Breaking News
তৃতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর
৩য় শ্রেণি বাংলা প্রশ্ন উত্তর

তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ ৪ আবার পড়ি কারচিহ্ন প্রশ্ন উত্তর

তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ ৪ আবার পড়ি কারচিহ্ন প্রশ্ন উত্তর: বাংলা ভাষায় নতুন নতুন শব্দ গঠনের জন্য কারচিহ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূলত স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হলো কারচিহ্ন। কারচিহ্নের সংখ্যা ১০টি। যেসব স্বরবর্ণ থেকে কারচিহ্ন পাওয়া যায়, সেগুলো হলো- আ, ই, ঈ, উ, ঊ, ঋ, এ, ঐ, ও, ঔ।

তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ ৪ আবার পড়ি কারচিহ্ন প্রশ্ন উত্তর:

কারচিহ্ন দেখি।
া, ি, ী, ু, ূ, ৃ, ে, ৈ, ো, ৌ

নিচের বর্ণগুলোর সাথে কারচিহ্ন যোগ করে শব্দ বানাই।
ক, জ, ত, প, ম


………………………………….
সমাধান: কাক, কিরণ, কুকুর, কূপ, কৃষক, কেরোসিন, কোকিল, কৌটা।


………………………………….
সমাধানঃ জাল, জিত, জীবন, জুতা, জেলি, জোনাক।


………………………………….
সমাধান: তাল, তিল, তীর, তুলা, তৃণ, তেল, তোশক।


………………………………….
সমাধান : পাখি, পিপীলিকা, পুকুর, পূজা, পৃথিবী, পেট, পোশাক, পৌষ।


………………………………….
সমাধান: মা, মিষ্টি, মুখ, মূল, মেলা, মৌমাছি।

শব্দ পড়ি ও লিখি।

কৃষি –
তৃণ –
কৃষক –
মসৃণ –

মেঘ –
ছেলে –
মেয়ে –
সেপাই –

শৈবাল –
তৈরি –
বৈশাখ –
শৈশব –

ভোর –
মোরগ –
খোকন –
ঠোঁট –

সৌরজগৎ –
পৌষ –
মৌমাছি –
নৌকা –

সমাধান: নিজেরা দেখে দেখে লেখার চেষ্টা করো।

অনুশীলনী

১. বর্ণ সাজিয়ে শব্দ লিখি।

সাখো –

নিসজি –

চলেকট –

আমকীল –

রজামন –

থিবীপৃ –

কদৈনি –

কৌটা –

খাদেনাশো –

উত্তর:

সাখো – খোসা

নিসজি – জিনিস

চলেকট – চকলেট

আমকীল – আমলকী

রজামন – রমজান

থিবীপৃ – পৃথিবী

কদৈনি – দৈনিক

কৌটা – কৌটা

খাদেনাশো -দেখাশোনা

Class 3 All Guide

আরো প্রশ্নসহ গাইড ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করো 👉 Install Now


অতিরিক্ত প্রশ্ন ও উত্তর

কারচিহ্ন যোগে শব্দ গঠন

গ, চ, ধ, ন, ফ, ব, শ, স।

উত্তর:

গ = গাল, গীতা, গুহা, গৃহ, গেরো, গোলক, গৌরব।

চ = চাল, চিল, চীনা, চুলা, চেনা, চৈত্র, চোখ, চৌচির।

ধ = ধান, ধুলা, ধূপ, ধৈর্য।

ন = নাক, নিশি, নুড়ি, নূপুর, নেপাল, নোলক, নৌকা।

ফ = ফাগুন, ফুটবল, ফুল।

ব = বাঁশ, বিল, বীণা, বৃদ্ধ, বেমানান।

শ = শিশির, শীত, শুকনো, শূন্য, শেয়াল, শেকল, শৈশব।

স = সাল, সিল, সীমা, সুর, সূর্য, সৃজন, সৈনিক, সোনা, সৌন্দর্য।

নিচের শব্দগুলোর কারচিহ্ন নির্ণয় করো

জাল, বিল, ধীর, কুমার, কুপ, মসৃণ, খেয়া, বৈশাখ, বোলতা, মৌখিক।

উত্তর:

জাল = আ-কার = া

বিল = ই-কার = ি

ধীর = ঈ-কারী = ী

কুমার = উ-কার = ু

কূপ = উ-কার = ূ

মসৃণ = ঋ-কার = ৃ

খেয়া = এ-কার = ে

বৈশাখ = ঐ-কার = ৈ

বোলতা = ও-কার = ো

মৌখিক = ঔ-কার =  ৗে

Read More: তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ ৩ ময়লার বাক্স প্রশ্ন উত্তর

Read More: তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ ৫ প্রশ্ন উত্তর

Codehorse App

Check Also

তৃতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর

তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ ১৬ হাসি প্রশ্ন উত্তর

তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ ১৬ হাসি প্রশ্ন উত্তর: পৃথিবীতে সবাই হাসতে জানে। খোকন ফোকলা দাঁতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *