তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ ১৬ হাসি প্রশ্ন উত্তর: পৃথিবীতে সবাই হাসতে জানে। খোকন ফোকলা দাঁতে হাসে। তার হাসি দেখে হাসে চাঁদও। কাজল বিলের শাপলা, সবুজ ঘাস, খলসে মাছ, পাতিহাঁস সবাই হাসে। টিয়ের রাঙা ঠোঁটে সবসময় হাসি লেগে থাকে। ফিঙে, দোয়েল, কোয়েল, ময়না, শ্যামা তারাও হাসতে চায়। এত হাসি দেখেও যারা গোমড়া মুখে বসে থাকে তাদের দেখে প্যাঁচার হাসি পায়।
তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ ১৬ হাসি প্রশ্ন উত্তর:
শব্দ শিখি:
ফোকলা – দাঁতহীন
বিল – স্রোতহীন বড়ো জলাশয়
পিলে – শরীরের একটা অঙ্গ
গোমড়া – গম্ভীর
খবর – সংবাদ
অনুশীলনী
১। বাক্য লিখি।
খবর ……………….
ফোকলা ……………….
রাঙা ……………….
গোমড়া ……………….
উত্তর:
খবর – বাবা টিভিতে খবর দেখছেন।
ফোকলা – রাতুলের ফোকলা দাঁতের হাসি খুব সুন্দর।
রাঙা – টিয়া হাসে রাঙা ঠোঁটে।
গোমড়া – মুখ গোমড়া করে থেকো না।
২। বাম পাশের সাথে ডান পাশের মিল করি।
খোকন হাসে = রাঙা ঠোঁটে।
চাঁদ হাসে = শাপলা হাসে।
কাজল বিলে = হাসেন পাতিহাঁস।
টিয়ে হাসে = ফোকলা দাঁতে।
খলসে মাছের হাসি দেখে = খোকনের সাথে।
উত্তর:
খোকন হাসে ফোকলা দাঁতে।
চাঁদ হাসে খোকনের সাথে।
কাজল বিলে শাপলা হাসে।
টিয়ে হাসে রাঙা ঠোঁটে।
খলসে মাছের হাসি দেখে হাসেন পাতিহাঁস।
৩। ডান পাশ থেকে শব্দ এনে খালি জায়গা পূরণ করি।
পিলে
প্যাঁচার
চাঁদ
খবর
রাঙা
ক) এই শোন না কত হাসির………বলে যাই।
খ) …………হাসে তার সাথে সাথে।
গ) টিয়ে হাসে……….ঠোঁটে।
ঘ) বোয়াল মাছের দেখলে হাসি………..চমকে যায়।
ঙ) তাদের দেখে……….মুখেও কেবল হাসি পায়।
উত্তর:
ক) এই শোন না কত হাসির খবর বলে যাই।
খ) চাঁদ হাসে তার সাথে সাথে।
গ) টিয়ে হাসে রাঙা ঠোঁটে।
ঘ) বোয়াল মাছের দেখলে হাসি পিলে চমকে যায়।
ঙ) তাদের দেখে প্যাঁচার মুখেও কেবল হাসি পায়।
৪। কবিতাটি থেকে চন্দ্রবিন্দু (ঁ) যুক্ত শব্দগুলো বাছাই করে নিচে লিখি।
উত্তর: দাঁত, হাঁস, ঠোঁট, প্যাঁচা, চাঁদ।
৫। কবিতাটি না দেখে বলি ও লিখি।
উত্তর: নিজে নিজে চেষ্টা করো।
৬। উত্তর বলি ও লিখি।
ক) কাজল বিলে কে হাসে?
উত্তর: কাজল বিলে শাপলা হাসে।
খ) কার হাসি দেখে পিলে চমকে যায়?
উত্তর: বোয়াল মাছের হাসি দেখে পিলে চমকে যায়।
গ) প্যাঁচার মুখে হাসি পায় কেন?
উত্তর: পৃথিবীতে সবাই হাসতে জানে। খোকন ফোকলা দাঁতে হাসে। তার হাসি দেখে হাসে চাঁদও। কাজল বিলের শাপলা, সবুজ ঘাস, খলসে মাছ, পাতিহাঁস সবাই হাসে। টিয়ের রাঙা ঠোঁটে সবসময় হাসি লেগে থাকে। ফিঙে, দোয়েল, কোয়েল, ময়লা, শ্যামা তারাও হাসতে চায়। এত হাসি দেখেও যারা গোমড়া মুখে বসে থাকে তাদের দেখে প্যাঁচার হাসি পায়।
ঘ) কাদের দেখে প্যাঁচার মুখে হাসি পায়?
উত্তর: নানা রকম হাসি দেখেও যারা গোমড়া মুখ করে থাকে তাদের দেখে প্যাঁচার মুখে হাসি পায়।
ঙ) খলসে মাছের হাসি দেখে কে হাসে?
উত্তর: খলসে মাছের হাসি দেখে পাঁতিহাস হাসে।
৭। পাঁচটি পাখি ও পাঁচটি মাছের নাম লিখি।
উত্তর: পাঁচটি পাখির নাম- ১। টিয়া; ২। ময়না; ৩। চড়ুই; ৪। টুনটুনি; ৫। ঘুঘু।
পাঁচটি মাছের নাম- ১। বোয়াল; ২। চিতল; ৩। ইলিশ; ৪। কাতলা; ৫। রুই।
৮। ছবি দেখে বাক্য বলি ও লিখি।
সমাধান:
রাতের আকাশে চাঁদ উঠেছে।
টিয়া পাখি অনেক সুন্দর।
সাকিব ফোকলা দাঁতে হাসে।
বোয়াল মাছ আমার পছন্দ।
গোমড়া মুখে থেকো না।
Class 3 All Guide ⮯
| আরো প্রশ্নসহ গাইড ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করো 👉 Install Now |
অতিরিক্ত প্রশ্ন ও উত্তর
সঠিক উত্তরের পাশে টিক (✔) চিহ্ন দিই।
১. ফোকলা দাঁতে কে হাসে?
ক. খোকন√
খ. চাঁদ
গ. বোয়াল
ঘ. পাতিহাঁস
২. খোকার সাথে কে হাসে?
ক. বোয়াল মাছ
খ. প্যাঁচা
গ. শ্যামা
ঘ. চাঁদ√
৩. শাপলা ফুল কোথায় ফুটেছে?
ক. পুকুরে
খ. নদীতে
গ. কাজল বিলে√
ঘ. খালে
৪. খলসে মাছের হাসি দেখে কে হাসে?
ক. চাঁদ
খ. ফিঙে
গ. দোয়েল
ঘ. পাতিহাঁস√
৫. রাঙা ঠোঁটে কে হাসে?
ক. পাতিহাঁস
খ. খলসে মাছ
গ. প্যাঁচা
ঘ. টিয়া√
৬. গোমড়ামুখোদের দেখে কার হাসি পায়?
ক. চাঁদের
খ. খোকনের
গ. প্যাঁচার√
ঘ. টিয়ার
৭. ‘ফোকলা’ অর্থ কী?
ক. চুলহীন
খ. দাঁতহীন√
গ. চালাক
ঘ. বোকা
৮. স্রোতহীন জলাশয়কে কী বলে?
ক. বিল√
খ. নদী
গ. সাগর
ঘ. নদ
ডান পাশের শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো:
দোয়েল-কোয়েল
বোয়াল
গোমড়া
পাতিহাঁস
ফিঙের
১. খলসে মাছের হাসি দেখে হাসেন……।
২. টিয়ের হাসি দেখে………মুখেও হাসি ফোটে।
৩. পিলে চমকে যায়……….মাছের হাসি দেখলে।
৪. প্যাঁচার হাসি পায়, যারা……….মুখে থাকে তাদের দেখে।
৫. ……….ময়না-শ্যামা সবাই হাসতে চায়।
উত্তর:
১. খলসে মাছের হাসি দেখে হাসেন পাতিহাঁস।
২. টিয়ের হাসি দেখে ফিঙের মুখেও হাসি ফোটে।
৩. পিলে চমকে যায় বোয়াল মাছের হাসি দেখলে।
৪. প্যাঁচার হাসি পায়, যারা গোমড়া মুখে থাকে তাদের দেখে।
৫. দোয়েল-কোয়েল ময়না-শ্যামা সবাই হাসতে চায়।
বামপক্ষের সাথে ডানপক্ষ মিলাও:
| বামপক্ষ | ডানপক্ষ |
| ১. এই শোন না, কত হাসির ২. ফিঙের মুখেও ৩. পিলে চমকে যায় ৪. প্যাঁচার মুখেও ৫. দোয়েল-কোয়েল |
বোয়াল মাছের হাসি দেখে কেবল হাসি পায় ময়না-শ্যামা খবর বলে যাই হাসি ফোটে |
উত্তর:
১. এই শোন না, কত হাসির খবর বলে যাই।
২. ফিঙের মুখেও হাসি ফোটে।
৩. পিলে চমকে যায় বোয়াল মাছের হাসি দেখে।
৪. প্যাঁচার মুখেও কেবল হাসি পায়।
৫. দোয়েল-কোয়েল ময়না-শ্যামা।
বাক্য গঠন:
বিল, প্যাঁচা, হাসি, মাছ, শাপলা।
উত্তর:
বিল = বিলের জলে জেলেরা মাছ ধরে।
প্যাঁচা = রাতের আঁধারে প্যাঁচা ডাকে।
হাসি = তোমার কথা শুনে আমার হাসি পাচ্ছে।
মাছ = রাব্বি মাছ ধরছে।
শাপলা = শাপলা আমাদের জাতীয় ফুল।
যোগ্যতাভিত্তিক :
‘হাসি’ নিয়ে পাঁচটি বাক্য লেখ।
উত্তরঃ ‘হাসি’ নিয়ে পাঁচটি বাক্য হলো:
১. খোকন হাসে ফোকলা দাঁতে।
২. টিয়া হাসে রাঙা ঠোঁটে।
৩. কাজল বিলে শাপলা হাসে।
৪. ফিঙের মুখেও হাসি ফোটে।
৫. গোমড়ামুখোদের দেখে প্যাঁচারও হাসি পায়।
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর:
১. ‘হাসি’ কবিতাটি কার লেখা?
উত্তর: রোকনুজ্জামান খান।
২. ‘হাসি’ কবিতায় কবি কীসের খবর বলেছেন?
উত্তর: নানা রকম হাসির খবর।
৩. খোকন কীভাবে হাসে?
উত্তর: ফোকলা দাঁতে।
৪. খোকনের সাথে কে হাসে?
উত্তর: চাঁদ।
৫. কাজল বিলে কে হাসে?
উত্তর: শাপলা, খলসে মাছ ও পাতিহাঁস।
৬. কাজল বিলে শাপলার সাথে কে হাসে?
উত্তর: সবুজ ঘাস।
৭. খলসে মাছ কোথায় হাসে?
উত্তর: কাজল বিলে।
৮. কার হাসি দেখে পাতিহাঁস হাসে?
উত্তর: খলসে মাছের।
Codehorse Learn Free