Class 8 English Unit 9 Lesson 2 The History of the Wheel: Mr Ramis: You know that the invention of the wheel has helped to create a new civilisation. But do you know who first used wheels?
Class 8 English Unit 9 Lesson 2 The History of the Wheel:
Lesson 02: The History of the Wheel – চাকার ইতিহাস
A. Look at the following pictures of wheels. They existed in different ages in history. Discuss with your partner and put ordinal numbers under them (in spelling, such as ‘first’, ‘second’, etc.,) beginning from the ancient to the modern times. (নিচে চাকার ছবিগুলো লক্ষ কর। এগুলো ইতিহাসের বিভিন্ন সময়ে বিরাজমান ছিল। সহপাঠীর সাথে আলোচনা কর এবং প্রাচীনকাল থেকে শুরু হয়ে আধুনিক সময় পর্যন্ত উৎকর্ষিত চাকাগুলোর নিচে অবস্থানসূচক সংখ্যা (বানানগতভাবে যেমন- প্রথম, দ্বিতীয় ইত্যাদি) উল্লেখ কর।)
Ans.
Myself: Friend, you know wheels were invented in ancient time. But they were improved in different times. Can you put ordinal numbers under the following wheels improved from the ancient to the modern times? (বন্ধু, তুমি জান, প্রাচীন যুগে চাকা আবিষ্কৃত হয়েছিল। তবে বিভিন্ন সময়ে এগুলোর উৎকর্ষ সাধিত হয়েছিল। প্রাচীনকাল থেকে আধুনিক সময় পর্যন্ত উৎকর্ষ সাধিত চাকাগুলোর নিচে অবস্থান সূচক সংখ্যা উল্লেখ করতে পারবে কি?)
Partner: Of course, the ordinal numbers have been put under the following wheels improved from the ancient to the modern times. (অবশ্যই, প্রাচীনকাল থেকে আধুনিক সময় পর্যন্ত উৎকর্ষ সাধিত চাকাগুলোর নিচে অবস্থানসূচক সংখ্যা উল্লেখ করা হয়েছে।)
Myself: Thank you very much. (তোমাকে অসংখ্য ধন্যবাদ।)
Partner: Welcome. (স্বাগতম।)
B. Read the following dialogue between the English teacher, Mr Ramis and a student Rubina. (ইংরেজি শিক্ষক জনাব রমিজ ও ছাত্রী রুবিনার মধ্যে নিচে সংঘটিত সংলাপটি পড়।)
Mr Ramis: You know that the invention of the wheel has helped to create a new civilisation. But do you know who first used wheels? তুমি জান, চাকা আবিষ্কার নতুন সভ্যতা সূচনা করতে সহায়তা করেছে। তবে তুমি কি জান কারা প্রথম চাকা ব্যবহার করেছিল?
Rubina: No. teacher. But I guess it may be the Greeks. না, শিক্ষক, তবে আমার ধারণা গ্রীকবাসীরা হতে পারে।
Mr Ramis: The Greeks were pioneers in many things. But in this case, however, the Mesopotamians were the first. The oldest ever wheel was discovered in Mesopotamia. It was in 3,500 B.C. গ্রীকবাসীরা অনেক কিছুর প্রবর্তক। তবে এক্ষেত্রে মেসোপটেমিয়াবাসী প্রথম ছিল। সবচেয়ে পুরাতন চাকা মেসোপোটেমিয়ায় আবিষ্কৃত হয়েছিল। এটি খ্রিস্টপূর্ব ৩.৫০০ সালে হয়েছিল।
Rubina: Where is Mesopotamia? মেসোপোটেমিয়া কোথায়?
Mr Ramis: Well, Mesopotamia was in ancient Iraq. It was along the valley of the rivers Tigris and Euphrates. After the Mesopotamians, the wheel was further improved by the Egyptians. They first made wheels with spokes. Then they used them on chariots around 2000 BC. আচ্ছা, মেসোপোটেমিয়া প্রাচীন ইরাকে ছিল। এটি তাইগ্রিস ও ইউফ্রেতিস নদীর উপত্যকায় ছিল। মেসোপটেমিয়াবাসীদের পর মিশরীয়রা চাকার আরো উৎকর্ষ সাধন করেছিল। তারা প্রথমে স্পোক দিয়ে চাকা তৈরি করেছিল। তারপর তারা খ্রিস্টপূর্ব প্রায় ২০০০ সালে এগুলো রথে ব্যবহার করেছিল।
Rubina: So the wheel travelled to Egypt from Mesopotamia? অতএব চাকা মেসোপোটেমিয়া থেকে মিশরে এসেছিল?
Mr Ramis: Exactly. But it travelled eastwards too. Wheels reached the Indus valley by 3000 B.C. But chariots with spoked wheels were made in ancient India in around 1500 B.C. They were used for war, hunting and racing. ঠিক বলেছ, এটি পূর্বদিকেও এসেছিল। খ্রিস্টপূর্ব ৩০০০ সালের মধ্যে চাকা সিন্ধু উপত্যকায় পৌঁছেছিল। তবে খ্রিস্টপূর্ব প্রায় ১৫০০ সালের দিকে স্পোকযুক্ত চাকার রথ প্রাচীন ভারতে তৈরি হয়েছিল। এগুলো যুদ্ধ, শিকার ও দৌড় প্রতিযোগিতায় ব্যবহৃত হতো।
Rubina: What about the Greeks, teacher? Didn’t they use wheels? শিক্ষক, গ্রীকবাসীদের খবর কী? তারা কি চাকা ব্যবহার করতো না?
Mr Ramis: They definitely did. In 1500 BC, the Greeks too learnt the idea of wheel-making from the Egyptians. They also made further improvements on it. Later, the Romans did the same too and produced a variety of wheeled vehicles. তারা অবশ্যই করেছিল। খ্রিস্টপূর্ব ১৫০০ সালে গ্রীকবাসীরাও মিশরীয়দের কাছ থেকে চাকা বানানোর ধারণা রপ্ত করেছিল। তারা তাতেও উৎকর্ষ সাধন করেছিল। পরে রোমবাসীরাও একই কাজ করেছিল এবং বৈচিত্র্যময় চাকাযুক্ত গাড়ি তৈরি করেছিল।
C. Read the statements below and say whether they are True or False. If False, give the right answer. (নিচের বিবৃতিগুলো পড়ে তা সত্য না মিথ্যা বল। মিথ্যা হলে সঠিক উত্তরটি দাও।)
1. The Greeks were the pioneers in developing spoked-wheels. (গ্রীকরা স্পোকযুক্ত চাকার উৎকর্ষ সাধন করেন।)
Ans. False. The Egyptians were the pioneers in developing spoked-wheels. (মিথ্যা। মিশরীয়রা প্রথমে স্পোকযুক্ত চাকার উৎকর্ষ সাধন করেন।)
2. The earliest wheel was discovered in 2000 B.C. (খ্রিঃ পূঃ ২০০০ অব্দে প্রাচীনতম চাকা আবিষ্কৃত হয়।)
Ans. False. The earliest wheel was discovered in 3,500 B.C. (মিথ্যা। খ্রিস্টপূর্ব ৩,৫০০ সালে প্রাচীনতম চাকা আবিষ্কৃত হয়েছিল।)
3. The Egyptians first used wheels on chariots. (মিশরীয়রা প্রথম রথে চাকা ব্যবহার করে।)
Ans. True. (সত্য।)
4. The Romans first used wheeled chariots for warfare. (রোমানরা প্রথমে যুদ্ধের জন্য চাকাযুক্ত রথ ব্যবহার করেছিল।)
Ans. False. The ancient Indians first used wheeled chariots for warfare. (মিথ্যা। প্রাচীন ভারতীয়রা প্রথমে যুদ্ধের জন্য চাকাযুক্ত রথ ব্যবহার করেছিল।)
5. The ancient Indians used wheels before the ancient Romans did. (প্রাচীন রোমানদের পূর্বে প্রাচীন ভারতীয়রা চাকা ব্যবহার করেছিল।)
Ans. True. (সত্য।)
Class 8 English ⮯
গাইড ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করো 👉 Install Now |
D. Look at the following map of the ancient river-valley civilisations, their locations in the map, and how they are related to wheels. Discuss with your partner. (নিচে প্রাচীন নদী-বিধৌত সভ্যতাগুলোর মানচিত্র, মানচিত্রে এগুলোর অবস্থান, এবং চাকার সাথে এগুলো কীভাবে সম্পর্কিত সেটা খেয়াল করো। তোমার সঙ্গীর সাথে আলোচনা করো।)
Ans:
Myself: In the picture, we see the map of the ancient river-valley civilizations. Let’s us talk about their locations, and how they are related to wheels. (ছবিতে আমরা প্রাচীন নদী-বিধৌত সভ্যতাগুলোর মানচিত্র দেখতে পাচ্ছি। চলো আমরা এদের অবস্থান, এবং এরা কীভাবে চাকার সাথে সম্পর্কিত এ ব্যাপারে আলোচনা করি।)
Partner: Sure! Could you find where Egypt lies? (নিশ্চয়! মিশর কোথায় অবস্থিত তুমি খুঁজে পাও কি?)
Myself: Yes, I could. Egypt lies to the far west of India on the Nile. (হ্যাঁ, পাই। মিশর ভারতের সুদূর পশ্চিমে নীলনদের
তীরে অবস্থিত।)
Partner: Yes, And, Shang China civilization lies to the far East of India. Can you tell where the Indus and Ganges valey lie? (হ্যাঁ। আর স্যাংচায়না সভ্যতা ভারতের সুদূর পূর্বে অবস্থিত। তুমি কি বলতে পার সিন্ধু ও গাঙ্গেয় সভ্যতা কেথায় অবস্থিত?)
Myself: Yes, I can. According to the map, it’s almost at the middle of the Egypt and Shang China valley. (হ্যাঁ, পারি। ম্যাপ অনুযায়ী এটা মিশর এবং স্যাং চায়না উপত্যকার প্রায় মাঝামাঝি অবস্থিত।)
Partner: Where is the Tigris and Euphrates valley? (টাইগ্রিস ও ইউফ্রেটিস উপত্যকা কোথায়?)
Myself: Well. ‘It is between the Nile and the Indus-Ganges. (শোনো। এটা নীলনদ এবং সিন্ধু-গাঙ্গেয় অববাহিকার মাঝে অবস্থিত।)
Partner: Thank you. (তোমাকে ধন্যবাদ।)
E. Listen to the teacher/CD carefully and.complete the following sentences with appropriate words. (মনোযোগসহকারে শিক্ষকের কথা/সিডি শোন এবং সঠিক শব্দ দিয়ে নিচের বাক্যগুলো সম্পূর্ণ কর।)
Listening text: 9 [সিডি অথবা তোমার শিক্ষকের পঠিত অনুচ্ছেদ অনুযায়ী উত্তর অনুশীলন কর] ।
The history of the wheel
There are four major river-valley civilizations in the map. They are Egypt, Mesopotamia, India and Shang China. Egypt lies (a) to the far West and Shang China lies (b) to the far East of India. The location of the Indus and Ganges valley is almost (c) at the middle. However, the Tigris and Euphrates valley lies (d) between the Nile and the Indus-Ganges. The Ganges flows (e) in the North of India. However, (f) on the east coast of India is the Bay of Bengal.
1. Shang China lies ——– the far east of India. শাং চীন ভারতের সুদূর পূর্ব দিকে অবস্থিত।
2. The Indus and Ganges valley is ——– the middle. সিন্ধু ও গঙ্গার উপত্যকা মাঝামাঝি অবস্থানে আছে।
3. The Tigris and Euphrates valley lies ——– the Nile and the Indus-Ganges. টাইগ্রিস ও ইউফ্রেটিস উপত্যকা নীলনদ ও সিন্ধু-গঙ্গার মাঝখানে অবস্থিত।
4. The Ganges flows ——– the north of India. গঙ্গা ভারতের উত্তর অংশ দিয়ে প্রবাহিত হয়েছে।
5. The Bay of Bengal is ——– the east coast of India. বাংলার উপসাগর ভারতের পূর্ব উপকূলে অবস্থিত।
Ans. (1) to (2) almost at (3) between (4) in (5) on
F. Discuss in pairs and make as many ‘Wh’ questions as you can from the given answers below. First one is done for you. (যুগ্মভাবে আলোচনা কর এবং নিচে প্রদত্ত উত্তরগুলো থেকে যত পার তত ‘ডাব্লিউ এইচ’ প্রশ্ন তৈরি কর। তোমাদের জন্য প্রথমটি তৈরি করে দেওয়া হয়েছে।)
1. (i) Where does Mesopotamia lie? (মেসোপটেমিয়া কোথায় অবস্থিত?)
(ii) Which countries does Mesopotamia lie between? (কোন্ কোন্ দেশের মাঝে মেসোপটেমিয়া অবস্থিত?)
Ans. Mesopotamia lies between India and Egypt. (ভারত ও মিশরের মাঝামাঝিতে মোসোপটেমিয়া অবস্থিত।)
2. (i) Where is the Caspian sea? (কাম্পিয়ান সাগর কোথায় অবস্থিত?)
(ii) What is on the north of Mesopotamia? (মেসোপটেমিয়ার উত্তরে কী রয়েছে?)
Ans. The Caspian Sea is on the north of Mesopotamia. (মেসোপটেমিয়ার উত্তরে কাম্পিয়ান সাগর অবস্থিত।)
3. (i) What falls into the Mediterranean Sea? (কী ভূমধ্যসাগরে পতিত হয়েছে?)
(ii) Where does the Nile fall? (নীল নদ কোথায় পড়েছে?)
Ans. The Nile falls into the Mediterranean Sea. (নীল নদ ভূমধ্যসাগরে পড়েছে।)
4. (i) Where does the river Yangzi lie? (ইয়াংজি নদী কোথায় অবস্থিত?)
(ii) What lies to the east of India? (ভারতের পূর্বে কী অবস্থিত?)
Ans. The river Yangzi lies to the east of India. (ইয়াংজি নদী ভারতের পূর্বে অবস্থিত।)
5. (i) Where do the Tigris and Euphrates run? (তাইগ্রিস ও ইউফ্রেতিস নদী কোথায় বয়ে গিয়েছে?)
(ii) What run on the west of Mesopotamia? (মেসোপটেমিয়ার পশ্চিমে কী বয়ে গিয়েছে?)
Ans. The Tigris and Euphrates run on the west of Mesopotamia. (মেসোপটেমিয়ার পশ্চিমে তাইগ্রিস ও ইউফ্রেতিস নদী বয়ে গিয়েছে।)
G. Write a paragraph on the history of the wheel. Take your cues from the dialogue in section B. (চাকার ইতিহাস সম্পর্কে একটি প্যারাগ্রাফ লেখ। ‘বি’ সেকশনের সংলাপ থেকে তথ্যগুলো সংগ্রহ কর।)
Ans: Check Our App please.