তৃতীয় শ্রেণির ইসলাম শিক্ষা প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর: আমাদের পৃথিবী দেখতে কত সুন্দর! এতে রয়েছে প্রকৃতি ও জীবজগৎ। রয়েছে নানা রকমের গাছপালা, ফুলফল ও পশুপাখি। নিচের ছবিটি দেখো। কী সুন্দর দেখতে! তাই না? কে সৃষ্টি করলেন এসব?
তৃতীয় শ্রেণির ইসলাম শিক্ষা প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর:
১। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন (✔) দাও
ক) বিশ্বজগৎ কে সৃষ্টি করেছেন?
১. নবি-রাসুলগণ
২. মহান আল্লাহ✔
৩. ফেরেশতাগণ
৪. কোনো সৃষ্টিকর্তা নেই
খ) ‘ইমানে মুজমাল’ অর্থ কী?
১. বাণী
২. আমল
৩. ইবাদাত
৪. ইমানের সংক্ষিপ্ত রূপ✔
গ) ইবাদাত আমাদের কোন কাজে উদ্বুদ্ধ করে?
১. মানুষের আনুগত্য করতে✔
২. ফেরেশতার আনুগত্য করতে
৩. জিনদের আনুগত্য করতে
৪. মহান আল্লাহর আনুগত্য করতে
ঘ) হজ আদায় করা কী?
১. ফরজ✔
২. ওয়াজিব
৩. সুন্নত
৪. মুস্তাহাব
ঙ) রুকুর তাসবিহ কী?
১. সুবহানা রাব্বিয়াল আ’ল
২. সুবহানা রাব্বিয়াল আ’জীম✔
৩. সুবহানাল্লাহ
৪. আলহামদুলিল্লাহ
চ) কোনটি পবিত্র কুরআনের ভাষা?
১. ফারসি
২. উর্দু
৩. আরবি✔
৪. ইংরেজি
ছ) আরবি ভাষায় বর্ণ কয়টি?
১. ২৭টি
২. ২৮টি
৩. ২৯টি✔
৪. ৩০টি
জ) আরবি ভাষায় হরকত কয়টি?
১. ২টি✔
২. ৩টি
৩. ৪টি
৪. ৫টি
ঝ) আসমানি কিতাব সর্বমোট কয়টি?
১. ১০৪ টি✔
২. ১০৫টি
৩. ১০৬টি
৪. ১০৭টি
ঞ) সর্বশেষ আসমানি কিতাবের নাম কী?
১. তাওরাত
২. যাবুর
৩. ইঞ্জিল
৪. কুরআন✔
২। শূন্যস্থান পূরণ করি
ক. জাকাত প্রদানের মাধ্যমে — হক আদায় হয়।
খ. পবিত্রতা — অঙ্গ।
গ. ওজুর ফরজ — টি।
ঘ. সালাত সর্বপ্রকার — কাজ থেকে বিরত রাখে।
ঙ. আরবি ২৯টি হরফের মধ্যে — হরফে কোন নুকতা নেই।
চ. পবিত্র কুরআন আমাদের জন্য উপকারী — প্রদান করে।
ছ. হজরত ঈসা (আ.) এর ওপর — নাজিল হয়।
জ. আমাদের দৈনন্দিন জীবনে সকল কাজে — বিধান অনুসরণ করব।
উত্তর:
ক. গরিবের;
খ. ইমানের;
গ. ৪টি;
ঘ. মন্দ;
ঙ. ১৪টি;
চ. জীবন বিধান;
ছ. ইঞ্জিল;
জ. কুরআনের।
৩। মিলকরণ
| বাম পাশের অংশ | ডান পাশের অংশ |
| আমরা সৃষ্টি জগতের শৃঙ্খলা দেখে | প্রাপ্য গরিবের হক। |
| ইমান শব্দের অর্থ হলো | ডান দিক থেকে বাম দিকে পড়তে হয়। |
| জাকাত ধনীদের নিকট থেকে | হরকত শিখতে হয়। |
| পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলে | একটি পরিপূর্ণ জীবন বিধান বলা হয়। |
| আরবি হরফগুলো | আমরা শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা শিখি |
| পবিত্র কুরআন পড়ার জন্য | মন ভালো থাকে। |
| আসমানি কিতাব মোট | বিশ্বাস স্থাপন করা। |
| পূর্ববর্তী নবিগণের কিতাবের উপরও | আমাদের ইমান আনতে হবে। |
| পবিত্র কুরআনকে | মহান আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানতে পারি। |
| সালাতের মাধ্যমে | ১০৪টি। |
উত্তর:
১. আমরা সৃষ্টি জগতের শৃঙ্খলা দেখে মহান আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানতে পারি।
২. ইমান শব্দের অর্থ হলো বিশ্বাস স্থাপন করা।
৩. জাকাত ধনীদের নিকট থেকে প্রাপ্য গরিবের হক।
৪. পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলে মন ভালো থাকে।
৫. আরবি হরফগুলো ডান দিক থেকে বাম দিকে পড়তে। হয়।
৬. পবিত্র কুরআন পড়ার জন্য হরকত শিখতে হয়।
৭. আসমানি কিতাব মোট ১০৪টি।
৮. পূর্ববর্তী নবিগণের কিতাবের উপরও আমাদের ইমান আনতে হয়।
৯. পবিত্র কুরআনকে একটি পরিপূর্ণ জীবন বিধান বলা হয়।
১০. সালাতের মাধ্যমে আমরা শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা শিখি।
৪। শুদ্ধ/অশুদ্ধ নির্ণয়
ক. সৃষ্টিজগৎ পর্যবেক্ষণের মাধ্যমে আমরা আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানতে পারি।
খ. আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে করা সকল কাজই ইবাদাত হিসেবে গণ্য।
গ. ওজু আমাদের পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে সহায়তা করে না।
ঘ. রোজার মধ্যে সানা ও তাসবিহ পাঠ করতে হয়।
ঙ. পূর্ববর্তী নবিগণের আসমানি কিতাবসমূহের উপর ইমান আনার প্রয়োজন নেই।
উত্তর:
ক) শুদ্ধ;
খ) শুদ্ধ;
গ) অশুদ্ধ;
ঘ) অশুদ্ধ;
ঙ) অশুদ্ধ।
৫। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
ক. মুমিনের ৩টি গুণাবলি লেখ।
উত্তর:
মুমিনের তিনটি গুণাবলি-
১। নম্র ও বিনয়ী হওয়া।
২। খারাপ কাজ থেকে বিরত থাকা।
৩। মহান আল্লাহর শুকরিয়া আদায় করা।
খ. ৫টি প্রধান ইবাদাতের নাম লেখ।
উত্তর:
৫টি প্রধান ইবাদাতের নাম-
১। ইমান, ২। সালাত, ৩। সাওম, ৪। জাকাত, ৫। হজ।
গ. পবিত্রতার ৩টি উপকারিতা লেখ।
উত্তর:
পবিত্রতার তিনটি উপকারিতা হলো-
১। পবিত্রতা ঈমানের অঙ্গ।
২। পবিত্র থাকলে মন ভালো থাকে।
৩। অসুখ-বিসুখ থেকে মুক্ত থাকা যায়।
ঘ. পাঁচ ওয়াক্ত সালাতের নাম লেখ।
উত্তর:
পাঁচ ওয়াক্ত সালাতের নাম হলো-
১। ফজর (ভোরের সালাত)।
২। যোহর (দুপুরের সালাত)।
৩। আসর (বিকেলের সালাত)।
৪। মাগরিব (সন্ধ্যার সালাত)।
৫। ইশা (রাতের সালাত)।
ঙ. হরকতবিহীন পাঁচটি বর্ণ লিখ।
উত্তর: হরকতবিহীন পাঁচটি বর্ণ হলো-
ا ب ت ث ج
চ. সিজদাহর তাসবিহ্ কী?
উত্তর : সিজদাহর তাসবিহ হলো- সুবহানা রাব্বিয়াল আ’লা (আমার সুউচ্চ প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি)।
ছ. ‘ফালাক’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘ফালাক’ শব্দের অর্থ হলো ভোর বা প্রভাত।
জ. হরকত কাকে বলে?
উত্তর: হরকত বলতে আরবি ভাষায় ব্যবহৃত চিহ্ন বোঝায়। আরবি ভাষায় হরকত ৩টি। যথা: যবর, যের, পেশ।
ঝ. প্রধান আসমানি কিতাব কয়টি?
উত্তর: প্রধান আসমানি কিতাব ৪টি। যথা:
১। তাওরাত, ২। যাবুর, ৩। ইন্জিল ও ৪। আল-কুরআন।
ঞ. সহিফার সর্বমোট সংখ্যা কত?
উত্তর: সহিফার সর্বমোট সংখ্যা ১০০টি
৬। বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর
ক. কীভাবে আমরা সৃষ্টিকর্তার অস্তিত্ব উপলব্ধি করতে পারি তা বর্ণনা কর।
উত্তর : আমাদের পৃথিবী ও অন্যান্য জগতের সৃষ্টিকর্তা হলেন মহান আল্লাহ্। তিনি এই মহাবিশ্বকে সৃষ্টি করে এর পরিচালনার ব্যবস্থা করেছেন। তাঁর নির্দেশে এই বিশাল সৃষ্টিজগৎ চলে। তাই আমরা সৃষ্টিজগতের এসব শৃঙ্খলা দেখে মহান সৃষ্টিকর্তার অস্তিত্ব উপলব্ধি করতে পারি।
খ. দৈনন্দিন জীবনে পবিত্র থাকার উপায়গুলোর তালিকা তৈরি কর।
উত্তর : দৈনন্দিন জীবনে পবিত্র থাকার জন্য কিছু সহজ ও কার্যকর উপায় রয়েছে। এখানে তার তালিকা তৈরি করা হলো:
১। নিয়মিত গোসল করা;
২। নখ ও চুল পরিষ্কার করা;
৩। পরিষ্কার পোশাক পরা;
৪। প্রস্রাব-পায়খানার পর পরিষ্কার হওয়া;
৫। ওজু করা।
গ. সালাতের উপকারিতা বর্ণনা কর।
উত্তর : সালাতের উপকারিতা হলো:
১. সালাতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়।
২. সালাত শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা শেখায়।
৩. সালাতের আগে ওজু করার মাধ্যমে পবিত্রতা অর্জন করা ও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা যায়।
৪. সালাত সর্বপ্রকার মন্দকাজ থেকে বিরত রাখে।
৫. এক সাথে সালাত আদায় করলে অন্যদের সঙ্গে বন্ধুত্ব ও ভ্রাতৃত্ব বাড়ে।
ঘ. আরবি হরফগুলো লেখ।
উত্তর : পবিত্র কুরআনের ভাষা আরবি। আরবিতে মোট ২৯টি হরফ বা বর্ণ রয়েছে। আরবি হরফগুলো হলো:
আরবি হরফগুলো নিচে দেওয়া হলো (২৯টি বর্ণ):
১. ا — আলিফ
২. ب — বা
৩. ت — তা
৪. ث — ছা
৫. ج — জীম
৬. ح — হা (গলা দিয়ে উচ্চারিত)
৭. خ — খা
৮. د — দাল
৯. ذ — যাল
১০. ر — রা
১১. ز — যায়
১২. س — সীন
১৩. ش — শীন
১৪. ص — সোদ
১৫. ض — যোয়াদ
১৬. ط — তোয়া
১৭. ظ — যোয়া
১৮. ع — আঈন
১৯. غ — গইন
২০. ف — ফা
২১. ق — ক্বাফ
২২. ك — কাফ
২৩. ل — লাম
২৪. م — মীম
২৫. ن — নূন
২৬. هـ — হা
২৭. و — ওয়া
২৮. ي — ইয়া
২৯. ء — হামজা (অনেক সময় আলিফের সঙ্গে ব্যবহৃত হয়)
ঙ. প্রধান চারটি আসমানি কিতাব কোন কোন নবির উপর নাজিল হয় লেখ।
উত্তর : প্রধান চারটি আসমানি কিতাব চার জন নবির ওপর নাজিল হয়েছে। আসমানি কিতাব ও নবিদের নাম হলো-
১. তাওরাত- হজরত মূসা (আ.)।
২. যাবুর- হজরত দাউদ (আ.)।
৩. ইন্জিল- হজরত ঈসা (আ.)।
৪. আল-কুরআন- হজরত মুহাম্মদ (স.)।
Codehorse Learn Free