Breaking News
তৃতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর
৩য় শ্রেণি বাংলা প্রশ্ন উত্তর

তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ ৮ আমি হব কবিতার প্রশ্ন উত্তর

তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ ৮ আমি হব কবিতার প্রশ্ন উত্তর: ‘আমি হব’ কবিতায় কবি কাজী নজরুল ইসলাম সকালবেলার পাখি হওয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন। তিনি সুয্যিমামা জাগার আগে কুসুমবাগে ডেকে উঠবেন। এতো ভোরে উঠলে মা যদি বকা দেয়, তাহলে মাকেই তিনি আলসে মেয়ে বলে ঘুমিয়ে থাকতে বলবেন। কারণ তিনি ও তার মতো শিশুরা না জাগলে সকাল হবে না। এভাবে কবিতায় কবি প্রকৃতপক্ষে তারুণ্যের জাগরণের মাধ্যমে পৃথিবী থেকে সকল অন্ধকার বা মন্দকে দূর করার কথা বোঝাতে চেয়েছেন।

তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ ৮ আমি হব কবিতার প্রশ্ন উত্তর:

শব্দ শিখি:

কুসুম-বাগ – ফুলবাগান
সুয্যি – সূর্য
আলসে – অলস
রাত পোহানো – রাত শেষ হওয়া

অনুশীলনী

১। খালি জায়গায় শব্দ বসাই।

বেলা, অলস, রাত, রাগ;

ক) ভুল করলে…………করতে নেই।
খ) ……………হয়েছে, ঘুমিয়ে পড়ো।
গ) আজ ঘুম থেকে উঠতে…………হয়ে গেল।
ঘ) …………..হলে উন্নতি করা যায় না।

উত্তরঃ ক) রাগ; খ) রাত; গ) বেলা; ঘ) অলস।

২। কবিতা থেকে শব্দ নিয়ে খালি জায়গা পূরণ করি

আমি হব — বেলার পাখি।
সবার আগে —
উঠব আমি ডাকি।
— মামা জাগার আগে
উঠব আমি জেগে,
‘হয়নি সকাল, — এখন’-
মা বলবেন রেগে!

উত্তর:

আমি হব সকাল বেলার পাখি।
সবার আগে কুসুম-বাগে
উঠব আমি ডাকি।
সুয্যি মামা জাগার আগে
উঠব আমি জেগে,
‘হয়নি সকাল, ঘুমো এখন’-
মা বলবেন রেগে!

৩। কবিতাটি না দেখে বলি ও লিখি।

উত্তর: নিজে নিজে চেষ্টা করো।

৪। কাজ বোঝায় এমন শব্দ আলাদা করি।

আমি সকালে ঘুম থেকে উঠি। ওঠা
আমরা ভাত খাই।
তুমি একটা কবিতা বলো। তোমরা মাঠে বল খেলছো।
সে বই পড়ছে।
তারা স্কুলে গিয়েছে।

উত্তর:

আমি সকালে ঘুম থেকে উঠি। ওঠা
আমরা ভাত খাই। খাওয়া
তুমি একটা কবিতা বলো। বলা
তোমরা মাঠে বল খেলছো। খেলা
সে বই পড়ছে। পড়া
তারা স্কুলে গিয়েছে। যাওয়া

৫। বলি ও লিখি।

ক) খোকা কী হতে চায়?
উত্তর: খোকা সকাল বেলার পাখি হতে চায়।

খ) কার জাগার আগে খোকা জেগে উঠতে চায়?
উত্তর: সূর্য মামা জাগার আগে খোকা জেগে উঠতে চায়।

গ) খোকা কাকে ‘আলসে মেয়ে’ বলেছে?
উত্তর: খোকা তার মাকে ‘আলসে মেয়ে’ বলেছে।

ঘ) তুমি কখন ঘুম থেকে ওঠো?
উত্তর: আমি ভোরে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠি।

Class 3 All Guide

আরো প্রশ্নসহ গাইড ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করো 👉 Install Now

৬। ঘুম থেকে উঠে যা যা করি, বলি ও লিখি।

…………………………………………………………………………………………………………………………………………………………………………

উত্তর : আমি সকালে ঘুম থেকে উঠে প্রথমে দাঁত ব্রাশ করে হাত-মুখ ধুই। তারপর সকালের নাস্তা করি। এরপর নিজে নিজে স্কুল-ড্রেস পরি। বাবার সাথে স্কুলে যাই।

অতিরিক্ত প্রশ্ন ও উত্তর

সঠিক উত্তরের পাশে টিক (✔) চিহ্ন দিই।

১. ‘আমি হব’ কবিতাটির কবি কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম√
গ. শামসুর রাহমান
ঘ. সুফিয়া কামাল

২. কবি হতে চান সকাল বেলার-
ক. হাঁস
খ. মোরগ
গ. পাখি√
ঘ. শালিক

৩. কবি কে জাগার আগে জাগবেন?
ক. বাবা
খ. বা
গ. দাদা
ঘ. সূর্য√

৪. ‘কুসুম-বাগ’ শব্দের অর্থ কী?
ক. বাঁশ বাগান
খ. ফুল বাগান√
গ. আম বাগান
ঘ. কাঁঠাল বাগান

৫. কবি কাকে ‘আলসে মেয়ে’ বলেছেন?
ক. বড় বোন
খ. মা√
গ. চাচি
ঘ. দাদি

৬. খোকা কোন সময়ের পাখি হতে চায়?
ক. সকাল বেলার√
খ. দুপুর বেলার
গ. বিকাল বেলার
ঘ. রাতের বেলার

শূন্যস্থান পূরণ করো:

১. কবি — হতে চান।
২. কবি — বেলার পাখি হবেন।
৩. কবি — জেগে উঠবেন।
৪. — জাগার আগে কবি জেগে উঠবেন।
৫. মা রাগ করে — বলবেন।
৬. হয়নি, — ঘুমো এখন।
৭. সুয্যি মামা — আগে উঠব আমি –।
৮. কবির মা — মেয়ে।
৯. ঘুমো এখন, মা বলবেন –।
১০. কবি উঠলে — পোহাবে।

উত্তর : ১. পাখি; ২. সকাল; ৩. কুসুম-বাগে; ৪. সুয্যি মামা; ৫. ঘুমাতে; ৬. সকাল; ৭. জাগার; জেগে; ৮. আলসে; ৯. রেগে; ১০. রাত।


সত্য/মিথ্যা নির্ণয় করো:

১. কবি সকালের সূর্য হতে চান।
২. কবি সকাল বেলার পাখি হবেন।
৩. কবি সূর্য উঠার পর জেগে উঠবেন।
৪. কবি কুসুম-বাগে পাখি হয়ে ডাকাডাকি করবেন।
৫. মা কবিকে সকালে জাগিয়ে দেবেন।
৬. কবি তাঁর মাকে আলসে মেয়ে বলে বকা দেন।
৭. করি মাকে ঘুমিয়ে থাকতে বলবেন।
৮. কবি জাগলেই রাত হবে।

উত্তর: ১. মিথ্যা; ২. সত্য; ৩. মিথ্যা; ৪. সত্য; ৫. মিথ্যা; ৬. সত্য; ৭. সত্য; ৮. মিথ্যা;

সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর :

১. ‘আমি হব’ কবিতার কবি কে?
উত্তর: কাজী নজরুল ইসলাম।

২. খোকা কোন সময়ের পাখি হতে চায়?
উত্তর: সকাল বেলার।

৩. খোকা কোথায় ডেকে উঠতে চায়?
উত্তর: কুসুম-বাগে।

৪. ‘কুসুম-বাগ’ অর্থ কী?
উত্তর: ফুলবাগান।

৫. খোকা কী হয়ে কুসুম-বাগে ডেকে উঠবে?
উত্তর: পাখি হয়ে।

৬. খোকা সূর্যকে কী বলে সম্বোধন করেছে?
উত্তর: মামা।

৭. সূর্য মামা জাগার আগে খোকা কী করবে?
উত্তর: জেগে উঠবে।

৮. মা রেগে খোকাকে কী বলবেন?
উত্তর: সকাল হয়নি বলে ঘুমোতে বলবেন।

Read More: তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ ৭ ঘাসফড়িং আর পিঁপড়ার গল্প

Read More: তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ ৯ ব্যাঙের সাজা প্রশ্ন উত্তর

Codehorse App

Check Also

তৃতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর

তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ ১৬ হাসি প্রশ্ন উত্তর

তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ ১৬ হাসি প্রশ্ন উত্তর: পৃথিবীতে সবাই হাসতে জানে। খোকন ফোকলা দাঁতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *