Class 8 English Unit 9 Lesson 1 Wheel: Human beings have invented many important things so far. They have brought great civilization to the world through these inventions. Do you know which invention is the greatest?
Class 8 English Unit 9 Lesson 1 Wheel:
Lesson-1: Wheel – চাকা
A. Look at the pictures and say which one is easier to move and why. (ছবিগুলো লক্ষ কর এবং কোন্টি নাড়াচাড়া করতে সহজতর এবং কেন তা বল।)
Ans.
I see two suitcases in the pictures. The first one has no wheels, but the second one has wheels. So, the second one is easier to move. Wheels move it forward. (ছবিতে আমি দুটি সুটকেস দেখছি। প্রথমটিতে চাকা নেই, কিন্তু দ্বিতীয়টিতে চাকা রয়েছে। তাই দ্বিতীয়টি নাড়াচাড়া করা সহজতর। চাকাগুলো একে সামনের দিকে এগিয়ে নেয়।)
B. Read the text and answer the following questions. (পাঠ্যাংশটি পড় এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।)
Human beings have invented many important things so far. They have brought great civilization to the world through these inventions. Do you know which invention is the greatest? It is ‘the wheel’.
মানুষ এই পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ জিনিস আবিষ্কার করেছে। এসব আবিষ্কারের মাধ্যমে তারা উন্নত সভ্যতার সূত্রপাত ঘটিয়েছে। তুমি কি জান কোন্ আবিষ্কারটি সবচেয়ে বড়? এটা হলো ‘চাকা’।
A wheel is a circular object. It can rotate around its axis and help easy movement of things across a surface.
হলো বৃত্তাকার বস্তু। এটি অক্ষের চারপাশে আবর্তিত হতে পারে এবং উপরিতল দিয়ে বস্তুর সহজ চলাচলে সাহায্য করতে পারে।
The wheels are, in fact, everywhere. They are on our cars, trains, planes, wagons and so on. Besides, they are on most factory and farm equipment. Fans, propellers, turbines are also other types of wheels.
চাকা বস্তুত সর্বক্ষেত্রে রয়েছে। এগুলো আমাদের গাড়ি, রেলগাড়ি, উড়োজাহাজ, ঘোড়া ও গরুর গাড়ি ইত্যাদিতে দেখা যায়। এছাড়া, অধিকাংশ কলকারখানা ও খামার সরঞ্জামাদিতে চাকা দেখা যায়। পাখা, প্রচালক, টার্বাইন (চাকা)-ও অন্যান্য ধরণের চাকা।
So the wheel is very important. We cannot imagine modern life without wheels. But do we know exactly who made the first wheel?
অতএব চাকা খুব গুরুত্বপূর্ণ। চাকা ছাড়া আমরা আধুনিক জীবন কল্পনা করতে পারিনা। কিন্তু প্রথম চাকা কে তৈরি করেছিল তা কি আমরা সঠিকভাবে জানি?
Questions (প্রশ্নাবলি):
1. What is a wheel? (চাকা কী?)
Ans. Wheel is one of the round objects under a car, bicycle, bus etc that turns when it moves. (চাকা হলো গাড়ি, দ্বিচক্রযান, বাস ইত্যাদির নীচে থাকা গোলাকার বস্তু যা চলাচলের সময় চক্রাকারে ঘুরে।)
2. What can a wheel do? (চাকা কী করতে পারে?)
Ans. A wheel can rotate around its axis and help easy movement of things and beings across a surface. (চাকা অক্ষের চারপাশে চক্রাকারে আবর্তিত হতে পারে এবং উপরিতল দিয়ে জিনিসপত্র ও মানুষের সহজ চলাচলে সাহায্য করতে পারে।)
3. Where can you find wheels? (চাকা কোথায় দেখতে পাওয়া যায়?)
Ans. We can find wheels almost everywhere. They are found on our cars, trains, planes, wagons and so on. Besides, they are found on most factory and farm equipment. (আমরা প্রায় সর্বত্র চাকা দেখতে পাই। গাড়ি, রেলগাড়ি, উড়োজাহাজ, গরু ও ঘোড়া গাড়ি ইত্যাদিতে চাকা দেখতে পাওয়া যায়। এছাড়া এগুলো অধিকাংশ কলকারখানা ও খামার সরঞ্জামাদিতে দেখা যায়।)
C. Fill in the blanks with appropriate words from the box. There are more words than necessary. (বক্সের যথাযথ শব্দাবলি দিয়ে শূণ্যস্থান পূরণ কর। প্রয়োজনের তুলনায় বেশি শব্দ রয়েছে।)
difficult (adj.) – কঠিন much (adj.) -বেশি circular (adj.) -বৃত্তাকার important (adj.)- গুরুত্বপূর্ণ heavy (adj.) – ভারী first (adj.)-প্রথম
Although the wheel is a very (a) ——– invention, the history of its origin is unknown. Experts guess that the first wheel was developed from a circular object. The early man observed that a huge piece of stone could be rolled easily if it was (b) ——– in shape. Similarly, a heavy tree-trunk is (c) ——– to carry; but it can be rolled away with less effort. Even, a gigantic tree-trunk can be moved easily using other small and round trunks as rollers under it. Thus, early man took advantage of rolling objects and developed the (d) ——– wheel. Apart from its mechanical advantage, a wheel’s mobility has contributed (e) ——– to the civilisation.
Ans:
Although the wheel is a very (a) important invention, the history of its origin is unknown. Experts guess that the first wheel was developed from a circular object. The early man observed that a huge piece of stone could be rolled easily if it was (b) circular in shape. Similarly, a heavy tree-trunk is (c) difficult to carry; but it can be rolled away with less effort. Even, a gigantic tree-trunk can be moved easily using other small and round trunks as rollers under it. Thus, early man took advantage of rolling objects and developed the (d) first wheel. Apart from its mechanical advantage, a wheel’s mobility has contributed (e) much to the civilisation.
চাকা খুব (a) গুরুত্বপূর্ণ আবিষ্কার হলেও এর উৎপত্তির ইতিহাস অজানা রয়েছে। বিশেষজ্ঞগণ মনে করেন প্রথম চাকা (b) বৃত্তাকার বস্তু থেকে পূর্ণতা লাভ করে। আদি মানুষ (c) পর্যবেক্ষণ করল যে, আকার আকৃতিতে বৃত্তাকার হলে এক খন্ড বিশাল পাথর অনায়াসে গড়িয়ে নেওয়া যেতে পারে। একইভাবে একটি বিশাল গাছের কাণ্ড বহন করা কঠিন, তবে তা কম পরিশ্রমে গড়িয়ে নেওয়া যেতে পারে। এমনকি খুব বড় গাছের কাণ্ডের নিচে রোলার হিসেবে অন্যান্য ছোট ছোট ও গোলাকার কান্ড ব্যবহার করে তা অনায়াসে গড়িয়ে নেওয়া যেতে পারে। এভাবে আদি মানুষ ঘূর্ণায়মান বস্তুর সুযোগ গ্রহণ করেছিল এবং (d) প্রথম চাকার পূর্ণতা দিয়েছিল। যান্ত্রিক সুবিধা ছাড়াও চাকার গতিশীলতা সভ্যতায় (e) অনেক অবদান রেখেছে।
Class 8 English ⮯
গাইড ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করো 👉 Install Now |
D. Make as many correct sentences as you can using the substitution table. In the third column there are more items than necessary. (বিকল্প টেবিল ব্যবহার করে যত পার তত সঠিক বাক্য তৈরি কর। তৃতীয় কলামে প্রয়োজনের তুলনায় বেশি বিষয় রয়েছে।)
1. The wheel 2. A plain wheel 3. It 4. A propeller |
is has rotates |
a type of wheel. around its axis. one of the simplest machines. wheels on vehicles and machines. helped in rapid progress of civilisation. |
Ans.
1. The wheel rotates around its axis. (চাকা তার অক্ষের চারপাশে চক্রাকারে আবর্তিত হয়।)
2. A plain wheel is one of the simplest machines. (একটি সাধারণ চাকা এক প্রকার সরল যন্ত্র।)
3. It has helped in rapid progress of civilisation. (এটি সভ্যতার দ্রুত অগ্রগতিতে সহায়তা করেছে।)
4. A propeller is a type of wheel. (প্রচালক এক ধরনের চাকা।)
E. Have you ever travelled by bus or car? Do you have any experience of what happens if one wheel falls flat? If yes, give a description of your experience. If no, imagine such a situation, and write a paragraph on it. (তুমি কি কখনও বাস কিংবা কারযোগে ভ্রমণ করেছ? একটি চাকা সমান্তরালভাবে পড়ে গেলে যা ঘটে তা সম্পর্কে কোন অভিজ্ঞতা আছে কি? থাকলে তোমার অভিজ্ঞতার বর্ণনা দাও। না থাকলে এরূপ একটি পরিস্থিতি কল্পনা কর এবং সেটির ওপর একটি অনুচ্ছেদ লেখ।)
Ans:
A Horrible Bus Journey
Always like to travel by bus. It refreshes my mind and mentality. But I have a bitter experience of a bus journey. Three months ago I was going to Noakhali from Dhaka by bus. Suddenly one of the wheels of our bus fell flat. Everyone was heavily jolted. Some of us was slightly hurt. Luckily I was unhurt. We got out of the bus. There was an extra wheel inside the bus. The driver began to fit it to the bus. In the meantime those who were hurt were given first aid from a nearby clinic. Then we got on the bus again. We reached our destination within two hours. The driver felt sorry for the inconvenience and sufferings caused to the passengers. We took it easy. Thus I gathered a horrible experience by bus journey.
একটি ভয়াবহ বাস ভ্রমণ
আমি সব সময় বাসযোগে ভ্রমণ করতে পছন্দ করি। এটা আমার মন মানসিকতাকে সতেজ করে। তবে আমার বাস ভ্রমণের তিক্ত অভিজ্ঞতা আছে। তিন মাস পূর্বে আমি বাসযোগে ঢাকা থেকে নোয়াখালী যাচ্ছিলাম। হঠাৎ আমাদের বাসের একটি চাকা সমান্তরালভাবে ছুটে পড়ে গেল। সবাই ভীষণভাবে ঝাঁকি খেল। কেউ কেউ একটু আঘাত পেল। সৌভাগ্যক্রমে আমি আঘাত পাইনি। বাসের ভেতরে একটি বাড়তি চাকা ছিল। চালক এটি লাগাতে শুরু করল। ইতোমধ্যে যারা আঘাত পেলেন তাদেরকে নিকটবর্তী চিকিৎসালয় থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলো। অতঃপর আমরা পুনরায় বাসে উঠলাম। আমরা দু’ঘন্টার মধ্যে গন্তব্যস্থলে পৌঁছলাম। যাত্রীদের অসুবিধা ও দুর্ভোগের জন্য চালক দুঃখ বোধ করল। আমরা বিষয়টি সহজভাবে নিলাম। এভাবে বাস ভ্রমণের মাধ্যমে এক ভয়াবহ অভিজ্ঞতা সঞ্চয় করলাম।