চতুর্থ শ্রেণি বড় সংখ্যা ও স্থানীয় মান ১.৬ অনুশীলনী (২): এই পর্বে আমরা যা যা শিখব- সংখ্যার তুলনা (ছোট বা বড়) সম্পর্কে, মানের ক্রমানুসারে সংখ্যা সাজিয়ে লেখা সম্পর্কে, বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন সম্পর্কে ইত্যাদি।
চতুর্থ শ্রেণি বড় সংখ্যা ও স্থানীয় মান ১.৬ অনুশীলনী (২):
১.৬ অনুশীলনী (২)
১. নিচের সংখ্যাগুলো তুলনা কর এবং ‘<‘, ‘>’ অথবা ‘=’ চিহ্ন বসাও:
উত্তর:
(১) ৮৪৯৯ < ৮৫১১
(২) ১১১০০ > ১১০০১
(৩) ২৮৯৯৯৯ < ২৯০০০১
(৪) ২২২২২২১ < ২২২২২২৩
(৫) ১০১১০০১ = ১০১১০০১
(৬) ৫৫৫৫৫৫৫ > ৫৫৫৫৫৫
২. নিচের ছয়টি নম্বর কার্ড ব্যবহার করে ছয় অঙ্কের সংখ্যা তৈরি কর:
২৯৬৮৪
(১) বৃহত্তম সংখ্যাটি তৈরি কর।
(২) ক্ষুদ্রতম সংখ্যাটি তৈরি কর।
(৩) বৃহত্তম বিজোড় সংখ্যাটি তৈরি কর।
(৪) ক্ষুদ্রতম বিজোড় সংখ্যাটি তৈরি কর।
উত্তর:
(১) বৃহত্তম সংখ্যাটি হলো : ৯৮৬৪২০
(২) ক্ষুদ্রতম সংখ্যাটি হলো : ২০৪৬৮৯
(৩) বৃহত্তম বিজোড় সংখ্যাটি হলো : ৮৬৪২০৯
(৪) ক্ষুদ্রতম বিজোড় সংখ্যাটি হলো : ২০৪৬৮৯
৩. কয়েকটি শহরের জনসংখ্যার তালিকা নিচে দেওয়া হলো। সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাও। কোন শহরের জনসংখ্যা সর্বোচ্চ ও কোন শহরের জনসংখ্যা সর্বনিম্ন তা নির্ণয় কর।
শহরের নাম → জনসংখ্যা
ক → ৩৭১৯৯৩
খ → ২৪৫৬৮৯১
গ → ৩৭০৪২৩১
ঘ → ৪৫৮৯৪৭৬
ঙ → ৮৮৬৩৯৭
উত্তর:
সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজানো হলো :
শহরের নাম → জনসংখ্যা
ক → ৩৭১৯৯৩
ঙ → ৮৮৬৩৯৭
খ → ২৪৫৬৮৯১
গ → ৩৭০৪২৩১
সুতরাং উপরের তালিকা থেকে দেখা যায় যে ‘ঘ’ শহরের জনসংখ্যা সর্বোচ্চ এবং ‘ক’ শহরের জনসংখ্যা সর্বনিম্ন।
উত্তর: বড় প্রতীক ‘>’।
উত্তর: ছোট প্রতীক ‘<’।
উত্তর: বৃহত্তর।
উত্তর: সমান।
উত্তর: “০” (শূন্য)।
উত্তর: “০” (শূন্য)।
উত্তর: ১০০০০০০।
উত্তর: ৮৩২৪ > ৭৩২৯ > ৭২০৫ > ৬১৩৭ > ৫২৩৮
উত্তর: বৃহত্তম সংখ্যা ৮৬৫০ ও ক্ষুদ্রতম সংখ্যা ৫০৬৮।