তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ ১০ বাক্য পড়ি ও লিখি: বাংলা ভাষায় বাক্য গঠনের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, বাক্যকে অবশ্যই সঠিক ও অর্থপূর্ণ হতে হয়। আলোচ্য পাঠে শিক্ষার্থীদের জন্য কিছু শব্দ উপস্থাপন করে একটি করে বাক্য তৈরি করে দেখানো হয়েছে। এর ফলে তাদের পক্ষে প্রদত্ত শব্দ থেকে বাক্য তৈরি শেখা সহজ হবে।
তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ ১০ বাক্য পড়ি ও লিখি:
পড়ি
মামা : মামা, আপনি কেমন। আছেন?
চাচি : চাচি, আপনাকে অনেক ধন্যবাদ।
বন্ধু : বন্ধু, তোমার বাড়ি কোথায়?
লিখি
আপা : আপা, আমি আসতে পারি?
স্যার : ………………….।
বন্ধু : ………………….।
সমাধান:
আপা : আপা, আমি আসতে পারি?
স্যার : স্যার, আপনার কাছে পড়তে চাই।
বন্ধু : বন্ধু, তুমি কোথায় যাচ্ছ?
পড়ি
কী : কী সুন্দর সকাল।
বাহ্ : বাহ্! দারুণ খেলেছ।
আহা : আহা, ব্যথা পেলে বুঝি!
লিখি
কী : কী দারুণ বৃষ্টি!
বাহ্ : ………………….।
আহা : ………………….।
সমাধান:
কী : কী দারুণ বৃষ্টি!
বাহ্ : বাহ্! চমৎকার দৃশ্য।
আহা : আহা, ছেলেটি কত দুঃখী!
Class 3 All Guide ⮯
| আরো প্রশ্নসহ গাইড ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করো 👉 Install Now |
Codehorse Learn Free