Breaking News
তৃতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর
৩য় শ্রেণি বাংলা প্রশ্ন উত্তর

তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ ৯ ব্যাঙের সাজা প্রশ্ন উত্তর

তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ ৯ ব্যাঙের সাজা প্রশ্ন উত্তর: ব্যাঙের সাজা গল্পের মাধ্যমে গল্পকার আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন। গল্পে দেখা যাচ্ছে, বনে খুব অশান্তি শুরু হয়েছে। পিঁপড়া বনের রাজার কাছে নালিশ জানাতে এসেছে। মুরগি তার বাসা ভেঙে ফেলেছে। রাজার আদেশে মুরগিকে ধরে আনা হয়। এরপর পর্যায়ক্রমে মুরগির অপরাধী সাপ, সাপের অপরাধী হরিণ, হরিণের অপরাধী সারস পাখি, সারসের অপরাধী বুলবুলিকে ধরে আনা হয়। বিচারে দেখা যায়, এসব অপরাধীই একটি মাত্র কারণে অপরাধ করেছে। আর এই কারণ হলো ব্যাঙের গুজব। ব্যাঙ শহরে বেড়াতে গিয়ে ঝড় হওয়ার পূর্বাভাস সম্পর্কিত একটি গুজব বনে ছড়িয়ে দেয়। আর এই গুজব থেকেই বনে অশান্তি সৃষ্টি হয়। তাই রাজা ব্যাঙের জন্য চাবুক মারার শান্তি নির্ধারণ ও কার্যকর করেন। এখানে ব্যাঙের এই সাজা প্রাপ্তি থেকে আমরা বুঝতে পারি যে, আমাদের কখনো গুজবে কান দেওয়া উচিত নয়। গুজব কখনো মঙ্গল বয়ে আনে না।

তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ ৯ ব্যাঙের সাজা প্রশ্ন উত্তর:

শব্দ শিখি

রাজার দরবার – রাজা যেখানে সভা করেন
সিপাই – সৈনিক
গুজব – মিথ্যা তথ্য
রটানো – ছড়ানো
চাবুক – মারার জন্য যে লাঠির মাথায় দড়ি থাকে

অনুশীলনী

১। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি।

দরবার, সিপাই, গুজব, চাবুক, রটানো;

উত্তর:

দরবার – যেখানে সভা করা হয়
সিপাই – সৈনিক
গুজব – মিথ্যা তথ্য
চাবুক – মারার জন্য যে লাঠির মাথায় দড়ি থাকে
রটানো – ছড়ানো

২। খালি জায়গায় শব্দ বসাই।

দরবার, সিপাই, গুজব, চাবুক, রটানো;

ক) দুজন…………পাহারা দিচ্ছে।
খ) রাজার আদেশে সবাই…………..হাজির হয়েছে।
গ) ……………..কান দিও না।
ঘ) ঘোড়া চালাতে……………প্রয়োজন হয়।
ঙ) খবরটা সত্যি। কিন্তু মিথ্যা বলে……………হয়েছে।

উত্তর : ক) সিপাই; খ) দরবারে; গ) গুজবে; ঘ) চাবুক; ঙ) রটানো।

৩। কোনটি সঠিক বাছাই করে বলি ও লিখি।

প্রশ্ন বোঝায় এমন বাক্যের শেষে বসে-
ক. , খ.। গ. ? ঘ. –
উত্তর: গ.?

পিঁপড়া পিলপিল করে গেল-
ক. শহরের কাছে
খ. মাটির গর্তে
গ. কাঁঠাল গাছের তলায়
ঘ. রাজার দরবারে
উত্তর: ঘ. রাজার দরবারে

লেজ থেকে রক্ত ঝরছে-
ক. হরিণের খ. সাপের
গ. বুলবুলির ঘ. মুরগির
উত্তর: খ. সাপের

ব্যাঙ বেড়াতে গিয়েছিল-
ক. মুরগির বাড়ি খ. গর্তে
গ. গ্রামে ঘ. শহরে
উত্তর: ঘ. শহরে

Class 3 All Guide

আরো প্রশ্নসহ গাইড ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করো 👉 Install Now


৪। বলি ও লিখি।

ক) পিঁপড়া রাজার দরবারে গেল কেন?
উত্তর: মুরগি পিঁপড়ার বাসা ভেঙে ফেলেছে। তাই মুরগির বিচারের দাবিতে পিঁপড়া রাজার দরবারে গেল।

খ) কে মুরগির ডিম ভেঙেছিল?
উত্তর: সাপ মুরগির ডিম ভেঙেছিল।

গ) বুলবুলি কোথায় ঢুকে পড়েছিল?
উত্তর: বুলবুলি সারসের মুখে ঢুকে পড়েছিল।

ঘ) কীভাবে ব্যাঙের গায়ে দাগ হলো?
উত্তর: কাঁঠাল গাছের কষ লেগে ব্যাঙের গায়ে দাগ হলো।

৫। ডান পাশ থেকে শব্দ এনে বাম পাশে বসাই।

ঘ্যাঙর ঘ্যাঙ, কক কক, পিলপিল, হেঁইও;

পিঁপড়া –
মুরগি –
ব্যাঙ –
টানতে টানতে বলা –

উত্তর:

পিঁপড়া – পিলপিল
মুরগি – কক কক
ঘ্যাঙর ঘ্যাঙ – ব্যাঙ
হেঁইও – টানতে টানতে বলা

৬। ছবি দেখে নাম বলি এবং একটি করে বৈশিষ্ট্য লিখি।

উত্তর:
মুরগি
মুরগি গৃহপালিত প্রাণী।

হরিণ
হরিণ একটি ভীতু প্রকৃতির প্রাণী।

সাপ
সাপের ত্বক সবসময় ঠান্ডা থাকে।

সারস পাখি
সারস পাখি মাছ খেয়ে বেঁচে থাকে

ব্যাঙ
ব্যাঙ একটি উভচর প্রাণী।

বুলবুলি
বুলবুলি একটি গায়ক পাখি।

পিঁপড়া
পিঁপড়া অনেক পরিশ্রমী প্রাণী।

অতিরিক্ত সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর :

১. রাজার কাছে প্রথম বিচারপ্রার্থী কে?
উত্তর: পিঁপড়া।

২. পিঁপড়া কার বিরুদ্ধে বিচার দাবি করে?
উত্তর: মুরগির।

৩. মুরগির অপরাধ কী?
উত্তর: পিঁপড়ার বাসা ভেঙে ফেলা।

৪. মুরগির অপরাধী কে?
উত্তর: সাপ।

৫. সাপ মুরগির কী ক্ষতি করেছে?
উত্তর: ডিম ভেঙে ফেলেছে।

৬. কার লেজ থেকে রক্ত ঝরছে?
উত্তর: সাপের।

৭. সাপের অপরাধী কে?
উত্তর: হরিণ।

৮. হরিণের অপরাধ কী?
উত্তর: সাপের লেজে আঘাত করা।

৯. হরিণ কী দিয়ে সাপের লেজে আঘাত করেছে?
উত্তর: খুর দিয়ে।

১০. মুরগির ডিম ভেঙেছে কে?
উত্তর: সাপ।

১১. সাপের লেজে পা দিয়েছে কে?
উত্তর: হরিণ।

১২. হরিণ কার বিচার দাবি করে?
উত্তর: সারস পাখির।

১৩. সারস পাখির অপরাধ কী?
উত্তর: ডানা ঝাপটে হরিণকে ভয় দেখানো।

১৪. সারস পাখি কীভাবে হরিণকে ভয় দেখায়?
উত্তর: জোরে ডানা ঝাপটে।

১৫. হরিণের চোখে ভয় কেন?
উত্তর: রাজার শাস্তির ভয়ে।

১৬. সারস পাখি কার বিরুদ্ধে বিচার দেয়?
উত্তর: বুলবুলির।

১৭. বুলবুলির অপরাধ কী?
উত্তর: সারসের মুখে ঢুকে পড়া।

১৮. বুলবুলি কেন সারসের মুখে ঢুকে পড়ে?
উত্তর: নিজের প্রাণ বাঁচানোর জন্য।

১৯. বুলবুলি কী মনে করে সারসের মুখে ঢোকে?
উত্তর: গর্ত মনে করে।

২০. সারস ডানা ঝাপটায় কেন?
উত্তর: গলা পরিষ্কার করার জন্য।

Read More: তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ ৮ আমি হব কবিতার প্রশ্ন উত্তর

Read More: তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ ১০ বাক্য পড়ি ও লিখি

Codehorse App

Check Also

তৃতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর

তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ ১৬ হাসি প্রশ্ন উত্তর

তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ ১৬ হাসি প্রশ্ন উত্তর: পৃথিবীতে সবাই হাসতে জানে। খোকন ফোকলা দাঁতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *