তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ ১৩ আমাদের গ্রাম প্রশ্ন উত্তর: আমাদের গ্রাম কবিতায় কবি বন্দে আলী মিঞা ছোট্ট একটি গ্রামে মিলেমিশে বসবাসকারী মানুষের জীবনচিত্র অঙ্কন করেছেন। এই গ্রামের সবাই সবার আপনজন। গ্রামের ছেলেমেয়েরা ভাই-বোনের মতো একসাথে খেলাধুলা করে। স্কুলে যায়। তাদের মধ্যে কোনো প্রকার হিংসা-বিদ্বেষ, ঝগড়া-বিবাদ নেই। তারা পিতা-মাতা ও গুরুজনকে ভক্তি করে। এই গ্রামের মানুষদের নিকট গ্রামটি মায়ের মতো মমতাময়ী। কারণ গ্রামের হাওয়া, মাটি, জল দিয়েই তারা বেঁচে আছে। গ্রামের দীঘির জল চাঁদের আলোতে ঝিকিমিকি করে। গ্রামের সব ধরনের গাছপালা পরস্পরের সাথে আত্মীয়ের বন্ধনে আবদ্ধ। সকালে সূর্য ওঠার সাথে সাথে গ্রামটি কোলাহলমুখর হয়ে ওঠে। এভাবে এই কবিতায় গ্রামের চিত্র অঙ্কনের মাধ্যমে কবি একটি অসাম্প্রদায়িক ও প্রীতিপূর্ণ সমাজ গঠনের আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন।
তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ ১৩ আমাদের গ্রাম প্রশ্ন উত্তর:
শব্দ শিখি
সেথা – সেখানে
কভু – কখনো
ডরি – ভয় পাই
কিরণ – আলো
আত্মীয় – আপনজন
রবি – সূর্য
বায়ু – বাতাস
অনুশীলনী
১। বাক্য লিখি।
পাঠশালা ………………..
গুরুজন ………………..
দিঘি ………………..
মিলেমিশে …………….
বাঁশঝাড় ……………..
উত্তর:
পাঠশালা – আমরা দলবেঁধে পাঠশালায় যাই।
গুরুজন – গুরুজনে ভক্তি করো।
দিঘি – বর্ষায় দিঘিটি জলে পরিপূর্ণ হয়।
মিলেমিশে – আমরা মিলেমিশে থাকবো।
বাঁশঝাড় – রাতের বাঁশঝাড়ে ঝি ঝি পোকা ডাকে।
২। কবিতাটি সুন্দর করে বলি ও দেখে দেখে লিখি।
উত্তর : নিজে নিজে চেষ্টা করো।
৩। একই অর্থের শব্দ শিখি।
রবি – সূর্য, অরুণ।
বায়ু – বাতাস, হাওয়া।
কিরণ – আলো, প্রভা।
ঘর – বাড়ি, গৃহ।
পাঠশালা – বিদ্যালয়, স্কুল।
৪। বলি ও লিখি।
ক) গাঁয়ের ঘরগুলো কেমন?
উত্তর: গাঁয়ের ঘরগুলো ছোটো ছোটো।
খ) পাড়ার সব ছেলে একসাথে কী কী করে?
উত্তর: পাড়ার সব ছেলে একসাথে স্কুলে যায় ও খেলাধুলা করে।
গ) জলভরা দিঘি ঝিকিমিকি করে কেন?
উত্তর: চাঁদের কিরণ লেগে জলভরা দিঘি ঝিকিমিকি করে।
ঘ) আত্মীয়ের মতো মিলেমিশে কারা আছে?
উত্তর: আমগাছ, জামগাছ, বাঁশঝাড় আত্মীয়ের মতো মিলেমিশে আছে।
৫। সঠিক উত্তর বাছাই করে বলি ও লিখি।
কবি গ্রামকে তুলনা করেছেন-
ক. মায়ের সাথে খ. বাবার সাথে
গ. বোনের সাথে ঘ. ভাইয়ের সাথে
উত্তর: ক. মায়ের সাথে
কখনো করব না-
ক. খেলাধুলা ও পড়াশোনা
খ. শ্রদ্ধা ও সম্মান
গ. হিংসা ও মারামারি
ঘ. আদর ও স্নেহ
উত্তর: গ. হিংসা ও মারামারি
সোনার রবি ওঠে-
ক. পূর্ব দিকে
খ. পশ্চিম দিকে
গ. উত্তর দিকে
ঘ. দক্ষিণ দিকে
উত্তর: ক. পূর্বদিকে।
৬। গ্রাম সম্পর্কে বলি ও লিখি।
উত্তর : আমাদের গ্রামের নাম দিঘলপুর। আমাদের গ্রামের ঘরগুলো দেখতে ছবির মতো। যে দিকে চোখ যায় শুধু সবুজ আর সবুজ। মাঠের পর মাঠ ফসলের খেত। কৃষক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেতে কাজ করে। রাখাল প্রতিদিন খুব সকালে গরুর পাল নিয়ে মাঠে যায়। আমাদের গ্রামে দুটি বিদ্যালয় আছে। বিদ্যালয়গুলো প্রতিদিন ছাত্র-ছাত্রীদের কলতানে মুখর থাকে। আমাদের গ্রামে ধনী-গরিব মিলেমিশে থাকি। একজনের বিপদে আরেকজন এগিয়ে আসি। সব মিলিয়ে আমাদের গ্রামটি যেন মায়া দিয়ে ঘেরা।
Class 3 All Guide ⮯
| আরো প্রশ্নসহ গাইড ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করো 👉 Install Now |
অতিরিক্ত প্রশ্ন ও উত্তর
সঠিক উত্তরের পাশে টিক (✔) চিহ্ন দিই।
১. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৮৫৬ সালে
খ. ১৮৬০ সালে
গ. ১৮৬১ সালে√
ঘ. ১৮৬৫ সালে
২. আমাদের গায়ের ঘরগুলো দেখতে কেমন?
ক. বড়
খ. ছোটো√
গ. মাঝারি
ঘ. ক্ষুদ্র
৩. চাঁদের কিরণ লেগে কী ঝিকিমিকি করে?
ক. ছোটো ঘর
খ. বাঁশঝাড়
গ. জামগাছ
ঘ. জলভরা দিঘি√
৪. মাঠ ভরা কী?
ক. পাট
খ. ধান√
গ. আলু
ঘ. ডান
৫. জলভরা কী?
ক. পুকুর
খ. খাল
গ. দিঘি√
ঘ. বিল
শূন্যস্থান পূরণ করো :
১. ……….সোনার রবি উঠে পুব দিকে।
২. আমাদের গ্রামটি………..সমান।
৩. আমাদের ছোটো গাঁয়ে ছোটো ছোটো………..।
৪. মিলেমিশে আছে ওরা…………হেন।
৫. পাড়ার সকল………….মোরা ভাই ভাই।
৬. ………….ভরা ধান আর জলভরা দিঘি।
উত্তর:
১. সকালে সোনার রবি উঠে পুব দিকে।
২. আমাদের গ্রামটি মায়ের সমান।
৩. আমাদের ছোটো গাঁয়ে ছোটো ছোটো ঘর।
৪. মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন।
৫. পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই।
৬. মাঠ ভরা ধান আর জলভরা দিঘি।
শব্দার্থ লেখ:
পাঠশালা, রবি, মোরা, পুব।
উত্তর:
পাঠশালা – বিদ্যালয়
রবি – সূর্য
মোরা – আমরা
পুব – পূর্ব
বাক্য গঠন করো:
হিংসা, গ্রাম, আলো, চাঁদ, রবি।
উত্তর:
হিংসা – হিংসা করা ভালো নয়।
গ্রাম – আমাদের গ্রামটি ছবির মতো।
আলো – আলো অন্ধকার দূর করে।
চাঁদ – চাঁদের নিজস্ব কোনো আলো নেই।
রবি – রবি পূর্ব দিকে ওঠে।
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর:
১. ছোটো গ্রামকে কার সাথে তুলনা করা হয়েছে?
উত্তর: ছোটো গ্রামকে মায়ের সাথে তুলনা করা হয়েছে।
২. মাঠ ভরা কীসের কথা বলা হয়েছে?
উত্তর: মাঠ ভরা ধানের কথা বলা হয়েছে।
৩. সোনার রবি কোন দিকে উঠে?
উত্তর: সোনার রবি পুব দিকে উঠে।
৪. ‘আমাদের গ্রাম’ কবিতাটির কবি কে?
উত্তর: বন্দে আলী মিঞা।
৫. পাড়ার ছেলেরা কখনও কী করে না?
উত্তর: হিংসা ও মারামারি করে না।
৬. পাড়ার ছেলেরা কাদের ভয় পেয়ে চলে?
উত্তর: পিতা-মাতা ও গুরুজনদের।
৭. ছোটো গ্রামটি কার মতো?
উত্তর: মায়ের মতো।
৮. গ্রামটি কী দিয়ে প্রাণ বাঁচায়?
উত্তর: আলো ও বায়ু দিয়ে।
৯. সকালে পুব দিকে কী ওঠে?
উত্তর: সোনার রবি।
Codehorse Learn Free