Breaking News
তৃতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর
৩য় শ্রেণি বাংলা প্রশ্ন উত্তর

তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ ৬ দেখে বুঝে কাজ করি

তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ ৬ দেখে বুঝে কাজ করি: আমরা প্রতিনিয়ত বিভিন্ন প্রয়োজনে রাস্তায় বের হই। রাস্তায় চলাচলের সময় আমরা প্রায়ই বিভিন্ন ছবি ও চিহ্নযুক্ত নির্দেশনা দেখতে পাই। এসব ছবি ও চিহ্ন আমাদের রাস্তায় চলাচলের নিয়মকানুন শিক্ষা দেয়। আমাদের নিরাপদ জীবনযাপনের প্রয়োজনে এসব ছবিযুক্ত চিহ্ন সম্পর্কে ধারণা থাকা একান্ত আবশ্যক।

তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ ৬ দেখে বুঝে কাজ করি:

সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর:

১. রাস্তায় রিকশার ছবি কাটাচিহ্ন যুক্ত কোনো সংকেত দেখলে কী বুঝবো?
উত্তর: রিকশা চলা নিষেধ।

২. বাঁশি কাটাচিহ্ন যুক্ত কোনো সংকেত দেখলে কোনটি বুঝবো?
উত্তর: হর্ন বাজানো নিষেধ।

৩. রাস্তায় অনাবশ্যকভাবে কোনটি করা নিষেধ?
উত্তর: হর্ন বাজানো।

৪. আমরা কোনটি দেখে রাস্তা পার হই?
উত্তর: সিগন্যাল বাতি।

৫. সিগন্যাল বাতির লাল বাতিটি কী নির্দেশ করে?
উত্তর: থেমে যাওয়া।

৬. সিগন্যাল বাতির হলুদ বাতিটি কী নির্দেশ করে?
উত্তর: চলার জন্য প্রস্তুত হওয়া।

৭. সিগন্যাল বাতির সবুজ বাতিটি কী নির্দেশ করে?
উত্তর: এবার যাও/যাওয়া।

৮. রাস্তার পাশে কোথাও পুরুষ-মহিলা পাশাপাশি দাঁড়ানো ছবি দেখলে কী বুঝবে?
উত্তর: এখানে টয়লেট আছে।

৯. রাস্তার পাশে রেল রাস্তাযুক্ত ছবি দেখলে কী বুঝবে?
উত্তর: এখানে রেলক্রসিং, সাবধানে চলতে হবে।

১০. রাস্তার পাশের কোনো ছবিতে বিছানা ও লাল রঙের চাঁদ দেখলে কী বুঝবে?
উত্তর: সামনে হাসপাতাল।

১১. রাস্তার পাশের কোনো ছবিতে চলন্ত মানুষ দেখলে কী বুঝবে?
উত্তর: পথচারী পারাপার।

১২. কোনো ছবিতে কোনো পাত্রে মানুষ কিছু ফেলতে দেখলে কোনটি বুঝবে?
উত্তর: এখানে ময়লা ফেলি।

Class 3 All Guide

আরো প্রশ্নসহ গাইড ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করো 👉 Install Now

Read More: তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ ৫ প্রশ্ন উত্তর

Read More: তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ ৭ ঘাসফড়িং আর পিঁপড়ার গল্প

Codehorse App

Check Also

তৃতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর

তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ ১৬ হাসি প্রশ্ন উত্তর

তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ ১৬ হাসি প্রশ্ন উত্তর: পৃথিবীতে সবাই হাসতে জানে। খোকন ফোকলা দাঁতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *