তৃতীয় শ্রেণীর বিশ্বপরিচয় প্রশ্ন উত্তর
৩য় শ্রেণি-বিশ্বপরিচয় সমাধান

৩য় শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় টাকার ব্যবহার

৩য় শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় টাকার ব্যবহার: কোনো বস্তুর দাম পরিশোধের আধুনিক মাধ্যম হলো টাকা। টাকা দিয়েই প্রতিদিনের জিনিসপত্র কেনাকাটা করি। পরিবারের কেউ অসুস্থ হলে চিকিৎসার জন্য টাকার দরকার। টাকা দিয়ে উপহার কিনে প্রিয়জনকে দিই। আমরা বই, খাতা, কলম আরও নানা জিনিস কিনতে টাকা ব্যবহার করি। আমরা টাকা দিয়ে ভবিষ্যতের নানা প্রয়োজন মেটাই। প্রয়োজন ছাড়া টাকা খরচ করা উচিত নয়। প্রয়োজনের বেশি খরচ করলে টাকা অপচয় হয়। আমরা অপচয় করব না।

মানুষ বিভিন্ন উৎস থেকে টাকা পেয়ে থাকে। কাজ করে বেতন পায়। কোনো কিছু বিক্রি করলে তার দাম হিসেবে টাকা পায়। এ সবই তাদের আয়। এই আয় থেকে খরচ করার পর যে টাকা বাকি থাকে তা-ই সঞ্চয়।

ভবিষ্যতের বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্যই আমরা সঞ্চয় করি। হঠাৎ টাকার দরকার হলে সঞ্চয় থেকে মেটাতে পারি। আমাদের নানা ইচ্ছা পূরণের জন্য টাকার প্রয়োজন। নিজের পছন্দের বই, খেলনা কিনতে টাকা প্রয়োজন। উপহার কিনতেও টাকা দরকার। সঞ্চয় হলো মানুষের বিপদের বন্ধু। তাই আমাদের সঞ্চয়ী হতে হবে। আমরা সাধারণত মাটির ব্যাংক, কাঠের বাক্স ও প্লাস্টিকের কৌটা ইত্যাদিতে সঞ্চয় করতে পারি।

৩য় শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় টাকার ব্যবহার:


অধ্যায় ১২ : টাকার ব্যবহার


ক. সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিই।

১. কোনটি দাম পরিশোধের আধুনিক মাধ্যম?
ক. স্বর্ণ
খ. টাকা√
গ. পণ্য
ঘ. রুপা

২. প্রয়োজনের বেশি টাকা খরচ করলে কী হয়?
ক. লাভ হয়
খ. সাফল্য বাড়ে
গ. অপচয় হয়√
ঘ. মূল্য বাড়ে

৩. আয় বুঝে ব্যয় করাকে কী বলে?
ক. মিতব্যয়ী√
খ. স্বল্পব্যয়ী
গ. অধিকব্যয়ী
ঘ. মধ্যম আয়

৪. খরচের পর জমানো টাকাকে কী বলে?
ক. মুনাফা
খ. লভ্যাংশ
গ. সঞ্চয়√
ঘ. জমা খরচ

৫. টাকা সঞ্চয়ের একটি উপায় হলো-
ক. ঋণ নেওয়া
খ. ধার দেওয়া
গ. সালামি দেওয়া
ঘ. টিফিনের কিছু টাকা রেখে দেওয়া√


গাইড পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করো 👉 Install Now


খ. সংক্ষিপ্ত প্রশ্ন

১. দৈনন্দিন জীবনে টাকার ব্যবহার লিখি।

উত্তর: দৈনন্দিন জীবনে টাকার ব্যবহার অনেক। কোনো বস্তুর দাম পরিশোধের আধুনিক মাধ্যম হলো টাকা। টাকা দিয়েই প্রতিদিনের জিনিসপত্র কেনাকাটা করা হয়। পরিবারের কেউ অসুস্থ হলেও চিকিৎসার জন্য টাকার দরকার হয়। আমরা বই, খাতা, কলম আরও নানা জিনিস কিনতে টাকা ব্যবহার করে থাকি।

২. সঞ্চয় বলতে কী বোঝায়?

উত্তর: সঞ্চয় বলতে আয় থেকে খরচ করার পর বাকি যে অংশটুকু অবশিষ্ট থাকে, তাকে বোঝায়।

৩. আমরা কীভাবে টাকা সঞ্চয় করতে পারি?

উত্তর: আমরা বিভিন্নভাবে টাকা সঞ্চয় করতে পারি। যেমন-
(ক) ঈদে পাওয়া সেলামির টাকা থেকে,
(খ) টিফিনের টাকা থেকে,
(গ) বড়োদের কাছ থেকে পাওয়া কয়েন থেকে,
(ঘ) উপবৃত্তি পাওয়া টাকা থেকে ইত্যাদি।


সকল বিষয়ের সমাধান ও সাজেশন পেতে আমাদের 👉 অ্যাপটি ইন্সটল করো ও 👉 YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো !


Read More: তৃতীয় শ্রেণীর বিশ্বপরিচয় অধ্যায় ১১ বিভিন্ন পেশা

Read More: তৃতীয় শ্রেণি বিশ্বপরিচয় জরুরি পরিস্থিতি মোকাবিলা

Codehorse App

Check Also

তৃতীয় শ্রেণীর বিশ্বপরিচয় প্রশ্ন উত্তর

তৃতীয় শ্রেণি বিশ্বপরিচয় জরুরি পরিস্থিতি মোকাবিলা

তৃতীয় শ্রেণি বিশ্বপরিচয় জরুরি পরিস্থিতি মোকাবিলা: বাংলাদেশে নানা ধরনের দুর্যোগ ঘটে। তার মধ্যে উল্লেখযোগ্য তিনটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *