Class 8 English Unit Solution
Class 8 English Book Solution

Class 8 English Unit 7 Lesson 1 Pearls! Pearls! Pearls!

Class 8 English Unit 7 Lesson 1 Pearls! Pearls! Pearls!: Thousands of years ago, the first pearl, was probably discovered while human beings were searching for food at the sea shore.

Class 8 English Unit 7 Lesson 1 Pearls! Pearls! Pearls!:

Lesson 01 : Pearls! Pearls! Pearls! – মুক্তা! মুক্তা! মুক্তা!

A. SPEAKING TASK : Look at the pictures and discuss in pairs. (ছবিগুলো দেখ এবং যুগ্মভাবে আলোচনা কর।)

Ans.

A: What do you see in the pictures? (ছবিতে তুমি কী দেখছো?)

B: In the left picture, I see a necklace. And in the right one, a woman is seen wearing this necklace. (বামপাশের ছবিতে আমি একটা মালা বা হার দেখতে পাচ্ছি। আর ডানপাশের ছবিতে একজন মহিলাকে সেই হারটা পরে থাকতে দেখছি।)

A: What do you think about the necklace? (হার/মালাটা সম্পর্কে তুমি কী মনে কর?)

B: I think the necklace is probably a pearl necklace. It looks really very nice. (আমার মনে হয় হারটা সম্ভবত মুক্তার। এটা আসলেই খুব সুন্দর।)

A: And the woman? (আর মহিলাটি সম্পর্কে?)

B: The woman is young enough. She also looks very beautiful wearing the ornament. (মহিলাটি যথেষ্ট তরুণ। এই অলংকারটা পরে তাকেও খুব সুন্দর দেখাচ্ছে।)

A: Thank you for your comment. (তোমার মন্তব্যের জন্য তোমাকে ধন্যবাদ।)

B: Thank you too. (তোমাকেও ধন্যবাদ।)

B. READING TASK : Read the text and answer the questions that follow. (পাঠ্যাংশটি পড় এবং পরবর্তী প্রশ্নগুলোর উত্তর দাও।)

Thousands of years ago, the first pearl, was probably discovered while human beings were searching for food at the sea shore. Throughout history, the pearl with its shine has been one of the most highly valued gems.

হাজার হাজার বছর আগে, মানুষ সমুদ্র উপকূলে খাদ্যের সন্ধান করার সময় হয়তো প্রথম মুক্তা আবিষ্কৃত হয়েছিল। সমগ্র ইতিহাসে মুক্তা এর দীপ্তিময়তার জন্য সবচেয়ে মূল্যবান রত্নগুলোর অন্যতম হয়ে আছে।

Pearls have been mentioned many times in religious texts and mythologies from the earliest times.

প্রাচীনকাল থেকে ধর্মীয় গ্রন্থ ও পৌরাণিক কাহিনীগুলোতে বহুবার মুক্তার উল্লেখ করা হয়েছে।

The ancient Egyptians valued pearls so much that they were buried with them. It is said that the famous queen of Egypt, Cleopatra would dissolve a pearl in a glass and drink it as a sign of love and respect for the entire nation.

প্রাচীন মিসরীয়রা মুক্তাকে এতো মূল্যবান মনে করতো যে তাদেরকে সমাহিত করার সময় তাদের সাথে মুক্তা দেয়া হতো। বলা হয়ে থাকে মিশরের বিখ্যাত রানী ক্লিওপেট্রা সমগ্র জাতির ভালোবাসা ও শ্রদ্ধার নিদর্শন হিসেবে গ্লাসে একটা মুক্তা মেশাতেন এবং তা পান করতেন।

The Greeks thought the pearls as a sign of wealth and social position. The beauty of pearls was associated with love and marriage.

গ্রীকরা মুক্তাকে সম্পদ ও সামাজিক অবস্থানের নিদর্শন/প্রতীক মনে করত। ভালোবাসা ও বিয়েতেও মুক্তার সৌন্দর্য, সম্পৃক্ত হয়।

In ancient Rome, pearls were considered the greatest sign of wealth and social status.

প্রাচীন রোমে, মুক্তা ছিল প্রাচুর্য/বিত্তবৈভব ও সামাজিক মর্যাদার সবচেয়ে বড় নিদর্শন।

At that time the young women of noble families loved to wear beautiful pearl necklaces. The brave knights used to wear them in the battles for good luck.

সে সময় সম্ভ্রান্ত পরিবারের তরুণী মেয়েরা সুন্দর মুক্তার মালা পরতে ভালবাসত। সাহসী বীরযোদ্ধারা যুদ্ধক্ষেত্রে সৌভাগ্যের জন্য এগুলো পরিধান করতেন।

Questions (প্রশ্নাবলি):

1. Do you think ‘pearls’ were discovered by accident? Why? (তুমি কি মনে কর যে মুক্তা আবিষ্কৃত হয়েছিল দৈবক্রমে? কেন?)

Ans. Yes, I think so. Because people in ancient time would search food at the seashore. Probably they discovered pearl at that time. They did not know its value. With the passage of time the pearl became one of the most valuable gems. (হ্যাঁ, আমি তাই মনে করি। কারণ, প্রাচীনকালে মানুষ সমুদ্র উপকূলে খাদ্যের সন্ধান করতো। সম্ভবত সে সময় তারা মুক্তা আবিষ্কার করেছিল। তারা এর মূল্যমান সম্বন্ধে জানতো না। সময়ের পরিক্রমায় মুক্তা অন্যতম মূল্যবান রত্নে পরিণত হয়েছে।)

2. Why do you think pearls were valued so much in the past? (তুমি কেন মনে কর যে অতীতকালে মুক্তাকে অত্যধিক মূল্যায়ন করা হতো?)

Ans. I think pearls were valued so much in the past because these have been mentioned many times in religious scriptures and mythologioes. Moreover, many historical events also prove this. (আমি মনে করি অতীতকালে মুক্তাকে অত্যন্ত মূল্যায়ন করা হতো এজন্য যে, অনেক ধর্মগ্রন্থ ও পৌরাণিক কাহিনীতে অনেকবার এগুলোর উল্লেখ আছে। তাছাড়া, অনেক ঐতিহাসিক ঘটনাও এর প্রমাণ।)

3. What good luck did the knights think pearls would bring them? (মুক্তা বীরযোদ্ধাদের কী সৌভাগ্য বয়ে আনবে বলে তারা মনে করত?)

Ans. The knights thought the pearls would bring them victory as good luck. (বীর যোদ্ধারা মনে করত মুক্তা তাদেরকে সৌভাগ্য হিসেবে বিজয় এনে দেবে।)

Class 8 English ⮯

গাইড ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করো 👉 Install Now

C. Read the text in B again and write the information in the table. (B-এর পাঠ্যাংশটি আবার পড় এবং টেবিলের তথ্যগুলো লিখ।)

Ans.

(i) The ancient Egyptians were worn pearls when they were buried. (প্রাচীন মিসরীয়দেরকে সমাধিস্থ করার সময় মুক্তা পরানো হতো।)

(ii) The Greeks wore pearls in the time of love and marriage. (গ্রীকরা ভালোবাসা ও বিয়ের সময় মুক্তা পরত।)

(iii) The ancient Romans wore pearls in social gathering. (প্রাচীন রোমানরা সামাজিক সম্মেলনে মুক্তা পরত।)

(iv) The brave knights wore pearls in the battle fields. (সাহসী বীরযোদ্ধারা রণাঙ্গণে/যুদ্ধক্ষেত্রে মুক্তা পরত।)


প্রিয় শিক্ষার্থী, তোমাদের ক্লাসের সকল বইয়ের সমাধান পেতে আমাদের অ্যাপটি👉 Install করো।


আরও পড়ুন: Class 8 English The Tha Kha Floating Market

আরও পড়ুন: Class 8 English Unit 7 Lesson 2 The Ama Divers

Codehorse App

Check Also

Class 8 English Unit Solution

Class 8 English Unit 8 Lesson 5 A Torch Bearer

Class 8 English Unit 8 Lesson 5 A Torch Bearer: Ekushey Padak winner Polan Sarkar, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *