চতুর্থ শ্রেণি বড় সংখ্যা ও স্থানীয় মান ১.৪ অনুশীলনী (১)
বড় সংখ্যা ও স্থানীয় মান ১.৪ অনুশীলনী (১)

চতুর্থ শ্রেণি বড় সংখ্যা ও স্থানীয় মান ১.৪ অনুশীলনী (১)

চতুর্থ শ্রেণি বড় সংখ্যা ও স্থানীয় মান ১.৪ অনুশীলনী (১): এই পর্বে আমরা যা যা শিখব-১.১ পাঁচ অঙ্কের সংখ্যা, ১.২ ছয়, সাত ও আট অঙ্কের সংখ্যা, ১.৩ সংখ্যারেখা ইত্যাদি ।
এছাড়াও জানতে পারব:
i) বিভিন্ন রকম সংখ্যাকে অঙ্কে ও কথায় লেখা এবং পড়া সম্পর্কে
ii) কমা ব্যবহার করে সংখ্যা পড়া ও লেখা সম্পর্কে
iii) সংখ্যার মধ্যে কোনো অঙ্কের স্থানীয় মান নির্ণয় সম্পর্কে
iv) সংখ্যারেখা সম্পর্কে

বেসিক আলোচনা:
i) সংখ্যা পড়া এবং কমা ব্যবহার করে লেখার জন্য নিচের বিষয়গুলো গুরুত্বপূর্ণ-
১ অযুত = ১০ হাজার
১ লক্ষ = ১০ অযুত
১ নিযুত = ১ মিলিয়ন = ১০ লক্ষ

১ কোটি = ১০ নিযুত

ii) সংখ্যারেখা: সংখ্যারেখার মাধ্যমে সংখ্যার সঠিক অবস্থান জানা যায়। সংখ্যা ক্রম ও সংখ্যার মধ্যকার ছোট বড় তুলনা বোঝানোর জন্য সংখ্যারেখা প্রয়োজন।
সংখ্যারেখার ডান দিকে গেলে সংখ্যার মান বাড়ে এবং বামদিকে সংখ্যার মান কমে। সংখ্যারেখায় সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে প্রতিটি দাগের দূরত্ব সম্পর্কে সচেতন থাকতে হবে।

চতুর্থ শ্রেণি বড় সংখ্যা ও স্থানীয় মান ১.৪ অনুশীলনী (১):

১. উচ্চস্বরে পড়, কথায় লেখ ও স্থানীয় মান নির্ণয় কর:
(১) ৮৭২৯৩১
(২) ৫১৭৮৫৭২
(৩) ১৩৫৭২৪৬৮
(৪) ১০১০১০১

২. সংখ্যাগুলো অঙ্কে ও কথায় লেখ:
(১) ৪৫ হাজার দিয়ে তৈরি সংখ্যা
(২) ১০০ লক্ষ দিয়ে তৈরি সংখ্যা
(৩) ১০০০ হাজার দিয়ে তৈরি সংখ্যা
(৪) ১২৭ হাজার দিয়ে তৈরি সংখ্যা
(৫) ১০ লক্ষ, ১০ হাজার, ১০ শত ও ১০ দিয়ে তৈরি সংখ্যা

৩. সংখ্যাগুলো উচ্চস্বরে পড় ও নিচের উদাহরণটি অনুসরণ করে সঠিক স্থানে সংখ্যা বসাও:
উদাহরণ: ৪৮৬৩৯
(১) ৪০২৫৩৭
(২) ৭০৮০৩৯৯

৪. সঠিক স্থানে কমা বসাও:
(১) ১৩৫২৪৬৮৯
(২) ১৭৫৭৮৩৪
(৩) ৫৫৫৫৫৫৫৫

৫. (১) ‘ক’ থেকে ‘গ’ স্থানে সংখ্যা বসাও:

৫. (২) ‘ক’ থেকে ‘ঘ’ স্থানে সংখ্যা বসাও:

শিক্ষার্থীরা তোমরা বড় সংখ্যা ও স্থানীয় মান ১.৪ অনুশীলনী (১) এর সমাধান PDF ডাইনলোড করে নাও নিচের দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করে।

Answer Sheet

Read More: বড় সংখ্যা ও স্থানীয় মান ১.৬ অনুশীলনী (২)

Read More: চতুর্থ শ্রেণি-বাংলাদেশের প্রকৃতি প্রশ্ন ও উত্তর

Read More: ৪র্থ শ্রেণি ইসলাম শিক্ষা ১ম অধ্যায় প্রশ্ন উত্তর

Codehorse App

Check Also

পাহাড়পুর রচনা চতুর্থ শ্রেণি (PDF)

পাহাড়পুর রচনা চতুর্থ শ্রেণি (PDF)

পাহাড়পুর রচনা চতুর্থ শ্রেণি (PDF): প্রিয় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা, আজ আমরা সুন্দর একটি রচনা লিখব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *