তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ ১২ বালুচরে একদিন প্রশ্ন উত্তর: তিথি বাবা-মায়ের সাথে শহরে থাকলেও তার প্রকৃত বাড়ি অচিনপুর গ্রামে। স্কুল ছুটি থাকলে তিথি প্রায়ই গ্রামের বাড়ি আসে। এবারও এসেছে। এবার তিথির খুব ইচ্ছা হয় নদীর বালুচরে গিয়ে পাখিদের দেখার। তিথির বাবা তার এই ইচ্ছা পূরণ করেন। তিথি বাবার সাথে নৌকায় করে নদীর বালুচরে গিয়ে শরতের চমৎকার প্রাকৃতিক দৃশ্য ও বিভিন্ন রঙের পাখি দেখে খুব খুশি হয়। হঠাৎ বৃষ্টি আসায় তাকে তাড়াতাড়ি ফিরে আসতে হয়। তবুও এই বৃষ্টিতে বালুচরের পাখিদের অবস্থার কথা ভেবে তিথির মন উদাস হয়। নদীর বালুচরে কাটানো এই দিনটি তিথির স্মৃতিতে স্মরণীয় হয়ে রয়ে যায়।
তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ ১২ বালুচরে একদিন প্রশ্ন উত্তর:
শব্দ শিখি:
উকি দেওয়া – আড়াল থেকে দেখা
মিনার – দালানের উঁচু চূড়া
বাদল – বৃষ্টি
চর – নদীতে তৈরি হওয়া বালুময় ভূমি
নলখাগড়া – নলের মতো লম্বা ঘাস
অনুশীলনী
১। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি ও শব্দের অর্থ বলি।
উঁকি দেওয়া, মিনার, বাদল, চর, নলখাগড়া;
উত্তর:
উঁকি দেওয়া – আড়াল থেকে দেখা
মিনার – দালানের উঁচু চূড়া
বাদল – বৃষ্টি
চর – নদীতে তৈরি হওয়া বালুময় ভূমি
নলখাগড়া – নলের মতো লম্বা ঘাস
২। শব্দ দিয়ে বাক্য লিখি।
মিনার, ঝাঁক, চর, টলটল;
ক) নদীর জল………..করছে।
খ) মসজিদের……….থেকে ভেসে আসে আজানের ধ্বনি।
গ) পানি কমে যাওয়ায় নদীতে………….পড়েছে।
ঘ) গাছের ডালে এক………..পাখি বসে আছে।
উত্তর ক) টলটল; খ) মিনার; গ) চর; ঘ) ঝাঁক।
৩। ডান পাশ থেকে শব্দ নিয়ে খালি জায়গা পূরণ করি।
ক) সুপারি গাছের সারির মধ্য দিয়ে উঁকি দেয়…..। নদীর পানি
খ) নদীর চরে……..মেলা বসে। সাদা বক
গ) টলটল করছে……….। সকালের সূর্য
ঘ) ঘাড় বাঁকা করে এক পায়ে দাঁড়িয়ে আছে……। পাখিদের
উত্তর:
ক) সুপারি গাছের সারির মধ্য দিয়ে উঁকি দেয় সকালের সূর্য।
খ) নদীর চরে পাখিদের মেলা বসে।
গ) টলটল করছে নদীর পানি।
ঘ) ঘাড় বাঁকা করে এক পায়ে দাঁড়িয়ে আছে সাদা বক।
৪। বিপরীত শব্দ জেনে নিই।
Ans: Try Yourself.
৫। সঠিক উত্তরটি বলি ও লিখি।
তিথির গ্রামের নাম-
ক. মধুপুর খ. অচিনপুর
গ. শফিপুর ঘ. নাজিরপুর
উত্তর: খ. অচিনপুর
নদীর চরে পাখিদের মেলা বসার কথা বললেন-
ক. গণেশ কাকা খ. হামিদ চাচা
গ. নাদের চাচা ঘ. মধু কাকা
উত্তর: গ. নাদের চাচা
মাটি দিয়ে শখের হাঁড়ি বানান-
ক. নাদের চাচা খ. হামিদ চাচা
গ. মধু কাকা ঘ. গণেশ কাকা
উত্তর: গ. মধু কাকা
নলখাগড়ার গায়ে চুপচাপ বসে আছে-
ক. মাছরাঙা খ. গাঙচিল
গ. শালিক ঘ. সাদা বক
উত্তর: ক. মাছরাঙা
যে ঘটনাটি আগের-
ক. পাখিরা আকাশে উড়ছে
খ. তোমাকে গল্প শোনাব
গ. কে যেন এগিয়ে আসছে
ঘ. তিনি দাওয়াত দিয়েছিলেন
উত্তর: ঘ. তিনি দাওয়াত দিয়েছিলেন।
Class 3 All Guide ⮯
| আরো প্রশ্নসহ গাইড ও সাজেশন পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করো 👉 Install Now |
৬। বুঝে নিই।
কুমারপাড়া – কুমারেরা যেখানে একসাথে বাস করে।
শখের হাঁড়ি – ছবি আঁকা রঙিন হাড়ি।
দ্বীপ – চারিদিকে পানি দিয়ে ঘেরা ভূখন্ড।
৭। মুখে মুখে উত্তর বলি ও লিখি।
ক) গ্রামের প্রকৃতি তিথির কেমন লাগে?
উত্তর: গ্রামের প্রকৃতি দেখে তিথির মন ভরে যায়।
খ) নৌকায় করে তিথিরা কোথায় গেল?
উত্তর: নৌকায় করে তিথিরা বালুচরে পাখি দেখতে গেল।
গ) নাদের চাচার ঝুড়িতে কী কী মাছ ছিল?
উত্তর: নাদের চাচার ঝুড়িতে ছিল পাবদা, পুঁটি আর মাঝারি আকারের বোয়াল মাছ।
ঘ) তিথি কেন পাখিদের জন্য ভাবছিল?
উত্তর: ঝড়ের কারণে তিথি পাখিদের কথা ভাবছিল।
ঙ) ঝড়ের সময় পাখিরা কী করে?
উত্তর: ঝড়ের সময় পাখিরা তাদের নিরাপদ জায়গায় আশ্রয় নেয়। যেমন- গাছের পাতার নিচে, পাহাড়ের গৃহায় বা তাদের বাসা বা নীড়ের মধ্যে। সাধারণত পাখিরা শক্তিশালী বা তীব্র ঝড়ে নিজেকে সুরক্ষিত রাখতে বা বাঁচতে উড়তে চেষ্টা করে না। চুপচাপ বসে থাকে।
৮। বিরামচিহ্ন বসাই।
ক) তিথি গ্রামে বেড়াতে এসেছে
খ) কী ঠান্ডা হাওয়া
গ) তিথি কোথায় থাকে
ঘ) গণেশ কাকা বললেন ফিরতে হবে
উত্তর:
ক) তিথি গ্রামে বেড়াতে এসেছে।
খ) কী ঠান্ডা হাওয়া।
গ) তিথি কোথায় থাকে?
ঘ) গণেশ কাকা বললেন, ফিরতে হবে।
অতিরিক্ত প্রশ্ন ও উত্তর:
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর:
১. তিথি কোথায় থাকে?
উত্তর: ঢাকায়।
২. তিথির গ্রামে কোথা দিয়ে সকালের সূর্য উকি দেয়?
উত্তর: সুপারি গাছের সারি দিয়ে।
৩. নাদের চাচা পেশায় কী?
উত্তর: একজন জেলে।
৪. নাদের চাচা মাঝনদীতে কেন যান?
উত্তর: মাছ ধরার জন্য।
৫. নাদের চাচা মাছ ধরতে কোথায় যান?
উত্তর: নাদের চাচা মাছ ধরতে চলে যান মাঝনদীতে।
৬. তিথিদের গ্রামের নাম কী?
উত্তর: তিথিদের গ্রামের নাম অচিনপুর।
৭. নৌকার মাঝি কে?
উত্তর: গণেশ কাকা।
৮. কে খপ করে মাছ ধরে?
উত্তর: সাদা বক।
৯. গণেশ কাকা তিথিকে কীসের গল্প শোনায়?
উত্তর: নদীর চরের দৃশ্যের গল্প।
১০. তিথি কোথায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করে?
উত্তর: নদীর চরে।
১১. এক সকালে কে নৌকা নিয়ে হাজির হয়?
উত্তর: গণেশ কাকা।
১২. তিথির বাবার বন্ধু কে?
উত্তর: মধু পাল।
১৩. মধু পাল কোথা থেকে নৌকায় ওঠেন?
উত্তর: কুমারপাড়া থেকে।
১৪. মধু পাল পেশায় কী?
উত্তর: একজন কুমার।
১৫. মধু পাল কী বানান?
উত্তর: শখের হাঁড়ি বানান।
Codehorse Learn Free