তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ ১৪ নদীর দেশ প্রশ্ন উত্তর: নদীমাতৃক বাংলাদেশে অসংখ্য নদী জালের মতো ছড়িয়ে রয়েছে। ছোটো-বড়ো এসব নদী বিভিন্ন নাম নিয়ে বয়ে চলেছে এদেশের বুক চিরে। এদেশের বিভিন্ন নদীতে পাওয়া যায় বিভিন্ন ধরনের মাছ ও প্রাণী। আলোচ্য পাঠে এদেশের ছোটো-বড়ো কিছু নদীর নামসহ এদের বৈচিত্র্যপূর্ণ বৈশিষ্ট্যের বর্ণনা প্রদান করা হয়েছে। এছাড়াও আমাদের দেশের নদীগুলোর সংকট ও এগুলোর মোকাবিলা সংক্রান্ত দিক-নির্দেশনাও দেওয়া হয়েছে। তাই আলোচ্য পাঠটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ ১৪ নদীর দেশ প্রশ্ন উত্তর:
শব্দ শিখি:
স্রোত – পানির প্রবাহ
খরস্রোতা – অনেক স্রোত আছে যার
দূষিত – নষ্ট
ডলফিন – তিমি জাতীয় জলজ প্রাণী
বিখ্যাত – নামকরা
নিরীহ – শান্ত
অনুশীলনী
১। বাক্য তৈরি করি ও লিখি।
এঁকেবেঁকে ………………..
স্রোত ………………..
শান্ত ………………..
শখ ………………..
শক্তি ………………..
উত্তর:
এঁকেবেঁকে – বাংলাদেশের বুকে অসংখ্য নদী এঁকেবেঁকে চলে।
স্রোত – কর্ণফুলী নদীর স্রোত বেশি।
শান্ত – ঘূর্ণিঝড়ের পর সাগর এখন শান্ত।
শখ – সুমনের শখ বাগান করা।
শক্তি – দুধ খেলে শক্তি বাড়ে।
২। সঠিক উত্তরটি বলি ও লিখি।
ছোটো নদী –
ক. পদ্মা
খ. মেঘনা
গ. ধানতারা
ঘ. যমুনা
উত্তর: গ. ধানতারা।
হিমালয় পর্বতে জন্ম-
ক. পদ্মা নদীর
খ. কর্ণফুলী নদীর
গ. যমুনা নদীর
ঘ. আত্রাই নদীর
উত্তর: ক. পদ্মা নদীর।
বাংলাদেশ ও মায়ানমারকে ভাগ করেছে-
ক. কর্ণফুলী
খ. নাফ
গ. পিয়াইন
ঘ. বুড়িগঙ্গা
উত্তর: খ. নাফ।
প্রতিবেশী দেশকে দেখার শখ-
ক. আত্রাই নদীর
খ. যমুনা নদীর
গ. হালদা নদীর
ঘ. ধলেশ্বরী নদীর
উত্তর: ক. আত্রাই নদীর।
বর্ণগুলো সাজিয়ে লিখলেও শব্দ হবে না-
ক. লড়িয়াঘ
খ. লমাহিয়
গ. বাড়ঘাই
ঘ. নডফল
উত্তর: খ. নডফল।
৩। মিল করে বাক্য লিখি।
ক) হিমালয় থেকে যাত্রা শুরু করেছে → হালদা নদী
খ) বঙ্গোপসাগরে মিশেছে → সোমেশ্বরী নদী
গ) ভারতের লুসাই পাহাড় থেকে জন্ম → পিয়াইন নদী
ঘ) মা-মাছেরা ডিম ছাড়ার জন্য আসে → পদ্মা নদী
ঙ) সাপের মতো পেঁচিয়ে চলেছে → মেঘনা নদী
চ) ছোটো-বড়ো পাথর বয়ে আনে → কর্ণফুলী নদী
উত্তর:
ক) হিমালয় থেকে যাত্রা শুরু করেছে পদ্মা নদী।
খ) ভারতের লুসাই পাহাড় থেকে জন্ম মেঘনা নদী।
গ) মা-মাছেরা ডিম ছাড়ার জন্য আসে কর্ণফুলী নদী।
ঘ) সাপের মতো পেঁচিয়ে চলেছে সোমেশ্বরী নদী।
ঙ) ছোটো-বড়ো পাথর বয়ে আনে পিয়াইন নদী।
৪। উত্তর বলি ও লিখি।
ক) কোন নদীর ইলিশ বিখ্যাত?
উত্তর: পদ্মা নদীর ইলিশ বিখ্যাত।
খ) হরিণটানা নদী কোন বনের ভিতর দিয়ে বয়ে চলেছে?
উত্তর: হরিণটানা নদী সুন্দরবনের ভিতর দিয়ে বয়ে চলেছে।
গ) বুড়িগঙ্গা নদীর পানি কালো হয়ে গেছে কেন?
উত্তর: বুড়িগঙ্গা নদীর পানি ময়লায় কালো হয়ে যাচ্ছে। কারণ মানুষ নদীতে পলিথিন ও ময়লা-আবর্জনা ফেলে নদীকে নোংরা করছে। ময়লা পানির কারণে নদীতে মাছ ও ব্যবহারের উপযোগী পানি নেই। তাছাড়া মানুষ নদী ভরাট করে নদীকে মেরে ফেলছে। নদীর গতিকে নষ্ট করে ফেলেছে। ফলে নদীর পানি ময়লা, নোংরা ও কালো হয়ে যাচ্ছে।
ঘ) কী কারণে নদীর পানি দূষিত হয়?
উত্তর: শিল্প কারখানার বর্জ্য, পলিথিন ও ময়লা আবর্জনার কারণে নদীর পানি দূষিত হয়। নৌকা ও জাহাজ থেকে তেল নিঃসরণেও নদীর পানি দূষিত হয়। তাছাড়া কৃষিজমিতে ব্যবহৃত রাসায়নিক সার, কীটনাশক বৃষ্টির পানিতে ধুয়ে নদীর পানিতে মিশে দূষিত করছে নদীর পানি। নদীর পানি দূষণের আরেকটি কারণ অবৈধ দখল, শিল্পায়ন, উন্নয়নের নামে বিভিন্ন স্থাপনা নির্মাণ।
ঙ) নদী মরে যাচ্ছে কেন?
উত্তর: উজানে পানি প্রত্যাহার, অপরিকল্পিতভাবে বাঁধ ও অবকাঠামো নির্মাণ, অবৈধ দখল, নদী ভরাট করা এবং ব্যাপক দূষণ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকির অভাবে নদী মরে যাচ্ছে।
৫। তিনটি বড়ো নদীর ও তিনটি ছোটো নদীর নাম লিখি।
উত্তর : তিনটি বড়ো নদীর নাম- পদ্মা, মেঘনা, যমুনা। তিনটি ছোটো নদীর নাম- ধানতারা, ধানসিঁড়ি, দুধকুমার।
Class 3 All Guide ⮯
| আরো প্রশ্নসহ গাইড ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করো 👉 Install Now |
অতিরিক্ত প্রশ্ন ও উত্তর
সঠিক উত্তরের পাশে টিক (✔) চিহ্ন দিই।
১. নদীর দেশ –
ক. বাংলাদেশ√
খ. ভারত
গ. জাপান
ঘ. নেপাল
২. হিমালয় থেকে যাত্রা শুরু করেছে কোন নদী?
ক. মেঘনা
খ. হালদা
গ. ধানসিঁড়ি
ঘ. পদ্মা√
৩. ‘বাঘাইড়’ কোন নদীতে পাওয়া যায়?
ক. যমুনা√
খ. পদ্মা
গ. ধানসিঁড়ি
ঘ. হালদা
৪. ‘ডলফিন’ দেখা যেত কোন নদীতে?
ক. আত্রাই
খ. বুড়িগঙ্গা
গ. মেঘনা√
ঘ. যমুনা
৫. লুসাই পাহাড় থেকে বাংলাদেশে ঢুকেছে-
ক. হালদা
খ. কর্ণফুলী√
গ. ধানসিঁড়ি
ঘ. দুধকুমার
৬. ডিম ছাড়ার জন্য মা মাছ আসে কোন নদীতে?
ক. ধলেশ্বরী
খ. হরিণটানা
গ. হালদা√
ঘ. পদ্মা
যুক্তবর্ণ ভেঙে নতুন শব্দ গঠন করো:
পদ্মা, উপস্থিত, অনুষ্ঠান, পরিষ্কার, সুন্দর।
উত্তর:
পদ্মা = দ্ম – দ্ + ম = ছদ্মবেশ।
উপস্থিত = স্থ – স্+ থ = সুস্থ।
অনুষ্ঠান = ষ্ঠ – স্+ঠ = পৃষ্ঠা।
পরিষ্কার = ষ্ক – স্ + ক = বহিষ্কার।
সুন্দর = ন্দ – ন্+দ = বন্দর।
বাক্য গঠন করো:
জন্ম, ইলিশ, প্রিয়, নোংরা, ভরাট।
উত্তর:
জন্ম – ব্রহ্মপুত্রের জন্ম হিমালয় পর্বতে।
ইলিশ – ইলিশ আমাদের জাতীয় মাছ।।
প্রিয় – আমার প্রিয় ফল আম।
নোংরা – নোংরা পানিতে গোসল করা ঠিক নয়।
ভরাট – নদী ভরাট করা থেকে বিরত থাকা উচিত।
শব্দার্থ লেখ:
শান্ত, যাত্রা, ঢল, নোংরা।
উত্তর:
শান্ত – চুপচাপ
যাত্রা – গমন, প্রস্থান
ঢল – পাহাড় থেকে নেমে আসা জলরাশি
নোংরা – অপরিষ্কার
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর:
১. কোন নদীর ইলিশ খুব সুস্বাদু?
উত্তর: পদ্মা নদীর।
২. ঘড়িয়াল কোন নদীতে দেখা যায়?
উত্তর: পদ্মা নদীতে।
৩. ঘড়িয়াল দেখতে কীসের মতো?
উত্তর: কুমিরের মতো।
৪. কোন নদীতে বাঘাইড় মাছ পাওয়া যায়?
উত্তর: যমুনা নদীতে।
৫. কোন নদীতে ডলফিন দেখা যেত?
উত্তর: মেঘনা নদীতে।
৬. আত্রাইকে মজার নদী বলার কারণ কী?
উত্তর: আত্রাই নদী বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে ফিরে এসেছে। এ বিষয়টা এমন যেন শখ করে প্রতিবেশী দেশ বেড়িয়ে এসেছে। এ কারণে আত্রাইকে মজার নদী বলা হয়।
৭. কর্ণফুলী নদীর প্রধান বৈশিষ্ট্য কী?
উত্তর: এ নদীটি বেশ খরস্রোতা!
৮. ‘হালদা’ নদী মা-মাছের প্রিয় কেন?
উত্তর: ডিম ছাড়ার জন্য সম্পূর্ণ উপযুক্ত ও অনুকূল হওয়ায় হালদা নদী মা-মাছের খুব প্রিয়।
৯. সুন্দরবনের ভিতর দিয়ে বয়ে যাওয়া ৩টি নদীর নাম লেখ।
উত্তর: সুন্দরবনের ভিতর দিয়ে বয়ে যাওয়া ৩টি নদী হলো- ১. হরিণটানা, ২. বলেশ্বর ও ৩. নীলকমল।
১০. সোমেশ্বরী নদী কী বয়ে আনে?
উত্তর: সোমেশ্বরী নদী বালুকণা বয়ে আনে।
Codehorse Learn Free