধান:
দ্বিতীয় = আমার ছোটো বোন দ্বিতীয় শ্রেণিতে পড়ে।
স্বাধীন = আমরা স্বাধীন দেশের নাগরিক।
বিশ্ব = আমি বড়ো হয়ে বিশ্বকে ঘুরে দেখবো।
পড়ি ও লিখি
স্মরণ, পদ্ম, আত্মীয়;
সমাধান:
স্মরণ = মিথিলার স্মরণশক্তি খুব ভালো।
পদ্ম = পদ্ম ফুল আমার খুব পছন্দ।
আত্মীয় = আমরা আত্মীয়ের বাসায় বেড়াতে যাই।
পড়ি ও লিখি
ব্যয়, ধন্যবাদ, সাহায্য;
সমাধান:
ব্যয় = সকলের আয় বুঝে ব্যয় করা উচিত।
ধন্যবাদ = উপকারের জন্য তোমাকে ধন্যবাদ।
সাহায্য = দরিদ্রকে সাহায্য করো।
পড়ি ও লিখি
গ্রহ, প্রতিবেশী, তীব্র;
সমাধান:
গ্রহ = সৌরজগতে আটটি গ্রহ রয়েছে।
প্রতিবেশী = প্রতিবেশীর বিপদে সাহায্য করা উচিত।
তীব্র = তীব্র স্রোতে নৌকাটি দিশেহারা।
Class 3 All Guide ⮯
| আরো প্রশ্নসহ গাইড ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করো 👉 Install Now |
অতিরিক্ত প্রশ্ন ও উত্তর:
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর:
১. ৫টি ব-ফলা যুক্ত শব্দের উদাহরণ দাও।
উত্তর: ধ্বনি, শ্বাস, স্বদেশ, দ্বিতীয়, স্বাধীন।
২. দশটি য-ফলা যুক্ত শব্দ লেখ।
উত্তর: দশটি য-ফলা যুক্ত শব্দ হলো – ব্যক্ত, ব্যর্থ, ন্যস্ত, ব্যথা, ব্যথিত, ব্যতীত, সন্ধ্যা, স্বাস্থ্য, মর্ত্য, বিদ্যা।
৩. দশটি র-ফলা যুক্ত শব্দ লেখ।
উত্তর: দশটি র-ফলা যুক্ত শব্দ হলো- প্রকাশ, প্রণাম, গ্রন্থ, রাত্রি, ছাত্র, বিদ্রোহ, অস্ত্র, যন্ত্র, কেন্দ্র, মন্ত্র।
৪. ম-ফলা দিয়ে ১০টি শব্দ গঠন করে বাক্য রচনা করো।
উত্তর:
শ্মশান – আমাদের গ্রামের শ্মশানটি অনেক বড়ো।
স্মৃতি – দাদার সঙ্গে কাটানো সময়গুলো সুন্দর স্মৃতি হয়ে আছে।
ছদ্ম – ছদ্মবেশে পুলিশ আসামি ধরেছে।
আত্মবিশ্বাস – ভালো কাজ করলে আত্মবিশ্বাস বাড়ে।
সম্মান – সকলের সম্মান লাভের অধিকার রয়েছে।
উন্মাদ – লোকটি একটি বদ্ধ উন্মাদ।
জন্ম – জন্ম আমার ধন্য হলো।
সূক্ষ্ম – কাপড়টিতে অতি সূক্ষ্ম সুতার কাজ রয়েছে।
লক্ষ্মী – নীলা খুব লক্ষ্মী মেয়ে।
কুষ্মান্ড – লোকটি নিতান্তই এক অকাল কুষ্মাণ্ড।
৫. ব-ফলা যুক্ত শব্দ ও বাক্য রচনা: বিশ্বাস, অশ্ব, ত্বক, স্বামী, ভূস্বামী, দ্বিধা।উত্তর:
বিশ্বাস – সায়েমার প্রতি আমার অগাধ বিশ্বাস।
অশ্ব – তারেক অশ্ব চালনায় পারদর্শী।
ত্বক – প্রত্যেকেরই ত্বকের পরিচর্যা করা উচিত।
স্বামী – স্বামীহারা মেয়েটি বড়োই দুঃখী।
ভূ-স্বামী – ভূমির মালিককেই ভূ-স্বামী বলা হয়।
দ্বিধা – কাজটি করার ব্যাপারে আমার কোনো দ্বিধা নেই।
Codehorse Learn Free