তৃতীয় শ্রেণীর বিজ্ঞান অধ্যায় ৫ শক্তি: আমাদের চারপাশে নানান ধরনের শক্তি রয়েছে। যেকোনো কাজেই শক্তি ব্যবহৃত হয়। যেমন: গাড়ি চালানো, বাতি জ্বালানো, টেলিভিশন চালানো, রান্নার কাজে শক্তির প্রয়োজন হয়। শক্তি কী?
তৃতীয় শ্রেণীর বিজ্ঞান অধ্যায় ৫ শক্তি:
১। শূন্যস্থান পূরণ করি।
প্রদত্ত শব্দগুলো থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি।
শব্দ শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি
ক) সূর্য থেকে আমরা সবচেয়ে বেশি……পাই।
খ) বৈদ্যুতিক পাখা চালানোর জন্য……প্রয়োজন।
গ) ঠান্ডা ও গরম হওয়ার সাথে…….সম্পর্কিত।
উত্তর: ক) আলোক শক্তি; খ) বিদ্যুৎ শক্তি; গ) তাপ শক্তি।
২। বামপাশের শব্দগুচ্ছের সাথে ডান পাশের শব্দের মিল করি।
বাম | ডান |
বৈদ্যুতিক বাতি শরীর গরম বই পড়া আঘাত করা |
আলোক শক্তি বিদ্যুৎ শক্তি শব্দ শক্তি তাপ শক্তি |
উত্তর:
১. বৈদ্যুতিক বাতি বিদ্যুৎ শক্তি।
২. শরীর গরম তাপ শক্তি।
৩. বই পড়া শব্দ শক্তি।
৪. আঘাত করা শব্দ শক্তি।
৩। সঠিক উত্তরের পাশে টিক (✔) চিহ্ন দাও।
১) কোনটি শক্তির অপচয় রোখ করার উপায়?
ক) দিনের আলো ব্যবহার করা√
খ) ফ্রিজ খোলা রাখা
গ) গ্যাসের চুলো জ্বালিয়ে রাখা
ঘ) টেলিভিশন সবসময় চালিয়ে রাখা
২) তাপ শক্তির উৎস কোনটি নয়?
ক) সূর্য
খ) বৈদ্যুতিক বাতি
গ) রান্নার চুলা
ঘ) টেলিভিশনের রিমোট√
৪। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
ক. শক্তির ধরনগুলোর নাম লিখি।
উত্তর: শক্তির ধরনগুলোর নাম হলো-
১) আলোক শক্তি,
২) তাপ শক্তি
৩) বিদ্যুৎ শক্তি
খ. আমরা রান্না করতে কোন শক্তি ব্যবহার করি?
উত্তর: আমরা রান্না করতে তাপ শক্তি ব্যবহার করি।
৫। বর্ণনামূলক প্রশ্ন
ক. আমরা কী কী কাজে তাপ শক্তি ব্যবহ করি তা লিখি।
উত্তর : যেসব কাজে আমরা তাপ শক্তি ব্যবহার করি তা নিম্নরূপ-
১) কোনো বস্তুকে গরম করতে।
২) খাবার রান্না করা, কাপড় শুকানো, ধান শুকানো ইত্যাদি কাজে।
৩) শীতকালে শরীর গরম রাখতে।
খ. উপরের ছবিটি একটি বসবাসের কক্ষের ছবি। এই কক্ষে বসবাসের সময়ে কী কী কাজ করলে শক্তির অপচয় কমবে?
উত্তর: উপরের ছবির কক্ষে নিম্নের কাজগুলো করলে শক্তির অপচয় কম হবে-
১) দিনের বেলায় অযথা বৈদ্যুতিক বাতি না জ্বালিয়ে দিনের আলোর যথাযথ ব্যবহার করতে হবে।
২) কক্ষে মানুষ না থাকলে অযথা ফ্যান চালিয়ে না রাখলে শক্তির অপচয় কম হবে।
৩) টিভি দেখা শেষ হলে সঙ্গে সঙ্গে তা বন্ধ করলে শক্তির অপচয় কম হবে।
অতিরিক্ত শূন্যস্থান
১. তাপ, বিদ্যুৎ এবং আলো হচ্ছে……।
২. উদ্ভিদ……ব্যবহার করে নিজের খাদ্য তৈরি করে।
৩. দিয়াশলাই কাঠি জ্বালালে আমরা…….ও……পাই।
৪. বিদ্যুৎ এক ধরনের…….।
৫. …….আলোর প্রধান উৎস।
উত্তর: ১. শক্তি; ২. সূর্যের আলো; ৩. তাপ, আলো; ৪. শক্তি; ৫. সূর্য।
অতিরিক্ত মিলকরণ
১. বাম পাশ থেকে শব্দ বা বাক্যাংশ নিয়ে ডান পাশের সাথে মিল কর।
বাম পাশ | ডান পাশ |
১. বৈদ্যুতিক বাতি আমাদের ২. দিয়াশলাই কাঠি জ্বালালে আমরা ৩. আমরা দুই হাতের তালু ঘষলে ৪. ফ্যান চালাতে এবং টেলিভিশন দেখতে ৫. পানিকে উত্তপ্ত করলে |
১. তাপশক্তি পাই। ২. গরম অনুভব করি। ৩. ঘর আলোকিত করে। ৪. আলো ও তাপ দুটোই পাই। ৫. বিদ্যুতের প্রয়োজন হয়। ৬. ঘোরানো যায়। ৭. বাষ্প তৈরি হয়। |
উত্তর:
১. বৈদ্যুতিক বাতি আমাদের ঘর আলোকিত করে।
২. দিয়াশলাই কাঠি জ্বালালে আমরা আলো ও তাপ দুটোই পাই।
৩. আমরা দুই হাতের তালু ঘষলে তাপশক্তি পাই।
৪. ফ্যান চালাতে এবং টেলিভিশন দেখতে বিদ্যুতের প্রয়োজন হয়।
৫. পানিকে উত্তপ্ত করলে বাষ্প তৈরি হয়।
অতিরিক্ত বহুনির্বাচনি
১. কোনটি শক্তি?
ক. টেলিভিশন
খ. ফ্যান
গ. আলো√
ঘ. কলম
২. নিচের কোনটির ওজন নেই?
ক. বাতাস
খ. পানি
গ. সিসা
ঘ. শক্তি√
৩. নিপা তৃতীয় শ্রেণির ছাত্রী। সে নিয়মিত পড়াশুনা করে। এ সময় সে কোন শক্তি ব্যবহার করে দেখে?
ক. আলোক শক্তি√
খ. তাপশক্তি
গ. শব্দ শক্তি
ঘ. বাষ্প শক্তি
অতিরিক্ত সংক্ষিপ্ত
১. শক্তি কী?
উত্তর: কোনো কিছু করার সামর্থ্যই হচ্ছে শক্তি।
২. আমরা কোন কোন শক্তি ব্যবহার করি?
উত্তর: আমরা আলো, বিদ্যুৎ এবং তাপশক্তি ব্যবহার করি।
৩. শক্তির দুটি কাজ লেখ।
উত্তর: শক্তির দুটি কাজ হলো-
১. শব্দ সৃষ্টি করা।
২. তাপ সৃষ্টি করা।
৪. বিভিন্ন প্রকার শক্তির নাম লেখ।
উত্তর: শক্তি বিভিন্ন প্রকারের হয়ে থাকে। যেমন- আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি ও তাপশক্তি।
৫. শক্তি কেন মূল্যবান?
উত্তর: শক্তি মূল্যবান কারণ এটি ছাড়া আমাদের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়।
অতিরিক্ত বর্ণনামূলক
১. শক্তি কী কী কাজ করতে পারে তার একটি তালিকা তৈরি কর।
উত্তর: শক্তি প্রধানত চারটি কাজ করতে পারে।
যেমন-
১. কোনো জিনিসের স্থান পরিবর্তন করতে পারে।
২. শব্দ সৃষ্টি করতে পারে।
৩. আলো সৃষ্টি করতে পারে।
৪. তাপ সৃষ্টি করতে পারে।
২. আলোর প্রধান উৎস কী? আলো এক ধরনের শক্তি ব্যাখ্যা কর।
উত্তর : আলোর প্রধান উৎস হলো সূর্য।
আলো এক ধরনের শক্তি। আমরা জানি, কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। আলো ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি। যেমন- সূর্যের আলো ব্যবহার করে বৈদ্যুতিক পাখা, বাল্ব ইত্যাদি চালাতে পারি। আলো ব্যবহার করে আমরা অন্ধকার দূর করতে পারি।
৩. আমরা মূলত কোন কোন শক্তি ব্যবহার করি? বৈদ্যুতিক যন্ত্রপাতি কীভাবে আমাদের জীবনকে সহজ করে দিয়েছে?
উত্তর: আমরা মূলত আলো, বিদ্যুৎ এবং তাপশক্তি ব্যবহার করি।
বৈদ্যুতিক যন্ত্রপাতি যেমন- বৈদ্যুতিক পাখা, লাইট, ফ্রিজ, মোবাইল ফোন, টেলিফোন, কম্পিউটার ইত্যাদি আমাদের দৈনন্দিন জীবনকে সহজ ও দ্রুত করতে সহায়তা করছে। রেডিও ও টেলিভিশনের মাধ্যমে ঘরে বসে আমরা বিশ্বের খবরা-খবর জানতে পারি। মোবাইলের মাধ্যমে আমরা দূর-দূরান্তে বার্তা আদান-প্রদান করতে পারি।
৪. আলোক শক্তি আমাদের কী কী কাজে লাগে?
উত্তর: আলোক শক্তি আমাদের বিভিন্ন কাজে লাগে। যেমন-
১. উদ্ভিদের খাদ্য তৈরিতে;
২. ফসলি উদ্ভিদ ফলানো;
৩. তাপ তৈরিতে;
৪. চারপাশের বস্তু দেখতে।