বৈশাখী মেলা অনুচ্ছেদ রচনা (PDF)
বৈশাখী মেলা অনুচ্ছেদ রচনা (PDF)

একুশে বইমেলা/বইমেলা অনুচ্ছেদ রচনা (PDF)

একুশে বইমেলা/বইমেলা অনুচ্ছেদ রচনা (PDF): প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা একুশে বইমেলা/বইমেলা সম্পর্কে একটি অনুচ্ছেদ রচনা লিখব । চলো, এখন অনুচ্ছেদ রচনাটি শুরু করি!

একুশে বইমেলা/বইমেলা অনুচ্ছেদ রচনা (PDF):

একুশে বইমেলা/বইমেলা ☆☆☆

বইমেলা হলো বইকে উপলক্ষ্য করে লেখক ও পাঠকের মিলনমেলা। আনন্দঘন পরিবেশে বই কেনা-বেচার সুযোগ ঘটে বইমেলায়। এই মেলাতে বইয়ের প্রকাশকগণ তাঁদের নতুন ও পুরনো বই নিয়ে দোকান সাজান, পাঠক সেখান থেকে তাঁর পছন্দের বই দেখেশুনে কিনতে পারেন। এটা বইমেলার সবচেয়ে বড়ো সুবিধা। জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে বিশ্বের বৃহত্তম বইমেলার আয়োজন করা হয়। বাংলাদেশে বইমেলার সূচনা হয় ১৯৭২ সালে মুক্তধারার প্রকাশক চিত্তরঞ্জন সাহার উদ্যোগে। ১৯৭৮ সাল থেকে শুরু হয় বাংলা একাডেমি ‘অমর একুশে গ্রন্থমেলা’। আমাদের ভাষা আন্দোলনকে স্মরণীয় করে রাখার জন্য বাংলা একাডেমি প্রাঙ্গণে ফেব্রুয়ারি মাস জুড়ে চলে এই মেলা। এই মেলায় শুধু বই কেনাবেচাই নয়, নানা ধরনের সাংস্কৃতিক ও একাডেমিক কর্মকাণ্ড বাংলা একাডেমি গ্রহণ করে। ২০১৪ সাল থেকে বইমেলা বাংলা একাডেমি প্রাঙ্গণ ছাড়িয়ে পার্শ্ববর্তী সোহ্রাওয়ার্দী উদ্যান পর্যন্ত বিস্তৃত হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রতি বছর এই মেলার উদ্বোধন করেন। বইমেলা মানুষের মধ্যে পাঠাভ্যাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে; বিশেষভাবে শিশু-কিশোররা বাবা-মার সাথে বইমেলায় গিয়ে নিজেদের পছন্দের বইটি সংগ্রহ করতে পারে, নতুন নতুন বইয়ের সঙ্গে তাদের পরিচয় হয়। বইমেলাকে কেন্দ্র করে অনেক লেখক তাঁদের নতুন বই প্রকাশ করেন; পাঠকও নতুন নতুন ধারণার সঙ্গে পরিচিত হতে পারেন। ফলে লেখক ও পাঠকদের অন্যরকম এক মিলনমেলায় পরিণত হয় এই বইমেলা। একুশের বইমেলা আমাদের সাহিত্য সংস্কৃতিবোধ জাগ্রত করে। এ বইমেলা এখন আমাদের জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত।

প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা “একুশে বইমেলা/বইমেলা” অনুচ্ছেদ রচনাটি পড়েছ, তারা এখন চাইলে এর PDF কপি সংগ্রহ করতে পারো। নিচের “Answer Sheet” বোতামে ক্লিক করলেই পেয়ে যাবে সম্পূর্ণ সমাধান।

Answer Sheet

সকল বিষয়ে সমাধান ও সাজেশন পেতে আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো এবং সকল গাইড ও সাজেশন মোবাইলে পড়তে আমাদের অ্যাপটি ইনস্টল করে নাও। এতে তোমাদের পড়াশোনা হবে আরও সহজ ও মজার!!

Read More: বৈশাখী মেলা অনুচ্ছেদ রচনা (PDF)

Read More: SSC 2025 Higher Math Suggestion

Codehorse App

Check Also

প্রবন্ধ রচনা PDF

কৃষিকাজে বিজ্ঞান রচনা PDF

কৃষিকাজে বিজ্ঞান রচনা PDF: প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা কৃষিকাজে বিজ্ঞান সম্পর্কে একটি প্রবন্ধ রচনা লিখব। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *