চতুর্থ শ্রেণি বড় সংখ্যা ও স্থানীয় মান ১.৪ অনুশীলনী (১): এই পর্বে আমরা যা যা শিখব-১.১ পাঁচ অঙ্কের সংখ্যা, ১.২ ছয়, সাত ও আট অঙ্কের সংখ্যা, ১.৩ সংখ্যারেখা ইত্যাদি ।
এছাড়াও জানতে পারব:
i) বিভিন্ন রকম সংখ্যাকে অঙ্কে ও কথায় লেখা এবং পড়া সম্পর্কে
ii) কমা ব্যবহার করে সংখ্যা পড়া ও লেখা সম্পর্কে
iii) সংখ্যার মধ্যে কোনো অঙ্কের স্থানীয় মান নির্ণয় সম্পর্কে
iv) সংখ্যারেখা সম্পর্কে
১ কোটি = ১০ নিযুত
চতুর্থ শ্রেণি বড় সংখ্যা ও স্থানীয় মান ১.৪ অনুশীলনী (১):
১. উচ্চস্বরে পড়, কথায় লেখ ও স্থানীয় মান নির্ণয় কর:
(১) ৮৭২৯৩১
(২) ৫১৭৮৫৭২
(৩) ১৩৫৭২৪৬৮
(৪) ১০১০১০১
২. সংখ্যাগুলো অঙ্কে ও কথায় লেখ:
(১) ৪৫ হাজার দিয়ে তৈরি সংখ্যা
(২) ১০০ লক্ষ দিয়ে তৈরি সংখ্যা
(৩) ১০০০ হাজার দিয়ে তৈরি সংখ্যা
(৪) ১২৭ হাজার দিয়ে তৈরি সংখ্যা
(৫) ১০ লক্ষ, ১০ হাজার, ১০ শত ও ১০ দিয়ে তৈরি সংখ্যা
৩. সংখ্যাগুলো উচ্চস্বরে পড় ও নিচের উদাহরণটি অনুসরণ করে সঠিক স্থানে সংখ্যা বসাও:
উদাহরণ: ৪৮৬৩৯
(১) ৪০২৫৩৭
(২) ৭০৮০৩৯৯
৪. সঠিক স্থানে কমা বসাও:
(১) ১৩৫২৪৬৮৯
(২) ১৭৫৭৮৩৪
(৩) ৫৫৫৫৫৫৫৫
৫. (১) ‘ক’ থেকে ‘গ’ স্থানে সংখ্যা বসাও:
৫. (২) ‘ক’ থেকে ‘ঘ’ স্থানে সংখ্যা বসাও:
শিক্ষার্থীরা তোমরা বড় সংখ্যা ও স্থানীয় মান ১.৪ অনুশীলনী (১) এর সমাধান PDF ডাইনলোড করে নাও নিচের দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করে।